নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

আসুন টাকা কামাবার মেশিন বানাই....

১৯ শে আগস্ট, ২০১৬ রাত ২:২১

আপনার ছেলে অথবা মেয়েকে কিভাবে মানুষ করছেন? বড় হয়ে সে কি ডাক্তার,ইঞ্জিনিয়ার,সিএ অথবা বড় কোন কর্পোরেট প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা হতে পারবে? অথবা এই নোংরা রাজনীতি পূর্ণ দেশে অনার্স না পড়িয়ে বাইরের কোন দেশের বিশ্ববিদ্যালয় নিয়ে ভাবছেন।

নিশ্চয় আপনার সন্তানকে সবসময় বেশি করে ভাল করে পড়াশুনা করার কথা বলে থাকেন।এমনকি খেলাধুলা করে সময় নষ্ট করার কোন মানে দেখতে পান না।টিভি দেখা নেট চালানো কম্পিউটার গেইম কি আপনার কাছে অপরাধ বলে মনে হয়??এবং সন্তানের পেছনে সবসময় লেগে থাজেন কখন কি করছে কখন কোথায় যাচ্ছে,কখন পড়ছে কখন পড়ছে না? তাহলে আপনি একজন সফল অভিভাবক।এই ভেবে যদি আপনি আত্বতৃপ্ত হন আমার মনে হয় তাহলে আপনি ভূল করছেন!

কিছুদিন আগে আমার একজন সিনিয়র স্যারের বাসায় গিয়েছিলাম (যাত্রাবাড়ী) একটু পড়াশুনার বিষয়ে।আমাদের কাজ শেষ হবার পর এটা সেটা নিয়ে গল্পে জানলাম স্যার ওনার ছোট ভাইদের স্হানীয় একটা স্কুলে ভর্তি করেছেন তাই সেখানে বাসা নিয়ে থাকা।স্যার জানাল ওনার ছোট ভাই দুজন জেলা শহরের সরকারি স্কুলে সুযোগ পেয়েছিলেন কিন্তু স্যার ওই সরকারি স্কুলে ভর্তি না করে ডেমরার একটি বেসরকারি স্কুলে ভর্তি করেছেন।

কথাটা শুনে একটু নড়েচড়ে বসলাম।আমার কৌতুহলের জবাব স্যার নিজের মুখে খুব আনন্দের সাথেই দিলেন।

তুমি বিশ্বাস করবানা রিজভী স্কুল থেকে যে রুটিন দিয়েছে সেটাতে খেলার সময় নাই(স্যারের বিস্ফোরিত চোখে,ঠোটে তৃপ্তিকর মিষ্টি হাসি)

জেলা শহরের সরকারি স্কুলে পড়া এই আমার রুটিন বলতে পরীক্ষার রুটিন বুঝি।কিন্তু স্যার সেই স্কুলের যে রুটিন এনে আমাকে দেখালেন,আমি অাৎকে উঠলাম!ঘুম থেকে ওঠা এবং আবার ঘুমাতে যাওয়ার পূর্ব পর্যন্ত রুটিন,কোন সাবযেক্ট কত ঘন্টা পড়বে এবং খাবার কখন খাবে তার বিস্তারিত বর্ননা!এবং অবাক হয়ে লক্ষ করলাম আসলেই খেলার জন্য কোন সময় নেই!রুটিন দেখে আমার মাথা ঘোরাতে লাগল।

স্যার তৃপ্তি নিয়ে একের পর এক গুন কৃর্তন করেই যাচ্ছেন,আমি শুনে আৎকে আৎকে উঠছি আর ক্রমাগত মাথা ঘুরিয়েই যাচ্ছে....

স্যার স্বপ্ন দেখেন এক ভাইকে বুয়েটে আর একজন কে মেডিকেলে(সম্ভবত ঢাকা মেডিকেল) পড়াবেন।আমি কোনমত সেদিন স্যারের সামনে থেকে পালিয়ে এসেছিলাম।জেলা শহরে বড় হওয়া এই আমি স্কুল বলতে অন্য জিনিস বুঝি।তাই এত র আইটেম নিতে পারি নাই।

এজন্যই হয়ত আমি ডাক্তার, প্রকৌশলী, কর্পোরেট বড় কোন কর্মকর্তা হতে পারি নাই।বিসিএসে টিকে প্রথম শ্রেণির কোন ক্যাডারও হতে পারি নাই।না হতে পেরেছি সরকারি বড় কোন কর্তা।ছোটখাটো একটা জব করে দিন আনি দিন খাই বাবা মায়ের সাথে।আমার নিজের কোন ব্যাংক একাউন্ট নেই,মায়ের সাথে একটা জয়েন্ট একাউন্ট খুলেছি।আর বাবার একাউন্ট।বাবা মা আমার জান।তাদের উপর কিছু কারনে আমি খুবই দূর্বল।ওনারা আমাকে পড়াশোনার জন্য কখনও চাপ দেন নি,রেজাল্ট খারাপ হলে কখনও বকা দেন নি,কোথাও ঘুরতে যাওয়া /খেলতে যাওয়া ছিল ফ্রি,কোন বিষয়ে পড়তে চাইলে কখনও না করেন নি,সীমাহীন আড্ডাদিয়ে জীবন কাটিয়েছি।শাসন করতেন না তা ঠিক না,তবে শিক্ষা দিতেন বেশি।

এগুলো দিয়ে তো আর জীবন চলে না,আসুন আমাদের সন্তানকে আমরা কঠিন নিয়ম কানুনওয়ালা স্কুলে পড়াই,ক্যাডেট কলেজে পড়াই।ডাক্তার প্রকৌশলী, বিসিএস ক্যাডার হিসেবে তাদের গড়ে তুলি।আমরা সার্থক হই।।

(স্যার যদি লেখাটি আপনার দৃষ্টগোচর হয় আমাকে ক্ষমা করবেন)

মন্তব্য ৯ টি রেটিং +১/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৯ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:০৯

মহা সমন্বয় বলেছেন: আসলে দিন দিন আমরা রোবট হয়ে যাচ্ছি। আবেগ, অনুভূতি সব হারিয়ে ফেলছি।
আমার মনে হয় এ জন্য একমাত্র দায়ী সময়।

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:০৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: হতে পারে,আমাদের সনার পরিবর্তন হওয়া জরুরি।

২| ১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:১৪

চাঁদগাজী বলেছেন:



মানুষ মানুষের সাথে প্রতিযোগীতায় নেমেছে, রাস্ট্র মানুষকে কোন বিষয়ে নিশ্চয়তা দিচ্ছে না।

আপনাকে অন্য একটা ব্যাপারে ধন্যবাদ জানালাম। আমি চেস্টা করবো পড়ে, বুঝে, সঠিক কমেন্টা করার।

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এনি হাউ আমাদের এই প্রতিযোগিতার মানুষিকতা থামাতে হবে।নাইলে দেখবেন আমরা একটা বিচিত্র জাতি উপহার পাব।এই ট্রেন্ডটা আগে ছিল না,জিপিএ চালু হওয়ার পর থেকে শুরু হয়েছে।

১৯ শে আগস্ট, ২০১৬ সকাল ১০:১৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: সামান্য ব্যপারে ধন্যবাদ জানিয়ে ছোট করবেন না।আমাদের পরিবারে ছোট বেলা থেকে অন্যকে আক্রমন করতে শেখানও হয়,নিজের ভূল না খুজে।আমরা গঠনমূলক সমালোচনাও করতে পারি না।এটা নিতেও পারি না।
চিন্তা করবেন না ভাই,ন্যায়ের পথে থাকলে সবসময় পাশে পাবেন।

৩| ১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২৬

দ্যা ফয়েজ ভাই বলেছেন: : ওয়াও,ভাউ ওয়াও।কি করে এত সুন্দর করে লেখেন আপনি???চালিয়ে যান ভাউ।কেউ পুরষ্কার না দিলেও আমি আপনাকে নুপেল দিব।আপনি যেভাবে লিখছেন সেভাবে লিখতে থাকলে আগামী ১০বছরে জাতি একটা ব্র‍্যন্ড নিউ রবীঠাকুর পেয়ে যাবে।আমরা আপনার হাতে নুপেল দেখতে চাই। ;) ;) ;)
যাই হোক,পোষ্ট চমৎকার হইছে।

১৯ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:৪০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অনেক ধন্যবাদ ফয়েজ ভাই,আমি জানি আমার লেখার হাত ভাল না,তবে রবি ঠাকুর কোন দিনই হতে পারব না,নবেল জয়ের স্বপ্ন দেখিনা।তবে একজন সামান্য লেখক হওয়ার চেষ্টায় আছি।
আপনাদের শুভকামনা আশা করছি।

৪| ২০ শে আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪২

চাঁদগাজী বলেছেন:

লেখায় ছবি সংযোগ করুন:

১। ছবি সংগ্রহ করার জন্য, ছবিটির উপর মাউস রেখে ডান বাটন ক্লিক করুন; তারপর, Save image as এ ক্লিক করুন।
ছবিটি আপনার কম্প্যুটারে কোন এক ফোল্ডায় আসবে; সেই ফোল্ডাটি মনে রাখেন।
২। নতুন পোস্ট লেখার সময়, প্রথমেই ছবি যোগ করতে চাইলে, শিরোনামের নীচের লাইনে হলুদ রং'এর ক্যামেরায় ক্লিক করেন।
একটা নতুন ডায়ালগ আসবে; সেখানে 'সিলেক্ট ফাইলে' ক্লিক করলে, আপনার ছবির ফোল্ডা আসবে।
৩। ফোল্ডা থেকে ফাইলটাকে ডবল ক্লিক করুন; আপনার পোস্টে ছবির 'পাথ' সৃস্টি হবে; লাইনটা (পাথ) যেখানে থাকবে, সেখানে ছবি হবে।

৪। ছবির জনত গুগলে যেতে পারেন; Image of Bangladesh লিখে গুগলে বাংলাদেশে কিছু ছবি পেতে পারেন।

২০ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৭:৪৭

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই আমি মোবাইল থেকে ব্লগ চালাই।পরামর্শের জন্য অনেক ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.