![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেকদিন আগে আমি একটা অন্যরকম ওয়েবসাইটের খোঁজ পাই।
তখন আমার আই.টি. কোর্সওয়ার্কের বিষয় ছিল পোষা প্রাণীর দোকানের জন্য ওয়েবসাইট, ডাটাবেইজ, অ্যাডের অ্যানিমেটেড ব্যানার ইত্যাদি তৈরি করা।
এসব নিয়ে রিসার্চ করতে করতে আমি “আহত প্রাণীদের জন্য অর্থসাহায্যের আহবান” নামের ঐ ওয়েবসাইটটা খুঁজে পাই।
ওয়েবসাইটটা ভর্তি ছিল মর্মান্তিক ও বীভৎস সব ছবি।
যেমন একটা পা নেই এমন কুকুরের ছবি।
পেটকাটা কয়েকটা বেড়ালের ছবি।
কিন্তু ছবিগুলোর সাথে ক্রমে ক্রমে প্রাণীগুলোর চিকিৎসা পাওয়ার পর সুস্থ হয়ে ওঠার ছবিও দেয়া ছিল।
দেখে বোঝা যাচ্ছিল তারা বেশ ভালোই ডোনেশন পাচ্ছিল। আর সেই টাকা তারা আধুনিক বিশ্বের মত চিকিৎসাতেই খরচ করছিল।
এই পশুপাখিগুলোর জন্যে মায়া করার লোক যে এখনো আছে দেখে খুশি হলাম। আরো খুশি হলাম সুস্থ ও প্রাণবন্ত সেই সব ছোট্ট প্রাণীদেরকে দেখে।
"জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর।"
(গল্পটি ইন্টারনেটে বহুল প্রচারিত জাপানি গল্প থেকে অনূদিত।)
গল্পের আসল ব্যাপারটি ধরতে পেরেছেন?
২| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০০
রাজীব নুর বলেছেন: আজকের সন্ধ্যার একটা ঘটনা বলি-
হলি ফ্যামিলি হাসপাতালের সামনের রাস্তা দিয়ে হেটে আসছিলাম। হাসপাতালের গেট দিয়ে একটা প্রাইভেট কার বের হচ্ছিল। গাড়ির নিচে ছিল একতা বিড়াল। বাচ্চা বিড়াল। ড্রাইভার হয়তো খেয়াল করেনি। বিড়ালের উপর দিয়েই গাড়ি চালিয়ে দিল। আমি দেখলাম, নিজের চোখে দেখলাম। বিড়ালটার মুহুর্তের মধ্যে কাপতে কাপতে মরে গেল।
আমি যখন চিৎকার দিলাম ততক্ষনে গাড়ি অনেক দূর চলে গেছে।
খুব খারাপ লেগেছে বিড়ালের মৃত্যুটা দেখে।
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০৮
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: ইশ!
৩| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:০২
আর্কিওপটেরিক্স বলেছেন: বুঝলাম না
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১২
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: পা কাটা কুকুরের পা ও পেটকাটা বেড়ালের অন্ত্রও জোড়া লাগানো যায় না। ওয়েবসাইটে ছবিগুলোর টাইমলাইন উল্টো করে দেয়া ছিল। মানে প্রাণীগুলোর ভালো অবস্থায় ছবি তুলে, ক্রমে ক্রমে অত্যাচার করে ছবি তোলা হয়েছিল।
৪| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:১৯
কথাকথিকেথিকথন বলেছেন:
অদ্ভুত গল্প। কিছু বুঝে ওটার আগেই শেষ! হয়তো এটাই গল্পটার বৈশিষ্ট!
৫| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৩
আর্কিওপটেরিক্স বলেছেন: কি পৈশাচিক !
ডার্ক ওয়েবের রেড রুমের মতো...
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৬
রুফিয়াস মিলেনিয়াম বলেছেন: একদম। লোকে বলে রেডরুম নাকি একটা গুজব। তবে অ্যানিমল ক্রুয়েল্টি কিন্তু আসলেই আছে। অনেক সাইকোপ্যাথ এসব করে বেড়ায়।
৬| ২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৯:২৯
আর্কিওপটেরিক্স বলেছেন: লোকে বলে রেডরুম নাকি একটা গুজব
রেডরুম রেডরুমই...
©somewhere in net ltd.
১|
২৮ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৫৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: “আহত প্রাণীদের জন্য অর্থসাহায্যের আহবান”
......................... বিদেশের প্রানীদের ভাগ্য অন্যরকম
আমাদের অসহায় ঘরে ঘরে খাদ্যর জন্য যে হাহাকার,
তাদের একটা কুকুর তার চেয়ে অধিক খাদ্য গ্রহন করে ।