![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বর্তমানে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সবার মাঝে,চা ষ্টল-কফি ষ্টল, হোটেল-রেষ্টুরেন্টসহ সর্বত্র এই আলোচনায় মুখরিত. বেগম জিয়া বলছেন শহিদের সংখ্যা নিয়ে ভূল শিক্ষা দেওয়া হচ্ছে.. শেখ হাসিনা ত্রিশ লক্ষ শাহিদ হয়েছেন বলে ঘোষণা দিচ্ছেন.মনে এই প্রশ্ন
অবশ্যই আসে যে
কিসের ভিত্তিতে
জানা গেল যে ৩০ লক্ষ্
শহীদ হয়েছেন।
আমরা যখন স্কুলের
বইতে বাচ্চাদের
শিখাই ৩০ লক্ষ,
তারাই পরবর্তীতে
ইন্টারনেটে বা
আন্তর্জাতিক
অঙ্গনে
ভিন্ন সংখ্যা ও
বিতর্ক গুলো দেখে।
বুঝতে হবে যে
বিশ্বায়নের যুগে এখন
সব
তথ্য উন্মুক্ত। আমরা
৩০ লক্ষ্ বললেও
আন্তর্জাতিকভাবে
বলা হয় নিরপেক্ষ
যাচাই এ যে সংখ্যা
পাওয়া গিয়েছে
সেটা ৩০ লক্ষ নয়।
সুতরাং এটা নিয়ে
অবুঝ আবেগের কোন
কারন নেই। আমাদের
মুক্তিযুদ্ধের গৌরবের
জন্য, আমাদের
সম্মানের জন্যই
সঠিক হওয়া
প্রয়োজন।
আমরা যেন নিজেদের
মিথ্যাবাদী
জাতি হিসেবে
পরিচিত না করি। যদি
আমরা ৩০ লক্ষ্ বলি
তাহলে সেটা
ডিফেনড করার জন্য
পরিসংখ্যান ও
যুক্তি যেন থাকে।
একটি কথা পায়ই
শোনা যায় যে
জাতিসংঘ সম্মেলনে ৩
লক্ষ এর জায়গায়
জাতির পিতা বঙ্গবন্ধু
৩০ লক্ষ্ বলেছিলেন
স্বাধীন
বাংলাদেশের প্রতি
সহমর্মিতা ও
অনুদান আদায়ের জন্য
বা ৩ লক্ষ এর
জায়গায় ভুলে ৩
"মিলিয়ন" বলে
ফেলেছিলেন যেটা
পরবর্তীতে চালু হয়ে
যায়। সুতরাং পরিস্কার
হওয়া জরূরি। এটা
নিয়ে অন্ধ আবেগের
কিছু নেই।
এখানে কেউ বলছে না
যে গণহত্যা হয়নি।
ব্যাপারটি হল ৩০
লক্ষ নিয়ে কারন
আন্তর্জাতিক
নিরপেক্ষ যাচাইয়ে ৩০
লক্ষ বা তার
নিকটবর্তী কোন
সংখ্যা
পাওয়া যায়নি। আর
এটাও প্রশ্নবিদ্ধ যে
কিভাবে ৩০ লক্ষ
নির্ধারণ করা হল।
এটাও বলা হয় যে শেখ
মুজিব ৩ লক্ষ এর
জায়গায় ভুলে অথবা
বেশি অনুদান
লাভের জন্য ৩
"মিলিয়ন" বলেছিলেন।
কেউ বলেনি যে
শহীদদের নামের
লিস্ট
বানাতে হবে বা একদম
৩০ লক্ষ দেখাতে
হবে। দরকার একটি
গ্রহনযোগ্য ভিত্তি
যা
দিয়ে আমরা
আন্তর্জাতিক
যাচাইকে
চ্যালেঞ্জ জানাতে
পারব। শেখ মুজিব
৭২-৭৩ এ বিভিন্ন
সম্মেলনে ৩০ লক্ষ
বলেছেন যেটা প্রশ্ন
রাখে কিভাবে
যাচাই করা হয়েছে।
কারন তখনও ভারত
থেকে শরণার্থীরা
দেশে ফিরছিল এবং
সংখ্যা যাচাইয়ের
লোকবল/সামর্থ্য
ছিল
না! এটি নিয়ে অবশ্যই
বিতর্ক অবসানের
দাবি রাখে। আমরা আর
কত নিজেদের
মিথ্যাবাদী জাতি
বানাব। রাজনৈতিক
ফায়দা হাসিলের জন্য
রানা প্লাজা
থেকে এক রেশমা
উদ্ধার নাটক করে
বিশ্ববাসীর কাছে
নিজেদের
মিথ্যাবাদী আর
হাসির পাত্র
বানিয়েছি।
আর মুজিবের কাছে
২৫ এ মার্চের আগে
তাজউদ্দীন আহমেদ
যখন স্বাধীনতার
ঘোষণাপত্র নিয়ে
স্বাক্ষর করতে বার
বার অনুরোধ করেছেন,
মুজিব তখন
স্বাক্ষর করতে
অস্বীকার করেছে এই
বলে যে পরে
পাকিস্তানীরা এটিকে
প্রমান হিসেবে
ব্যাবহার করে তার
বিচার করবে। অর্থাৎ
তিনি ভাবতে
পারেননি যে বাংলাদেশ
স্বাধীন হবে।
তাজউদ্দীন
আহমেদের মেয়ের
লেখা
বইতেই সব আছে।
আমাদেরকে দেশের
প্রচলিত ইতিহাস
খাওয়ানো হয় যা
মিথ্যায় ভরপুর। সঠিক
ইতিহাস জানার
জন্য নিরপেক্ষ মন
নিয়ে বিভিন্ন পক্ষের
সব কিছু পড়ে নিজের
যাচাই করা উচিত।
তাজউদ্দীন
আহমেদের মেয়ের
লেখা বই
পড়েছেন?
আন্তর্জাতিক
বিভিন্ন
নিরপেক্ষ তদন্ত গুলো
পড়েছেন?
মুক্তিযোদ্ধা এম এ
জলিল এর বই পড়েছেন
যেখানে বলা হয়েছে
কেন আমাদের
মুক্তিযুদ্ধের
সর্বাধিনায়ক
ওসমানী কে
১৬ ডিসেম্বর
আত্মসমর্পণ
অনুষ্ঠানে
আসতে বাধা দিয়েছিল
ভারতীয় বাহিনী
এবং সিলেটে তার
হেলিকপটারে গুলি
করেছিল......? আমরা
অবশ্যই আবেগ নিয়ে
থাকব, কিন্তু অন্ধ বা
মিথ্যা আবেগ নয়।
এই যুক্তি আমার নয়,
নিরপেক্ষ সকলের।
বিভিন্ন সুত্র থেকে
জানুন, পড়ুন। অনেক
ধারনাই পরিবর্তন
হবে। বুঝবেন কিভাবে
আমাদের ইতিহাস
ক্রমশ পরিবর্তন করা
হয়েছে আর আমাদের
খাওয়ানো হয়েছে।আসুন আমরা সবাই স্বচ্ছ সুন্দর সঠিক ইতিহাস নব প্রজন্মের সামনে তুলে ধরি.শিখাই.উজ্বল সুন্দর ভবিষ্যৎ গড়ি.
২| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৪২
শ্রীঅভিজিৎ দাস বলেছেন: একই পোষ্ট ইষ্টিশনেও পড়লাম-তাই না?
৩| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৭
জিসান সালীম বলেছেন: আমিও লিখেছি দেখুন: Click This Link
৪| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৮:৫০
চাঁদগাজী বলেছেন:
পাকীরা সব সময় কম বলবে, বাংগালীরা বাড়িয়ে বলতে পারে; আপনি কি পাকী?
৫| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:১৫
কোলড বলেছেন: The killing of 300,000 in 9 months is no less genocide than 3,000,000. A lie should be plausible to make it believable but 3 million in 9 months is simply not plausible coz that means Pak Army was way more efficient than Nazi SS.
Another poster here mentioned 15,000 Bengali's were killed in one hour in some place called Chuknagar and I was struck dumb. Even Paul Blobel didn't manage to achieve this feat in Babi Yar massacre. It took him two days to murder 33,000 Jews.
৬| ২৩ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৯:২০
রানার ব্লগ বলেছেন: কোন ভিত্তিতে বলবো খালেদা ৭১ মৌজ মাস্তিতে দিন কাটায় নি
তার নাম জিয়ার সাথে নিব না কারোন জিয়া বাংলার স্বাধীনতার জন্য অস্র ধরেছিল।
৭| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১২:১৪
কলাবাগান১ বলেছেন: যদি ১৯৭১ এ বলা হত তিন লাখ শহীদের বিনিময়ে স্বাধীনতা লাভ করেছি........এটা নিয়ে রাজাকারের দল ও খালেদা এখনও প্রশ্ন তুলত.... বলত আরো কম। আসলে সংখ্যা কোন ইস্যু না..... ইস্যু হল কিভাবে স্বাধীনতার বিপক্ষ শক্তির দোষ কমানো
৮| ২৪ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ১১:১৩
বাংলার জামিনদার বলেছেন: আমার তো মনে হয় সত্যবাদি তারাই, যারা পাইক্যা গুখোর। শেখ মুজিব অশিক্ষিত(কারন লাখ আর মিলিয়নের ভিতরে ফারাক পায়না), আর ফালুদা পিএইচডি। শহীদ হলো কাদের মোল্লা, সাকা, মোজা, পোকা, গুআ এরা। এবার খুশি তো। সব জান্জুয়ার পয়দা।
©somewhere in net ltd.
১|
২৩ শে ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:১০
রুহুল আমীন দুর্জয় বলেছেন: ঠিক