নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইলো পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

মতিভ্রম

০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:১৯


মৌচাক মোড়ে যাওয়ার পর বুঝতে পারলাম আজ (৫ মে ২০২৩) নিবন্ধনের লিখিত পরীক্ষা। কাঁধে ঝোলানো ব্যাগে আবেদন ফর্মটা খুঁজছিলাম। সাবেক সহকর্মী সোহাগ বলল, "এখন আর কিছু করার নেই। গতরাতে বললেও হতো।"

সত্যিই তাই। এখন আবেদন ফর্ম খুঁজে পেলেও প্রবেশপত্র তুলতে পারব না। এখন (সকাল সাড়ে ৭ টা) কম্পিউটারের দোকান খোলা থাকবে না। তাছাড়া আমার কেন্দ্র সম্ভবত ময়মনসিংহে। যথাসময়ে সেখানে পৌঁছতে পারার কথা না।

সোহাগের কেন্দ্র মোহাম্মদপুর। তাকে গাড়িতে উঠিয়ে দিয়ে আমি মহাখালীর গাড়িতে উঠলাম। সেখান থেকে সরাসরি ময়মনসিংহের গাড়ি।

সোহাগ গাজীপুর থেকে এসেছে। সেখানে একটা স্কুলে আমার সহকর্মী ছিল সে। ঢাকায় পরীক্ষা দেওয়ার উদ্দেশ্যে আমার এখানে রাত্রিযাপন করেছিল। আমার খুব আফসোস হচ্ছিল, আমি কেন রাতে তাকে জিগ্যেস করলাম না কী পরীক্ষা। আগে তো এমন হয়নি।

আমার মোবাইলে মেসেজ আসে না। জানতে পারি না কোনদিন কী পরীক্ষা। এর ওর কাছ থেকে শুনে জানতে হয়।

সারা রাস্তা অস্থিরতায় কাটল। কেন পরীক্ষাটা মিস করলাম! সেই তো ময়মনসিংহে যাচ্ছিই। আগে জানলে পরীক্ষাটা তো দিতে পারতাম।

গাজীপুর থেকে কয়েকমাস আগে বই এনেছিলাম। এখনও খুলে দেখা হয়নি। পরীক্ষা দিয়েও যে ভালো করতাম, তার সম্ভাবনা নেই। আগেও লিখিত দিয়েছি। সম্ভবত '১৯ এ। কিন্তু কাজ হয়নি। ব্যবসায় শিক্ষায় আসনও কম।

১৩ বছর আগের কথা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা আমার। ময়মনসিংহ শহরে তখন নতুন আমি। বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি কোচিং করি। ফর্ম তুললাম কয়েকটা বিশ্ববিদ্যালয়ের। তবে আমার বেশি পছন্দ জাহাঙ্গীরনগর। সবার লক্ষ্য থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু আমার লক্ষ্য জাহাঙ্গীরনগর।

কারও সঙ্গে তেমন চেনাজানা নেই। কোচিং করি, বাসায় যাই। পড়ালেখা করি। মাঝেমাঝে ব্রহ্মপুত্রের পাড়ে গিয়ে বসে থাকি। নদের ঢেউ দেখি। পাড় ঘেঁষে হাঁটি।

পরীক্ষার আগের দিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক বড় ভাইকে ফোন দিলাম। জিগ্যেস করলাম, "জাহাঙ্গীরনগর যেতে কতক্ষণ লাগবে?"
উনি বললেন, "সর্বোচ্চ ৩ ঘন্টা।"

তার মানে, ৯ টায় গাড়িতে উঠলে ১২ টার মধ্যে পৌঁছতে পারব।

খেয়েদেয়ে প্রস্তুত হয়ে গাড়িতে উঠলাম। পাক্কা ৩ ঘন্টায় পৌঁছলাম মহাখালী। ফোন দিলাম ওই বড় ভাইকে। তখন ১২ টা বাজে। বললাম, "ভাই, জাহাঙ্গীরনগর যাব। কতক্ষণ লাগবে?"
উনি অবাক হয়ে জানতে চাইলেন, "কোথায় তুমি?"
আমি বললাম, "মহাখালী।"

উনি যা বললেন, তাতে আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। পরীক্ষা নাকি হয়ে গেছে! আমি কী বলব, কী করব বুঝতে পারছিলাম না। মাটিতে বসে পড়লাম। জগতের সব ক্লান্তি আমাকে ঘিরে ধরল।

আসলে, উনি ভেবেছিলেন আমি ঢাকায় থাকি। ঢাকা থেকে হয়তো ৩ ঘন্টাই লাগবে। আমি যে ময়মনসিংহ থেকে আসব তা তো উনি জানতেন না।

ময়মনসিংহ থেকে গাজীপুর চৌরাস্তা নেমে নবীনগরের দিকে যে রাস্তাটা চলে গেছে, আমি যদি সে রাস্তা দিয়েও যেতাম, হয়তো পরীক্ষাটা দিতে পারতাম। সুযোগ পাই আর না পাই, পরীক্ষা দিয়ে তো অন্ততপক্ষে স্বস্তি পেতাম। নির্বুদ্ধিতার দরুণ ভুগতে হলো।

মন্তব্য ১৪ টি রেটিং +১/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:২৮

রানার ব্লগ বলেছেন: আমি সুজুগ পেয়েছিলাম জাহাঙ্গীরনগরে নাট্যকলায় ! বাড়ি থেকে কোন রকম অনুমুতি পেলাম না । জীবনের সকল উছাস সেইদিন থেমে গিয়েছিলো ।

০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:৩১

রূপক বিধৌত সাধু বলেছেন: পছন্দের বিষয় আর বিশ্ববিদ্যালয়ে না পড়তে পারা কত কষ্টের ভুক্তভোগী ছাড়া অন্য কেউ বুঝবে না।

২| ০৭ ই মে, ২০২৩ বিকাল ৫:৫৩

জগতারন বলেছেন:
রূপক বিধৌত সাধু ; Friend,
Well wishes to you to all your rest of opportunity!

০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৬:০৩

রূপক বিধৌত সাধু বলেছেন: Thanks.

৩| ০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনি আগেভাগেই খোঁজখবর নিচ্ছিলেন, তবে এরপর থেকে আরেকটু স্পেসিফিক্যালি খোঁজ নিবেন, যাতে এরকম মতিভ্রম আর না হয়।

অনেক অনেক শুভ কামনা থাকলো আপনার জন্য।

০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫২

রূপক বিধৌত সাধু বলেছেন: অশেষ ধন্যবাদ। শুভেচ্ছা জানবেন।

৪| ০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৪৯

শেরজা তপন বলেছেন: জীবনে কোন সুযোগ হারালে সেটা নিশ্চিতভাবে অন্য অনেক সম্ভবনার দ্বার খুলে দেয়।
কোন একদিন এসব নিয়ে আর আফসোস করবেন না - সুস্থ্যভাবে বেঁচে থাকুন, অনেক অপরচুনিটি আসবে।

০৭ ই মে, ২০২৩ সন্ধ্যা ৭:৫৩

রূপক বিধৌত সাধু বলেছেন: জীবনে কোন সুযোগ হারালে সেটা নিশ্চিতভাবে অন্য অনেক সম্ভবনার দ্বার খুলে দেয়। ঠিক। শুভেচ্ছা জানবেন।

৫| ০৭ ই মে, ২০২৩ রাত ৯:৪০

শূন্য সারমর্ম বলেছেন:


ট্রাইম ট্রাভেলের সুযোগ পেলে, পরীক্ষায় বসবেন নাকি অন্য কিছু করবেন।

০৭ ই মে, ২০২৩ রাত ১০:০৯

রূপক বিধৌত সাধু বলেছেন: বসব।

৬| ০৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৩০

রাজীব নুর বলেছেন: এখন আপনার দিনকাল কেমন যাচ্ছে?
বিয়ে কি এ বছরেই করবেন?

০৮ ই মে, ২০২৩ রাত ১১:৩৬

রূপক বিধৌত সাধু বলেছেন: দিনকাল ভালোই। হ্যাঁ। বিয়ে এ বছর হওয়ার সম্ভাবনা আছে।

৭| ০৮ ই মে, ২০২৩ রাত ১১:৫৬

মেহবুবা বলেছেন: আল্লাহ্ যা করে ভালর জন্য করে। তবে সতর্ক থাকতে বলা হয়েছে কাজে, কথায়, সিদ্ধান্তে; তা না হলে মনতো খারাপ হয়।

০৯ ই মে, ২০২৩ রাত ১২:৩৫

রূপক বিধৌত সাধু বলেছেন: সহমত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.