নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Our sweetest songs are those that tell of saddest thought (Shelly).

রূপক বিধৌত সাধু

মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])

রূপক বিধৌত সাধু › বিস্তারিত পোস্টঃ

ফুফুর চলে যাওয়া

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৪১


স্কুলে ক্লাস করাচ্ছিলাম। হঠাৎ ফোন এলো ফুফুর যায় যায় অবস্থা। আমাকে এখনই যেতে হবে। পকেটে কানাকড়ি নেই। কী করে যাব? কিছুদিন আগে এক জ্যাঠা মারা গেছেন, তখনও যেতে পারিনি।

প্রধান শিক্ষককে ছুটির কথা বললাম। সব শুনে ছুটি দিলেন তিনি। অস্বস্তি হচ্ছিল এটা বলতে যে, আমার কাছে কোনো টাকা-পয়সা নেই। মাত্র কয়েকদিন হলো এখানে জয়েন করেছি।

লজ্জার মাথা খেয়ে বলেই ফেললাম। উনি ক্যাশে বলে দিলেন পাঁচশো টাকা দেওয়ার জন্য। টাকাটা নিয়ে বেরিয়ে পড়লাম।

গাজীপুর চৌরাস্তা থেকে ময়মনসিংহগামী গাড়িতে উঠলাম। ফুফুর কথা বারবার মনে পড়ছিল। উনাকে সবশেষ দু’বছর আগে দেখেছিলাম । উনার মেয়ে হাজেরা আপার বাসায়। আমাকে খুব আদর করলেন। ভাত বেড়ে খাওয়ালেন। খুব দুঃখ করলেন এই ভেবে যে, ভাইপোর এখনও কোনো একটা গতি হলো না।

ভরাডোবা এসে গাড়িটা থামল। সেখান থেকে অটোরিকশায় চড়ে বগাজান চলে এলাম। ফুফুর বাড়ি চিনি না। এসেছিলাম প্রায় এগারো বছর আগে। এখন চারপাশ বদলে গেছে।

ফোন দিলাম হাজেরা আপাকে। উনি উনার মেয়ে মিলিকে পাঠালেন আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এরমধ্যে আমি রিকশা নিয়ে নিলাম। ভাবলাম, মিলির সাথে পথেই দেখা হবে।

রিকশা চলতে লাগল অনেকক্ষণ ধরে। পথঘাট চিনতে পারছি না। রিকশাওয়ালা জিজ্ঞেস করলেন, “কোথায় যাবেন?”
বললাম, “নেছারদের বাড়ি।”

আমার কথায় রিকশাওয়ালা খুব বিরক্ত হলেন। বললেন, “আগে বলবেন না? পেছনে ফেলে এসেছি।”

রিকশাওয়ালা রিকশা ঘোরালেন। ফুফুর বাড়ির কাছে এসে বললেন, “এটাই নেছারদের বাড়ি।”

ভাড়া চুকিয়ে বাড়ির ভেতরে ঢুকতেই দেখি রাজ্যের ভিড়। ভিড় ঠেলে ফুফুর কাছে এসে বসলাম। উনার জবান বন্ধ। কাউকেই চিনতে পারছেন না।

কেউ একজন আমার হাতে এক চামচ দুধ এনে দিলেন। ফুফুর মুখে ঢেলে দিলাম। একবার আমার দিকে তাকালেন। কিছু কি বলতে চাইলেন? বোঝা যাচ্ছে না। উনার চোখে ভয়।

বাড়িভর্তি লোকজন, আত্মীয়স্বজন। দূর-দূরান্ত থেকে এসেছেন। সারাদিন কারও খাওয়া-দাওয়া হয়নি। ভাবলাম, কিছু শুকনো খাবার আনা যায় কী না।

ভাগ্নি মিলি ও লামিয়াকে খুঁজে বের করলাম, বললাম, “মায়েরা, চলো একটু পাশের বাজারে যাই।” মনে মনে ওদের জন্য খুব কষ্ট লাগছিল এটা ভেবে যে, বেচারিরা অনেকক্ষণ খুঁজেও আমাকে না পেয়ে কেমন বোধ করছিল?

বাজার থেকে কিছু বিস্কুট, মুড়ি এবং মিষ্টান্ন কিনে আনলাম। বললাম, সবাইকে দিতে।

রাত বারোটা। ফুফাত ভাইয়ের ঘরে শুয়েছিলাম। চোখে লেগে আসছিল। হঠাৎ ফুফুর ঘরে চিৎকার শুনতে পেলাম। দৌড়ে এসে দেখি, উনি ইতোমধ্যেই দেহত্যাগ করেছেন। সবাই কান্না জুড়ে দিল। কাকে রেখে কাকে সান্ত্বনা দেব?

ভোর হয়ে এলো। দিকে দিকে মাইকিং করা হচ্ছে। আমরা কয়েকজন ছুটলাম কবর খোঁড়ার জন্য। কেউ কেউ গেল খাটিয়া আনতে।

সব আয়োজন সম্পন্ন করতে দুপুর গড়িয়ে গেল। পাশের বাড়ির লোকজন জোর-জবরদস্তি করে সবাইকে খাওয়ানোর চেষ্টা করল। এই শোকাবহ পরিস্থিতিতে কার মুখে খাবার রোচে?

ফিরে আসার সময় বারবার চোখ যাচ্ছিল ফুফুর কবরটার দিকে। মনে হচ্ছিল উনি বলছেন, “বাজান, আবার আসিস।”

চোখ ফেটে কান্না এলো। ফুফু নেই। হয়তো আর কখনোই উনার বাড়িতে আসা হবে না।

২৭ বৈশাখ ১৪২৭ বঙ্গাব্দ
ভালুকা, ময়মনসিংহ।

ছবি।

মন্তব্য ৮ টি রেটিং +৩/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫৫

শায়মা বলেছেন: ফুফুর জন্য দোয়া রইলো।

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১১

রূপক বিধৌত সাধু বলেছেন: গত পরশু ফুফাও মারা গেলেন।

২| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১২

ঠাকুরমাহমুদ বলেছেন:




ইন্নালিল্লাহি ওয়াইন্নইলাহি রাজিউন।
আল্লাহপাক আপনার ফুফুজানকে বেহেস্ত নসীব দান করুন।


০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:১৯

রূপক বিধৌত সাধু বলেছেন: গত পরশু মারা গেলেন ফুফা। গত ২২ ডিসেম্বর মারা গেলেন দাদি।

৩| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৩৫

শায়মা বলেছেন: খুব কাছাকাছি সময়ে এতগুলো পরমাত্মীয়ের চিরবিদায়!!! খুবই কষ্টকর! :(

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৪০

রূপক বিধৌত সাধু বলেছেন: প্রকৃতির বিধান সত্যিই বড় নির্মম।

৪| ০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ৯:৫৯

সৈয়দ মোজাদ্দাদ আল হাসানাত বলেছেন: কারো মৃত্যুর কথা শুনলে খুব খারাপ লাগে। মনে পরে যায় আমার প্রিয়জনদের কথা।

০৯ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৫

রূপক বিধৌত সাধু বলেছেন: কেউ মারা গেলে আমার বিশ্বাসই হতে চায় না। তবে ধীরে ধীরে তার শূন্যতা অনুভব করতে থাকি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.