নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
কয়েক মাস আগে একটা খবরে নড়েচড়ে বসলাম। একটা আরব দেশ থেকে বাংলাদেশি দুটো পরিবারকে প্রায় দুই কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। কীসের ক্ষতিপূরণ সেটা খুঁজতে গিয়ে যা পেলাম, তা হলো: বাংলাদেশের দু’জন নাগরিক সে দেশে খুন হয়েছেন। আরব দেশে তো নিয়ম অপরাধ প্রমাণিত হলে মৃত্যুর বদলে মৃত্যু। নিহতের পরিবার যদি ক্ষমা করে দেয়, তাহলেই কেবল মুক্তি। যাহোক, নিহতের পরিবার ক্ষমা করায় অপরাধীরা বেঁচে গেল আর নিহতদের পরিবার বড়ো অঙ্কের টাকা ক্ষতিপূরণ পেল।
অন্য দেশের কথা জানি না, তবে এটা জানি বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে অনেক সময় আদালত ক্ষতিপূরণের রায় দেন। পরিবারের উপার্জনক্ষম কেউ মারা গেলে; এটা আসলেই দরকার। কিন্তু চালকের অসাবধানতায় কারও মৃত্যু হলে অপরাধীকে মাফ করে দিয়ে ক্ষতিপূরণ আদায় আমার কাছে নিহতের প্রতি অবমাননা ছাড়া আর কিছু মনে হয় না।
প্রবাসী যারা মারা গেলেন, তাদের খুনের বিবরণ পড়ে শিউরে ওঠি। ভাবি আহারে কত কষ্টই না হলো! এরপর আবার অপরাধী শাস্তি পেল না।
কেউ মরে গেলে পরিবার ভোগান্তিতে পড়ে। এটা জেনেও অনেককে দেখি নিজের জীবন হুমকির মুখে ফেলে এটাসেটা করে। পরবর্তীতে ভোগে। কিন্তু ভুক্তভোগীর দুঃখটা কি কেউ অনুভব করতে পারে? অনেক সময় তো পরিবারও বোঝে না। আসলে পরিবারব্যবস্হা এখন এমন হয়েছে- টাকা দিতে না পারলে মা-বাবাও সন্তানকে অবহেলা করে।
রাজনৈতিক বা ধর্মীয় বিষয় নিয়েও ভাবনা হয় মাঝেমধ্যে। দেখি অবৈধভাবে হাজার হাজার কোটি টাকা উপার্জন করে। বিপদ কালে এসব টাকা কোনো কাজেই লাগে না। সাম্প্রতিক সরকার পরিবর্তনের সময়ের ঘটনাই তো প্রত্যক্ষ প্রমাণ। ভাবি, এরা কি একবারও ভাবে না চিরদিন কাহারো সমান নাহি যায়?
ধর্মীয় ক্যাচাল তৈরি করে অনেকে ফায়দা লুটতে চায়। আদৌ কি লাভ হয়? লোকের চোখে ধুলো দিয়ে সাময়িক লাভ হয় বটে, চিরকালীন লাভ কি হয়? শেষকালে এসে মাফ চেয়ে পার পেতে চায়। এসবের কোনো দরকার আছে?
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২৫
রূপক বিধৌত সাধু বলেছেন: মানুষ ধৈর্যে বড়ো অভাব।
২| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:৫১
অস্বাধীন মানুষ বলেছেন: আপনার কথা গুলো আমার মনের কথা দাদু । আমি নতুন বলতে পারেন ব্লগ লাইনে নেহাত আমি আপনাদের ছাত্র ।
আসছিলাম আপনাদের এখানে কিছু শেখার জন্য কিন্তু সেটা আর হলো না। ব্লগে দুকতেই শুধু দালাল
আর দালাল । তাই মনে হয় আর ব্লগিং শেখা হচ্ছে না।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১০
রূপক বিধৌত সাধু বলেছেন: অসময়ে এসেছেন আপনি। তবে হতাশ হবেন না। বেছে বেছে লেখা পড়ুন। মজা পেয়ে যাবেন। অনেক ভালো লেখক আছে।
৩| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:১৮
আলামিন১০৪ বলেছেন: আধুনিক সভ্যতার প্রবক্তারা তো মৃত্যুদন্ডের বিরুদ্ধে। অনকে তো স্বীকার করতে চায় না যে দৃষ্টান্তমূলক শাস্তি দিলে অপরাদ কমে। আমাদের দেশে এসিড সন্ত্রাস এর সবচেয়ে বড় উদাহরণ। তবে, সব ক্ষেত্রেই যে আত্মীয় স্বজন ক্ষমা করবে তা কিন্তু নয়। তাই দুই একটি ক্ষেত্রে যদি স্বজনরা ক্ষমা করে দেয় তাতে কিন্তু শাস্তি বিধানের মূল উদ্দেশ্য ব্যাহত হয় না। সম্ভাব্য অপরাধীরা ক্ষমার বিষয়ে নিশ্চিত হতে পারে না এবং শাস্তির ভয়ে অপরাধ সংগঠিত করতে ভয় পায়। মনে রাখতে হবে অপরাধীর শাস্তির মূল উদ্দেশ্য প্রতিশোধ না, অপরাধের পুনরাবৃত্তি নূনতম পর্যায়ে নিয়ে আসা।
আর বাংলাদেশে যা ঘটে তা সৌদি আরবের সাথে মিলালে হবে না। বাংলাদেশ স্বজনরা ক্ষমা করতে পারে না
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:২৭
রূপক বিধৌত সাধু বলেছেন: অপরাধীর শাস্তির মূল উদ্দেশ্য প্রতিশোধ না, অপরাধের পুনরাবৃত্তি ন্যূনতম পর্যায়ে নিয়ে আসা। এটা মনে হয় সারাবিশ্বের জন্যই প্রযোজ্য। তবে তৃতীয় বিশ্বের দেশগুলোতে মৃত্যুদণ্ড রহিত করলে অপরাধপ্রবণতা বাড়ার শঙ্কায় বোধ করি এ বিষয়ে পদক্ষেপ নেওয়া হয় না।
৪| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩০
শূন্য সারমর্ম বলেছেন:
আপনার মাথা তো ঠান্ডাই থাকে,যা মনে হয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১০:৩২
রূপক বিধৌত সাধু বলেছেন: মাথা ঠান্ডাই থাকে। তবে মন উচাটন হয় মাঝেমধ্যে ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:২৯
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: অনেকদিন পরে আপনার লেখা পড়লাম ভালো লাগলো।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: ব্লগে তেমন আসাই হয় না।
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১:৫৫
আজব লিংকন বলেছেন: "বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় কেউ মারা গেলে অনেক সময় আদালত ক্ষতিপূরণের রায় দেন" কিন্তু আমার জানামতে সে টাকা এককালিন দেয়া হয় না। অনেককে তো ঘুরিয়ে ফিরিয়ে শেষমেষ ক্ষতিপূরণই দেয়াই হয় নাহ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৫
রূপক বিধৌত সাধু বলেছেন: দীর্ঘসূত্রিতা।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ২:৩১
কলমনাই বলেছেন: অস্বাধীন মানুষ বলেছেন: আপনার কথা গুলো আমার মনের কথা দাদু । আমি নতুন বলতে পারেন ব্লগ লাইনে নেহাত আমি আপনাদের ছাত্র ।
আসছিলাম আপনাদের এখানে কিছু শেখার জন্য কিন্তু সেটা আর হলো না। ব্লগে দুকতেই শুধু দালাল
আর দালাল । তাই মনে হয় আর ব্লগিং শেখা হচ্ছে না।
অস্বাধীন মানুষ আপু,
তুমি নতুন নতুন আইসা এত ক্যালানি
তওবা এত ক্যাচাল করতে পারলা
পুরান হইলে কিতা করবা আপুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুুু?
তুমি আপু ব্লগে খালি দালাল পাইলা
যাওগ্গা
মানিকে মানিক চিনে
আর দালালে দালাল
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৭:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন:
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:১৩
সৈয়দ মশিউর রহমান বলেছেন: দেশ ও মানুষের প্রতি ভালোবাসা না থাকলে মানুষ অসৎ পথে আয় করে যা পরে কোন কাজেই লাগেনা।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪০
রূপক বিধৌত সাধু বলেছেন: ভয়ঙ্কর সব পরিণতি দেখেও লোকের শিক্ষা হয় না।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ১১:২৪
নীল আকাশ বলেছেন: নিহতের পরিবার দুইটা অন্ততঃ বেচে গেল এত টাকা পেয়ে।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৩৯
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রবাসীরা নিজের জীবন বাজি রেখে পরিবারের জন্য সর্বোচ্চ ত্যাগ করে। অথচ অনেকসময় তার যথাযথ মূল্যায়ন পায় না।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১২:৪৭
ক্লোন রাফা বলেছেন: এটা’কে বলে ব্লাড মানি। মনে হয় সৌদি সহ আর দু’একটা দেশে এটার প্রচলন আছে।হত্যার বদলে হত্যা অথবা ব্লাড ীনির পরিবর্তে ক্ষমা। সৃষ্টিকর্তার বিধান নিশ্চই কোন যুক্তিসঙ্গত ব্যাখ্যা আছে! হয়ত তাদের মৃত্যুই সেই পরিবারের কল্যাণ। প্রবাসিরা বছরের পর বছর পরিবারের কল্যাণে যে ত্যাগ স্বিকার করে তার বিনিময়ে ভালো ফলাফল ভাগ্যে জোটেনা। এটাও তেমন একটি ঘটনা বলে মেনে নিলেই হলো।
সৃষ্টকর্তা তাদের ক্ষমা করুক সাথে আমাদেরকেও ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪২
রূপক বিধৌত সাধু বলেছেন: প্রবাসীরা বছরের পর বছর পরিবারের কল্যাণে যে ত্যাগ স্বীকার করে, তার বিনিময়ে ভালো ফলাফল ভাগ্যে জোটে না। এটাও তেমন একটি ঘটনা বলে মেনে নিলেই হলো। এছাড়া আর কী করা। অনেককে দেখি পরিবারের জন্য সব করে শেষে নিজের কপালে দুঃখ ছাড়া কিছু থাকে না।
©somewhere in net ltd.
১| ১৬ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ৯:২১
জ্যাক স্মিথ বলেছেন: কিন্তু মাথা ঠান্ডা রাখতে হবে।