নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

বাসে বয়স্কদের জন্য সংরক্ষিত সিট নয় কেন??

২৫ শে আগস্ট, ২০১৬ রাত ৩:২৬

দেশের সিটি শহর গুলতে লোকাল বাস জীবনেরই একটা অংশ।কিন্তু এই মানব বহুল দেশে লোকাল বাসের একটি সিট যেন সোনার হরিণ।

সরকার আইন করে মহিলা প্রতিবন্ধীদের জন্য সিট বরাদ্দ দিয়েছে।অবস্যই ভাল উদ্যোগ। কিন্তু বয়স্কদের জন্য কোন সিট বরাদ্দ দেওয়া হয়নি কেন??

যারা লোকাল বাসে সবসময় যাতায়াত করেন একমাত্র তারাই জানেন,লোকাল বাসে যাতায়াত করাটা কত কষ্টকর।তারপরেও যদি য্যাম ফ্রি হত!ঢাকায় একটি সাধারন দিতে দশ মিনিটের একটি পথ যেতে সাধারনত দুই ঘন্টা লাগে।আধাঘন্টা থেকে এক ঘন্টা কষ্ট হলেও দাড়িয়ে থাকা যায়।কিন্তু এক ঘন্টার বেশি দাড়িয়ে থাকা কষ্টকর!

আমার বয়স ত্রিশ।ওজন আশি কেজি! আধাঘন্টা দারিয়ে থাকলে আমার পায়ে যন্ত্রনা শুরু হয়।যখন দেখি পঞ্চাশর্ধ কেউ দাড়িয়ে আছে,আমি বসে আছি।আমি অবস্যই দাড়িয়ে সিট ছেরে দেই।কিন্তু আমি দেখেছি অনেকেই ছাড়েন না।গ্যাট হয়ে বসে থাকেন।

আমরা সবাই একসময় বুড়ো হব।গায়ের শক্তি চলে যাবে।নানান রকমের অসুখ বিশুখ শরীরে বাসা বাধবে।যখন শুয়ে থাকতে কষ্ট হবে তখন পাবলিক বাসের গরমে কিভাবে ঝুলে থাকব সেটা চিন্তা করে আমার শরীর শিওরে ওঠে!

মাননীয় সরকার এবং সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গের কাছে আমার একটি পরামর্শ,একটি বাসকে দু-ভাগে ভাগ করা যেতে পারে।ডান পাশ টা মহিলা/শিশু/প্রতিবন্ধী /বয়স্কদের জন্য এবং ডান পাশটা সবার জন্য(এখন মহিলাদের জন্য সওট বরাদ্দ থাকলেও প্রয়োজনের তুলনায় খুবই কম)।কওংবা অন্যকোন ভাবেও ব্যাবস্হা নেওয়া যেতে পারে।

ধন্যবাদ

মন্তব্য ১১ টি রেটিং +২/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:২৫

বাসারাট বলেছেন: Shokar onno jinish niye besto, eishob jonno shorkar er shomoy nei.

২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৪:৪৯

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমাদের আলাপ আলোচনার মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষন করতে হবে।

২| ২৫ শে আগস্ট, ২০১৬ ভোর ৫:২৩

SRH Robin বলেছেন: বয়স্কদের কেন আইন করে সিট দিতে হবে? আমাদের মানবতাই তাদের কে সিটে বসাবে। বাঙ্গালী যুবকেরা কি এতই বেয়াদব হয়ে গেছে?

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এখন যদি কেউ মানবতা না দেখায় সেক্ষেত্রে কি করার আছে?? রিসেন্টলি আপনি বোধহয় লোকাল বাসে ওঠেননি! এখানে পরিস্থিতি ভিন্ন।
জ্যামের ও একটা ব্যাপার আছে।কালকেই আমি বাহন পরিবহন এর বাসে ৫-৬ জন বয়স্ক লোক কে দারিয়ে থাকতে দেখেছি সেই ৩৫+- ডিগ্রি তাপমাত্রায়!

৩| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ৭:০৩

চাঁদগাজী বলেছেন:




আমাদের ফার্মের মুর্গী তরুণরা বাসে উঠে যেভাবে সীটের জন্য যুদ্ধ করেন, সেটা দেখে, সব সময় দাঁড়িয়েই যাচ্ছি বাসে, ট্রেনে।

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:১৮

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনি হয়ত এখনও দাড়িয়ে যেতে পারেন,আপনার এইজে আমি মেইবি পারব না! আমার এখনই কষ্ট হয়।তবে যাই বলেন ভাই দেশে একটা আইন করা দরকার।

৪| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:১৯

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: SRH Robin বলেছেন: বয়স্কদের কেন আইন করে সিট দিতে হবে? আমাদের মানবতাই তাদের কে সিটে বসাবে। বাঙ্গালী যুবকেরা কি এতই বেয়াদব হয়ে গেছে?,,,, সহমত

৫| ২৫ শে আগস্ট, ২০১৬ সকাল ১১:২১

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: SRH Robin বলেছেন: বয়স্কদের কেন আইন করে সিট দিতে হবে? আমাদের মানবতাই তাদের কে সিটে বসাবে। বাঙ্গালী যুবকেরা কি এতই বেয়াদব হয়ে গেছে?,,,, সহমত

২৫ শে আগস্ট, ২০১৬ দুপুর ১২:২০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: ভাই যুবকেরা মানবতা হীন হলে আমার আপনার কিছু করার নাই বাট আইন থাকলে অনেক কিছু করার আছে।

৬| ২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৩:৩১

প্রামানিক বলেছেন: যুক্তিযুক্ত দাবী।

২৫ শে আগস্ট, ২০১৬ বিকাল ৫:৩১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: অসংখ্য ধন্যবাদ প্রামানিক ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.