নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

\"আমি কিন্তু কোনভাবেই কোন দিক থেকেই ব্লগার না, আমাকে ব্লগার ভাববেন না\"\"

রূম্মান

এখন আবারও জেতার পরিকল্পনা করছি ! দেখা যাক কি হয় !

রূম্মান › বিস্তারিত পোস্টঃ

পবিত্র হজ্বব্রত পালনে বাংলাদেশ সরকারের আর্থিক সহযোগিতা প্রসংগে

০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪৯

বাংলাদেশ এশিয়ার তথা বিশ্ব মুসলিম উম্মাহর ক্ষেত্রে মুসলিম অধ্যুসিত দেশ সন্দেহ নেই। ইদানীং প্রতিবছর এদেশ থেকে লক্ষাধিক বাংলাদেশী হাজী পবিত্র হজ্বব্রত পালন করে থাকেন। সরকারী হিসেবে ২০১৪ ইং সালে লক্ষাধিক হাজী হজ্বব্রত পালন করেছেন। হজ্বব্রত পালনের ক্ষেত্রে স্বাস্থ্য ও সুস্থতার বিকল্প নেই। পৃথিবীর অন্যান্য দেশের হাজীগন বাংলাদেশী হাজীদের চেয়ে বয়স তুলনামূলক অনেক কম। হাজীদের কাছ থেকে এসব তথ্য জানা যায় ।

মালেশিয়া-ইন্দোনেশিয়ার পবিত্র হজ্ব হচ্ছে পাত্র-পাত্রীর বিয়ের পূর্ব শর্ত। আর তা হবেনা কেন। হজ্বের মওসুমে সে দেশের সরকার সে দেশের যুবকদেরকে আর্থিক সাহায্য দিয়ে থাকে । মালেশিয়ার মুসলিমদের সংখ্যার তুলনায় আমাদের দেশের মানুষের শতকরা ৯০ শতাংশ মুসিলম । এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতও হজের মওসুমে হাজীদের পবিত্র হজ্বব্রত পালনের ক্ষেত্রে আর্থিক সহযোগিতা (ভূর্তকির) মাধ্যমে অনেক হাজীকে সহায়তা প্রদান করে থাকে। যেখানে মোট জনসংখ্যার ১৫-২০ শতাংশ মুসলিম।
হজ্ব পালনের ক্ষেত্রে বাংলাদেশ সরকারের সরকারী এমন কোন প্রচেষ্টা লক্ষ্য করা যায়না। অদ্যাবধি এমন কোন পরিকল্পনার কথা শোনাও যায়নি। তবে একথা বলা যায়। সরকার আসে সরকার যায় দেখা যায়, সরকার প্রধান বা সরকারের মন্ত্রীরা একটা কোটার মাধ্যমে প্রতি হজ্ব মওসুমে সরকারের মন্ত্রী ও সরকারী কিছু লোক পবিত্র হজ্বের সুযোগ পেয়ে থাকে।

হজ্বের ক্ষেত্রে বয়স একটি ফ্যাক্টর। বয়স্ক হাজীদের হজ্বের আরকান আহকাম প্রতি পালন করা কষ্টকর ও দূসাধ্য ব্যাপার। আমরা দীর্ঘদিন থেকে দেখে আসছি আমাদের দেশের অধিকাংশ হাজীগন হজ্বে যান বৃদ্ধ বা বৃদ্ধাবস্থায়। অনেকেই বয়সের ভারে ন্যুজ তার ওপর সেখানকার আবহাওয়া আমাদেও স্বাস্থ্যের জন্য কোন ক্ষেত্রে প্রতিকূলও বটে। তাই অনেক সময় দেখা যায় মক্কার হেরেম শরীফে তওয়াফ কালীন, শয়তানকে ঢিল ছোড়ার সময়, কিংবা আরাফাতের ময়দানেও হজ্বের সময়ে ভীড়ের চাপে পদদলিত হয়ে দূর্ঘটনার শিকার হয়ে অনেক হাজীর দূর্ঘটনার শিকার হন।

২০১২ সালে সরকারী ভাবে হজ্বের খরচ নির্দ্ধারণ করেছে ৩ লাখ ২৬ হাজার টাকা। বাংলাদেশ সরকার তো অনেক টাকাই অনেক খাতে খরচ করে থাকেন। মালেশিয়া-ইন্দোনেশিয়া ও ভারতের ন্যায় ৪০-৫০ বৎসর বয়সের মধ্যে প্রতি জেলা থেকে মোট ৫০ জন হাজীকে হজ্বের মোট খরচের অর্ধেক বা এক তৃতীয়াংশ সাশ্রয়ী খরচে বা আর্থিক ভূর্তকির মাধ্যমে মুসলিম অধ্যূসিত বাংলাদেশে এ প্রথা চালু করা যেতে পারে। সাশ্রয়ী খরচে সাধারণ মুসলিম নাগরিককে পবিত্র হজ্বব্রত পালনে সদাশয় সরকার সচেষ্ট হবেন বলে আশা করছি।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ২:৩৩

শফিক2003 বলেছেন: অনেক ভালো প্রস্তাব। আশা করি সরকার এটা বিবেচনায় নিতে পারে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.