নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখি....

মো: হাসানূর রহমান রিজভী

একদিন তুমি এসেছিলে ভবে,কেঁদেছিলে তুমি হেসেছিলো সবে... এমন জীবন করিবে গঠন,মরনে হাসিবে তুমি কাঁদিবে ভূবন......

মো: হাসানূর রহমান রিজভী › বিস্তারিত পোস্টঃ

সর্ষে ক্ষেতে ভূত!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ২:৫৬


কিছুদিন আগে বসুন্ধরা শপিংমলের সিকিউরিটি সিস্টেম নিয়ে একটি ব্লগ লেখেছিলাম।ওখানকার দূর্বল সিকিউরিটি এর ব্যাপারে আপনাদের অবগত করেছিলাম।এই লেখার শুরুতে আমি আবারো বলে নিতে চাই,আমি কোন সিকিউরিটি এক্সপার্ট নই।তবে সেইফটি, সিকিউরিটি এবং ফায়ার ফাইটিং বিষয়ে হাতে কলমে প্রশিক্ষণ নেওয়া আছে।এগুলো মুটামুটি বুঝি।

গত লেখায় শ্রদ্ধেয় ব্লগার চাঁদগাজী ভাই মন্তব্য করে বলেছিলেন "বসুন্ধরা গ্রুপের সিকুউরিটি কর্মকর্তা -কর্মীদের আইন শৃঙ্খলা বাহিনি দ্বারা ট্রেনিং দেওয়া উচিৎ"

কিন্তু গত ৩০-৮-২০১৬ তারিখে ঢাকা থেকে আমার উত্তর বঙ্গ জেলা শহড়ে নাইটকোচে আসার সময় পুলিশের একটি সিকিউরিটি বিষয়ক গাফিলতি আমার নজরে আসে।



আমি গত ৩০-৮-২০১৬ তারিখে ঢাকা টেকনিক্যাল মোড় থেকে রাত্রি সাড়ে দশটার উত্তরবঙ্গ গামী একটি বাসের টিকেট ক্রয় করি।বাসটি সময়মত ছেড়ে প্রায় সাড়ে তিনটায় সিরাজগন্ঞ এর একটি হোটেলে যাত্রা বিরতি দেয়।আমার ঙ্গাত স্হান যাত্রাবিরতী হোটেল থেকে দেড় ঘন্টার দূরত্ব পথে একটি পুলিশ চেক পয়েন্ট পরে।উক্ত চেকপয়েন্টে পুলিশ একটি ডিজিটাল ভিডিও ক্যামেরা দ্বারা সব যাত্রির ইমেজ সংগ্রহ করে থাকেন।উক্ত দিন যথারীতি চেকপয়েন্টে পৌঁছানোর পড় কিছু যাত্রী ব্লাঙ্কেট মুড়িয়ে ঘুমিয়ে ছিল।ডিউটিরত কর্মকর্তা /কনস্টেবল সেই সব ঘুমিয়ে থাকা যাত্রীকে না জাগিয়েই ভিডিও করতে থাকেন!

আমি একবার ছবি তুলতে চাইলে,অনাকাঙ্ক্ষিত পরিস্হিতি এড়াতে বিরত থাকি!এর আগে কয়েকবার দেখেছি ড্রাইভার সাহেব চেকপয়েন্টে গাড়ি যাস্ট স্লো করে,মৌখিক অনুমতি নিয়ে কোন রকমের ভিডিও স্টিল পিকচার ছাড়াই চলে গেছেন।

আমাদের সবার উচিৎ মানব সৃষ্ট দূর্যোগ এড়াতে নিজ নিজ দায়িত্ব যথাযথ ভাবে পালন করা।

ধন্যবাদ

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ ভোর ৬:০৬

চাঁদগাজী বলেছেন:



পুলিশ আইনের প্রতি এ ধরণের শিথীলতা দেখালে, নিজকে বিপদের মাঝখানে দেখতে দেরী হবে না।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩১

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার মনে হয়,ওনারা ইনফরমেশন ছাড়া চেকিংএ আগ্রহ দেখান না।

২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৩৭

তাজবীর আহােমদ খান বলেছেন: এখনি কি মামাদের গাফিলতির কারোনে সাধারণ জনগণ,মানে আমরা কি কম বিপদের সম্মুখিন হচ্ছি??

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: এই সচেতনতার জন্যইতো লেখা ভাই।সাবধানে থাকবেন।ধন্যবাদ।

৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৮:৫০

জনৈক অচম ভুত বলেছেন: এ আর নতুন কি? :|

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ৯:৩৬

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনি একদম ঠিক নতুন কিছু নয়,তারপরেও লিখলাম আমরা তো সচেতন হতে পারি। কি বলেন ভাই?? ধন্যবাদ।

৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:২৬

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: পুলিশের দক্ষতার অভাব আছে বলে মনে হয়।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫০

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আমার সেটা মনে হয় না আবুহেনা ভাই।দায়িত্বে অবহেলা।

৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ সকাল ১১:৫০

গেম চেঞ্জার বলেছেন: অকারণে ঝাঁকাঝাকি করা পুলিশের কাজ!!

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫২

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: তাদের কাজটা সঠিক ভাবে পালন করার জন্য আমরা অনুরোধ করতে পারি।ধন্যবাদ ভাই।

৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:১১

শামচুল হক বলেছেন: চমৎকার একটি বিষয় তুলে ধরেছেন।

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৩

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ শামচুল হক ভাই,দোয়া রাখবেন।

৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৩

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: এখন সিসি ক্যামেরার যুগ। গাড়ির দরজায় সিসি ক্যামেরা থাকলে অটোমেটিক সবার ছবি উঠে যাবে। ভিডিও করার দরকার কি?

৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৫

মোঃ আক্তারুজ্জামান ভূঞা বলেছেন: এখন সিসি ক্যামেরার যুগ। গাড়ির দরজায় সিসি ক্যামেরা থাকলে অটোমেটিক সবার ছবি উঠে যাবে। ভিডিও করার দরকার কি?

০৯ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ৮:৫৫

মো: হাসানূর রহমান রিজভী বলেছেন: আপনার সাথে আমি একমত নই ভাই দুটি কারনে।এক,ডাকাতি করার পর ওরা সিসি ক্যামেরার ফুটেজ নষ্ট করে পালাতে পারে।
দুই,পুলিশ চেকপোস্টের আশেপাশে ডাকাতি প্রবন এলাকা।সো পুলিশ চেকপোস্ট না থাকলে ডাকাতরা অপ্রতিরোধ্য হয়ে উঠতে পারে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.