নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি রুহুল সিনবাদ। ঊষার লগ্নে এক ফোটা শিশিরবিন্দুতে যার জন্ম গোধূলি লগ্নে এক ফোটা অশ্রুবিন্দু দিয়ে যার মৃত্যু। আমার উপর যত বলই প্রযোগ করুক দিনের মধ্যভাগে আমি অমর। \nপড়াশুনা: ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি\nবিষয়: ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক্স ইন্জি

রুহুল সিনবাদ

রুহুল সিনবাদ › বিস্তারিত পোস্টঃ

পার্ট টাইম জব চাই

২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ৯:৫৯

আমার নাম রুহুল সিনবাদ। আমি ২৯শে আগস্ট ২০১৫ তে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি।ইলেক্ট্রিকাল এন্ড ইলেক্ট্রনিক ইন্জিনিয়ারিং এর উপর বি এস সি করবো বলে। পড়াশুনার পাশাপাশি পার্টটাইম জব খুজছি। তবে মোবাইল অপারেটর, রেডিও স্টেশন এ দুটিতে কাজ করার তুখোড় ইচ্ছা। কিন্তু প্রয়োজনের তাগিদে হোটেলে কাজ করতেও আপত্তি নেই। তবে ইভেন্ট ম্যানেজমেন্টের জব ও আমার পছন্দের তালিকায়। এছাড়া কোন রুচিশীল আর যেমনই হোক না কেন কোন কাজের সন্ধান থাকলে কেউ জানাবেন প্লিজ। আমার অভিজ্ঞতা বলতে আছে বড় ভাইদের সাথে প্রান মামা ওয়েফার আর পুডিং এর বিজ্ঞাপন দেওয়া প্রাইমারী আর মাধ্যমিক বিদ্যালয়ে। আর এর সাথে বাপের চক ফ্যাক্টরীর চকের তাগিদা করা। ওয়েব ডিজাইন আর গ্রাফিক্স ডিজাইন ও পারি কিছুটা। ক্লাস এইট ও নাইনের ম্যাথে আর যে কোন ক্লাসের আইসিটিতে সেই রকম এক্সপার্ট। টিউশনি করার অভিজ্ঞতা আছে বাসায় থাকতে। সুতরাং এরকম বা এজাতীয় কাজের সন্ধান পেলে আমাকে জানানোর জন্য বিশেষ অনুরোধ থাকলো সবার কাছে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ২৯ শে আগস্ট, ২০১৫ সকাল ১১:০২

ছটিক মাহমুদ বলেছেন: Pl send your CV to [email protected]

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.