নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিন্নপত্র

আশরাফুল ইসলাম রাসেল

প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। শায়েস্তাগঞ্জ ডিগ্রি(সম্মান) কলেজ, হবিগঞ্জ(নিয়োগ আছে দুই বছর ধরে। তদবিরের অভাবে কাজ নেই, ভাতাও নেই। গভর্নিং বডির সভাপতির সাথে দেখা করার জন্য অধ্যক্ষ পরামর্শ দিলেও এ ব্যাপারে আমি অদক্ষ) )। সম্মান শ্রেণির শিক্ষক আমরা একবেলা খাই- শিরোনামে ইত্তেফাক-এ একটি লেখা প্রকাশ করায় প্রভাষকের(সৈয়দ সঈদ উদ্দীন কলেজ, মাধবপুর, হবিগঞ্জ) দায়িত্ব হতে অব্যাহতিপ্রাপ্ত।

আশরাফুল ইসলাম রাসেল › বিস্তারিত পোস্টঃ

এই কি সেই অশনি সংকেত!!

১২ ই জুলাই, ২০১৮ রাত ১:১২

সবার জন্য শিক্ষা- সাম্য- মানবতার কথা বলে বলে আজ দেশের শিক্ষাবিদের সর্বোচ্চ সম্মানিত পদে আসীন মহান ব্যক্তিরা আন্দোলনরত শিক্ষকদের মাঝে উপস্থিত হয়ে মান ভাঙ্গালেন। উনাদের অনুরোধ না রেখে পারেননি, না খেয়ে থাকা শিক্ষকেরা। আন্দোলন স্থগিত। আন্দোলন এবং স্থগিতায়নের কত তম পর্ব ছিল তার হিসাব শিক্ষক সমিতির নেতৃবৃন্দও জানেন না বলে জানা যায়। তবে, আবার প্রথম থেকে আন্দোলন শুরু করবেন এই নিশ্চয়তা দিয়েছেন শিক্ষক সমাজের একাংশ। ওই যে একাংশ, এমন অনেক আশ্চর্যজনক শব্দ আছে। যারপরনাই দুঃখজনক হলেও, 'শিক্ষা' নিয়ে বাংলাদেশের কীর্তিকলাপ কিংবা অপলাপ এমন পর্যায়ে গিয়েছে যে, শব্দটি শুনামাত্রই হাসি পায়। কারণ, আমার একার কিচ্ছু করার নাই। জীবনের একমাত্র সম্পদ জীবন দিয়েই বুঝেছি এদেশে মহান শিক্ষাব্যবস্থার অবয়ব ব্যবহার করে জাতিকে যতটা সম্ভব মেধাশূন্য করে দাসে পরিনত করার কৌশল বাস্তবায়িত হচ্ছে। নইলে, জাতীয় অধ্যাপক সরকারকে দাবী মানতে বাধ্য করার বিষয়টি বিবেচনা না করে, শিক্ষকদের আশ্বাস খাওয়াতে গেলেন কেন। জাতীয় অধ্যাপক মহোদয় নিজের জীবনে অন্তত ১ হাজারবার শিক্ষা ও শিক্ষকের গুরুত্ব-মহত্বের কথায় জোর দিয়েছেন। বক্তৃতা, গল্প, উপন্যাস, কবিতায় উনারাই আমাদের বারবার জানিয়েছেন- শিক্ষাব্যবস্থার জাতীয়করণ না হলে জাতির অগ্রযাত্রা সম্ভব নয়। তাহলে, দায়িত্ত্বপ্রাপ্ত মহান অধ্যাপকেরা, শিক্ষকদের বেতনের সরকারি অংশ পাওয়ার সামান্য চাওয়ার সাথে একাত্ত্ব না হয়ে সরকারে অঙ্গীভূত হয়ে প্রতিনিধিত্ব করেছেন বলে ভেবে নিতেই পারি। এদেশে শিক্ষার জাতীয়করণের বিষয়টি আগামি কয়েক দশকের জন্য স্থগিত হয়ে গেল। আমিও, শিক্ষা- মৌলিক অধিকার ইত্যাদি বিষয়ে অধ্যাপকমণ্ডলীর বানীর যথার্থতা স্থগিত করেছি। হে মহামান্যগণ, আপনাদের বাণীগুলো ফিরিয়ে দেওয়া যায়কি?

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৮ সকাল ১১:০০

রাজীব নুর বলেছেন: শিক্ষাখাতের অবস্থা বেশ খারাপ।

২০০০ সালের পর থেকে শিক্ষা ব্যবস্থা খারাপ হতে শুরু করেছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.