![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মন রে, কৃষিকাজ জানো না; এমন মানবজমিন রইল পতিত আবাদ করলে ফলত সোনা! রামপ্রসাদ সেন ([email protected])
বসন্তের দ্বিতীয় দিন আজ। বইমেলার পনেরোতম দিন। প্রথম দিকে লোক সমাগম কম হলেও ধীরে ধীরে জমে উঠছে বইমেলা। গতকাল বিশ্ব ভালোবাসা দিবস আর বসন্তের প্রথম দিন হওয়ায় ভিড় ছিল অন্যান্য দিনের চেয়ে বেশি। বাসন্তী রঙসহ নানান রঙের শাড়ি পরে মেলায় এসেছিলেন নারীরা। পুরুষেরা এসেছিলেন পাঞ্জাবি পরে। শিশু-কিশোররাও এসেছিল বাহারি পোশাক পরে।
লোকজন দল বেঁধে বইমেলায় আসছেন। স্টলে স্টলে ঘুরে বইপত্র দেখছেন। যদিও বই বেচাকেনার তুলনায় ঘোরাঘুরি আর মোবাইলে ছবি তোলা বেশি হচ্ছে।
এবারের বইমেলায় ‘কাঁটালতা উঠবে ঘরের দ্বারগুলায়’ শিরোনামে আমার একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছে। কমিশন বাদে মূল্য ২২৫ টাকা। বইটি ৮২০-২১ নং স্টল বাংলার প্রকাশন-এ পাওয়া যাচ্ছে। এছাড়াও রকমারি থেকেও নেওয়া যাচ্ছে। ব্যক্তিগতভাবে কেউ বললে কুরিয়ারে করে পাঠানো যাবে।
বই খারাপ যাচ্ছে না, বিভিন্ন জায়গায় কুরিয়ার করছি। তবে প্রত্যাশার তুলনায় কমই বলা যায়। দুঃখজনক ব্যাপার হলো, এ দেশের অনেক মানুষ এখনও বুঝে উঠতে পারেনি যে অপাঠ্য বইও কিনে পড়তে হয়। আমার পরিচিত অনেকে, বিশেষত সহকর্মী এবং সহপাঠীরা ‘সৌজন্য কপি’ চাচ্ছেন!
ডিবিসি নিউজে আমার নাম এবং ছবি সংবলিত একটা কার্ড প্রচারিত হওয়ায় শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন অনেকে। যারা আমার লেখালেখি নিয়ে মশকরা করেছে বিভিন্ন সময়, তারাও দেখলাম আমাকে নিয়ে গর্ববোধ করছে। ভাবলাম ছাপানো ৩০০ কপি বোধহয় দু’দিনেই শেষ হয়ে যাবে। কিন্তু দেখলাম ওদের একজনও কেনার ব্যাপারে আগ্রহ দেখাল না। মনে হলো, এসব লেখালেখি না করে নাটক-সিনেমায় কাজ করলে এমন শুভেচ্ছা বেশি বেশি পাওয়া যেত!
যাহোক, লেখালিখি তো আমার একটা প্যাশন। এ থেকেই এর চর্চা। লাভ-ক্ষতির হিসাব করি না। যারা বই পড়ে না, আমি চাই না আমাকে খুশি করার জন্য তারা বই কিনুক।
গতকাল দুপুরে ঘণ্টা দেড়েক ছিলাম বইমেলায়। ২টা থেকে অফিস ছিল, তাই চলে আসতে হয়েছিল। এই অল্প সময়ের মধ্যেও অনেকের সাথে দেখা হয়। আজ ডিউটি সকালে, তাই বিকেল থেকে মেলায় থাকতে পারব। চেনাজানা কেউ মেলায় গেলে মেইল দিয়েন, অথবা যারা ফেসবুকে যুক্ত আছেন মেসেজ দিয়েন, নম্বর থাকলে কল দিয়েন।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৭
রূপক বিধৌত সাধু বলেছেন: আজকে যাব।
২| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৭
রাজীব নুর বলেছেন: মেলা থেকে আপনি কি কি বই কিনলে?
তালিকা দেন। দেখি আপনার পছন্দের বই কোন গুলো।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: ‘ওগো মোর প্রাণনাথ’ ও ‘নিপাতের দিনলিপি’- এ দুটো বই নিয়েছি। একটা কবিতা অন্যটা জুলাইয়ের ঘটনা প্রবাহ নিয়ে। আরও কিছু কেনার ইচ্ছে আছে।
৩| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩২
শাহ আজিজ বলেছেন: যেতে চাই কিন্তু শারীরিক বিচারে এতো লম্বা হাঁটাহাঁটি সইবে না পা ( ওটায় আঘাত পেয়েছিলাম অনেক আগে ) । তবুও যেতে হবে একদিন ।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১২:৩৭
রূপক বিধৌত সাধু বলেছেন: শরীর-স্বাস্থ্য অবশ্যই সবার আগে। শরীর কুলালে একদিন ঘুরে আসুন।
৪| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০০
জুল ভার্ন বলেছেন: আমি এখনো বই মেলায় যাইনি, আপনার বই সংগ্রহ করবো। আপনার বই কেমন বিক্রি হচ্ছে?
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:০৮
রূপক বিধৌত সাধু বলেছেন: বিক্রি হচ্ছে কমবেশি। তবে প্রত্যাশা আরও বেশি ছিল।
৫| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:১৬
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আপনার জন্য শুভ কামনা।
বই মেলায় যেতে মন চায়।
গেলে আপনার বইটি নিতাম।
লেখকের কাছ থেকে ফ্রি বই চাওয়া অসৌজন্যতা। এটা আমাদের অপাঠকরা বুঝে না।
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ১:২২
রূপক বিধৌত সাধু বলেছেন: বিদেশে আছেন নাকি?
৬| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: আশা করি আপনার বই পাঠকের দৃষ্টি আকর্ষণ করবে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৮
রূপক বিধৌত সাধু বলেছেন: একটা-দুটো গল্প পড়লে পাঠকের ভালো লাগার কথা। দৃষ্টি আকর্ষণই সমস্যা।
৭| ১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১১:৫৪
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
বইমেলার বিক্রির সবচেয়ে উৎকৃষ্ট দিনগুলো হচ্ছে - ২১শে ফেব্রুয়ারির আগের রাত, ২১শে ফেব্রুয়ারি এবং শেষ ২ দিন।
এই ৪ দিনেই যা ব্যবসা হয়।
আপনার প্রতি শুভকামনা।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ১২:১৯
রূপক বিধৌত সাধু বলেছেন: লোকজন তো প্রতিদিনই অনেক হচ্ছে। বই কেনে কয়জন!
৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ রাত ২:৪৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
লেখক বলেছেন: বিদেশে আছেন নাকি?
আমি এখন ম্যানচেস্টারে থাকি। ঢাকা ছেড়েছি আগস্টে। বিপ্লবের ধাক্কা সামলাতে পারিনি।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২০
রূপক বিধৌত সাধু বলেছেন: দেশে এলে মেইল কইরেন। বই কুরিয়ার করে দেব।
৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৪
রাজীব নুর বলেছেন: পোষ্টে আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:২১
রূপক বিধৌত সাধু বলেছেন: মেলায় আইসেন। চা-চু খাওয়ায়েন।
১০| ১৭ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ৮:০৫
জনারণ্যে একজন বলেছেন: শুভকামনা রইলো @ রূপক।
বই তো আর কেনা হবেনা, তবে আপনার পূর্ববর্তী পোস্টের সুবাদে একটু-আধটু পড়া হয়েছে, এই আর কি।
শত প্রতিকূলতা পেরিয়েও আপনি যে আপনার লেখা বই প্রকাশ করেছেন, এজন্য সাধুবাদ পেতেই পারেন। খুব কম মানুষই পারে এত প্রতিকূলতা পেরিয়ে স্বপ্ন পূরণের কাছাকাছি যেতে।
ভালো থাকবেন আপনি।
১৮ ই ফেব্রুয়ারি, ২০২৫ দুপুর ২:৩০
রূপক বিধৌত সাধু বলেছেন: অতটা খারাপ যাচ্ছে না। দেখা যাক সামনে আরও পাঠকের দোরগোড়ায় পৌঁছতে পারি কি না।
©somewhere in net ltd.
১|
১৫ ই ফেব্রুয়ারি, ২০২৫ সকাল ১০:০৫
রানার ব্লগ বলেছেন: বই মেলার প্রথম শুক্রবার আমি আপনার বই খানা সংগ্রহ করেছি। শুনে ভালো লাগলো যে বই বিক্রি হচ্ছে। বাংলাদেশের মানুষ বিশেষ করে আত্মিয় স্বজন ও বন্ধু বান্ধব তারা বই কিনতে চায় না। তারা ভাবে ওহ ওর বই কি পড়তে হবে? যাই হোক আপনার বইয়ের কাটিতি বাড়ুক। সেই কমনা করি।
একটু পাশেই আমার বই এর স্টল ৮০৬, এই বই মেলায় আমার একখানা কাব্য সাহিত্য প্রকাশ পেয়েছে। "মাঝে মাঝে বৃষ্টি ভালো" আসবেন কিন্তু। একটু পাতা উল্টিয়ে দেখবেন।