![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!
মাঝে মাঝে ব্লগ ঢুকে যখন কিছু মানুষরূপী শেয়ালের ঘৃন্য আচরণ দেখি আর আরও দেখি আমাদের বিদ্বান-বিদূষী রমন (মধুসুদন থেকে ধার নিলাম) এবং রমনীগন সেটা হাসিমুখে সহ্য করে যাচ্ছেন, দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছেন তখন আমি বিহবল হয়ে ভাবি আমরা কি টাইম মেশিনে করি পিছিয়ে যাচ্ছি? এরই নাম কি শিক্ষা? শিক্ষা মানুষকে যদি সঠিক কথা বলার, অন্যায়ের প্রতিবাদ করার সাহসই না যোগালো তাহলে সেই শিক্ষার কি দাম আছে?
আজকে সারাদিন খুব এলেবেলে ঘুরে বেড়ালাম, ঘুরতে ঘুরতে এক সময়ে ন্যাশনাল আর্কইভে চলে গেলাম। সেখানে দেখে হয়ে গেলো ঢাকার উনিশ শতকের কয়েকজন নারীদের সাথে, অবশ্যই বইয়ের পাতায়!
সেই সময়েও এত প্রতিকূলতার মধ্যে থেকেও কেমন করে তাঁরা নিজ নিজ অবস্থানে স্বমহিমায় প্রতিষ্ঠিত হয়েছিলেন, দেখে আমি মুগ্ধ হয়েছি। আমি চাইছি আমার সেই মুগ্ধতা সবার সাথে শেয়ার করতে.........
হরিপ্রভা তাকোদা
হরিপ্রভা তাকোদাকে বলা হয় আধুনিক বাঙালি নারীর প্রথম অধ্যায়।
আপত: দরিদ্র কিন্তু শিক্ষিত এক পরিবারে হরিপ্রভা জন্ম গ্রহণ করেছিলেন ১৮৯০ সালে। পিতা শশী ভূষন মল্লিক ছিলেন নবধর্মে দীক্ষিত এক আধুনিক মানুষ। উনিশতকের শেষ দিকে শশীভুষন পরিবার ঢাকায় চলে আসেন এবং এখানে স্থাযী ভাবে বসবাস শুরু করেন।
প্রথম জীবনে হরিপ্রভা কোথায় পড়াশুনা করেছিলেন সে বিষয়ে স্পষ্ট কোন তথ্য জানা যায়নি। তবে সম্ভবত তিনি ইডেন স্কুলে মেট্রিক পর্যন্ত পড়েছিলেন।
অন্যদিকে জাপানি তরুন উয়েমন তাকেদা ভাগ্য ফেরাতে এসেছিলেন ঢাকায়, তার একটি সাবানের ফ্যাক্টরি ছিল নাম 'ইন্দোজাপানিজ সোপ ফ্যাক্টরী"!
এক সময়ে এই তাকেদার সাথে পরিচয় হয়ে হরিপ্রভার এবং সেই পরিচয় থেকেই বিয়ে!
আর এটাই ছিল প্রথম কোন বাঙালী মহিলার সাথে জাপানি বিয়ে আর কোন জাপানিরও প্রথম বাঙালি বিয়ে!
যাই হোক, তাকোদার সাবানের কারখানা বেশি দিন না চলায় ১৯১২ সালের দিকে তিনি কারখানা গুটিয়ে স্ত্রী সহ জাপানে চলে যান, এটাই ছিল কোন বাঙালি মহিলার প্রথম জাপান যাত্রা, যা সে সময়ে প্রবল আলোড়ন তুলেছিল সমাজে।
তাকোদা দম্পতি জাপানে ছিলেন চার মাস, এরপর তারা আবার ঢাকায় ফিরে আসেন। ফিরে আসার দু'বছর পরে ১৯১৫ সালে হরিপ্রভা তাকোদার জাপান ভ্রমন কাহিনী নিয়ে লেখা বই "বঙ্গমহিলার জাপান যাত্রা" প্রকাশিত হয়। ৬১ পাতার বইটির দাম ছিল চার আনা!
বঙ্গমহিলরা জাপান যাত্রা বইয়ের প্রথম পাতা~
বলা যায় বাংলা ভাষায় রচিত জাপান সংক্রান্ত প্রথম পূর্ণাঙ্গ বই হলো হরিপ্রভার "বঙ্গমহিলার জাপান যাত্রা"। শুধু বাংলা ভাষাতেই নয় চীন বা পূর্ব এশিয়ার বাইরে এশিয়ার অন্য কোন ভাষায় জাপান সংক্রান্ত এমন বই রচিত হয়েছিল কিনা সেটা গবেষণার বিষয়!
অসাধারণ ছিল তাঁর পর্যবেক্ষন শক্তি আর যাত্রা পথের সূক্ষ ও সাবলীল বর্ণানায় মুগ্ধ হয়েছিল সে সময়ে বঙ্গবাসী!
নেতাজী সুভাষ চন্দ্রের সাথে জাপানের টোকিওতে কালো শাড়ি পরা হরিপ্রভা তাকোদা
১৯৭২ সালের কোলকাতার শম্ভুনাথ হসপিটালে জীবনাবসান হয় হরিপ্রভা তাকোদা নামের "ঢাকা শহরের প্রথম আধুনিক মহিলার"!
লীলা নাগ:
লীলাবতী নাগ, লীলা নাগ বা লীলা রায় তিন নামেই তিনি পরিচিত। বিশ শতকের প্রথমার্ধে শুধু ঢাকা শহরেই নয়, পুরো বাংলায় অসামান্য মহিলা, রাজনিতীবিদ, সংগঠক হিসাবে খ্যাতি অর্জন করেছিলেন তিনি।
১৯০০ সালে লীলা নাগের জন্ম হয় আসামের গোয়ালপাড়া, পিতা গিরীশ চন্দ্র রায়। গিরীশ চন্দ্র সিভিল সার্ভিসের চাকরীর অবসর নেবার পরে ঢাকার বকশিবাজারে বসবাস শুরু করেন। এর মাধ্যে লীলা বেথুন কলেজ থেকে ইংরেজী সাহিত্যে অর্নাসে প্রথম হয়ে স্বর্ণ পদক পান।
ইতমধ্যে ১৯২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে, লীলা সেখানে ইংরেজীতে এম.এ করতে চাইলেন। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তখনো সহশিক্ষা হবে কিনা, সে বিষয়ে কোন সিদ্ধান্ত না হয়নি। অন্যদিকে লীলাও নাছোড়বান্দা, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এম.এ করবেনই, তখন উপাচার্য হার্টগ তাকে এম.এ পড়ার অনুমতি দান করেন।
লীলা নাগ ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসাবে ভর্তি হলেন, সাথে সুষমা সেনগুপ্ত নামের আরেকজন ছাত্রী।
লীলা নাগ শুধু ঢাকা বিশ্ববদ্যালয়ের প্রথম ছাত্রীই ছিলেন না, ছিলেন গুপ্ত সংস্থার প্রথম নেত্রী, বিনা বিচারে আটক প্রথম মহিলা কারাবন্দী, প্রথম ছাত্রী সংগঠক!
বিয়ে করেছিলেন সহপাঠী অনিল রায়কে।
১৯২৩ সালে লীলা গঠন করেছিলেন "দীপালি সংঘ" নামের মেয়েদের একটি সংগঠন যেটা ছিল বিশ শতকের ঢাকার ইতিহাসের একটা মাইল ফলক।
তিনিই প্রতিষ্ঠা করেছিলেন দিপালী হাইস্কুল যা বর্তমানে কামরুন নেসা হাই স্কুল নামে পরিচিত। নারী শিক্ষা বিস্তারে তার উৎসাহ ছিল অপরিসীম, ১৯২৮ সালে তিনি নারী শিক্ষা মন্দির নামে স্কুল স্থাপন করেছিলেন, পরে সাম্প্রদায়িক কারণে যার নামে হয়ে যায় 'শেরে বাংলা বালিকা বিদ্যালয়'!
মহিলাদের জন্য একটা মাসিক পত্রিকাও নিয়মিত ভাবে প্রকাশের উদ্যোগ নিয়েছিলেন তিনি, নাম ছিল জয়শ্রী। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে বাংলার সকল বিখ্যাত সাহিত্যিকগণই লিখেছেন। এখানেই রবীবাবুর বিখ্যাত গান 'আত্মজয়ী নামে ছাপা হয়েছিল....
'সংকোচেরই বিহ্ভলতা নিজেরে অপমান
সংকটের কল্পনাতে হোয়োনা ম্রিয়মান
মুক্ত করো ভয়
আপন-মাঝে শক্তি ধরো নিজের করো জয়।"
তিনি কাজ করেছিলেন পূর্ব বাংলার সংখ্যলঘু রক্ষা ও শরণার্থীদের পুনর্বাসনে। সক্রিয় ছিলেন রাষ্ট্রভাষা আন্দোলনে। এ সময়ে সুফিয়া কামাল কোলকাতা থেকে ঢাকায় শরনার্থী হয়ে আসলে লীলা রায় তাকে সাহায়তার হাত বাড়িয়ে দিয়েছিলেন। তাঁর উদ্যোগে গঠিত হয়েচিল "পূর্ব পাকিস্তান মহিলা সমিতি" যা বর্তমান মহিলা সমিতির শেকড়।
এরপর পূর্ব পাকিস্তান সরকারের কোপানলে পরে ১৯৫১সালের দিকে এই দম্পতি ঢাকা ত্যাগ করতে বাধ্য হন।
সাহসী সংগ্রামী এই নারীর ১৯৭০ সালে মৃত্যুবরন করেন।
মেহেরবানু খানম
মেহেরবানু খানম, ঢাকার প্রথম মুসলমান মহিলা চিত্রকর!
ঢাকার নবাব খাজা আহসানউল্লাহর মেয়ে মেহেরবানু(১৮৮৫-১৯২৫) ছেলে বেলা থেকেই ছবি আঁকার প্রতি প্রবল আগ্রহী ছিলেন,পারিবারিক বিধিনিষেধও তাকে দমাতে পারেনি! তবে বিয়ের পরে তাঁর স্বামী সন্তানেরা খুব উৎসাহ দিয়েছেন তাকে।
১৯২০ সালে তার আকা একটি ছবি প্রথম 'মোসলেম ভারত' পত্রিকায় ছাপা হয়েছিল, সেটা দেখে মুগ্ধ হয়ে কাজী নজরুল ইসলাম "খেয়া পারের তরনী" লিখে ফেলছিলেন!
অচ্ছন বাঈ:
অচ্ছন বাই ছিলেন উনিশ শতকের ঢাকার বিখ্যাত বাঈ! তিনি শুধু নাচ বা গানেই সেরা ছিলেন না, ঠুমরী গানের চমৎকার সব বন্দিশও রচনা করে গেছেন, যার কিছু প্রামাণ্য রচনা এখনও শুদ্ধ সংগীত মহলে প্রচলিত হয়ে আসছে।
আন্নু, গান্নু ও নওয়াবীন:
এরা তিন বোন এবং উনিশ শতকের ঢাকার বিখ্যাত বাই। যে কারণে তাদের স্মরণ করছি, এই তিন বোন মিলে ১৮৮০ সালে ঢাকার পূর্ববঙ্গ রঙ্গভূমি ভাড়া নিয়ে মঞ্চস্থ করেছিলেন সে আমলের বিখ্যাত উর্দু নাকট 'ইন্দ্রসভা" এবং এটাই ছিল ঢাকাতে মেয়েদের অভিনিত প্রথম কোন নাট্যাভিনয়! এছাড়াও 'যাদুনগর' নামের আরেকটি নাটকও তারা মঞ্চস্থ করেছিলেন।
সুতরং একবিংশ শতকের আধুনিকাগণ কেন এখনও এত ভয় এত সংকোচ! সাহসি হয়ে ওঠো তুমি! জীবনের মানেটাকে খুঁজে বার করার চেষ্টা করো ভগিনীগণ.....
আরও বিস্তারিত জানতে চাইলে পড়তে পারেন মুনতাসির মামুনের "ঢাকা স্মৃতি বিস্মৃতির নগরী"
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:১৪
রেজোওয়ানা বলেছেন: শুরুতেই কৌরব বীর!
অনেক ধন্যবাদ দূর্যোধন!
আপনাকে বিভিন্ন কারণেই অসংখ্য ধন্যবাদ.....
২| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:২১
অরুদ্ধ সকাল বলেছেন:
সত্যি বলতে যাদের কথা দিয়েছেন তাদের অনেকের কথা জানিনা। আপনার পোষ্ট থেকে এই প্রথম জানলাম।
আপনার বর্ননা ধারা বেশ!
বাঙালী নারী এখনো পিছিয়ে আছে তাদের উচিৎ এই সব ব্যাক্তিত্ব অনুসরণ করা।
সুন্দর পোষ্টের জন্য ধন্যবাদম!!
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৩
রেজোওয়ানা বলেছেন: আমি হরিপ্রভা তাকোদার কথা আজই প্রথম পড়লাম, এবং সত্যি বলতে ফিলিং এক্সাইটেড। বরিবাবুর 'জাপান যাত্রা' বই দিয়ে জাপানের সাথে বাঙালির পরিচয় বলে জানতাম, আজ দেখি তারও চার বছর আগে নিতান্তই এক সাধারণ নারী কি অসাধারণ একটা বই লিখে গেছেন!
আপনাকে অনেক ধণ্যবাদ সকাল
ভাল থাকুন!
৩| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:২৩
রিস্টার্ট রিফাত বলেছেন: তোমার কাছে অনেক কিছু শিখার আছে পোস্টের প্রথম প্যারা পড়ে ভাবলাম কি না কি ?ওমা পরে দেখি কাহিনি ভিন্ন
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৪
রেজোওয়ানা বলেছেন: খালি ক্যাচাল খোঁজ না?
কোন ক্যাচাল নাই, ওম শান্তি ওম!
৪| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:২৫
সায়েম মুন বলেছেন: এক কথায় অসাধারণ একটা পোষ্ট। আপাতত প্লাস দিয়া পালাইলাম। কালকে বিস্তারিত কমেন্ট দিবো।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৬
রেজোওয়ানা বলেছেন: বিস্তারিত না কমেন্ট করলে বুইঝো কিন্তু! তোমার বাড়িতে টাইম বোম সেট করে দিয়ে আসবো
৫| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:২৫
রেজওয়ান তানিম বলেছেন: নাইস ওয়ান রেজুমনি
নিয়ে গেলাম
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৬
রেজোওয়ানা বলেছেন: নিয়া গেলা?
আচ্ছা যাও দিয়ে দিলাম!!
৬| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:২৭
হামিম কামাল বলেছেন: দারুণ লাগলো।
রক্তটিকা পরিহিতা বহ্নিশিখারা জেগে উঠুক।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৮
রেজোওয়ানা বলেছেন: রক্তটিকা পরিহিতা বহ্নিশিখারা জেগে উঠুক[/si
আমার ব্লগে স্বাগতম হামিম ভাই!
ভাল থাকুন ....
৭| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩০
পুচকে ফড়িং বলেছেন:
আপনার মাধ্যমে অসাধারণ কিছু মানুষের সাথে পরিচিত হতে পারছি। আপনাকে অনেক ধন্যবাদ।
কিন্তু ইদানিং আপনার এই শেয়ালপ্রীতি কেন??? সেদিন বাঘকে শেয়াল বললেন, আর আজ মানুষকে
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৯
রেজোওয়ানা বলেছেন: শেয়াল আমার প্রিয় পশু
৮| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৪
রেভোল্যুশন ব্ল্যাক বলেছেন: অসাধারণ পোস্ট +++++++++++++
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪০
রেজোওয়ানা বলেছেন: অসংখ্য ধন্যবাদ রেভোল্যুশন ব্ল্যাক, এত গুলো যোগ চিন্থ দেখে মন ভরে গেলো!
৯| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৪
ঢাকাবাসী বলেছেন: অসাধারণ একটা পোষ্ট, মনটা ভরে গেল। ধন্যবাদ আপনাকে।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪১
রেজোওয়ানা বলেছেন: আমারও খুব ভাল লাগলো এত সুন্দর মন্তব্যটা দেখে!
ধন্যবাদ ঢাকাবাসী
শুভ রাত
১০| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৪
মেঘনা পাড়ের ছেলে বলেছেন: লেখাটি শুরুর কয়েকটি লাইন পড়ে বাকীটা যা হবে বলে ভাবছিলাম, নিচের দিকে এসে দেখি সম্পুর্ন ভিন্নবিষয়। এনামগুলি আমাদের বর্তমানের পুতুপুতু মেয়েদের জানা উচিৎ।
প্রথম দিকের ৪র্থ লাইনের 'করি' এবং শেষ দিকের ৭ম লাইনের "নাকট"?
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৪
রেজোওয়ানা বলেছেন: ঠিক! লুতুপুতু আর মন যোগানো ঢং করার সময় শেষ অনেকদিন আগেই, সেটা পাল সেন আমলের কথা! এখন বোল্ড হবার সময়!
আর বানানের ব্যাপারে কি যে বলবো, শুধু উল্টাপাল্টা হয়ে যায়! ঠিক করে দিচ্ছি!
বলে দেবার জন্য অনেক ধন্যবাদ!
শুভ রাত মেঘনা পারের ছেলে
১১| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৬
শুকনোপাতা০০৭ বলেছেন: অসাধারন একটি পোষ্ট...প্রিয়তে নিলাম
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৫
রেজোওয়ানা বলেছেন: খুব খুব খুশি হলাম! :
১২| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৭
জেরী বলেছেন: মাঝে মাঝে ব্লগ ঢুকে যখন কিছু মানুষরূপী শেয়ালের ঘৃন্য আচরণ দেখি আর আরও দেখি আমাদের বিদ্বান-বিদূষী রমন (মধুসুদন থেকে ধার নিলাম) এবং রমনীগন সেটা হাসিমুখে সহ্য করে যাচ্ছেন, দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছেন তখন আমি বিহবল হয়ে ভাবি আমরা কি টাইম মেশিনে করি পিছিয়ে যাচ্ছি? এরই নাম কি শিক্ষা? শিক্ষা মানুষকে যদি সঠিক কথা বলার, অন্যায়ের প্রতিবাদ করার সাহসই না যোগালো তাহলে সেই শিক্ষার কি দাম আছে? ..শতভাগ সহমত।
পোস্ট পরে অনেক অসাধারণ নারীদের কথা জানলাম যাদের কথা আগে জানতাম না
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৬
রেজোওয়ানা বলেছেন: মাঝে মাঝে আসলেই হতাশ হয়ে যাই জেরী!
যাই হোক, আপনাকে অনেকদিন পরে আমার ব্লগে দেখে ভাল লাগছে!
ভাল থাকবেন
শুভ রাত
১৩| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৯
লিন্কিন পার্ক বলেছেন:
ফাস্টের প্যারা পড়ার পর .............
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৬
রেজোওয়ানা বলেছেন: হতাশ?
১৪| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৯
রিস্টার্ট রিফাত বলেছেন: লেখক বলেছেন: খালি ক্যাচাল খোঁজ না?
এইটা কি কইলা? আমারে ক্যাচাল করতে শুনেছো কোনদিন?
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৭
রেজোওয়ানা বলেছেন: নাহ তো!
তুমি তো গুড বয়
১৫| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪১
শায়মা বলেছেন: এই হরিপ্রভা তাকোদার কথা তো তোমার পোস্ট না পড়লে জীবনে জানাই হ্তনা।
অনেক অনেক ভালো লাগলো!!!
আর পোস্টের প্রথমেই শেয়ালের কথা বললে, কুকুর কামড়ালে হয় জলাতংক আর শেয়াল কামড় দিলে কি অসুখ হয় জানো?
বাব্বাহ!! নিশ্চয় আরও ভয়ংকর কিছু!
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৮
রেজোওয়ানা বলেছেন: ১৮ নম্বরে শুভ বলেছে শেয়ালে কামড়ালেও জলাতংক হয় নাকি!
শেয়াল মাথায় ঘুরছে কিছু দিন থেকে, খুব ঝামেলা বুঝলা?
১৬| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৫
ফাইয়াদ ইফতিখার রাফী বলেছেন: সমৃদ্ধ পোস্ট । ভাল লাগ্ল
১৬ কোটি মানুষের দেশ আমাদের...আমরা কি পারি না অন্নপূর্নাকে ভোট দিয়ে "ইমাজিন কাপ" এ্যাওয়ার্ডটিকে নিজেদের করতে ।আসুন না চেষ্টা করে দেখি
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৪
রেজোওয়ানা বলেছেন: আপনার লিংক বিতরণ আমারও ভাল লাগ্ল
১৭| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৫
আমি শুভও বলেছেন: দারুণ লিখেছেন ++
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০১
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ শুভ
শুভ রাত
১৮| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৬
আমি শুভও বলেছেন: @ শায়মা, শেয়াল কামড়ালেও একই রোগ হয়
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০১
রেজোওয়ানা বলেছেন: @ শায়মা তোমার জন্য
১৯| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৯
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সবাই নারীদের কথা বলে, পুরুষ পদে পদে অবহেলিত
পোস্ট ভালো লেগেছে
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০২
রেজোওয়ানা বলেছেন: হুম, এই কারণে একটা "পুরুষ অধিকার পুন:রুদ্ধার সংঘ" গড়ার আহবান জানাইলাম!
অনেক অনেক ধন্যবাদ ভাইয়া
২০| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৪৯
সুমন সালেহী বলেছেন: ইতিহাস আমার খুব অপ্রিয় বিষয়। কেন জানিনা। হয়ত স্কুল লাইফে প্রশ্ন উত্তর গুলি অস্বাভাবিক বড় থাকার কারনেই হয়ত।
শায়মা বলেছেন: এই হরিপ্রভা তাকোদার কথা তো তোমার পোস্ট না পড়লে জীবনে জানাই হ্তনা।
আমি একমত। ইতিহাস অপ্রিয় হলেও এই পোস্ট পড়তে ভাল লেগেছে। ধন্যবাদ।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০৪
রেজোওয়ানা বলেছেন: ইতিহাস আমার প্রিয় সাবজেক্ট
অনেক ধন্যবাদ সুমন ভাই
শুভ রাত...
২১| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৫১
সুরঞ্জনা বলেছেন: আমিও হরিপ্রভা তাকোদার কথা তোমার পোস্টেই জানলাম।
অসাধারন একটি পোস্ট!
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০৬
রেজোওয়ানা বলেছেন: আমিও সুরাপু! আর অচ্ছন বাই যে শুধুই বাইজি নন, শুদ্ধ সংগীত চর্চায় তার অবদান দেখে মুগ্ধ হয়েছি! নিজের পেশার যাই হোক না কেন, গানকে তিনি কত ভাল করে আয়ত্ব করেছিলেন দেখে ভাল লেগেছে.....
ভাল থেকো আপু
শুভ রাত
২২| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৫১
রিস্টার্ট রিফাত বলেছেন: থ্যান্কু ।মনটা ভালো হয়ে গেলো
জীবনানন্দদাশের ছায়া বলেছেন: সবাই নারীদের কথা বলে, পুরুষ পদে পদে অবহেলিত
সহমত
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১১
রেজোওয়ানা বলেছেন: ধুর!
পুরুষদের কথা তো তারা নিজেরাই ঢাক ঢোল মৃদঙ্গ পিটিয়ে হেড়ে গলায় বলতে বলতে মানুষের কানের চিংড়ি নাড়িয়ে দেয়া! অন্যরা আর কি বলবে
২৩| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৪
আরজু পনি বলেছেন:
দীর্ঘশ্বাস! তবু্ও স্বপ্ন দেখি তবু্ও আশায় জাগি...
নারী তুমি এগিয়ে চলো সম্মুখপানে।
সাহসী, প্রিয় রেজো্ওয়ানা সত্যিই অনুপ্রেরণাদায়িনী।।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১২
রেজোওয়ানা বলেছেন: তুমিও আরজু আপু!
তোমার মতোন বোল্ড মেয়ে আমি খুব কম দেখেছি
শুভ কামনা
২৪| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৬
নিঃসঙ্গ ঢেউ বলেছেন: চমৎকার লাগল!
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১৪
রেজোওয়ানা বলেছেন: অনেক ধণ্যবাদ নি:সঙ্গ ঢেউ!
শুভ রাত
২৫| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:৫৯
শায়মা বলেছেন: সর্বনাশ!!
শুভভাইয়া বলে কি !!!
শেয়াল কামড়ালেও জলাতংক!!!!!!!!!
এখন থেকে শেয়াল তাড়াতে বা পিটিয়ে ভরতা বানাতে লাঠিয়াল সাথে নিয়ে চলতে হবে!
কামড় দিলে লাঠিয়ালের ঘাড়ে দিক । মরুক বেটা!!
রেজুমনি শেয়াল কদিন ধরে মাথায় ঘুরছে কেনো!!
এটা আবার কোন উপসর্গ!!!!
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১৬
রেজোওয়ানা বলেছেন: আরে এখন যে সব শেয়াল আছে ঐগুলারে ভয়ের কিছু নাই! ওরা কামড়াতে পারে না, শুধু হুক্কাহুয়া করতে পারে! চিন্তা করো না!
আর বলো না, শিয়াল পিটানি রোগ এটা, পিটানি না দেয়া পর্যন্ত মথার মধ্যে ঘুরঘুর করতেই থাকবে
২৬| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০৪
আরমিন বলেছেন: দারুন দারুন দারুন!
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১৭
রেজোওয়ানা বলেছেন: কেমন আছো আরমিন!
তুমি কি আজ রান্না নিয়ে পোস্ট দিছ? ফেবুতে দেখলাম মনে হয়,
দেখে আসি তো....
২৭| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০৫
উপপাদ্য বলেছেন: নতুন কিছু জানলাম...
প্রথম জাপানিজ জামাই বাবু...।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১৮
রেজোওয়ানা বলেছেন: জাপানিজ জামাই বাবু বেশ ভাল লোক ছিলেন!
শুভ রাত উপপাদ্য
২৮| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:০৫
রাতুল_শাহ বলেছেন: মুক্ত করো ভয়, আপন-মাঝে শক্তি ধরো নিজের করো জয়
অসাধারণ একটা বাণী, আমার এক বন্ধু প্রায় একথাটা বলে।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:২০
রেজোওয়ানা বলেছেন: আমি নিজেও মাঝে মাঝে একা একাই আস্তে আস্তে বলি নিজেকে এই লাইনটা ....
২৯| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১৪
কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চমৎকার লাগলো
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:২১
রেজোওয়ানা বলেছেন: পড়েছেন দেখে ভাল লাগলো কল্পবিলাসী!
ভাল থাকবেন
৩০| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:১৬
গনতন্ত্র চাই বলেছেন: আমরা আমাদের নিজেদের নিয়ে অনেক ব্যস্ত।আসুন দেশের জন্য কাজ করি সবাই।
আজকে আমরা মৃত মুরগি খাওয়াতে দ্ধিধা বোধ করি না।
আমাদের মনুষত্ব আজ কোথায়?
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:২৭
রেজোওয়ানা বলেছেন: জ্যান্ত মুরগী খাওয়া তো সমস্যা!!
৩১| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৩২
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
চমৎকার পোস্ট।
ভালো লাগা......।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৪৪
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ দূর্জয়!
ভাল থাকা হোক
৩২| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৩
গনতন্ত্র চাই বলেছেন: হমম......তা তো সমস্যাই........।
০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৪৮
রেজোওয়ানা বলেছেন: নিয়ান্ডারথাল মানুষ হলেও না হয় কথা ছিল, কিন্তু এখন তো ছেদন আর কর্তন দাঁতের গঠন চেইঞ্জ হয়ে গেছে!
৩৩| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৬
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: দারুণ একটি পোস্ট রেজওয়ানা আপু, অনেক অনেক ভালোলাগা রইলো
এবং শুভকামনা নিরন্তর!!
০৯ ই জুলাই, ২০১২ রাত ১২:১১
রেজোওয়ানা বলেছেন: পড়েছো বলে ভাল লাগলো চয়ন!
অনেক ভাল থেকো, নিরাপদে থাকো
৩৪| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৪২
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মুনতাসীর মামুন এর ঢাকা স্মৃতি-১ কেবল পড়া হয়েছে। দেখি অন্য গুলাও সময় করে পড়তে হবে। অফিস পরিবর্তন হওয়ায় সমস্যা হয়েছে।
এই সব ব্যক্তিগত পড়া, শেয়ার করার জন্য ধন্যবাদ। নয়তো বাকী বইগুলো যে পড়তে হবে মনেই পরতো না।
ধন্যবাদ, ভালো থাকবেন।
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:১১
রেজোওয়ানা বলেছেন: মুনতাসীর মামুনের ঢাকা স্মৃতি পরেছি! তবে ঢাকার ইতিহাসটা ওনার 'স্মৃতি বিস্মৃতির নগরী" সিরিজ বই গুলোতে এত চমৎকার ভাবে লেখা হয়েছে, যে আমার কাছে এটা অবশ্যপাঠ্য মনে হয়েছে!
অফিসের ঝামেলা মিটে যাক তারাতারি!
শুভ সকাল
৩৫| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৪৫
শহিদুল ইসলাম বলেছেন: সব নারী জেগে উঠুক ! আদায় করুক নিজস্ব অধিকার ।
অনেক ভালো লাগল পোস্টটি আপু ।
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৯
রেজোওয়ানা বলেছেন: আমার কাছে নারী স্বাধীনতা মানে যা ইচ্ছা তাই করা না! আমি নিজে কি করতে চাইছি সেটা ভাল ভাবে বোঝা আর কাজটা সফল ভাবে শেষ করা!
থ্যাংকস শহিদুল
৩৬| ০৮ ই জুলাই, ২০১২ রাত ১১:৫৪
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: Are apu chomotkar, post ta pore dhuktei holo.
+++++++
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:২১
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য বৃষ্টি ভেজা সকাল ১১!
৩৭| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১২:১৮
চাটিকিয়াং রুমান বলেছেন: অনেক ভালো একটা পোস্ট। সত্যি বলতে কী, লীলা নাগ ছাড়া ইতোপূর্বে অন্যদের সম্পর্কে জানা ছিলোনা!
১৫ তম ভালো লাগা।
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:৩৩
রেজোওয়ানা বলেছেন: আমিও জানতাম না! গতকালই প্রথম পরিচয় হলো এবং পরিচিত হয়ে আমার খুব ভাল লেগেছে....
শুভ সকাল রুমান
৩৮| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১:৪৯
ফিউশন ফাইভ বলেছেন: হরিপ্রভা, লীলা নাগ, মেহেরবানু কিংবা অচ্ছন বাঈ নয়। মনে হচ্ছে, প্রবলভাবেই মনে হচ্ছে কোনোভাবে আপনার পাসওয়ার্ড চুরি করে এই লেখার প্রথম প্যারাটি বোধহয় আমিই লিখে দিয়ে এসেছি। নইলে ঠিক এই একইরকম ভাবনা নিয়ে যে আমি নিজেও একটি পোস্ট দিতে চাইছিলাম, কোনোভাবেই সেটি তো আপনার জানার কথা নয়।
ধন্যবাদ, নির্ভয়ে সত্যকথনের জন্য।
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:৪৬
রেজোওয়ানা বলেছেন: এটা আসলে মনে হয় সমমনা সকলেরই মনের কথা! আপনাকেও অসংখ্য ধন্যবাদ সামাজিক অবক্ষয় গুলো নিরলস ভাবে আমাদের চোখের সামে তুলে ধরার জন্য, এটা অনেক বেশি ইন্সপায়ারিং.......
দিন ভাল কাটুক ফিফা
শুভ সকাল
৩৯| ০৯ ই জুলাই, ২০১২ রাত ২:৪৫
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ পোস্ট এবং বার্তা। মহীয়সী এই নারীদের আমার সালাম।
বাংলাদেশের প্রথম নারী ভাস্কর্য শিল্পী নভেরাকে নিয়ে একটা পোস্ট চাই আপু।
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:২০
রেজোওয়ানা বলেছেন: বাংলাদেশ আর্ট ইন্সটিটিউটের প্রতিষ্ঠা পর্বের এই শিল্পীকে নিয়ে আমারও অসীম আগ্রহ! নভেরাকে নিয়েও লিখবো!
অনেক ধন্যবাদ হাসান
ভাল থেকো সারাদিন....
৪০| ০৯ ই জুলাই, ২০১২ রাত ২:৫২
ফেলুদার চারমিনার বলেছেন: দারুন লাগলো আপু
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:২৪
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ চারমিনার সাহেব!
ভাল কাটুক সারাদিন
৪১| ০৯ ই জুলাই, ২০১২ ভোর ৪:৪৪
নোমান নমি বলেছেন: করছে কি আপু?? অসাধরণ
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩১
রেজোওয়ানা বলেছেন: সত্যি আমি কিছু করি নাই
৪২| ০৯ ই জুলাই, ২০১২ ভোর ৬:৪১
বাঘ মামা বলেছেন:
মাঝে মাঝে ব্লগ ঢুকে যখন কিছু মানুষরূপী শেয়ালের ঘৃন্য আচরণ দেখি আর আরও দেখি আমাদের বিদ্বান-বিদূষী রমন (মধুসুদন থেকে ধার নিলাম) এবং রমনীগন সেটা হাসিমুখে সহ্য করে যাচ্ছেন, দেখেও না দেখার ভান করে পাশ কাটিয়ে যাচ্ছেন তখন আমি বিহবল হয়ে ভাবি আমরা কি টাইম মেশিনে করি পিছিয়ে যাচ্ছি? এরই নাম কি শিক্ষা? শিক্ষা মানুষকে যদি সঠিক কথা বলার, অন্যায়ের প্রতিবাদ করার সাহসই না যোগালো তাহলে সেই শিক্ষার কি দাম আছে?
আমি মাঝে মাঝে তন্ময় তাকিয়ে থাকি ব্লগীয় কোন ক্যচাল দেখলে,কি সুন্দর করে সঠিক বানান দিয়ে এরা এখানে বাজে সব মন্তব্যে কথা লিখে যাচ্ছে,সেই প্রাইমারি থেকে পড়ালেখার অনেকটা পথ পেরিয়ে এরা এই সঠিক বানান গুলো শিখেছে যা তারা কাজে লাগাচ্ছে অদ্ভুদ অশালীন ভাষা গুলো টাইপ করে,এরা যখন এমন ভাবে এখানে লেখা লেখি করে তারা কি নিজেদের পড়া লেখা জানার যোগ্যতাটার জন্য একটুও মায়া বোধ করেনা?
এ কেমন শিক্ষা যা মনকে নগ্ন করে দেয়?এটা কেমন মেধা যা শুধু নোংরামীতে ডুবে থাকে?এ কেমন বোধ বিচার যা দিয়ে অন্যের সন্মান কে বিকিয়ে দেয়?
এমনও ব্লগার আছেন যারা এক নিকে গল্প কবিতা মানবতা ভদ্রতা রচনা করেন অন্য নিকে মন্দ মনের আগল খুলে বলা।
সবার সুবুদ্ধি উদয় হোক সেই কামনা করি।
পোস্ট বরাবরের মতই মুল্যবান।
শুভ কামনা সব সময়।
০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৫
রেজোওয়ানা বলেছেন: অনেক মানুষই সব সময়ে একটা ভালমানুষী মুখোশ পরে থাকে, তথাকথিত শিক্ষিতদের মধ্যে সেই হারটা আশংকা জনক ভাবে বেশি! সমস্যাটা হয় তখনই যখন মাঝে মধ্যে সেই মুখোশটা খুলে গিয়ে ভেতরের কংকালটা বেড়িয়ে পরে।
আবার গল্প কবিতা বা ইতিহাস লিখলেই যে ভাল মানুষ হবে এমন কোন কথা নেই, আসল কথা আত্মিক শুদ্ধিতার, সহজ ভাবে ভাবতে শেখার। কেউ যদি নিজের কন্ঠেই খারাপকে খারাপ বলার সাহস রাখে তাহলেই তো আর ছদ্মবেশের দরকার হয় না! যদিও ব্যাক্তি স্বার্থের কারণেই সেটা কেউ করে না, পিট চাপড়ে দেয়াতেই ব্যাস্ত!
এমনকি আমার এই পোস্টেই এমন একজন মানুষের মন্তব্য আছে, যে অন্য আরেক নিকে আমার ১৪ পুরুষ উদ্ধার করে...হা হা
মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বাঘমামা!
অট: বাঘের ছবিটাই তো ভাল ছিল!
৪৩| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৭
হোরাস বলেছেন: এই সময়ের নারীদের সত্যিই আরও শক্তি দিয়ে বাধ ভাঙ্গার আওয়াজ তুলতে হবে।
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৭
রেজোওয়ানা বলেছেন: যুগ এগিয়েছে অনেক কিন্তু মনে হয় আমাদের দেশের বিশেষ করে মেয়েরা কেন যেনো মনে হয় আরও পিছিয়ে পরছে। অনুপ্রাণিত হবার মতন কোন আইডল কি চোখে পরে?
এখন আধুনিকতার সংজ্ঞা খুব বেশি পাল্টে গেছে!
শুভ দুপুর হোরাস ভাই
ভাল থাকবেন .....
৪৪| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৯
জুল ভার্ন বলেছেন: সুন্দর একটি পোস্টের জন্য ২৩তম ভাল লাগা।
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৩৮
রেজোওয়ানা বলেছেন: পড়েছেন বলে ভাল লাগলো জুলভার্ন ভাই!
ভাল থাকবেন
শুভ দুপুর....
৪৫| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১০:২১
আশফাকুল তাপস বলেছেন: আপনার লেখাটা আমার খুব ভাল লেগেছে।
কামরুননেসা স্কুলের নাম বদলানো হল কেন?এই কামরুননেসা কে?ভিকারুননেসার মত কোন পাকিস্তানি গভর্নর লাটের বউ?কারো জানা আছে এই সম্বন্ধে?
শেষ ছবিটা কি অচ্ছন বাইয়ের নাকি তিনবোনের মধ্যে কোন একজনের?
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪৫
রেজোওয়ানা বলেছেন: লীলা নাগের দিপালী সংঘের উদ্যোগে ঢাকায় চারটি স্কুল প্রতিষ্ঠা করা হয়েছিল, তার একটি ছিল মুসলমান মেয়েদের জন্য, যেটা পোস্টে উল্লেখিত দীপালী-১। কিন্তু এক সময়ে স্কুল পরিচালনায় অর্থ সংকট তৈরি হলে নবাব আহসানউল্লাহর মেয়ে আখতারবানু স্কুলটি পরিচালনার দায়িত্ব নেন এবং তাঁর মায়ের নাম অনুসারে স্কুলের নামকরণ করেছিলেন কামরুনন্নেসা গার্লস হাই স্কুল। কামরুন্নেসা ছিলেন নবাব আহসানউল্লাহর তৃতিয় স্ত্রী!
ভাল কথা এটাই কিন্তু ঢাকার প্রথম সরকারী স্কুল, ১৯৪৭ এই স্কুল সরকারী হয়।
শেষ ছবিটা নওয়াবীন বাঈয়ের, অচ্ছন বাঈয়ের কোন ছবি পাওয়া যায়নি!
অনেক ধন্যবাদ আশফাকুল ভাই, এমন মন্তব্য ভাল লাগে আমার
শুভ দুপুর ....
৪৬| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:২০
তানভীর আহমেদ সজীব বলেছেন: ভাল লাগল। +
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪৬
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ পোস্ট দেখার জন্য সজীব ভাই
ভাল থাকবেন..
৪৭| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩১
মামুন হতভাগা বলেছেন: অনেক অজানা মহিয়সীকে জানলাম,জানানোর জন্য আপনাকে ধণ্যবাদ দিয়ে ছোট করতে চাইনা।পোস্ট থাকল প্রিয়তে।
নতুন কোন অজানা জানার প্রত্যাশায়
ওহ,সরি ধন্যবাদ দিতে হবে আমার সংবাদপত্র পোস্টে ছবির ভুলটা ধরিয়ে দেবার জন্য।
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৪৯
রেজোওয়ানা বলেছেন: ফন্ট গুলো আসলেই কিন্তু হতচ্ছাড়া রকমের প্যাঁচানো ছিল!
এমন মন্তব্যে সবারই মন ভাল হয়ে যাবে, তাই আমারো হলো.....
৪৮| ০৯ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩২
মুহসীন৮৬ বলেছেন: অসাধারণ প্রেরণাদায়ী পোষ্টে প্লাস.......।
০৯ ই জুলাই, ২০১২ বিকাল ৪:৫৯
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ মুহসীন!
ভাল থেকো
৪৯| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১১
ইশতিয়াক আহমেদ চয়ন বলেছেন: ধন্যবাদ আপি, আপনিও সাবধানে থাকুন, সুস্থ্য থাকুন
০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:২৯
রেজোওয়ানা বলেছেন: হু: শিয়ালদের কাছ থেকে সাবধানে থাকতেই হবে! বন্ধুরূপি শিয়াল পন্ডিত
৫০| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:১৪
নস্টালজিক বলেছেন: খুব সুন্দর একটা পোস্ট!
ছবি, লেখা আর লেখার পিছনের ভাবনা-সব মিলে এ গ্রেডেড পোস্ট!
অভিনন্দন, রেজ!
১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫০
রেজোওয়ানা বলেছেন: কালকে খুব একা একা ঘুরলাম, তারপর এক সময়ে আগারগায়ে ন্যাশনাল আর্কাইভে গেলাম! এত চমৎকার, দু:স্প্রপ্য সব কালেকশন!
খুব ভাল লেগেছে আমার!
লেখা তোমার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে রানা!
ভাল থেকো সব সময়ে...
৫১| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪
রাজামশাই বলেছেন:
একটা বিরাট সমস্যা - নারী জাগরণের শুধু ইতিহাস পাওয়া যায় ........ বর্তমানে জাগরণের অবস্থাটা ঠিক উপলব্ধি হয় না।
হে বালিকাগণ জেগে উঠো ..........
০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৫
রেজোওয়ানা বলেছেন: এরাঁ কিন্তু তাদের সমসাময়িক সময়েও অনেক আলোচিত ছিলেন!
আমাদের এই সময়ে তেমন করে কাউকে তো দেখছি না যারা একদিন ইতিহাস হবে...
থ্যাংকস রাজা মশাই, আশাকরি ভাল আছেন
৫২| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩৪
যাযাবর৮১ বলেছেন:
রেজওয়ানা আপুনি খুব সুন্দর একটা পোস্ট!++++++++++++++++++++
নারী তুমি এগিয়ে চলো সম্মুখপানে হয়ে উঠো কীর্তিমতী............
শুভকামনা
শুভকামনা রইলো তোমার প্রতি
হবেই তুমি কীর্তিমতী।
জাগো হে বহ্নি শিখা জাগো
সকল বাঁধা ছিন্ন করে,
জাগো হে বহ্নি শিখা জাগো।
উড়াও তোমার জয়ের কেতন
আসবে এবার রঙিন ফাগুন।
বাঁশি বাজুক না, চঞ্চলো গতি
হাঁসি ফুটুক পূর্ণ জ্যোতি।
শুভ্র প্রাণে জ্বলুক আলো
কাটুক যত ধুম্র কালো,
থেকো তুমি সর্বদা ভাল।
জাগবেই জীবন ফাগুন সাজে
পূর্ণতা আসবেই জীবন মাঝে।
০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৬
রেজোওয়ানা বলেছেন: এত চমৎকার একটা মন্তব্য পেয়ে খুশি হয়ে গেলাম!
ধন্যবাদ যাযাবর, অনেক ভাল থাকবেন
৫৩| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ১:২০
জল ছাপ বলেছেন: অনেক সুন্দর একটা পোস্ট। ভাল লাগল সেইসব সাহসী নারীদের কথা জেনে।
০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৭
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ জলছাপ
শুভ রাত
৫৪| ০৯ ই জুলাই, ২০১২ দুপুর ২:৩৬
বাঘ মামা বলেছেন: তবে যাই বলেন যারা এমন করে তারা একদমি ভালো নেই,একটা মানসিক অস্থিরতায় ভুগে তারা,নিজের চেহারাটাকে লুকিয়ে রাখার আপ্রান চেষ্টা চালায়।
অট: বাঘের ছবিটাই তো ভাল ছিল
আসলেই,আমিও তাই ভাবছি, সরিয়ে ফেলবো।
০৯ ই জুলাই, ২০১২ রাত ১১:৩৮
রেজোওয়ানা বলেছেন: হু, তবে সেই চেষ্টা করে লাভ হয় না কোন! হয়তো ছোট্ট একটা শব্দে, একটা বাক্যেই প্রকাশ হয়ে যার আসল রূপটা!
অট: সেটাই ভাল, তখন বেশ আপনাকে মামা মামা লাগতো
৫৫| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:১৬
হিবিজিবি বলেছেন: অনেক অসাধারণ নারীদের কথা জানলাম। সত্যি বলতে কি এদের অনেককেই জানা ছিলনা!!
অনেক ভালো লাগল পোস্টটি।
১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৬
রেজোওয়ানা বলেছেন: ব্লগে জানাতে পেরে আমিও খুব আনন্দিত!
ধন্যবাদ হিবিজিবি!
শুভ সকাল
৫৬| ০৯ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৭:৪৫
রাহি বলেছেন: সুন্দর পোষ্ট।
১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৭
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ রাহি
ভাল থাকবেন
৫৭| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:১৫
সায়েম মুন বলেছেন: হরিপ্রভা তাকোদা আর লীলা নাগ এই দুই নাম অনেক দিন মনে থাকবে।
বেগম রোকেয়ার চেহারার সাথে লীলা নাগের চেহারায় অনেকটা মিল আছে বোধয়। আমার কাছে খুব কাছাকাছি চেহারার মনে হচ্ছে। লীলা নাগকে একজন মহান মহিয়সী বিদুষী নারী বলা যায়। এই অচেনা মহান নারীদের চেনানোর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ।
১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৯
রেজোওয়ানা বলেছেন: আমার কাছে লীলা নাগের চেহারা সাথে প্রতীলতার চেহারায় মিল আছে মনে হয়েছে!
অসংখ্য ধন্যবাদ সায়েম, ভাল থেকো সারাদিন....
৫৮| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:১৮
সত্য কথায় যত দোষ ! বলেছেন: গুড পোস্ট।
১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫১
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ আপনাকে...
৫৯| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:৩১
khairun বলেছেন: অনেক অজানা বিষয় জানলাম
++
১১ ই জুলাই, ২০১২ সকাল ৯:৫২
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ
৬০| ০৯ ই জুলাই, ২০১২ রাত ১০:৩৯
মৃত্যুঞ্জয় বলেছেন: আপুনি জটিলেস
১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৯
রেজোওয়ানা বলেছেন: ভাইয়া থ্যাংকুস
৬১| ১০ ই জুলাই, ২০১২ ভোর ৪:৩০
কামরুল হাসান শািহ বলেছেন: ভালো লাগলো
১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:০৯
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকস কামরুল
৬২| ১০ ই জুলাই, ২০১২ রাত ৯:১১
গাধা মানব বলেছেন: +++++
১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১০
রেজোওয়ানা বলেছেন: পঞ্চ যোগ চিন্থের জন্য পাঁচবার ধন্যবাদ গাধা মানব
৬৩| ১০ ই জুলাই, ২০১২ রাত ৯:২০
তাহিতি তাবাসুম বলেছেন: +++++ এবং প্রিয়তে
১১ ই জুলাই, ২০১২ সকাল ১০:১৪
রেজোওয়ানা বলেছেন: গ্রেইট!
ভাল লাগলো জেনে তাবাসুম
শুভ সকাল
৬৪| ১০ ই জুলাই, ২০১২ রাত ৯:৪১
তৃণ বলেছেন: সুন্দর পোস্ট!
মূল বাঁধা হলো শুভাকাংখী ভাই-বোনদের ভালোবাসার আদেশ, যেটা এড়ানো উচিত নয় হয়তো...
১২ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৪৬
রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ তৃণ
ভাল থাকুন
৬৫| ১০ ই জুলাই, ২০১২ রাত ১০:১৬
মাহমুদা সোনিয়া বলেছেন: একদমই জানতাম না। নতুন কিছু জানতে পেরে অনেক ভালো লাগলো। ধন্যবাদ রেজুপু।
১২ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫০
রেজোওয়ানা বলেছেন: আমিও জানতাম না! শুধু লীলা নাগকে জানতাম আগে!
অনেক ধন্যবাদ সোনিয়া
ভাল থেকো
৬৬| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০০
সমুদ্র কন্যা বলেছেন: আগেই পড়েছিলাম আপু। আগেকার মেয়েরা অনেক সাহসী আর স্মার্ট ছিল, সবসময়ই এটা ফীল করেছি। আবারও বুঝতে পারলাম।
আপনার পোস্টগুলো খুব ভাল লাগে। কত কিছু খুঁজে খুঁজে বের করে আনেন আর সবাইকে জানার সুযোগ করে দেন।
অনেক ভাল থাকবেন আপু।
১২ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৫
রেজোওয়ানা বলেছেন: কাল বিকেলে তোমার মন্তব্যটা দেখছিলাম মোবাইলে, ভয়াবহ জ্যামে রিক্সায় খুব রিক্সে বসে বসে (আমি রিক্সায় চড়তে ভয় পাই )! দেখে আমার এত ভাল লেগেছে, এত ভাল লেগেছে.....সেই ফিলিংসটা আসলে বোঝাবার নয়!
অনেক ভাল থেকো তিথি
৬৭| ১১ ই জুলাই, ২০১২ বিকাল ৫:০৬
রোজেল০০৭ বলেছেন: লেখায় ++
রাজামশাই এর সাথে একমত।
১২ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৬
রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ রোজেল ভাই!
রাজামাশায়ের রিপ্লাইটা এখানেও প্রযোজ্য
৬৮| ১২ ই জুলাই, ২০১২ সকাল ৯:৪৩
প্রিন্সর বলেছেন: অর্ধাঙ্গীগণ এগিয়ে যাক দৃঢ়ভাবে দৃপ্তপথে ।
১২ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৫৭
রেজোওয়ানা বলেছেন: অর্ধাঙ্গীগণ পূর্নাঙ্গ মানুষের মতো এগিয়ে যাক নিজের পায়ে
৬৯| ১২ ই জুলাই, ২০১২ দুপুর ১২:৩০
এস এম ফারুক হোসেন বলেছেন: আপনার পোষ্ট গুলো দারুন।
ভাল লাগলো।
ধন্যবাদ।
১২ ই জুলাই, ২০১২ দুপুর ১:০৩
রেজোওয়ানা বলেছেন: গ্রেট কমপ্লিমেন্ট ফর মি ফারুক ভাই....
জেনে ভাল লাগলো!
ভাল থাকুন
শুভ দুপুর
৭০| ১২ ই জুলাই, ২০১২ রাত ৯:৪৯
বন্ধু তুহিন প্রাঙ্গনেমোর বলেছেন: হুম সত্যি সত্যি ভালো লাগলো.........জানলাম কিছু জানতাম কিছু................ধন্যবাদ আপু.......
১৫ ই জুলাই, ২০১২ বিকাল ৩:১৮
রেজোওয়ানা বলেছেন: তুহিন ভাই!
ভাল থাকবেন
৭১| ১২ ই জুলাই, ২০১২ রাত ১১:১৯
আবদুর রহমান (রোমাস) বলেছেন: একদমই জানা ছিলনা। নতুন অনেক কিছু জানতে পারলাম অনেক ভালো লাগা জানালুম.. অনেক অনেক ভালো থেকো রেজুপা
১৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৩৯
রেজোওয়ানা বলেছেন: তুমিও খুব ভাল থেকো রোমাস
শুভ সকাল
৭২| ১৫ ই জুলাই, ২০১২ দুপুর ২:৫৪
পুরাতন বলেছেন: ৩৩ তম পিলাচ
১৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৪২
রেজোওয়ানা বলেছেন: থ্যাংকু :-<
৭৩| ১৫ ই জুলাই, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
বড় বিলাই বলেছেন: ছোটবেলায় মেহেরবানুর সেই ছবির গল্প শুনেছিলাম আম্মার কাছে। তখন বুঝতাম না ঐ সময়ে ব্যাপারটা তার পক্ষে কত সাহসিকতার পরিচয় ছিল।
পোস্টে +
১৮ ই জুলাই, ২০১২ সকাল ১১:৫৭
রেজোওয়ানা বলেছেন: মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ বিলাই আপা!
শুভ দিন
৭৪| ১৬ ই জুলাই, ২০১২ সকাল ১০:২৩
কবি আফতাব হোসেন বলেছেন:
ইনারা কি হিপ্নোত্রাপি করতেন? উনাদের হিপ্নোত্রাপি করতে হবে ।
১৯ শে জুলাই, ২০১২ রাত ১১:০৭
রেজোওয়ানা বলেছেন: না, ওনারা তো লটকন খেতে পছন্দ করতেন না তাই মনে হয় হিপ্নোথেরাপির কোন দরকার আছে, তবে যদি গাব খেতে পছন্দ করে তাহলে হয়তো লাগবে!
আপনি একটু খোঁজ নিয়েন তো গাব না লটকন
৭৫| ১৭ ই জুলাই, ২০১২ বিকাল ৫:২২
মুফতি খার উদ্দিন বলেছেন: প্রিয়তে।
১৯ শে জুলাই, ২০১২ রাত ১১:১২
রেজোওয়ানা বলেছেন: জেনে খুব খুশি হলাম মুফতি
ভাল থাকবেন
শুভ রাত
৭৬| ১৯ শে জুলাই, ২০১২ রাত ১২:২৯
জটিল বলেছেন: চমৎকার
১৯ শে জুলাই, ২০১২ রাত ১১:১৫
রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ জটিল ভাই!
ভাল থাকুন সারা সময়
শুভ রাত
৭৭| ২৫ শে জুলাই, ২০১২ সকাল ৯:৩১
ডেভিড বলেছেন: এই পোস্ট না পড়লে হরিপ্রভার কথা জানতেই পারতুমনা, আর লীলা নাগ এত বড় মাপের একজন প্রগতির পথিকৃত, অথচ তার স্মৃতিকে ধরে রাখতে কোন উদ্যোগই নেই, অন্তত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী হিসেবে কর্তৃপক্ষ তার নামে একটি হলের নামও রাখতে পারতো, কিন্তু কুয়েত -মৈত্রী হল হয়, ফজিলাতুন্নেসা মুজিব হল হয়, লীলা নাগ শুধু থাকে পত্রিকার পাতায় -
২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৬
রেজোওয়ানা বলেছেন: নামকরনেও তো কত রাজনৈতিক প্রতিযোগীতা ভাইয়া!
আমরা কোন ক্ষেত্রেই দলীয় রাজনিতীর উর্ধ্বে যেতে পারি না..
অনেক ধন্যবাদ
শুভ বৃষ্টি দিন
৭৮| ২৩ শে আগস্ট, ২০১২ রাত ১২:১৮
এইচ এম শরীফ বলেছেন: শিক্ষার স্পর্শে আগেকার মেয়েদের খুব কম সংখ্যক মেয়েই আসার সুযোগ
পেতো। আর তাঁদের মধ্যে যারা ভাগ্যবান, তাঁরা খুব বড় মাপের মানুষ
হতে পেরেছেন।
আপনার তথ্যবহুল লেখার জন্য অভিনন্দন আপনাকে।
২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৩:৫৯
রেজোওয়ানা বলেছেন: সুন্দর করে বললেন!
প্রিয় পুরানো লেখা গুলোতে মন্তব্য পেতে খুব ভাল লাগে.....
ভাল থাকবেন শরীফ ভাইয়া
৭৯| ২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৪:১৯
চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার পোস্ট আপু।তবে অবহেলিত পুরুষদের নিয়েও পোস্ট চাই +++
২৭ শে আগস্ট, ২০১২ বিকাল ৫:০৪
রেজোওয়ানা বলেছেন: কোন অবহেলিত পুরুষ নাই তো, লেখবো কেম্নে?
৮০| ০৪ ঠা অক্টোবর, ২০১২ রাত ১:০১
নুর ফ্য়জুর রেজা বলেছেন: ধন্যবাদ আপু। অনেক কিছু জানতে পারলাম। বিশেষ করে লিলা নাগ আর মেহেরবানু খানমের ঘটনা পড়ে ভালো লাগল।
(আরেকটা কথা, আপু অবহেলিত পুরুস নাহোক, অবহেলিত বালকদের
নিয়ে কিছু লিখবেন আশা করি।)
০৪ ঠা অক্টোবর, ২০১২ দুপুর ১২:২২
রেজোওয়ানা বলেছেন: অবহেলিত বালক!!
হা হা হা
খুঁজে পেলে অবশ্যই লিখবো....হা হা
শুভদিন রেজা
ভাল থাকুন
৮১| ২০ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৩৬
ফারাহ দিবা জামান বলেছেন:
অনুপ্রেরণামুলক পোস্ট।
খুব ভালো লাগলো।
আশা জাগানিয়া।
ভালো আছেন আশা করি।
অজস্র শুভকামনা রইল আপনার জন্য।
২৮ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:০১
রেজোওয়ানা বলেছেন: আপনি কেমন আছেন দিবা? আশাকরি সকল ঝামেলা মুক্ত আছেন!
ছবি আকাঁ চলুক নিরন্তর
ভাল থাকবেন......
©somewhere in net ltd.
১|
০৮ ই জুলাই, ২০১২ রাত ১০:১২
দূর্যোধন বলেছেন: অসাধারন!