![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন আবারও জেতার পরিকল্পনা করছি ! দেখা যাক কি হয় !
Samsung Mobile Bangladesh তাদের ফেসবুক পেজে একটা ভিডিও প্রকাশ করে, যেখানে অনন্ত জলিল কে বেশ ব্যাঙ্গ করেই উপস্থাপন করা হয়। এদের মত একটা প্রতিষ্ঠান যদি এমন করে প্রচার করে তাহলে তো সাধারন পাবলিক এর আর দোষ কি তাকে পচাতে !! আমরা বাঙালিরা নিজেরাই তো নিজেদের উন্নতির বাধা তার আবার চাক্ষুস প্রমান না দেখালেই বোধ হয় ভাল হত। কাউকে সম্মান দিতে না পারলে অন্তত অসম্মান করা উচিত নয়। অনন্ত জলিল যেমনই হোক, উনি কিন্তু একজন বাংলাদেশি।
তাদের এহেন আচরনে একজন সাধারন মানুষ হিসেবে ব্যাথিত হই, তাই তাদের ওখানে একটি কমেন্ট করি এভাবে " এত দিন গর্ব করে সামসাং প্রোডাক্ট ইউজ করতাম। সামসাং এর মোবাইল, নেটবুক, নোটবুক, ডেক্সটপ পিসির মনিটর, ডিভিডি ড্রাইভ, হার্ডডিস্ক, এই সব কিছু একজন আইটি এক্সপার্ট হিসেবে ইউজ করতাম খুব আগ্রহ করে এবং আমার যত ফ্রেন্ড আছে এবং অফিসেও যদি কোন কলিগ এর কোন প্রোডাক্ট নিতে হয়, তাও আমি সবাই কেই সামসাং নিতে বলতাম, সাথে কিছু পুরনো বায়ারের নিউ মোবাইল, নেটবুক, নোটবুক ও। আমি নিজেও স্বাচ্ছন্দ্য বোধ করি সামসাং এ।
কিন্তু আপনাদের এই বিজ্ঞাপনের ৩য় অংশে যেভাবে একজন কে ব্যাঙ্গ করলেন, তাতে আপনাদের ব্যাপারে একটা বেশ ভাল ধারনা হল। আপনাদের কমনসেন্স দেখে বিস্মিতও হয়ে গেলাম। আপনাদের হয়ত লজ্জা কম, কিন্তু আমার আছে। আপনাদের মত উজবুক ফেসবুকে অনেক আছে। তাদের এমন করা হয়ত মানায়, কিন্তু আপনারা করলেন কোন লজ্জায় ??? তাহলে ওই উজবুক আর আপনাদের মধ্যে পার্থক্য কোথায় তা বুঝলাম না। আমি অনন্তর ভক্তও না, শুভাকাঙ্ক্ষীও না। কিন্তু তাকে যেভাবে ব্যাঙ্গ করলেন তাতে হয়ত আপনাদের তেমন কিছুই যায় আসে না, কিন্তু আপনারা ১০০% একজন সলিড কাস্টমার হারালেন, তার সাথে তার সকল রেফারেন্স এর কাস্টমার, বিদেশি বায়ারের নিউ মোবাইল, নেটবুক, নোটবুক কেনা। সাথে তাদের কে বলব কেন না করছি আপনাদের প্রোডাক্ট নিতে, সাথে এই ভিডিও দেখায় দিব। আশা করি বাংলাদেশে আপনাদের ০.০০০০০০০০০০১ % হলেও কম বিক্রি হবে। "
তাদেরকে একটা ম্যাসেজ ও দেই, কিন্তু তারা কোন রিপ্লাই দেইনি। যাই হোক, আমরা যে কারই ভাল চাই না তার প্রমান আমরা নিজেই। সামসাং এর মত একটা বড় কোম্পানি যদি এভাবে কাউ কে নিয়ে মস্করা করে তাহলে তার জন্য আমরাই দায়ি। আর "সামসাং মোবাইল বাংলাদেশ" কে বলব, আপনারা আরও বিজ্ঞাপন বানান, এমন আরও বেশ কিছু মানুষ বাংলাদেশে আছে, তাদের নিয়েও বানান এমন বিজ্ঞাপন।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫৩
রূম্মান বলেছেন: না ভাই আমার কমনসেন্স নাই, আমি ব্যাঙ্গ বুঝি না, আপনি একাই বুঝেন। আর এই জন্য আপনার উল্টায় পড়ার কোন দরকার বাই, আপনি উল্টায় গেলে তো আপনের পুরা স্কুল সহ উল্টায় যাবে, ভাল না লাগলে স্কিপ করে চলে যান।
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
নক্শী কাঁথার মাঠ বলেছেন: এর সাথে স্যামসাং-এর প্রডাক্টের কি সম্পর্ক? প্রডাক্টতো আর খারাপ হয়ে যায়নি।
৩| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৮
নক্শী কাঁথার মাঠ বলেছেন: ফালতু পোস্ট।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪৯
রূম্মান বলেছেন: আপনি স্কিপ করে যান।
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৪১
কেএসরথি বলেছেন: ভিডিওটা না দেখে বুঝতে পারছিনা। অনন্ত জলিলের কোন ভিডিও নিয়ে কথা হচ্ছে?
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
রূম্মান বলেছেন: Click This Link এখানে গিয়ে দেখেন। SAMSUNG Extra Special Eid AV এই নাম এ আছে।
৫| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৯
সরোয়ার কামাল বলেছেন: ভিডিওর লিংক টা দিলে ভালো হোত...
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫০
রূম্মান বলেছেন: Click This Link এখানে গিয়ে দেখেন। SAMSUNG Extra Special Eid AV এই নাম এ আছে।
৬| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৫২
আহমেদ নিশো বলেছেন: ভিডিওটিতে অবশই অনন্তকে অপমান করা হয়েছে যেটা মোটেও উচিত হয়নি।
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
রূম্মান বলেছেন: সহমত
৭| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮
পাউডার বলেছেন:
আপনে বোঝেন নাই। এডে মেয়ে টা যে গেইম খেলচে, সেটার নাম, ক্যান্ডি ক্রাস। এই গেম এ সর্বোচ্চ ৫ টা লাইফ থাকে। এছাড়া ফ্রেন্ডদের কেউ লাইফ দিতে পারে। নৈলে ২৫ মিনিট ওয়েট করতে হয়।
তো এই খানে ব্যাংগ হইলো কেমনে?
অ:ট: আপনি কি জলিল সাহেবের গারমেনটের আইটি অফিসার নাকি?
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৫৭
রূম্মান বলেছেন: হাহাহাহাহাহহা বেফুক বিনুদুন মার্কা কমেন্ট
৮| ২১ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:০৯
দি সুফি বলেছেন: স্যামসাং ব্যাবহার ছাইড়া দেন। কেউ আপনারে বাইন্ধা রাখে নাই। বেশি বেশি গ্রামিন ফোন ব্যাবহার করেন। গ্রামিন ফোন সেন্টারে সিম্ফোনি আছে। কেনা শুরু করে দেন আর সবাইকে সাজেষ্টও করতে থাকেন। গ্রামিনফোন সেন্টারে কিন্তু স্যামসাং ফোনও আছে, আবার জলিল ভচও আছে!
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
হেডস্যার বলেছেন:
আপনের কমন্সেন্স দেইখাই আমি উল্টাইয়া পড়লাম।
ব্যাঙ্গ করল কই বুঝলাম না !! ব্যাঙ্গ বুঝেন??