![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশেষজ্ঞরা বলছেন, দিনে মাত্র ২৫ মিনিট করে হাঁটুন। এতে কম করে ৭বছর বেশি বাঁচবেন।
শুধু তাই নয়, গবেষকদের মতে, সামান্য শরীরচর্চা করলেই, হার্ট অ্যাটাকের সম্ভাবনা কমে যাবে অর্ধেক। ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি কংগ্রেসের সাম্প্রতিক এক রিপোর্টে বলা হয়েছে, নিয়মিত শরীরচর্চা করলে জীবনের পরিধি বাড়তে বাধ্য।
৩০ থেকে ৬০ বছর বয়সি, সুস্বাস্থ্যের অধিকারী, নন-স্মোকার, যাঁরা নিয়মিত শরীরচর্চা করেন না, এমন ৬৯ জনের ওপর সম্প্রতি একটি গবেষণা চালিয়েছে জার্মান বিশ্ববিদ্যালয় সারল্যান্ড। তাঁদেরকে নিয়মিত শরীরচর্চা ও শারীরিক প্রশিক্ষণ করিয়ে, ছ মাস পর তাঁদের রক্ত পরীক্ষা করা হয়। রিপোর্টে তাঁদের ডিএনএ-তে বেশকিছু পরিবর্তন লক্ষ করা গেছে। দেখা গেছে, ক্রমেই তাঁদের শরীরে কাজ করতে শুরু করেছে অ্যান্টি এজিং প্রসেস। গবেষক সঞ্জয় শর্মার মতে, 'এর থেকেই বোঝা যায়, রোজ শরীরচর্চা করলে ধরে রাখা যায় যৌবন। আমরা কখনই বার্ধক্যকে সম্পূর্ণ এড়াতে পারব না। কিন্তু আমরা চাইলে বার্ধক্যকে বিলম্বিত করতে পারি। ৭০ বছর বয়সেও আমাদের দেখে অনেক কম বয়স মনে হতে পারে এবং ৯০ পর্যন্ত দিব্যি বেঁচে থাকতে পারি। শরীরচর্চার মাধ্যমে আমরা কিনে নিতে পারি জীবনের বাড়তি তিন থেকে সাত বছর।'
গবেষকদের পরামর্শ, যেভাবে হার্ট অ্যাটাকের কারণে মৃত্যুর হার বাড়ছে, তাতে প্রত্যেকের উচিত রোজ অন্তত ২০-২৫ মিনিট হাঁটা বা জগিং করা। শরীরচর্চা করলে, মাথাটাও অনেক বেশিদিন সচল থাকবে। যেকোনও বয়সেই শরীরচর্চা শুরু করা যায় বলে জানাচ্ছেন গবেষকরা। তাঁদের মতে, ৭০ বছর বয়সেও যদি কেউ শরীরচর্চা শুরু করেন, তবে, ৮০ বয়সে গিয়ে তাঁর অনিয়মিত হৃদস্পন্দনে উন্নতি ঘটতে পারে ১০%। কাজেই আর দেরি না করে, শুরু করে দিন আজ থেকেই।
সুত্র কালের কন্ঠ
১৩ ই সেপ্টেম্বর, ২০১৫ সকাল ১১:০৫
রূপা কর বলেছেন: আমি স্টুডেন্ট ভাইসাব
©somewhere in net ltd.
১|
০১ লা সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:০১
ভিটামিন সি বলেছেন: দেশ জনসংখ্যা ভারে নুয়ে আসতেছে আর আপনি কিনা মানুষকে আরো বেশি বছর বাঁচানোর বুদ্ধি দিতাছেন!! কই তাড়াতাড়ি মইরা যাবার বুদ্ধি দিবেন, যাবার সময় বইলা দিবেন "যা এইবার খাইট্যা খা"। তা না করে কি না!! ভাইজানের কি কসমেটিকসের ব্যবসা না কাপড়ের ব্যবসা?? দেশের মানুষ বাড়াইয়া বিক্রি বাড়াইবেন?
