![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশকিছুদিন ধরেই হালের ক্রেজ জাকির নায়েকের উপর তথ্যানুসন্ধান করছিলাম। প্রথম থেকেই সাধারণভাবেই উপলদ্ধি ছিল তার আচার-আচরণ, বেশভূষা ও কথাবার্তা একজন নিষ্ঠাবান মুসলিমের সাথে কোনভাবেই মিল খায় না।
জাকির নায়েকের পরিচয় এখন মোটামোটি ভাবে উম্মোচিত। তাক লাগানো চটকদার কথার ফুলঝুরি আর আজগুবি ও মনগড়া সব তত্তের বয়ানকরে তিনি সরলহৃদয় সাধারণ মুসলিমদের মাঝে দারূন জনপ্রিয়তা অর্জন করেছেন। অথচ তিনি বস্তুত ওহাবীদেরই একজন ব্রান্ড এম্বাসেডর একজন নির্ভেজাল সালাফী। অর্থ্যাৎ সৌদি ওহাবী মতাদর্শের ধারক, বাহক ও প্রচারক। নেক সুরতে শয়তানের প্রতারণার আরেক উদাহরণ ।
উল্লেখ না করলেই নয়, জামাত শিবির চক্র ও তাদের দোসররা এদেশে ভ্রষ্ট ওহাবী মতাদর্শের ধারক ও প্রচারক। এদেশে জাকির নায়েকের অগ্রগামী অনুরাগীও কিন্তু তারাই। জাকির নায়েকের প্রচারণা ও প্রসারণের কাজে কিন্তু এই জামাত-শিবির চক্রই বেশি তৎপর।সময় সতর্ক না হতে পারলে এদের অনুসরণে বিপদ অবশ্যম্ভাবী।
জানা আবশ্যক একজন মুসলিমের পক্ষে প্রথম ফরজ হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জমিয়তের আকিদা মোতাবেক নিজের আকিদাকে বিশুদ্ধ করে নেয়া। জাকির নায়েকের আকিদা আহলে সুন্নাত ওয়াল জমিয়তের আকিদার একান্তই পরিপন্থী। জাকির নায়েকের ভ্রষ্টাচারের কিছূ নমুনা নেট থেকে প্রাপ্ত হয়ে উল্লেখ করলাম আগ্রহীগণ যাচাই করে দেখবেন:
১. ওজু, গোসলের মাধ্যমে পবিত্রতা অর্জন করা ছাড়াই কোন মুসলিম কোরান শরীফ স্পর্ষ করতে পারবে।
২. জাকির নায়েক প্রকাশ্যে ঘোষণা করেছেন, আমি এমন হাজারো কাজের তালিকা দিতে পারি যা আল্লাহর পক্ষে করা সম্ভব নয়। (উদাহরণ: এমন একজন মানুষকে সৃষ্টি করা যে একই সাথে লম্বা এবঙ বেটে।
৩. তিনি আরো বলেন, আল্লাহ অতিপ্রকৃতিক বা Supernatural নয় বরঙ প্রাকৃতিক বা Natural.
৪. তিনি ইয়াজিদকে প্রকাশ্যে একজন তাবেই ঘোষণা করেন এবঙ আরো বলেন ইমাম হোসেন (রা.) সাথে ইয়াজিদের যুদ্ধ ছিল একটি রাজনৈতিক যুদ্ধ যা ইয়াজিদের বিরুদ্ধে একটি বিদ্রোহ। Zakir Naik's words here:
৫. সে আল্লাহর সাথে দিককে সম্পর্কিত করে এই বলে যে আল্লাহ আক্ষরিকভাবেই উপরে অবস্থান করেন।(Urdu
৬. ওহাবী প্রচারকদের মত তিনিও মাজহাবের তাকলীদ করাকে গর্হিত এবঙ মুসলিম উম্মাহর unityএর পরিপন্থী মনে করেন।
৭. তাসাউফ বা সূফীবাদকে কবরপূজার সাথে তুলনা করে তিনিকে ইলমে তাসাউফ বা সূফীবাদকে শির্ক হিসেবে ঘোষণা করেন।
উৎসাহীগণ আরো জানতে চাইলে নিচের লিংক থেকে আরো তথ্য পেতে পারেন।
বাহকের কাজ কেবল বার্তা পৌছানো অবধি...
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৩
নিভৃত পথচারী বলেছেন: আমার ধর্ম ইসলামের অপব্যাখার মাধ্যমে মানুষকে বিভ্রান্ত করার প্রচেষ্টা আমার নিকট একান্তই অগ্রহণযোগ্য।
২| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১৮
টক দঐ বলেছেন: আমিও সেইসব সাধারন মুসলমানের মধ্যে থেকে একজন যে সাধারন ভাবেই আবেদন করে..এই পোষ্ট তারাতারি সরিয়ে ফেল।
নিভৃতের লোক নিভৃতেই থাক কেচোর মত। বের হওয়ার দরকার নাই।
যে ভিডু লিংক গুলা দিছেন তা আগে নিজে ভালো কইরা দ্যাখেন। >:o >:o >:o
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৪
নিভৃত পথচারী বলেছেন: খুব লাগলো নাকি......?
৩| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৪
তৌিহদ েহােসন বলেছেন: ভাই আমার অনেক সীমিত। তাই আমাকে দয় করে নিচের প্রশ্নগুলির জবার দিবেন?
(১) মুসলমান কারা ?
(২) ওহাবী কারা?
(৩) আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে কি বুঝায়?
আশা করি উক্তপ্রশ্নগুলির সঠিক জবাব পাব।
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৬
নিভৃত পথচারী বলেছেন: একান্ত অনুরোধ, সত্য প্রত্যাখ্যানের তর্কে লিপ্ত হবার অভিপ্রায়ে নয় বরং একান্ত নিজের স্বার্থেই জেনে নিন আপনার প্রশ্ন সমূহের জবাব।
৪| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:২৭
মুকুট বিহীন সম্রাট বলেছেন: আপনি ডাঃ জাকির নায়েক নিয়ে আরও সময় দিন,ওনাকে নিয়ে কোন মন্তব্য করতে হলে আপনাকে অবশ্যই নিরেপেক্ষ হতে হবে আগে।
একদম নিরপেক্ষ হয়ে শুরু থেকে তার বক্তব্য গুলো শুনুন,বর্তমান পৃথিবীর ধর্মীয় ক্রোন্দল গুলো কি কি নিয়ে তা পরখ করুন,
মুল কথা আপনাকে আরও প্রচুর সময় দিতে হবে।
আমার বিশ্বাস বিধাতা আমাদের সৎ ও সত্য বুঝার জন্য মগজ দিয়েছেন,এবং তা আমরা পারবো।
ভালো থাকা হোক
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৩৮
নিভৃত পথচারী বলেছেন: হাড়ির ভাতের খবর পেতে একটি দানা চাপলেই চলে....জাকির নায়েকের পেছনে নষ্ট করার মত এত সময় কোথায়..?
৫| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৩৫
নিভৃত পথচারী বলেছেন: ভালো...ওহাবী আস্ফালন ভালই দেখলাম.. দেখা যাক আর কি কি হয়......
৬| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৪
সময়ের গল্প বলেছেন: যাদের বিরোধীতা করছেন, তাদের সম্পক জানুন।
নিভেজাল ইসলাম সম্পক্কে জানুন।
এই সময়ে ইসলাম নিয়ে কথা বলার লোক নেই বললে চলে।
খোলা মন নিয়ে জাকির নায়েকের লেখব পড়ুন ।
আল্লাহ আপনাকে হেদায়াত দিন ।
ফালতু সেন্টিমেন্ট না দেখিয়ে নিরপেক্ষ মন নিয়ে কুরআন অধ্যয়ন করুন।
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৪
নিভৃত পথচারী বলেছেন: নির্ভেজাল ইসলাম হচ্ছে ১৫০০ বছর আগে হুজুর পাক (স.) বর্ণিত ইসলাম যা সর্বপ্রকার সম্পাদনা, পরিমার্জনা, পরিবর্ধনার উর্দ্ধে। আহলে বায়াতের হত্যাকারী অত্যাচারী ইয়াজিদের নামের সাথে দোয়া (রাজিয়াল্লাহু আনহু) পাঠকারী জাকির নায়েকের কাছ থেকে নির্ভেজাল ইসলাম পাওয়ার হাস্যকর প্রচেষ্টায় লিপ্তদের শুভবুদ্ধির উদয় হোক।
৭| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৫
আমিনুল০১ বলেছেন: apnar ei ahle sunnat wal jammat ta ki?
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৮
নিভৃত পথচারী বলেছেন: আহলে সুন্নাত ওয়াল জমিয়ত হচ্ছে বিশুদ্ধ ইসলামের অনুসারী দল যারা প্রতি পদক্ষেপে সুন্নতের অনুসরণের প্রয়াসে রত। মুসলিম মাত্র তা জানেন। আপনার জানার কথা নয়.....
৮| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৪৯
সহৃদয় বলেছেন:
জোকারের ধুতি খুইলা গেলো রে
৯| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫০
অাবু জাফর বলেছেন: তয় আপনের অসুবিধা কোথায়(-)-------
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪৯
নিভৃত পথচারী বলেছেন: আমার রসুল (স.) এর নামে বাজে কথা বললে আমার ভীষণ লাগে যেমন আপনাদের লাগে জাকির নায়কের বিরুদ্ধে কিছু শুনতে..
১০| ২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:৫৮
মেঘ বালকের কথা বলেছেন: লোকটাকে তো ভালোই মনে হয়। ওর কথা শুনলে ইসলামকে আনেক প্রগতিশিল, আধুনিক মনে হয়, মনে হয় সত্যিকার ভাবে বাচার জন্য একটা ধর্ম। আথচ আমাদের হুজুরা যে ইসলামের কথা বলে মনে হয় মুসলমা মত্রই একটা বিমর্ষ জাতি। ওর কথা মানুষ বেশি বেশি শুনলে আমাদের হুজুরদের ধর্ম ব্যাবসায় বেশ ক্ষতই হবে।
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৩
নিভৃত পথচারী বলেছেন: অত্যন্ত আয়রনিকালি ধর্ম ব্যবসায়ী জামাত-শিবির চক্রই এই নব্য পন্ডিতের সবচেয়ে বড় প্রচারক এ দেশে। কাটাবনের গ্রন্হাগারসমূহ কিংবা ব্লগে জাকির নায়েকের অনুরাগীদের প্রোফাইল ঘাটলেই জামাত ভক্তির চিত্র বেরিয়ে আসবে। মিলটা কেউ কেউ কাকতালীয় ভাবতে পারেন।
১১| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৪
রিপন জি আর বলেছেন: হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জল!!!!!
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৭
নিভৃত পথচারী বলেছেন: সে কথাইতো বলছি...দিসহস্রাব্দের সংস্কারক হজরত মোজাদ্দেদে আলফেসানী (র.), ইমাম গাজ্জালী (র.), ইমাম সুয়ুতী (র.), ইমাম আবু হানীফা (র.) প্রমুখেরা যে সকল কথা কখনো বলেননি ইবনে বাজ, তাইমিয়া, জাকির নায়েক, সাইদিরা কি অবলীলায় তাই প্রচার করে যাচ্ছে...ভাবতেও অবাক লাগে..
১২| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৫
রিপন জি আর বলেছেন: ভাইজান কি মিলাদ টিলাদ পড়ান নাকি??
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৫৮
নিভৃত পথচারী বলেছেন: মিলাদে কি ভাই সাহেবের গা জ্বলে?
১৩| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৬
অপ্রিয় সত্য বলেছেন: তাসাউফ বা সূফীবাদকে কবরপূজার সাথে তুলনা করে তিনিকে ইলমে তাসাউফ বা সূফীবাদকে শির্ক হিসেবে ঘোষণা করেন।
---------------------
আসলেই তো্ ...... !!!!! আগে তো চিন্তা করি নাই, এই জাকির মিয়ার জন্য তো মাজারের ইনকাম কইমা যাইব!
২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:০০
নিভৃত পথচারী বলেছেন: মাজার ব্যবসায়ীরা জাকির নায়েকের পথ চেয়ে বসে আছে..তা জানা ছিল না। কতদিন হল এ মাজার ব্যবসায়ের লাইনে?
১৪| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৯
মোঃ আল জাহান বলেছেন: রিপন জি আর বলেছেন: ভাইজান কি মিলাদ টিলাদ পড়ান নাকি??
১৫| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:০৯
দৈনিক কপি-পেষ্ট বলেছেন: জাকির নায়েক এর বক্তদের কাছে প্রশ্ন আসা করি আপনারা উত্তর দিবেন?
নায়েকের বিকৃত ব্যাখ্যার দু একটি উদাহারণ পেশ করছি। কুরআন-হাদীস শিক্ষক ছাড়া নিজে নিজে পড়ে এর ব্যাখ্যা করার হীনমন্যতা দেখিয়ে কতজন যে গোমরাহ ও পথদ্রষ্ট হয়েছে ইতিহাসে তাদের আলোচনায় ভরপুর। জনাব নায়েকের মুখ থেকে এই অল্পদিনে কুরআন-হাদীসের যে বিকৃত ব্যাখ্যা বের হয়েছে তা লিখতে গেলে দীর্ঘ পরিসর প্রয়োজন। তাই এ ক্ষুদ্র পরিসরে সেদিকে সামান্য ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব। এক হাদীসে আছে হুযুর সা. এরশাদ করেন বনী ইসরাইল ধর্ম নিয়ে দলাদলি করে ৭২ দলে বিভক্ত হবে। আর আমার উম্মতরা ৭৩ দলে বিভক্ত হবে। মুহাদ্দীসিনে কেরাম সবাই একমত যে এখানে উম্মত বলতে মসলমানকেই বুঝানো হয়েছে। কিন্ত ডা.জাকির নায়েক সাহেব তার “ইসলাম ও হিন্দু ধর্মের সাদৃশ্য” বইয়ে এ হাদীসের ব্যাখ্যায় লিখেছেন যে, এখানে উম্মতের বুঝানো হয়নি বরং এখানে উম্মত দ্বারা মানুষের মধ্যে বিভিন্ন ধর্মের সৃষ্টি হবে যেমন মসলমান, হিন্দু, বৌদ্ব, খ্রীস্টান ইত্যাদি ধর্মে বিভক্তি বুঝানো হয়েছে। এখন আপনি বলুন তো আলেমদের ব্যাখ্যা আর ডা.জাকির নায়েকের ব্যাখ্যা কি একই না আকাশ পাতাল ব্যবধান? অবশ্যই ব্যবধান। বিষয়টি আরেকটু খোলাসা করে দেই। উম্মত আরবী শদ্ব, এর বাংলা অভিধানিক অর্থ হচ্ছে অনুসারী। যারা মাহান আল্লাহকে এক বলে শ্বীকার করে এবং মুহাম্মদ সা. কে নবী বলে মান্য করে ইসলামের পরিভাষায় তাদেরকে উম্মতে মুহাম্মদী বা মুহাম্মদ সা. এর অনুসারী বলা হয়। আর মুহাম্মদ সা. কে
যারা অনুসরণ করে তাদেরকে বলা হয় মুসলমান। বুঝে থাকলে এখন আপনি বলুন তো অন্যান্য দর্মালম্বীরা যদি মুহাম্মদ সা. কে নবী বলে শ্বীকার করতো তাহলে তার আনীত ধর্ম ইসলাম ছেড়ে অন্য ধর্ম পালন করে কেন? আর উসলাম ধর্ম পালন না করে নবী স. কে অশ্বীকার করলে উম্মতে মুহাম্মদী বা মুহাম্মদ (সা) এর অনুসারী হয় কেমন করে?
১৬| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:১৯
শুষ্ক বলেছেন:
নিভৃতচারী বলদের মিলাদ মাহফিলের জিলাপীর এমাউন্ট কইমা যাইতেছে ।
১৭| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২০
দুরের পাখি বলেছেন: এইখানে এত মাইনাস কেনু ?
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৮
নিভৃত পথচারী বলেছেন: ব্লগে জামাত-শিবিরের ভীড় বেশি তাই..
১৮| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২০
নিষিক্ত বলেছেন: সৌদিরা তো ওহাবী, ওরা মুহাম্মাদ কে একজন মানুষের চেয়ে বেশী কিছু মনে করে না...
১৯| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:২৪
মাহমূদ হাসান বলেছেন: ব্যাপারগুলো নিয়ে আমি সার্চ করব তবে আপাতত মাইনাস আপনার অসৎ উদ্দেশ্যের জন্য।
২০| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৩৭
আলোর মিছিল বলেছেন: মেঘ বালকের কথা বলেছেন: লোকটাকে তো ভালোই মনে হয়। ওর কথা শুনলে ইসলামকে আনেক প্রগতিশিল, আধুনিক মনে হয়, মনে হয় সত্যিকার ভাবে বাচার জন্য একটা ধর্ম। আথচ আমাদের হুজুররা যে ইসলামের কথা বলে মনে হয় মুসলমান মত্রই একটা বিমর্ষ জাতি। ওর কথা মানুষ বেশি বেশি শুনলে আমাদের হুজুরদের ধর্ম ব্যাবসায় বেশ ক্ষতই হবে।
একমত।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৮
নিভৃত পথচারী বলেছেন: যার কান আছে সে শুনুক, যার চোখ আছে সে দেখুক...।
২১| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৬:৫৬
ভাবানু্বাদ বলেছেন: off jaw
২২| ২১ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১২
বাবুকস বলেছেন: তিনি ওহাবী না সালাফী তা পরের কথা। তার মূল সাফল্য হচ্ছে তিনি বিভিন্ন ধর্ম নিয়ে গবেষণা করে এমন সব তথ্য বের করে এনেছেন যা আগে আমরা জানতাম না। ইসলাম ধর্ম প্রচারের এই নতুন উপায়, নাস্তিক এবং বিধর্মীদের বিভিন্ন মিসকনসেপশনের জবাব দিয়ে তিনি ইসলামের প্রচারকে অন্য লেভেলে নিয়ে গেছেন।
আমাদের সমস্যা হলো আমরা ক্ষুদ্র মতভেদের কারণে অন্যজনকে খারাপ বলে দেই। জাকির নায়েক সালাফী হবার কারণে তার কিছু মতবাদ ভুল হতে পারে। দোয়া করি তিনি সেগুলো শুধরে নেবেন। কিন্তু তিনি যদি ভুল করেন তাহলে বিজ্ঞরা তার ভুল ধরিয়ে দিচ্ছেন না কেন? জাকির নায়েকের ভুল ধরিয়ে দিলে তিনি তার শ্রোতাদের ভুল আর শেখাবেন না। দূর থেকে সমালোচনা না করে তার ভুল ধরিয়ে দেয়াটা আমি বেশি জরুরি মনে করি।
মোট কথা, জাকির নায়েক যা করছে তাকে আমি সাধুবাদ জানাই। আমি চাই তিনি আরো সামনে এগিয়ে যান। তবে তার ভুল ধারণাগুলো আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অনুসারী হোক এটাও আমার কাম্য।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৪০
নিভৃত পথচারী বলেছেন: জাকির নায়েকের ভুলগুলোই উপরে তুলে ধরা হয়েছে।
২৩| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১০:৫১
মোঃ নূরুজ্জামান খান (সালেহীন) বলেছেন: ভাই...ওহাবী মতাদর্শ কী? একটু ব্যাখ্যা করবেন। আমি কিন্তু জাকির নায়েকের লেকচার শুনে বুঝতে পারিনি।
২৪| ২১ শে নভেম্বর, ২০১০ রাত ১১:১২
বিদ্রোহী কান্ডারী বলেছেন: চাপাবাজীটা একটু বেশী হয়ে গেলনা? মুসলিম স্কলার দেখলেই হিংসা হয় কেন? তার ভুল ধরার আগে নিজে একটু লেখাপড়া করে নিলেই পারেন তাহলে আর অযথা লোকের গালি খেতে হবে না।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:১০
নিভৃত পথচারী বলেছেন: জাকির নায়েক-কে মুসলিম স্কলার হিসাবে চালানোর চেষ্টা.. নিতান্ত হাস্যকর...
২৫| ২২ শে নভেম্বর, ২০১০ রাত ১২:১৩
আমিনুল০১ বলেছেন: majar pujar kotha na bollei tara ohabi,naki?sottikarer islam er kotha bolen dr. Naik.
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০০
নিভৃত পথচারী বলেছেন: নিশ্চয়ই সৌদি প্রবাসী? ব্রেনটা ভালোভাবেই ওয়াশ করা হয়েছে দেখা যাচ্চে...
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:০৫
নিভৃত পথচারী বলেছেন: মাজার পুজা কি ভাবে করতে হয়, জানাবেন কি? আমাদের জ্ঞান শুধু মাত্র কবর জিয়ারত পর্যন্তই।
২৬| ২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:১৯
মোঃ আরিফ রায়হান মাহি বলেছেন: [email protected]
আপনার একটি মেইল কামনা করছি।
জরুরি দরকার।
২৭| ২২ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:৪০
বাংলার জমিন রাখিব মুক্ত বলেছেন: লেখক কি পলাইসে নাকি?
পোষ্ট দিয়া নিকটা হিট করানোর জন্য এই ক্যাচাল পোষ্ট না?
বাড়িতে গিয়া ঘুমাও।
আর এই সব জিনিস দিয়ে বিটলামী না করে ব্রিটনী বা এই টাইপের তথাকথিত শ্লীল টাইপের জিনিস দিও তাইলেই হিট পাইবা।
ধর্ম না জাইনা ক্যাচাল করতে আইসো না
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ৯:৫৩
নিভৃত পথচারী বলেছেন: জাকির নায়েকের আপত্তিকর বক্তব্যসমূহ রেফারেন্সসহ তুলে ধরাই কি বিজ্ঞ ধর্মব্যবসায়ী (বাংলার জমিন রাখিব মুক্ত) এর গাত্রোদাহের একমাত্র কারণ? আপনার ব্লগের পোস্টগুলি দেখলাম যথারীতি জামাত-শিবির পক্ষের।সেই সাথে গৃহিত নিকটিও যথারীতি বিভ্রান্তিকর....
২৮| ২২ শে নভেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭
শুষ্ক বলেছেন: দুরের ছাগি বলেছেন: এইখানে এত মাইনাস কেনু ?
কারন, নাস্তিকদের নেটওয়ার্কে এই আবাল এখনো ধরা পড়ে নাই, তাই নাস্তিক নিকগুলার সাপোর্ট পুরোপুরি ''হাসিল" করতে পারতেছেনা বেচারা ।
২৩ শে নভেম্বর, ২০১০ সকাল ১০:৪৩
নিভৃত পথচারী বলেছেন: পুরানো চালাকি...জামাত শিবির চক্রের একইরকম প্রাদুর্ভাব...
২৯| ২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৩:৫৬
নিশাচর নাইম বলেছেন: আপনি যদি মাজারে ওরশ বা ইত্যাদির সাপোর্ট করেন তাহলে কিছু বলার নাই আর সুফিবাদের মুল কিন্তু মাজার,ওরশ ইতাদি।
এই লেখাটা পড়ে দেখতে পারেন।
Click This Link
৩০| ২৮ শে নভেম্বর, ২০১০ বিকাল ৪:১৩
নিভৃত পথচারী বলেছেন: পড়লাম।
কবর জিয়ারত পরকালের স্মরণ আনয়নকারী উৎকৃষ্ট আমল।এর সাথে আলোচ্য বিষয়ের সম্পৃক্ততা কি?
৩১| ২৮ শে নভেম্বর, ২০১০ রাত ৮:৪৭
নিশাচর নাইম বলেছেন: কবর যিয়ারত এক জিনিস আর ঘটা করে ওরোশ পালন করা আরেক জিনিস।
ع ر س এই তিনটি অক্ষরের সমন্বয়ে গঠিত আরবী শব্দ "উরস" অর্থ হচ্ছে: বিয়ে। তথাকথিত পীর-ফকিরেরা যে দিন মারা যায়, সেদিন তাদের আত্মা নাকি দেহ থেকে "মুক্ত" হয়ে আল্লাহর সাথে গিয়ে মিলিত হয় - আল্লাহর সাথে তাদের বিয়ে বা মিলন হয় (নাউযুবিল্লাহ্!) - ব্যাপারটা highest order-এর শিরক ও কুফর! এর পর বছর বছর ঐ পীরের অনুসারীরা তার মৃত্যু দিবসকে (বা তার "বিয়ে"-র দিনকে) commemorate করতে তার "উরস" দিবস বা "ওরশ" পালন করে থাকে! বুঝলেন তো?? আল্লাহ আমাদের এসব থেকে বেঁচে থাকার তৌফিক্ব দান করুন! আমীন!!
৩২| ২৯ শে নভেম্বর, ২০১০ দুপুর ১২:৫৯
নিভৃত পথচারী বলেছেন: কবর জিয়ারতের সাথে ওরশের সাথে কি সম্পর্ক ? প্রাসঙ্গিক আলোচনা ও মন্তব্য কাম্য।
৩৩| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১:২০
সংগ্রামী মানুষ বলেছেন: নিশ্চয়ই সকল প্রসংশা আল্লাহর জন্য। আমরা তাঁর প্রসংশা করি এবং তাঁর কাছে সাহায্য চাই, আমরা তাঁর কাছে ক্ষমা চাই এবং আমাদের নিজেদের অনত্মরের পাপ ও আমাদের অন্যায় কর্ম হতে তাঁর আশ্রয় চাই। তিঁনি যাকে পথ প্রদর্শন করেন (হিদায়েত দান করেন) সে কখনো পথভ্রষ্ট হয় না এবং যাকে তিঁনি বিপদগামী হতে দেন সে কখনো পথ প্রদর্শিত (হিদায়েতপ্রাপ্ত) হবে না।
৩৪| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১:২৩
সংগ্রামী মানুষ বলেছেন: কুরআন বলে এবং তুমি অনুগ্রহ করো যেমন আল্লাহ তোমার প্রতি অনুগ্রহ করেছেন এবং পৃথিবীতে অশান্তির সৃষ্টি করতে ইচ্ছা করো না। নিশ্চয়ই আল্লাহ অশান্তি সৃষ্টিকারীদের ভালোবাসেন না। (সূরা কাসাস : ৭৭)
৩৫| ২৪ শে মার্চ, ২০১১ রাত ১:২৩
সংগ্রামী মানুষ বলেছেন: তোমরা একে অন্যকে নেক কাজে এবং আত্মসংযমে সাহায্য করবে; কিন্ত পাপ কাজ ও সীমা লংঘনের ব্যাপারে একে অন্যকে সাহায্যে করবে না। আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ শাস্তিদানে কঠোর। (সূরা মায়িদা : ২)
৩৬| ১৪ ই নভেম্বর, ২০১১ দুপুর ১:০৯
খালিদ৮৬ বলেছেন: ধর্মের অপব্যাখ্যাকারী জোকার নায়েকের মুখোশ উন্মোচন করার জন্য ধন্যবাদ।
৩৭| ০১ লা মার্চ, ২০১২ বিকাল ৩:২৭
কস্ট বলেছেন: যারা উনার বিরুদ্দে বলে বেশির ভাগি নাস্তিক আর অমুসলিম যারা ইসলাম সম্মন্দে কিছুই জানেনা
ইন্টারনেট থেকে সার্চ দিয়া তারপর পোস্ট মারে
৩৮| ০১ লা মার্চ, ২০১২ রাত ৮:৩৯
তাওসিফ বলেছেন: রিপন জি আর বলেছেন: ভাইজান কি মিলাদ টিলাদ পড়ান নাকি??
৩৯| ০১ লা মার্চ, ২০১২ রাত ১১:৪৮
জাহুমুজামা বলেছেন: ভাই মাজার কেন্দ্র করে আমরা যা করি তা সম্পূর্ণ নাজায়েজ।
তবে হ্যা, ইসলামী আইনের ব্যাখ্যা দিতে হলে আরবী ভাষা, কোরআন, হাদীস, ইজমা, ক্বিয়াস--এগুলোর উপর পান্ডিত্য থাকতে হবে। আর পান্ডিত্যের জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজন।
অতএব, জাকির নায়েকের অন্ধ অনুসারী হবেন না। তার কোন কথা গ্রহন করার আগে কোন আলেমের সাথে পরামর্শ করবেন। আমি আলেম বলতে মাজার-ব্যাবসায়ীদের বুঝাইনি; মাজার-ব্যাবসায়ীরা মুসলমানই না।
আমি ইংলিশে অনার্স করেছি, আপনি আপনার অসুস্থতা নিয়ে যেমন আমার কাছে না এসে একজন ডাক্তারের কাছে যাবেন; ঠিক তেমনই ইসলামের কোন বিষয় নিয়ে জাকির নায়েকের মতামত গ্রহন না করে কোন আলেমের সাথে কথা বলে নিবেন।
জাকির নায়েক একজন ভালো বিতার্কিক, কোনক্রমেই আলেম না।
৪০| ০২ রা মার্চ, ২০১২ ভোর ৫:৪৩
নাজমুল1 বলেছেন: না জাইনা কথা কইয়েন না...আপনে পুটকি মারা খান....
৪১| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:১৯
হিরো বলেছেন: (কস্ট বলেছেন: যারা উনার বিরুদ্দে বলে বেশির ভাগি নাস্তিক আর অমুসলিম যারা ইসলাম সম্মন্দে কিছুই জানেনা
ইন্টারনেট থেকে সার্চ দিয়া তারপর পোস্ট মারে )
ভাই এই হালারে ধইরা মোসলমানি করাইয়আ দেন।ওর বাপ রেও।পারলে ওর দাদা রেও।
৪২| ০৭ ই মার্চ, ২০১২ রাত ১২:২০
হিরো বলেছেন: ভাই (নাজমুল1 বলেছেন: )আপনার মারে মারেন গিয়া।হারামজাদা।
৪৩| ০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৩
মাইন রানা বলেছেন: আমার কাছে আপনাকেই ইসলামের আসল শত্রু মনে হচ্ছে!! ফেতনা তৈরি করছেন
৪৪| ০৭ ই মার্চ, ২০১২ সন্ধ্যা ৭:২৫
মাইন রানা বলেছেন: ইসলামের ব্যাখ্যা আর অন্যের ব্যাখ্যা যুক্তি খন্ডন করার আগে নিজে একটু জ্ঞান অর্জন করে নেন!!
ইন্টারনেটে সার্চ আর ইউটিউবের ভিডিও দেইখা কাউকে যে ভন্ড ফতোয়া সে নিজেই আসল ভন্ড
৪৫| ০৮ ই মার্চ, ২০১২ দুপুর ১:৫৩
নিভৃত পথচারী বলেছেন: একটু চোখ কান খুলুন, আল্লাহতা'লা জ্ঞান বুদ্ধি দিয়েছেন ব্যবহার করে সত্য মিথ্যা যাচাইয়ের জন্য, সিন্দুকে হেফাজতের জন্য নয়। কোরআন ও সুন্নাহর নিক্তিতে যাচাই করলে আপনি নিজেই বুঝতে পারবেন, জাকির নায়েক গংদের কার্যক্রম ভানুমতির খেল ছাড়া কিছুই নয়।
৪৬| ১১ ই মার্চ, ২০১২ সকাল ১০:১৬
৪৭| ০৭ ই মে, ২০১২ বিকাল ৩:৫৫
বোকা বন্ধু বলেছেন: রাসূল (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) কোন ব্যাক্তির মিথ্যাবাদী সাব্যস্ত হওয়ার জন্য এইটুকুই যথেষ্ট যে, সে যা শোনে (যাচাই ব্যতিত) তাই বলে বেড়ায়।
[সহীহ মুসলিম, ১ম খন্ড, অনুচ্ছেদ-৩]
৪৮| ০৭ ই মে, ২০১২ বিকাল ৩:৫৮
বোকা বন্ধু বলেছেন:
View this link
৪৯| ০৫ ই জুন, ২০১২ বিকাল ৪:৫৩
চিন্তায় আছি বলেছেন: ভাইজান, আপনের মধ্যে গোড়ামির গন্ধ পাইতেছি , ইসলামে গোড়ামির কোন স্থান নেই, সুন্নি, শিয়া, সালাফি, ওহাবি নিয়া দলাদলি না কইররা চলুন নিজেরা সবাই বুজতে ও মানতে চেষ্টা করি
৫০| ১০ ই জুন, ২০১২ সকাল ১১:২০
বিভ্রান্ত_পথিক বলেছেন: আপনার ৫ নং প্রশ্নের উত্তর এখানে আছে।অন্যান্য প্রশ্ন গুলো ভালোভাবে জানার চেষ্টা করুন । তাহলে ভুল ভাঙবে ইনশাআল্লাহ।
১) আইনাল্লাহ, আল্লাহ কোথায়? এ ব্যাপারে ইমাম আবু হানীফার ফতোয়া হল, কেউ যদি সন্দেহ পোষণ করে যে আল্লাহ আরশের উপরে রয়েছেন, অস্বীকার করাতো দূরের কথা, তবে সে কাফের (কি? বিদআতী বা জাহেল না, কাফের, দেখুন আশ-শারায়ে আকীদা আত-তাহাবীয়া) । তাবলীগিদের মুরুব্বী + দেওবন্দী + বেরোলবীরা বিশ্বাস করে, আল্লাহ সর্বব্যাপী বিরাজমান । যেনে রাখা ভালো, আল্লাহ সর্বত্র বিরাজমান এইটা হিন্দুদের আকীদা, যা কোরান নাযিলের ১০০-২০০ বছর সর্বপ্রথম যখন বেদ আরবী-ফারসী ভাষায় অনুবাদ করা হয় তখন ইউনানী দর্শনে প্রভাবিত মোহতাজিলাদের মাধ্যমে সাধারণ মুসলিমদের মধ্যে প্রবেশ করে । চরমোনাই সহ অনেক সুফী পীরের আকীদা এরচেয়ে জঘন্য, তাদের মতে আল্লাহ প্রত্যেক মুমিনের কলবে (নাউযুবিল্লাহ) ।
২) আশআরী মাতুরিদীরা আল্লাহর জাত ও সিফাত এর কয়েকটি ছাড়া বাকীগুলোকে অস্বীকার বা অপব্যাখ্যা করে । যেমন আহলে সুন্নাহর মতে আল্লাহর ইয়াদাইন (দুই হাত) রয়েছে যা কোরান ও সহীহ হাদীস দ্বারা প্রমাণিত । আশআরী মাতুরিদী মতবাদ অনুযায়ী, আল্লাহর হতের তাবীল (বা তাফসীর) হল আল্লাহর ক্ষমতা । এই তাফসীর কোরান, হাদীস ও সমস্ত সাহাবা, তাবেয়ীসহ চার ইমাম (ইমাম আবু হানীফা, ইমাম মালেক, ইমাম শাফেয়ী, ইমাম আহমাদ ইবনে হামবালের) বিরোধী । দেখুন ইমাম আবু হানীফা এ সম্পর্কে কি বলেন – “আমরা একথা কখনো বলিনা যে, আল্লাহ্র হাত হচ্ছে তাঁর কুদরতি হাত, শক্তিপ্রদ পা বা তাঁর নিয়ামত । এ ধরনের কোন ব্যাখ্যা দেয়ার অর্থ হল আল্লাহ্র প্রকৃত সিফাতকে অকার্যকর করা বা বাতিল করে দেয়া বা অর্থহীন করা । আল্লাহ্র হাতকে আমরা হাতই জানবো এর কোন বিশেষণ ব্যবহার করবো না । কুদরতি হাত রূপে বর্ণনা করবোনা । কোন রকম প্রশ্ন করা ছাড়াই যেরূপ কোরআনে বর্ণিত হয়েছে হুবুহু সে রকমই দ্বিধাহীনে বিশ্বাস করি । (ফিকহুল আকবার) ।
৫১| ১২ ই জুন, ২০১২ সকাল ১১:০০
নিভৃত পথচারী বলেছেন: @ বিভ্রান্ত_পথিক: ভুল বুঝবেন না বা বোঝাবার চেষ্টা করবেন না। ইমাম হজরত মোজাদ্দেদে আলফেসানী (র.) বর্ননা করেছেন: আল্লাহ্তায়ালা কোন বস্তুর মধ্যে প্রবেশ করেন না এবং কোন বস্তুও তাঁর মধ্যে প্রবেশ করে না। তিনি যাবতীয় বস্তুকে ঘিরে আছেন, যাবতীয় বস্তুর সঙ্গে আছেন; কিন্তু এই ঘিরে থাকা ও সঙ্গে থাকা সম্পর্কে আমাদের ধারনায় যা আসে সেরকম অবশ্যই নয়। তিনি ধারনার অতীত।
বস্তুত: সুবহানাহু তায়া’লা ওয়ারাআল ওয়ারাই ছুম্মা ওয়ারাআল ওয়ারাই-জ্ঞান ও অনুভূতি যে পর্যন্ত পৌছে, আল্লাহতায়ালার জাতে পাক তার পরে, বরং তারও আরো পরে।
৫২| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২২
জাহিদবিডি বলেছেন: আমি বিচার বিশ্লেষন না করে জাকির নায়েক-কে বিশ্বাস করতে পারবো না, কারণ তার উদ্দেশ্যে সম্বন্ধে পরিস্কার নই।
৫৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
জাহিদবিডি বলেছেন: আমরা কিছুকাল সাদ্দাম কে নিয়ে খুব গর্ব করতাম, পরবর্তীতে দেখা গেল সে আসলে আমেরিকার চর। কিছুকাল লাদেন নিয়ে গর্ব করতাম পরবর্তীতে তাও দেখা গেল আমেরিকার চর।....
৫৪| ০৫ ই জুলাই, ২০১৫ রাত ২:২২
রাসেল সরকার বলেছেন: জাকির নায়েক হচ্ছে যুগের ইয়াজিদ ।
©somewhere in net ltd.
১|
২১ শে নভেম্বর, ২০১০ বিকাল ৫:১২
সুখি মানুষ বলেছেন: তয় আপনের অসুবিধা কোথায়?