নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ব্লগ লেখা আর বই লেখা এক না

১৭ ই মে, ২০২৩ রাত ১০:০৪


ব্লগে ইদানীং অনেক লেখা আসছে। মনে হচ্ছে ’১৪-’১৫ সাল ফিরে এসেছে। সেই সময়টায় সামাজিক যোগাযোগমাধ্যমে সাহিত্য চর্চার জোয়ার বয়ে গিয়েছিল। বিভিন্ন গ্রুপে নিয়মিত সাহিত্য চর্চা হতো। কোনো কোনো সংগঠন লেখা সংগ্রহ করে বই প্রকাশ করত। আমি নিজেও কয়েকটা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলাম।

মনে পড়ে ২০১৫ সালে যখন ময়মনসিংহে থাকতাম, ব্রহ্মপুত্রের পাড়ে প্রতি শুক্রবার বিষয়ভিত্তিক সাহিত্য নিয়ে আড্ডা হতো। আড্ডাটার নাম ছিল ‘বীক্ষণ’। আমিও মাঝেমাঝে যেতাম। ‘পাদদেশ’ নামে একটা ষান্মাসিক পত্রিকা বেরোত। দেশের প্রথিতযশা অনেকেই লিখতেন। তরুণরাও লিখত। আমারও কয়েকটা লেখা গিয়েছিল সে পত্রিকায়। নজরুলের জন্মজয়ন্তীতে ত্রিশালে সাময়িকী বের হতো। ১-২ বার লেখা দিয়েছিলাম। ছাপাও হয়েছিল। ছাপার অক্ষরে নিজের লেখা যখন দেখতাম, কী যে ভালো লাগত তখন!

ওই সময়টায় বিভিন্ন ওয়েবসাইটেও লেখা প্রকাশ করতাম। হাজারও জনের লেখা পড়তাম। নিজেকে ঋদ্ধ যেমন করা যেত, ভুলও সংশোধন করতে পারতাম। তবে সবচেয়ে বেশি ভালো লাগত পত্রিকায় ছাপা অক্ষরে নিজের লেখা দেখতে। জাতীয় দৈনিকে নিজের লেখা কতবার যে পড়তাম, হিসেবই থাকত না। লোকজনকে বলতামও পত্রিকা কিনে পড়তে।

অন্যপ্রকাশের উদ্যোগে অনলাইনে লেখালেখির একটা সাইট আছে। পুরস্কারও দেয়। জানা-অজানা অনেকেই লেখেন। সেখানে মাসে বিষয় নির্ধারণ করা থাকে। বিষয়ভিত্তিক লেখা চাওয়া হয়। সাহিত্য চর্চার দারুণ এক সুযোগ থাকে। আগে বাংলা কবিতা ওয়েবসাইটটাও জমজমাট ছিল। ওরা পিডিএফ আকারে বইও প্রকাশ করেছে। সেসবও বিষয় ভিত্তিক।

ব্লগেও দেখি বিষয়ভিত্তিক লেখালেখি শুরু হয়েছে। লোকজনের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ভালো লাগছে। ব্লগ কর্তৃপক্ষ নাকি এর আগে লেখা আহ্বান করেছিল, ভালো লেখা আসেনি। এবার হয়তো আসবে। কতটুকু মানসম্মত হবে জানি না। কারণ, এখানে বেশিরভাগই শখের লেখক। পেশাদার লেখক হয়তো অল্প কয়েকজন।

ব্লগ বা ফেসবুকে যা খুশি লেখা যায়, কিন্তু বইতে তো লেখা যায় না। কর্তৃপক্ষ হয়তো মানের ক্ষেত্রে ছাড় দিতে রাজি নয়। এটাই ঠিক। মানসম্মত লেখাগুলোই বাছাই করে নেওয়া হোক।

কর্তৃপক্ষ যদি প্রতিমাসে বা ২-৩ মাসে একবার প্রতিযোগিতার আয়োজন করে, আমার ধারণা ব্লগ প্রাণবন্ত থাকবে। প্রয়োজনে তারা ব্লগারদের কাছ থেকে অল্প করে অনুদান নিয়ে পুরস্কারও দিতে পারে। এতে লোকজন লিখতেও অনুপ্রাণিত হবে।

মন্তব্য ২৪ টি রেটিং +১০/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:২৪

জ্যাক স্মিথ বলেছেন: এই ব্লগটাকে যদি ভেঙ্গে নতুন করে ডাইনামিক এবং ইউজার ফ্লেন্ডলি করে সাজানো যায় তাহলে অনেক ভিজিটর বাড়বে এবং নতুন নতুন লেখক উঠে আসবে।

১৭ ই মে, ২০২৩ রাত ১০:৩৪

রূপক বিধৌত সাধু বলেছেন: ঠিক।

২| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: এখন সাহিত্য চর্চা হয় এমন ভালো কোন সাইট আছে?

১৭ ই মে, ২০২৩ রাত ১০:৩৮

রূপক বিধৌত সাধু বলেছেন: গল্প-কবিতা ডট কম সম্ভবত এখনও সক্রিয়।

৩| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:৩৬

আহমেদ জী এস বলেছেন: রূপক বিধৌত সাধু,




ঠিকই বলেছেন - ব্লগ লেখা আর বই লেখা এক না
তবে ব্লগে নতুন লেখা এবং নতুন ব্লগারদের লেখা টানতে ব্লগের অনেক টেকনিক্যাল বিষয়ের উন্নয়ন দরকার।

জ্যাক স্মিথ এর সাথে সহমত।

১৭ ই মে, ২০২৩ রাত ১০:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: নতুন লেখা এবং নতুন ব্লগারদের লেখা টানতে ব্লগের অনেক টেকনিক্যাল বিষয়ের উন্নয়ন দরকার। হ্যাঁ। ব্লগ কর্তৃপক্ষ চাইলেই বোধকরি সেটা করতে পারে।

৪| ১৭ ই মে, ২০২৩ রাত ১০:৪৬

রাকু হাসান বলেছেন:

তবে ব্লগে নতুন লেখা এবং নতুন ব্লগারদের লেখা টানতে ব্লগের অনেক টেকনিক্যাল বিষয়ের উন্নয়ন দরকার।
-এ আশা না করাই উত্তম

১৭ ই মে, ২০২৩ রাত ১০:৪৭

রূপক বিধৌত সাধু বলেছেন: ?

৫| ১৮ ই মে, ২০২৩ রাত ১২:৩৬

ডার্ক ম্যান বলেছেন: সাম্প্রতিককালে আমি একটা বিষয় নিয়ে বই লেখার কথা ভাবছি। কিন্তু সম্ভব হবে কিনা বুঝতে পারছি না।
আমার কখনো সাহিত্যিক হবার ইচ্ছে নাই। তবে স্ক্রিপ্ট লেখার ইচ্ছে অনেক দিনের।

১৮ ই মে, ২০২৩ ভোর ৫:২৭

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা শুরু করুন। তথ্য-উপাত্ত সংগ্রহ করুন।

৬| ১৮ ই মে, ২০২৩ রাত ১:১২

খায়রুল আহসান বলেছেন: বেশ!
নিজস্ব, নিতান্ত মৌলিক কিছু চিন্তা ভাবনার কথা শেয়ার করেছেন, ভালো লেগেছে।
ব্লগ লেখা আর বই লেখা এক কথা নয়, এটা ঠিক কথা। তবে, ব্লগে লিখতে লিখতেই লেখায় উৎকর্ষতা অর্জন করা যায়, যদি সচেতনভাবে সেটা করা হয়।

১৮ ই মে, ২০২৩ ভোর ৫:২৮

রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে লিখতে লিখতেই লেখায় উৎকর্ষতা অর্জন করা যায়, যদি সচেতনভাবে সেটা করা হয়। অবশ্যই।

৭| ১৮ ই মে, ২০২৩ রাত ২:৩৯

শূন্য সারমর্ম বলেছেন:


আপনি আপনার বই বের করতে ব্লগিং সাহায্য করেছে মনে হয়।

১৮ ই মে, ২০২৩ ভোর ৫:৩০

রূপক বিধৌত সাধু বলেছেন: আমার দুটো বই '১৩ সালের শুরুতে বের হয়। তখন ব্লগ সম্পর্কে তেমন জানি না। অ্যাকাউন্টও ছিল না।

৮| ১৮ ই মে, ২০২৩ সকাল ৯:১৫

নাহল তরকারি বলেছেন: প্রফেসর শঙ্কু এর মত সাইন্স ফিকশন; ফেলুদা, সাইলক হোমস এর মত গোয়েন্দা কাহিনী পেতে চাই।

১৮ ই মে, ২০২৩ দুপুর ১:২৪

রূপক বিধৌত সাধু বলেছেন: আচ্ছা।

৯| ১৮ ই মে, ২০২৩ সকাল ১০:৩৬

মোঃ মাইদুল সরকার বলেছেন:
ঠিক বলেছেন। তবে যে কোন প্লাটফর্মে লিখলে বই লিখতে সহায়ক হয়।

১৮ ই মে, ২০২৩ দুপুর ১:২৩

রূপক বিধৌত সাধু বলেছেন: শেখার মানসিকতা থাকলে উপকার।

১০| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১২:৩৭

শাওন আহমাদ বলেছেন: ভাইয়া, অন্য প্রকাশের অনলাইন সাইডটার লিংক দেয়া যাবে কি?

১৮ ই মে, ২০২৩ দুপুর ১:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: গল্প-কবিতা ডট কম

১১| ১৮ ই মে, ২০২৩ দুপুর ১:০৫

রাজীব নুর বলেছেন: ব্লগ প্রানবন্ত হবে কি করে?
ব্লগের প্রান চাঁদগাজী/সোনাগাজীকে দীর্ঘদিন ধরে ফ্রন্ট পেজ ব্যানে রেখেছে। কমেন্ট ব্যানে রেখেছে। আজিব!!!
আমার মতো ক্ষুদ্র তুচ্ছ ব্লগারকেও ফ্রন্ট পেজ ব্যানে রেখেছে। মডারেটরের এরকম আচরন দুঃখজনক।

১৮ ই মে, ২০২৩ দুপুর ১:২৫

রূপক বিধৌত সাধু বলেছেন: লেখা জমান। সময় নিন।

১২| ১৮ ই মে, ২০২৩ বিকাল ৩:৪৫

গেঁয়ো ভূত বলেছেন: লেখক বলেছেন: নতুন লেখা এবং নতুন ব্লগারদের লেখা টানতে ব্লগের অনেক টেকনিক্যাল বিষয়ের উন্নয়ন দরকার। হ্যাঁ। ব্লগ কর্তৃপক্ষ চাইলেই বোধকরি সেটা করতে পারে।

আমার প্রশ্ন, কর্তৃপক্ষ চাইলেই করতে পারে তাহলে করছেন না কেন?

১৯ শে মে, ২০২৩ সকাল ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: হয়তো কোনো সীমাবদ্ধতা আছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.