![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিপদে মোরে যুগিয়ো সাহস,অনুপ্ররনা।
একটা ঝড়ের অভাব বোধ করছি
কাল বৈশাখী ঝড়,
একটা ঝড় চাই, যে ঝড়ে
মুখোশ গুলো যাবে উড়ে
যে ঝড়ে তোমার ভণ্ডামি গুলো
ভিজে যাওয়া কুকুরের মত ল্যাজ গুটিয়ে পালাবে
বড়ো অভাব বোধ করছি একটা ঝড়ের,
যে ঝড়ে গাছেরা জরা মুক্ত হয়ে
ফোটাবে নূতন ফুল,
পাখিরা দৃঢ় প্রতিজ্ঞ হবে নূতন বাসা বুনায়।
তোমার হাড়ে হাড়ে নরকের শব্দ
শুনতে পাচ্ছি আমি, তোমার নিঃশ্বাসে
নরকের বাতাস
পুরনো হয়ে গেছ তুমি
একটা ঝড় চাই ঝড়
ধুলো,বাতাস,কাদা, অন্ধকারে গড়াগড়ি খাবে তুমি
পর দিন নুতন ভোরের আলোয়
আমি দেখতে চাই তোমার পবিত্র মূর্তি
একটা ঝড়ের বড়োই অভাব বোধ করছি আমি.......
©somewhere in net ltd.