নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

http://www.heritagebangladesh.co/

পাখি উড়ে গেছে!

রেজোওয়ানা

সেদিন আমি থমকে পথের মোড়ে হঠাৎ দেখি বদলে গেলো সব চেনা পথে জারুল ফুলের রঙ্গে খুব ছিলো তার চেনা অনুভব! বদলে গেলো জেব্রা ক্রসিং, নিয়ন আলোর শহর অদল বদল খুব কার হাতে কার পরশ লেগে ছিলো সেসব কথা, বৃষ্টিতে নিখুত!

রেজোওয়ানা › বিস্তারিত পোস্টঃ

সিনেমা ব্যানার পেইন্টিং: বাংলাদেশের পাবলিক আর্টের এক অনন্য অধ্যায়!

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:২১

এমন একটা সময় ছিল যখন চলচিত্র বিষয়ক প্রচারণা আর মানুষকে হলমুখী করে তোলার অন্যতম একটা মাধ্যম ছিল সিনেমার ব্যানার পেইটিং!

সিনেমা প্রেক্ষাগৃহের সামনে ব্যানার পেইন্টিং নিশ্চয়ই আপনারা খেয়াল করেছেন, সাধারণত প্রেক্ষাগৃহের উপরে বিশাল আকারে যে সব ছবি আঁকা থাকে হয়, সেটাই!





কিছুকাল আগ পর্যন্তও কিছু বিশেষ চিত্রশিল্পীগন এই সব ব্যানার গুলো হাতে আঁকাতেন! কাপড়ের বিশাল ক্যানভাসের উপর খুব উজ্জ্বল সব রঙে সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের অতিরঞ্জিত পোট্রেট ভিত্তক এই পেইন্টিং এর উপর ভিত্তি করে বাংলাদেশে শিল্পধারায় নতুন এক ধারার সূচনা হয়েছিল!

ঠিক কবে থেকে বাংলাদেশে সিনেমা ব্যানার পেইন্টিং এর সূচনা হয়েছিল, সে বিষয়ে সুনিশ্চিত কোন তথ্য অবশ্য জানা যায়নি! তবে এখনও যারা বংশপরম্পরায় এই শিল্পের সাথে জড়িয়ে আছেন, তাদের মতে দেশ বিভাগের পর থেকেই বাংলাদেশে সিনেমা ব্যানার পেইন্টিং শিল্পের পথ চলা শুরু হয়েছিল!



বানিজ্যিকভাবে চলচিত্র প্রদর্শন ও প্রেক্ষাগৃহ নির্মানের সূচনা, বিবর্তনের সাথে সিনেমা ব্যানার পেইন্টিং এর ইতিহাস ঘনিষ্ট ভাবে জড়িয়ে আছে!

প্যারিসের একটা ক্যাফেতে জনসাধারণের সামনে বিশ্বের প্রথম চলচিত্রটির প্রদর্শনীর ব্যাবস্থা করেছিলেন লুমিয়ের ভাতৃদ্বয়, দিনটা ছিল ১৮৯৫ সালের ২৮ ডিসেম্বর! এর ঠিক তিনবছর পরে ১৮৯৮ সালে ঢাকাবাসীর কাছে উন্মোচিত হয় প্রথম সিনেমার রূপালী পর্দাটি! ঢাকার ক্রাউন থিয়েটারে এই প্রদর্শনীর ব্যাবস্থা করেছিল কোলকাতার ব্রেডফোর্ড কোম্পানী!

ধীর ধীরে চলচিত্রের প্রতি মানুষের আগ্রহ বাড়তে থাকে ফলে এক সময়ে প্রয়োজন দেখা দেয় স্থায়ী প্রেক্ষাগৃহের! ঢাকায় প্রথম যে প্রেক্ষাগৃহটি তৈরি হয়েছিল, সেটা 'পিকচার গ্যালারী! সিনেমার ক্রমবর্ধমান জনপ্রিয়তার কারণে ৪০ দশকের মধ্যে ঢাকা ও ঢাকার বাইরে অনেক প্রেক্ষাগৃহ নির্মানের কথা জানা যায়, দেশ বিভাগের সময়ে বাংলাদেশে মোটমাট ১২০ টি প্রেক্ষাগৃহ ছিল!

তো সেই সময়ে সিনেমার প্রচারণার ধরতে গেলে একমাত্র মাধ্যমই ছিল ব্যানার, পোস্টার আর লিফলেট! দেশ বিভাগের আগে এই ব্যানার পেইন্টিংটা একটু ভিন্ন রকমের ছিল! তখন সিনেমা হলের একটা নির্দিষ্ট দেয়ালে অভিনেতা-অভিনেত্রীদের ছবি আর সিনেমা নাম বড় বড় করে লেখা থাকতো! বলা যায় এটাই ছিল বাংলাদেশে সিনেমা ব্যানারের আদি রূপ!

ততদিনে অবশ্য আমাদের প্রতিবেশী দেশ ভারত আর পাকিস্তানে অবশ্য ইতিমধ্যে প্রতিষ্ঠিত শক্তিশালী ফ্লিম ইন্ডাস্ট্রীর কারনে সেখানে সিনেমা ব্যানার পেইন্টিং বেশ ভাল ভাবেই অবস্থান করে নিয়েছিল!

ভারতে ব্যানার পেইন্টিং ধারাটা মোটামুটি তিনটি ধারায় গড়ে উঠেছিল,

১। রবি বর্মার ফিগার কেন্দ্রীক ওয়েল পেইন্টিং।

২।বোম্বে স্কুল অব আর্টের ইউরোপীয় সাদৃশ্যধর্মী শিল্পরীতি।

৩।Art Deco, এটা সরাসরি ইউরোপীয় রিতী!



যাই হোক, পরবর্তী সময়ে যখন দেশ বিভাগ হলো তখন বিপুল সংখ্যক অবাঙ্গালী বাংলাদেশে অভিবাসন করে, তাদের অনেকেই এই সিনেমা ব্যানার পেইন্টিং এর কাজে জড়িত ছিল। মূলত: এদের হাত ধরেই বাংলাদেশ এই শিল্পের সূত্রপাত হয়! যেমন ঢাকার সিনেমা ব্যানার পেইন্টিং এর অন্যড়ম পথিকৃৎ মুনলাইট সিনেমা হলের মালিক মোহাম্মদ সেলিমের আদি নিবাস ছিল মুম্বাই। এছাড়া আবদুল ওহাব (সৈয়দপুরের বিখ্যাত 'দাদা আর্ট') ছিলেন চেন্নাইয়ের!

এই সকল বহিরাগতদের এই কাজে তখন হাত দিয়েছিলেন ছিল দেশীয় স্বশিক্ষিত বেশ কয়েকজন পেইন্টার!

তিরিশ চল্লিশের দশকের এমন ঢাকার বিখ্যাত পেইন্টার ছিলেন পিতল রাম সুর, তাঁর কোন প্রাতিষ্ঠিনিক শিক্ষা ছিল না! জনশ্রুতি আছে যে, পিতলরাম একবার কাউকে দেখে হুবহু তার ছবি একে দিতে পারতেন! এমন কথাও প্রচলিত আছে যে, ঢাকার ওয়াইজা ঘাট এলাকায় তার 'আর্ট হাউজ' নামে নিজস্ব প্রতিষ্ঠানও ছিল যেখানে সিনেমার ব্যানার থেকে শুরু করে সাইনবোর্ড, ফটোস্টুডিওর দৃশ্য এসবও আকাঁ হতো!







বাংলাদেশে সিনেমা ব্যানার শিল্পের গড়ে উঠেছিল প্রধানত দু'টো শহরকে কেন্দ্র করে......



১। সৈয়দপুর: সৈয়দপুরে চেন্নাই থেকে আসা আবদুল ওহাব, আবদুল হাফিজ ও এস.এম.শাহবুদ্দিনের নেতৃত্বে বাইরের প্রভাব মুক্ত একটা বিশেষ ধরনের সিনেমা ব্যানার চিত্রের প্রচলন হয়! স্বাধীনতার পরে এসব অবাঙ্গালীদের অনেকেই এ দেশে ছেড়ে চলে গেলও তাদের কাছে যারা কাজ শিখেছিল, সেই ধারা এখনও অনেকটাই ধরে রেখেছে!



এটা সৈয়দপুর ধরায় আকাঁ ব্যানার!

২। ঢাকা: আর ঢাকায় সিনেমা ব্যানার পেইন্টিং প্রভাব পড়েছিল প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিল্পীদের! এখানে একটা কথা না বললেই নয়, চিত্রকলার অনেক শিক্ষার্থীরাও এক সময়ে সিনেমা ব্যানার পেইন্টিং এর কাজে জড়িত ছিলেন, তার মধ্যে এ. জেড. পাশা, সুশীল ব্যানার্জী, সুভাষ চক্রবর্তী, যতীন্দ্ কুমার সেন প্রমূখ অন্যতম! এছাড়া পরবর্তীকালে নিতুন কুন্ড, আজিজুর রহমানের মতো প্রথিতযশা ব্যাক্তিরাও সিনেমরা পেইন্টিং জড়িত ছিলেন!





ঢাকাই রিতীতে আকাঁ ব্যানার, পার্থক্যটা সুস্পষ্ট!



তবে এই প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত শিল্পীরা বেশি দিন এই কাজে যুক্ত থাকেননি, যে কারণে তাদের অংকন রীতি বা কৌশল তেমন কোন প্রভাব বিস্তার করতে পারেনি সিনেমার ব্যানারে!

ফলে এক সময় এটা ধীরে ধীরে শুধু মাত্র অপ্রাতিষ্ঠানিক শিল্পীদের একক আয়ত্বে চলে আসে, আর তারা নিজেদের মতো করেই আলাদা অংকন শৈলী তৈরি করে নিয়েছে। তাদের আকাঁ ছবি গুলোতে গাঢ রঙের ব্যাবহার, কম্পজিশন, লেটারিং খুব আবছায়া ভাবে চিত্রকলার প্রাতিষ্ঠানিক ছায়া খুব আবাছা ভাবে বোঝা যায়!



তবে প্রতিষ্ঠানিক ছোয়া থাক কিংবা না থাকা, সিনেমার এই সকল ব্যানার পেইন্টিং নিজস্ব বৈশিষ্ঠ্য ও চরিত্র, বিশাল বিশাল ক্যানভাস, খুব উজ্জ্বল গোলাপী, হলুদ, নীল, লাল রঙের ব্যবহার, মানব দেহের অতিমাত্রিক উপস্থাপন ইত্যাদি কারণে বাংলাদেশের চিত্রকলার ইতিহাসে নতুন মাত্রা যোগ করেছে!





রঙ এবং তুলি



ব্যানার পেইন্টিং আঁকার ধরনটাও সরারচর পেইন্টিং থেকে একদমই আলাদা! সেই ষাটের দশক থেকে এখনও পর্যন্ত বেশিরা ভাগ সময়েই এখানে ক্যানভাস হিসেবে ব্যাবহার করা হয়েছে মার্কিন, টেট্রন জাতীয় কাপড়! এক সময়ে পাটের চটও এই কাজে লাগানো হতো!

ছবি আকাঁ সময়ে ক্যানভাসের উপরে এপিকেন, বাইন্ড, জিংক অক্সাইড ও পানির মিশ্রনের সাহায্যে বেইজ তৈরি করে কয়েক পরত আস্তরন দিয়ে তার উপর গ্রাফ করা হয়! এরপর গ্রাফের উপর প্রথমে পেন্সিল ড্রয়িং করে নিয়ে তারপরে রং করা হয়!





ছবি আকাঁ চলছে দেখে দেখে



রং করার কাজে প্রচলিত তেল বা জল রং এর কোনটাই ব্যবহৃত হয়না, এখানে বাজারে পাওয়া সাধারণ গুড়ো রং এর সাথে তিসির তেল মিশিয়ে বিশেষ এক রকমের পেস্ট তৈরি করে সেটা দিয়ে রং করার হয়! সৈয়দপুরের শিল্পীরা এখনও এভাবেই রং বানায়, ঢাকায় অবশ্য ষাটের দশক থেকেই খরচ কমানোর জন্য রং এর কাজে প্রেস ইঙ্ক বা প্রেসের রং ব্যবহার করা হচ্ছে! আর ছবির উজ্জ্বল্য বাড়াতে ফ্লোরোসেন্ট রং ব্যাবহার করা হতো!







ব্যানারের জন্য শিল্পীদের কাছে ছবির পোস্টার দেয়া হয়, তারা সেখান থেকে চরিত্র বেছে নিয়ে নিজেদের মতো করে কম্পোজিশন করেন!

ষাটের দশকে কিছু ব্যানারে স্প্রে' এবং কোলাজের কাজের ব্যাবহারের কথাও জানা যায়! খানা আতা পরিচালিত 'ঝড়ের পাখি'; সিনেমার বিশাল একটা ব্যানার করা হয়েছিল কোলাজের মাধ্যেম!





আধুনিক ডিজিটাল ব্যানার!!



বাংলাদেশে সিনেমা ব্যানার শিল্পের সুসময় ছিল মূলত পঞ্চাশ থেকে আশির দশকের শুরু পর্যন্ত! আশির দশকের শেষ থেকে এই শিল্পে ধ্বস নামতে শুরু করে সার্বিক ভাবে!

বর্তমানে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় প্রচারনার সুবিধা, ব্যানার পেইন্টিং এ ডিজিটাল প্রিন্টের ব্যাবহার ইত্যাদি কারণে হাতে আকাঁ ব্যানার শিল্প একদমই কোনঠাসা হয়ে পড়েছে! এছাড়া এই কাজে যারা জড়িত এদের পারিশ্রমিকও খুবই নগন্য! সেই পঞ্চাশের দশকে ব্যানার তৈরির মজুরি ছিল প্রতি বর্গফুটে এক টাকা, এখন এই ২০১২ সালে সেটা ৮-১০ টাকায় বেড়েছে, সুতরাং শিল্পীরা আর এই কাজে থাকতে চাইবে না এটাই স্বাভাবিক বর্তমান অর্থনৈতিক কাঠামোতে!

তারপরও শত দারিদ্র, কাজের অপ্রতুলতা ইত্যাদিকে সাথে নিয়েও যে সব পর্দার আড়ালে থাকা স্বশিক্ষিত নিম্নবর্গের প্রান্তিক শিল্পীরা বিশাল বিশাল ক্যানভাসে নিজের দক্ষতাকে ফুটিয়ে তুলছেন তাঁদের হয়তো মূলধারা 'শিল্পী'গন নিজের এক কাতারে দাড় করাতে চাইবেন না! তবে এদের শিল্পভাবনা, রঙের বিন্যাস ইত্যাদির চমৎকার উদাহরন হিসাবে সিনেমা ব্যানার পেইন্টিং বাংলাদেশের চিত্রকলায় অন্যতম একটা 'পাবলিক আর্ট' হিসেবা স্থান পেয়েছে এ কথা নিশ্চিত ভাবেই বলা যায়!







তথ্য নেয়া হয়েছে: লালা রুখ সেলিম সম্পাদিত 'চারু ও কারু কলা' (৮), বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি!



এবং নেট

মন্তব্য ২০৫ টি রেটিং +৫৮/-০

মন্তব্য (২০৫) মন্তব্য লিখুন

১| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৩

ইমরাজ কবির মুন বলেছেন:
জোস পোস্ট রেজোওয়ানা আপু :) :) ||

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৬

রেজোওয়ানা বলেছেন: সত্যি তো!

আমি তেমন ভরসা পাচ্ছি না ইমরাজ :|

২| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৩৯

গিয়াস উদ্দিন লিটন বলেছেন:
ব্যানার শিল্পে কোনঠাসা হয়ে এই শিল্পিরা , রিকশার পিছনে ছবি এঁকে শিল্পের এই ধারাকে কিছুদিন টিকিয়ে রেখে ছিল ।
তথ্যবহুল লিখা , পড়ে ভাল লাগলো ।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৯

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ অনেকেই রিক্সা পেইন্টিং ঝুকে পরেছে বাধ্য হয়ে!

পড়ার জন্য ধন্যবাদ গিয়াস ভাই....

৩| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪০

চেয়ারম্যান০০৭ বলেছেন: চমৎকার একটি পোস্ট।বাংলা সিনেমার ব্যানারের ব্যাপারে অনেক কিছুই জেনে ফেললাম এক পোস্টেই :)

পোস্টে ভালোলাগা ।

শুভকামনা নিরন্তর।

১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৯

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ নাদিম!

তোমার বিয়ে সংক্রান্ত কবিতা পড়ে খুব খুশি হয়েছি, যদিও সেটা এখনও যথাস্থানে জানানো হয়নি!!

৪| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪১

রোমান সৈনিক বলেছেন: তুমিও সিনেমা নিয়া শুরু করলা? ;) ;) ;) ;) তবে তোমারটা কোয়ালিটি সম্পন্ন। B-) +++

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০১

রেজোওয়ানা বলেছেন: সিনেমা নিয়া কিছু শুরু করি নাই তো!
সিনেমার ইতিহাস বলতে পারো! তো এই সব ইতিহাস পাতিহাস তো আগেও লেখছি!!

থ্যাংকস মানিক!

৫| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪১

পাতিকাক বলেছেন: পড়ে ভাল লাগল আপু। ধন্যবাদ।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৫

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ দ্যা র‌্যাভেন

শুভ রাত :)

৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪১

তামিম ইবনে আমান বলেছেন:
রিকশার পেছনের ছবি গুলার শিল্পীরা

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৮

রেজোওয়ানা বলেছেন: রিকশার পেছনের ছবি গুলোর শিল্পীরা কি?

৭| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৩

ঘুড্ডির পাইলট বলেছেন: একসময় এইসব ব্যানার আর্ট শেখার সখ ছিলো , এবং কিছুদিন শিখছি আর কিছু কাজও করছিলাম।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:০৯

রেজোওয়ানা বলেছেন: সত্যি নাকি?
দারুন তো!

সে সব নিয়ে একটা পোস্ট দিন :)

৮| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৪

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: পোস্টারের থাকা সব ছিনেমা দেখি, দেখছি ! :||

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১২

রেজোওয়ানা বলেছেন: বলো কি?

আসলেই!!

রক্ত গঙ্গায় মনে হয় সেই রকম এ্যকশন, নাকি?

৯| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৪৬

অ্যানোনিমাস বলেছেন: ৫ম ভালোলাগা রইলো,

সিনেমার ব্যানারের শিল্প টিকে থাকার কোন অবকাশ নেই বলে মনে হয়। কারণ এখহন তো বেশির ভাগ মুভিরই র‌্যানার ডিজিটালি তৈরি করা হয়। তবে এই শিল্পের পেছনের লোকজন অবশ্যই প্রশংসার দাবীদার ++++++++

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৬

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ সিনেমরা প্রোডাকশ ব্যায় বেড়ে গেছে, মার্কেট নেই, প্রযুক্তির উন্নয়ন সব মিলিয়ে আসলে ব্যানার আর্ট ঠিকে থাকার কথাও না!

তবে শিল্প বলে কথা! এটা কিভাবে প্রিজার্ভ করবে সেটা সংশ্লিষ্ট লোকজন ছাড়াও আর্ট বোদ্ধাদের ভাবা উচিত!
রিক্সা আর্ট কিন্তু অনেক সুপরিচিত এখন বিশ্বে, রিক্সা আর্ট বাংলাদেশকে রিপ্রেজন্ট করে! ওটাকে যতটা নার্সিং করা হয়েছে, আমার মনে হয় এদিকে তেমন একটা নজর দেয়াই হয়নি!

ধন্যবাদ চয়ন পড়ার জন্য

খুব ভাল থাকো :)

১০| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫১

মাসুম আহমদ ১৪ বলেছেন: ভেরি নাইস পোস্ট

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:১৮

রেজোওয়ানা বলেছেন: পড়েছেন বলে খুব ভাল লাগলো মাসুম ভাইয়া!

ভাল থাকবেন

শুভ রাত :)

১১| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৩

সুদীপ্ত কর বলেছেন: চমৎকার পোষ্ট।

তবে এই ডিজিটাল যুগে ফটোশপের ব্যানারের কাছে এই ব্যানার গুলো মার খেয়ে গেছে। কিন্তু শিল্পটা সত্যিই অসাধারণ

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২০

রেজোওয়ানা বলেছেন: শিল্পটা সত্যিই অসাধারন, ঠিক বলেছো সুদীপ্ত!

ডিজিটাল যুগ, খরচ, প্রযুক্ত সব ঠিক আছে, কিন্তু মানুষের হাতের শিল্প তো শিল্পই! এর আবেদন কোনদিনই শেষ হবার নয়!


খুব ভাল থাকো :)

১২| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৫

নোবিতা রিফু বলেছেন: সুন্দর পোস্ট, পইড়া নিজেরে জ্ঞানী জ্ঞানী লাগতেচে... :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২১

রেজোওয়ানা বলেছেন: আমার নিজেরও লেইখা জানি কেমন কেমন লাগতাসে :(

১৩| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০০

হাসান মাহবুব বলেছেন: অসাধারণ পোস্ট। সৈয়দপুরে ৩ বছর ছিলাম। মনে পড়ে গেল!

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৩

রেজোওয়ানা বলেছেন: সৈয়দপুরে নিশ্চয়ই সিনেমা আর হল গুলোর খুব রমরমা অবস্থা ছিল! একবার সরোজমিনে দেখতে যেতে পারতাম যদি!


শুভ রাত হাসান....

১৪| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০১

এস.কে.ফয়সাল আলম বলেছেন: ছোটবেলায় অবাক হয়ে দেখতাম এসব পেইন্টিং । সিনেমা হলের দেয়ালে , রিক্সা , ট্রাক এর বডি'তে আবার এলাকার বিভিন্ন রাজনৈতিক নেতাদেরও সুন্দর পেইন্টিং শোভা পেত মহল্লার দেয়ালে দেয়ালে।

তবে শিল্পে যে ডিজিটাল প্রযুক্তির ছোয়া সর্বত্র লেগেছে তাকে সময়ের পরিক্রমায় মেনে নিতেই হবে।

তবে ঐ সব দিনগুলির কথা মনে হলে নষ্টালজিক হয়ে যাই।

এসব শিল্পীরা এখন কোনমতে দিনাতিপাত করছে।

আপনারা তথ্যবহুল লেখা আমাদের জানার পরিধিকে আরো বিস্তৃত করে দিল।

ভাল থাকবেন আপু।
+++

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ, এক সময়ে স্টুডিওর মধ্যে বন, নদী, ঝর্ণা থেকে শুরু করে তাজমহল, আইফেল টাওয়ার কত কিছুই না আঁকা হতো! সব তো এদেরই কাজ ছিল!
নতুন রিক্সা গুলোতে তো আর তেমন পেইন্ট হয়ও না এখন!

পড়ার জন্য ধন্যবাদ ফয়সাল

শুভ রাত

১৫| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০২

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: এই শিল্প নিজেই তো বর্তমানে ইতিহাস......

বর্তমান তো হলো গিয়ে প্রিন্টিংএর যুগ.........

পোস্টে প্লাস.............................................

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৯

রেজোওয়ানা বলেছেন: আমাদের দেশের আসলে মনে হয় পাবলিক আর্ট এক সময়ে সব গুলোই ইতিহাস হয়ে যাবে!
পটচিত্র, শখের হাড়ি, লক্ষির সরা থেকে শুরু করে এসব গুলো!

তবুও মনে হয়, যদি কোন ভাবে সংরক্ষন করে, দরকার হলে নার্সিং করেও যদি একটা ছোট শাখা হলেও চালু রাখা যেতো!

সংশ্লিষ্টরা কি ভাবে জানি না, তবে এগুলোইতো একটা জাতির ঐতিহ্য!


ধন্যবাদ ভাইয়া

ভাল থাকুন :)

১৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৯

নোমান নমি বলেছেন: চমৎকার পোষ্ট।
এসব পোষ্টার বেশ উপভোগ্য ছিলো। তবে হারিয়ে যাচ্ছে শীঘ্রই।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৪

রেজোওয়ানা বলেছেন: হু, আর বেশি দিন নেই!

নতুন কি লেখা আসছে রস আলোতে?

শুভেচ্ছা নোমান :)

১৭| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৫

চিকন আলি বলেছেন: মুনমুন ময়ুরী পলি এদের ছবি আকার সময় এই আর্টিষ্টদের কি অবস্হা হইতো সেটাই ভাবতাছি..... :#) :#) :#) :#) :#)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৩৭

রেজোওয়ানা বলেছেন: আগ্রহ নিয়েই আঁকতো!

আমাদের দেশের বেশির ভাগ জনসাধারণ নায়িকাদের স্থূল দেহ দেখতে পছন্দ করে! নিজেদের অভাব অনটন, না পাওয়া চাওয়া পাওয়া গুলোর রূপায়ন সেখানে দেখতে পছন্দ করে!
এই কারণে আপনি যদি পাবলিক আর্ট যেমন রিক্সা পেইন্ট বা কোলকাতার কালিঘট পেইন্টিং দেখেন, দেখবেন সব স্থুল ফিগার!

পড়ার জন্য থ্যাংকস চিকন আলী!

১৮| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৪

রাতুল_শাহ বলেছেন: চমৎকার পোষ্ট।
বাংলা সিনেমার ব্যানার সম্পর্কে অনেক কিছুই জানলাম।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪০

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ রাতুল

ভাল থেকো

শুভ রাত :)

১৯| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৭

সোমহেপি বলেছেন: তোমারে আজকাল ছেনামাতে পাইছে দেখতাছি।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪১

রেজোওয়ানা বলেছেন: কইসে তোমারে /:)

২০| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫২

আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:

চমৎকার পোস্ট।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪২

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ দূর্জয়

সময় ভাল কাটুক :)

২১| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৬

সোমহেপি বলেছেন: চিকন আলি বলেছেন: মুনমুন ময়ুরী পলি এদের ছবি আকার সময় এই আর্টিষ্টদের কি অবস্হা হইতো সেটাই ভাবতাছি..... :#) :#) :#) :#) :#)

তবে তাদের বদলে যারা এখন চলছে মুন্নী কিংবা আর কারা কারা-তারা মুনমুনদের সাথে পার্থক্য হলো তাদের শরীরটা ইস্পাত ধারালোভাবে উপস্থাপন করা হয় শিল্পের নামে আর মুনমুনদের উপস্থাপনের সময় অপরিপক্কতা দেখা যেত।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৪

রেজোওয়ানা বলেছেন: ঠিক বলেছো!

২২| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:০৩

লিন্‌কিন পার্ক বলেছেন:
সেইমাপের একটা পোস্ট !! +++++++

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৬

রেজোওয়ানা বলেছেন: খুশি হয়ে গেলাম মন্তব্য দেখে :D

২৩| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১০

অর্ণব আর্ক বলেছেন: এখন ডিজিটাল ব্যানারের যুগ।
একজন পুরাতাত্ত্বিকের কাজ অতীতের আবর্জনা স্তুত তছনছ করা আর তা বর্তমানে এনে মানুষের বিরক্তির উদ্রেক করা.........
বলেছেন .. জেমস হুর্টন।
আমিই নিজেও অবিশ্যি এর বাইরে নই।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৭

রেজোওয়ানা বলেছেন: এই সব হর্টুন ফর্টুনের কথা বাদ দাও, ব্যাটা বেশি বোঝে /:)

২৪| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:১৯

কালীদাস বলেছেন: ওয়াল্ড স্টপড এট নাইনটিস :(
পোস্টে আইসা কথাটা আবার মনে হইল:( প্রযুক্তির জমানা হইল সব শেষ করার জমানা;)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৮

রেজোওয়ানা বলেছেন: প্রযুক্তি এক সময়ে মানুষের সৃজনশীলতা নষ্ট করে দেবে :(

২৫| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৪

মাস্টার বলেছেন: কালীদাস - পাঁচ মাসে একবার ব্লগে আসেন, আর আইসাই বানান ভুল করেন? :P

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫১

রেজোওয়ানা বলেছেন: পাঁচ মাস পর এসে বানান ভুল করা দন্ডনীয় অপরাধ, এক মাস হলে কিছুটা কনশেসন করা যাইতো, কি বলেন? :D

২৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৭

মাস্টার বলেছেন: রেজোয়ানা - সিনেমা বানাচ্ছেন নাকি? ;) ইদানীং সিনেমা বানানেওয়ালা লোকজন বেড়ে গেছে অনেক (অন্তত অনলাইনে) ... এটা একি সাথে ভালো দিক এবং খারাপ দিক :P

অবশ্য আপনি সবসময় গবেষনা টাইপ পোস্ট দেন; এবারো ব্যাতিক্রম না। ডিজিটাল জমানায় আমরা ডিজিটাল পোস্টার/ব্যানার নিয়ে চিন্তা করতে পারি কি বলেন? মনে আছে যখন বাংলাদেশে অফিসগুলোতে পিসির ব্যবহার বেড়ে গেলো (২০০২/০৩) তখন সবাই বলাবলি করতেছিলো যে অনেকের জব থাকবেনা? ব্যাপারগুলো আসলে এমনি। :-|

ও হ্যাঁ, এখন পর্যন্ত প্রিয়তে একজনই নিয়েছে আর সেটা আমি :P

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৬

রেজোওয়ানা বলেছেন: আরেও আমি সিনেমা বানাবো!
কি যে বলেন, কোথায় আগারতলা আর কোথায় চকির তলা! আমার সেই ক্যালিবার, ক্রিয়েটিভিটি, টাকা পয়সা কিছুই নাই!

আমার দৌড় এই এলেবেলে টাইপ ইতিহাস লেখা পর্যন্তই!
হ্যাঁ তা তো পারিই!

তবে আর্ট তো আর্টই! আপনার কি মনে হয়না, প্রযুক্তি আমাদের অলস করে দিচ্ছে, আমাদের ক্রিয়েটিভিট, চিন্তার করার ক্ষমতা আমরা অনেকটাই যন্ত্রের হাতে দিয়ে দিচ্ছি?


প্রিয়তে গেছে শুনে কি বলবো!

অনেক জোড়ে একটা লাফ দিতে চাইসিলাম, কিন্তু আবার যদি ভুঅভ্যন্তরের শিলাস্তর ক্ষতিগ্রস্ত হয়, তাই আর দিলাম না :#>

২৭| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:২৮

কনিফউজড_েনিটেজন বলেছেন: চমৎকার পোষ্ট।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৭

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ!

কিন্তু আপনি কনফিউজড কেন বলেন তো?

২৮| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩০

গগণজয় বলেছেন: ভালো লাগলো পোসট।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৫৯

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ গগনজয়!

২৯| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩১

সেলিব্রেটি ব্লগার বলেছেন: অসাধারণ পোষ্ট :) এখন সব ডিজিটাল হয়ে গেছে :(

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:০০

রেজোওয়ানা বলেছেন: আরেহ সর্বনাশ!

আমার ব্লগে সেলিব্রেটি ব্লগারের আগমন, শুভেচ্ছা স্বাগতম :)

৩০| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৪

ফান্টা বলেছেন: পোস্টের কোন জবাব নাই আপুনি:)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:০৩

রেজোওয়ানা বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে খুব খুশি হলাম ফান্টা

শুভ রাত :)

৩১| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৩৯

মামুন রশিদ বলেছেন: খুবই চমৎকার একটা পোস্ট, আপু ।

যত মোটা দাগেই আঁকা হোক না কেন, সিনেমার ব্যানার এবং রিক্সা পেইন্টিং দুটোই আমার ভাল লাগে । এই ব্যানার পেইন্টিংয়ের অন্দর মহলের অনেক কথাই জানলাম ।

পোস্টে প্লাস অবশ্যই :)

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:১৬

রেজোওয়ানা বলেছেন: আমার কাছে খুব ভাল লাগে! আর রিক্সা পেইন্ট কিন্তু সারা বিশ্বে মোটামুটি পরিচিত পেয়ে গেছে, বেশ কিছু দেশে প্রদর্শনীও হয়েছে।


পড়ার জন্য অনেক ধন্যবাদ আপনাকে

শুভ সন্ধ্যা :)

৩২| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪০

স্পেলবাইন্ডার বলেছেন: চমৎকার পোস্ট!

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২০

রেজোওয়ানা বলেছেন: অনেক দিন পরে আমার কোন লেখা পড়লেন!


অসংখ্য ধন্যবাদ ভাইয়া

ভাল লাগলো

শুভ সন্ধ্যা :)

৩৩| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৪৯

সায়েম মুন বলেছেন: এক সময় সিনেমা হলের গেটে বেশ জাকালোভাবে হাতে আঁকা ব্যানার শোভা পেত।
যুগের হাওয়ায় এসব ব্যানার আর্ট উড়ে গেছে।
প্রান্তীক সেই সব আর্টিস্টদের নিয়ে লেখাটা ভাল লাগলো।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৩

রেজোওয়ানা বলেছেন: উড়ে যাওয়া ভাল লাগেনি আমার কাছে!
কি জানি আমিই হয়ত ভুল, সব পুরানোকে আকড়ে ধরে রাখতে হয় না মনে হয়!
কিন্তু আমি বরাবরই প্রাচীনপন্থী রয়েই গেলাম :(

৩৪| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১০:৫৪

মেলবোর্ন বলেছেন: অসাধারন পোস্ট আপু

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:২৯

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া!

আপনি হ্যাকার নাকি?
কি সর্বনাশ :(

৩৫| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০২

শহিদুল ইসলাম বলেছেন: কিছুদিন আগে একজনকে ব্যনার আঁকতে দেখছিলাম , আর ভাবছিলাম আমি যদি এইভাবে কোনদিন আকতে পারতাম ! হয়তো জীবনে কোনদিন আকতে পারব না কোন ছবি , তবুও ভালো লাগে ব্যনার শিল্পীদের ।

অনেক ভালো লাগল পোস্টটা ।

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৪৯

রেজোওয়ানা বলেছেন: যারা আঁকে তাদের আমার খুব হিংসা হয় দেখেল! মনে হয়, আহা আমি যদি পারতাম এমন :(



অনেক ধন্যবাদ শহিদুল

ভাল থাকবেন :)

৩৬| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২১

আধাঁরি অপ্সরা বলেছেন: খুব ভালো পোস্ট। তথ্যবহুল। আমি এটা নিয়ে টিভিতে একটা প্রতিবেদন দেখেছিলাম আপু। এই শিল্প আর শিল্পীরা এখন ধসের মুখে। ডিজিটাল যুগে কেউ এত দাম দিয়ে হাতের পেন্টিং নেয় না! অনেক কিছু জেনেছিলাম আর জানলাম। :)

ভালো লাগা!

১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫৩

রেজোওয়ানা বলেছেন: টিভির সেই প্রোগ্রামটা আমি মিস করেছি!
দেখতে ইচ্ছে করছে এখন!


পড়েছো বলে খুশি হলাম অপ্সরা

ভাল থেকো.....

৩৭| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:২৭

আরজু পনি বলেছেন:

আহা জটিল পোস্ট! সিনেমাওয়ালা নামধারীরা শিখুক পোস্ট কারে কয় :P

১৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৩৮

রেজোওয়ানা বলেছেন: ওরে নাহ!

আরজু আপু কি যে বলে :!> :#>

৩৮| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৩২

সাকিব ফেরদৌস বলেছেন: দারুণ!
আপাদমস্তক পড়ে ফেলেছি এক নিঃশ্বাসে। :)

১৫ ই অক্টোবর, ২০১২ রাত ১১:০১

রেজোওয়ানা বলেছেন: আপনার পড়ে ভাল লেগেছে জেনে খুব আনন্দিত হলাম সাকিব

ভাল থাকবেন

শুভ রাত :)

৩৯| ১২ ই অক্টোবর, ২০১২ রাত ১১:৫৫

ভিয়েনাস বলেছেন: চমৎকার পোস্ট। এক সময় এ বিষয়ে জানার ব্যাপক আগ্রহ ছিল । রিকশার পেছনের ছবি গুলো দেখেও অবাক হতাম। ভাবতাম কেমন করে এতো সুন্দর আর্ট করে।

অনেক ভালো লাগলো পড়ে :)

২০ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৮

রেজোওয়ানা বলেছেন: রিক্সা পেইন্টিং ও এই সিনেমা আর্টের সাথে কিছুটা রিলেটেড, যদিও ওটা নিয়েই বেশি কাজ হয়েছে!
আমারও খুব ভাল লাগে...


ধন্যবাদ ভিয়েনাস

শুভ দিন :)

৪০| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:২৫

যুবায়ের বলেছেন: অনেক কিছু জানতে পারলাম যা আমার কাছে অজানা ছিল এতদিন।
সৈয়দপুরের দাদা আর্টের নাম শুনেছি অনেক। পাশাপাশি জেলায় থাকি এজন্য।
এখনতো সিনেমার ব্যনার প্যনাফ্লাক্সে হচ্ছে।

সুন্দর এবং তথ্যনির্ভর পোষ্ট এর জন্য ধন্যবাদ।

২০ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:৫০

রেজোওয়ানা বলেছেন: হু, প্যানাফেক্সে খরচ কম, দীর্ঘস্থায়িত্বের কারণে এটাই বেশি ইউজ হয় এখন!


পড়ার জন্য অনেক ধন্যবাদ ভাইয়া,

খুব ভাল থাকুন :)

৪১| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১২:৪৫

শয়ন কুমার বলেছেন: চমৎকার পোষ্ট।

২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৫

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ শয়ন ভাইয়া

শুভ দিন :)

৪২| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:২০

কল্পবিলাসী স্বপ্ন বলেছেন: চমৎকার

রিক্সার পিছনের পেইন্ট নিয়ে একটা পোস্ট দিয়েন

২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০৭

রেজোওয়ানা বলেছেন: রিক্সা পেইন্ট!


আচ্ছা ঠিক আছে....


শুভেচ্ছা কল্পবিলাসী :)

৪৩| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১:৩৯

বুনো বলেছেন: সুন্দর পোষ্ট আপু। মেলা কিছু জানলাম :)

আচ্ছা শেষের ২নং ছবিটার নায়িকা কে? সোহামনির আম্মুর মত দেখতে :P

২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:১১

রেজোওয়ানা বলেছেন: ইয়ে মানে কি যে বলেন!
কে সোহার আম্মু

......হে হে হে

৪৪| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ২:০৪

নির্বাসিত আমি বলেছেন: দারুন পোস্ট , অনেক ভাল লাগল :) :) :)

২১ শে অক্টোবর, ২০১২ রাত ১০:৫৫

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ নির্বাসিত আমি!!


ভাল থাকবেন :)

৪৫| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ২:২২

বশিষ্ঠ বলেছেন: ব্যানার শিল্প শেষ!
'ভালোবাসার রঙ' এর পোষ্টার দেইখা বুঝিই নাই সিনেমার পোষ্টার!

তবে কাকরাইল মোড়দিয়ে যাইতে এখনো দেখি ব্যানার!
বাংলা ভাই, ও আমার দেশের মাটি, জ্বী হুজুর আরো কি সব! B-)


লেখায় অনেক ভালোলাগা!

শুভ মধ্যরাত, আপু!

২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৯

রেজোওয়ানা বলেছেন: কাকরাইলের মোড় দিয়া এই সব হাতে আকাঁ ব্যানার আছে!!

তাইলে তো একবার ঢু'মারতে হয় ঐদিকে!


অনেক শুভেচ্ছা বশিষ্ঠ

খুব ভাল থাকা হোক.........

:)

৪৬| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ২:৪৪

সাবাহ্‌ বলেছেন: বতিক্রমি লেখা এবং তথ্যবহুল ।আমার সবসময় এ মনে হয় আমাদের সব কিছুতে স্বকীয়তা লোপ পাচ্ছে। এটা ধরে রাখতে চিত্রকলার এই মাধ্যম এর টিকে থাকা দরকার।

২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: আপনি একদম আমি যা ভাবি, যা ভাবছি তাই বললেন.....হ্যাঁ প্রযুক্তির কাছে আমাদের স্বকীয়তা লোপ পেয়ে যাচ্ছে!

কিছু ক্ষেত্রে মানবজাতি হিসেবে আমাদের উচিত সেটাকে ধরে রাখা, চিত্রকলা শিল্পকলা একটা চমৎকার মাধ্যম সেটার~


অনেক ধন্যবাদ সাবাহ

শুভ দিন :)

৪৭| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ২:৪৮

ঘুমকাতুর বলেছেন: চমৎকার পোষ্ট
অনেক কিছু জানলাম

২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১১

রেজোওয়ানা বলেছেন: আর জাইনা কি করবা, তার চাইতে ঘুমাও কাঁথা মুড়া দিয়া!

শীত পরছে কেমুন? |-)

৪৮| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ২:৫৮

*কুনোব্যাঙ* বলেছেন: অনেক কিছু জানলাম। দারুন তথ্যবহুল পোষ্ট।

২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৬

রেজোওয়ানা বলেছেন: ধন্যাবদ ব্যাঙ ভাই!!


দিন ভাল কাটুক :)

৪৯| ১৩ ই অক্টোবর, ২০১২ ভোর ৫:৪৭

পড়শী বলেছেন: আমিও প্রিয় তে রাখলাম। ++

২৪ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৯

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ পড়শী!

ভাল থাকুন....

৫০| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:০১

অচিন্ত্য বলেছেন:
অনেক তথ্যবহুল চমৎকার একটি পোস্ট। হলের সামনে এই পেইন্টিং অনেক দেখেছি, কিন্তু এটি যে একটি পাবলিক আর্ট ফর্ম, এই কথা কখনো মনে আসেনি। আপনার পোস্টটি পড়ার পর মনে হচ্ছে, চারপাশের অনেক আটপৌরে পুরনো জিনিসই নতুন করে দেখার আছে।

ভাল থাকবেন।

+++

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৬

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ অচিন্ত্য


ভাল থাকো :)

৫১| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:০৯

মাথাল বলেছেন: জাস্ট ++++ অনেক তথ্যবহুল লেখা।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৮

রেজোওয়ানা বলেছেন: অনেক ধন্যবাদ মাথাল ভাইয়া!

পড়লেন বলে ভাল লাগলো!

ভাল থাকবেন :)

৫২| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:১৯

সীমানা ছাড়িয়ে বলেছেন: চমৎকার তথ্যবহুল পোস্ট। অন্যরকম একটা লেখার পড়ার আশাতেই আপনার ব্লগে ভ্রমন করি। আর সত্যিই সবসময় অন্যরকম একটা লেখা পাই।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩০

রেজোওয়ানা বলেছেন: মন্তব্যে অনেক অনুপ্রেরণা ভাইয়া!


খুব ভাল লাগলো, আপনার কথা গুলো জানতে পেরে

সময় গুলো ভাল কাটুক!

শুভেচ্ছা :)

৫৩| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৩১

শায়মা বলেছেন: আরে সিনেমার ব্যানারগুলো দেখে আমি ছোট থেকেই খুব অবাক হয়ে যাই। এত এত সুন্দর ঠিকঠাক অবিকল চেহারার নায়ক নায়িকাদের ছবিগুলো আমাকে অনেক অনেক আট্রাক্ট করতো ছোট থেকেই । এখনও করে।:)

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩১

রেজোওয়ানা বলেছেন: হু, অনেক কালারফুল হয়তো!

আমারও খুব ভাল লাগে দেখতে!


ভাল থেকো শায়মা :)

৫৪| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৫৮

কাউসার রুশো বলেছেন: এক্সিলেন্ট এক্সিলেন্ট পোস্ট!!
ফেসবুকে শেয়ার দিলাম।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩২

রেজোওয়ানা বলেছেন: রুশো ভাইয়া, আপনার পোস্টে একটা খবর দিতে যাবো ভাবছিলাম!

সেই কুয়াকাটার প্রাচীন নৌকাটা নিয়ে, ওটা নিয়ে কাজ হচ্ছে সম্ভবত :)

৫৫| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:০৫

তামিম ইবনে আমান বলেছেন: আমার ল্যাপীর কিবোর্ডে প্রব্লেম। লিখতে লিখতে দেখি কমেন্ট পাব্লিশ হয়ে গেছে। মাথা গরম করে আর কমেন্ট দিই নাই।

এখন ভুলে গেছি, আমি আসলে কি লিখতে চাইসিলাম :(

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫

রেজোওয়ানা বলেছেন: ভুলে গেলে আর কি করা!!

ঘৃতকুমারীর শরবত খেলে মাথা ঠান্ডা থাকে!!!

৫৬| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:১৬

সায়েদ রিয়াদ বলেছেন: গুড পোস্ট ।


প্লাস ।। :)

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সায়েদ ভাই!

শুভেচ্ছা :)

৫৭| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪০

গানচিল বলেছেন: আজকাল ৫/১০টাকা ভিক্ষা দিলেও যে ভিখারী সেটা নিতে চায়না সেখানে একজন
শিল্পীর ( হোকনা সে সিনেমার ব্যানার তৈরীর এর শিল্পী) পারিশ্রমিক প্রতি বর্গফুটে ৮-১০ টাকা। ভাবা যায়!
পড়লাম, পুরোটাই। জানলামও অনেক কিছু।

আজিজুর রহমানের মতো প্রথিতযশা ব্যাক্তিরাও সিনেমরা পেইন্টিং জড়িত ছিলেন!
উনি কোন আজিজুর রহমান? একটু পরিচয় দিলে ভাল হত।চিত্রপরিচালক আজিজুর রহমান নন তো !

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৮

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ ভাইয়া, উনিই!
চিত্রপরিচালক আজিজুর রহমান!

এই অর্থনৈতিক কারণে আরও অনেক শিল্পই শেষ হয়ে যাবার পথে এখন! কাজ করে পোষায় না!


ভাল থাকবেন ভাইয়া

শুভ রাত :)

৫৮| ১৩ ই অক্টোবর, ২০১২ সকাল ১১:৪৮

ফেলুদার চারমিনার বলেছেন: আউটস্ট্যান্ডিং পোস্ট হইছে আপু :)

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৯

রেজোওয়ানা বলেছেন: আমি এর পরের পোস্টটা ফেলুদা কে নিয়ে দেবো :)

৫৯| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১২

একটু স্বপ্ন বলেছেন: অনন্য পোষ্ট। সাধারণত অনেক তথ্যের সম্মিলনে একটি লেখা এলোমেলো হয়ে যায়, আপনারটি হয়নি। বেঁধে রেখেছেন সব তথ্যই সুন্দর গাথুনিতে।

গবেষণাধর্মী লেখার লেখকেরা সাধারণত একসময় বুদ্ধিজীবি টাইপ আরচরন করা শুরু করে, অনেক জেনে যায়তো.. কিন্তু আপনার মন্তব্যগুলোতে তার ছাপ নেই। গুনটি বজায় থাকুক.. আর ভাল হোক..

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪২

রেজোওয়ানা বলেছেন: আমি তো তেমন কিছু বেশি জানি না, তাই এখনও বেশি ভাব মারতে শিখি নাই.........হা হা

আপনার মন্তব্যটা পড়ে খুব ভাল লেগেছে আমার, এমন মন্তব্য যে কোন লেখকের জন্য অনেক বড় পাওনা!

ধন্যবাদ ভাইয়া

শুভ রাত :)


৬০| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:১৯

ইউসুফ খান বলেছেন: চমৎকার একটা বিষয় নিয়ে লিখেছেন আপু।
বেশ ভালো লাগলো। এতো কিছু জানতাম না। +++++ :)

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৩

রেজোওয়ানা বলেছেন: টপিকস টা অনেক আগ্রহ উদ্দীপক, আমারও ভাল লেগেছে লিখতে!

অনেক ধন্যবাদ ইউসুফ ভাইয়া

শুভেচ্ছা :)

৬১| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৯

আবদুল ওয়াহিদ বলেছেন: ভালো লাগল।
কয়েকদিন আগে চ্যানেল২৪-এ ব্যানার আকিয়েঁদের উপর একটা প্রোগ্রাম দেখেছিলাম।

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৫

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ শুনলাম আরও কয়েকজনের কাছে যে এর উপর একটা প্রোগ্রাম হয়েছিল!
দূর্ভাগ্যক্রমে মিস করেছি সেটা!


ধন্যবাদ পড়ার জন্য ওয়াহিদ ভাইয়া

ভাল থাকবেন!

৬২| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১২:৩৪

দূর্যোধন বলেছেন: একঘেঁয়ে লাগেনা,রোবটের মতন ক্রমাগত ভালো আর আগ্রহোদ্দীপক পোস্ট লিখ্যা যাইতে?
প্লাসায়িত করা হইলো,পোস্ট পর্যবেক্ষনেও থাকলো। :#)

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৬

রেজোওয়ানা বলেছেন: কি যে বলেন না! কই আর লিখলাম :#>

৬৩| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:০৭

দারাশিকো বলেছেন: আফা, খুব সুন্দর পোস্ট হইছে। খুবই পছন্দ করছি। :)

অট: আফা, বিরাম চিহ্ন মেনে যদি আপনার এই পোস্টা সশব্দে পড়া হয় তাহলে কেমন হবে বুঝতেসেন? আশ্চার্যে আশ্চার্যান্বিত হয়া বুম !!! ;)

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫০

রেজোওয়ানা বলেছেন: হা হা হা

আপনার মন্তব্যটা চোখে পড়লেই এমন হাসি আসে আমার!

এই 'আশ্চর্য বোধক চিন্থের' উপসর্গটা এক বন্ধুর কল্যাণে পাইসি, কিছুতেই ছাড়তে পারছি না!

এই দেখেন এইখানেও দিয়া ফেললাম!

অটো চলে আসে :(

৬৪| ১৩ ই অক্টোবর, ২০১২ দুপুর ২:১২

নস্টালজিক বলেছেন: চমৎকার পোস্ট!

আগ্রহ নিয়ে পড়ছিলাম!

শুভেচ্ছা, রেজ!

২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪

রেজোওয়ানা বলেছেন: আগ্রহ নিয়ে পড়ছিলে জেনে খুব ভাল লাগলো!
যদি 'মোস্ট ওয়েলকাম' মুভিটা দেখে পড়তে, তাহলে মনে হয় তোমার আরও ভাল লাগতো :#)

ধন্যবাদ সময়করে দেখার জন্য!

সময় ভাল কাটুক...

৬৫| ১৩ ই অক্টোবর, ২০১২ বিকাল ৩:১৮

সিনেমা পিপলস বলেছেন: চমৎকার পোস্ট। ভালো লাগলো আমাদের।

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৭

রেজোওয়ানা বলেছেন: ধন্যবাদ দেখার জন্য!

সিনেমা পিপলসের জন্য অনেক অনেক শুভেচ্ছা আর শুভকামনা রইলো :)

৬৬| ১৩ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:২৯

মেঘবালিকা০০৮৬ বলেছেন: ছোটবেলায় খুব মজা করে দেখতাম এসব পেইন্টিং । চমৎকার পোস্ট। ভালো লাগলো ।

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৩৮

রেজোওয়ানা বলেছেন: আমারও মজা লাগে দেখতে উজ্জ্বল রঙা ছবি গুলো!


শুভেচ্ছা মেঘবালিকা :)

৬৭| ১৩ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:৪৭

নক্ষত্রচারী বলেছেন: এক্সট্রা অর্ডিনারি পোষ্ট !

সিনেমার এসব পেইন্টিং রিক্সার বেকসাইডেও দেখতে পাওয়া যাইত ।

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪১

রেজোওয়ানা বলেছেন: হ্যাঁ এই সিনেমা পেইন্টারাই এক সময়ে অর্থনৈতিক কারণে রিক্সা পেইন্টে ডাইভার্টেড হয়েছিল!
তবে চিত্রকলায় রিক্সা পেইন্টটাই কিন্তু বেশি পরিচিত পেয়েছে!


পড়েছেন বলে ভাল লাগলো নক্ষত্রচারী

শুভ দিন :)

৬৮| ১৩ ই অক্টোবর, ২০১২ বিকাল ৫:৪১

সমুদ্রপুত্র বলেছেন: খুব ভালো পোস্ট।

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪১

রেজোওয়ানা বলেছেন: দিন ভাল কাটুক সমুদ্রপুত্র :)

৬৯| ১৩ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৭:১০

অপূর্ণ রায়হান বলেছেন: দারুন পোস্ট আপু +++++++++

এর পাশাপাশি কিন্তু রিকশার উপরেও ব্যানার হত ! আজকাল এই শিল্প হারিয়ে গেছে :(



শুভকামনা রইল :)

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৩

রেজোওয়ানা বলেছেন: হু, ৯০ এর দশকের পর থেকে রিক্সা পেইন্ট ও আর আগের মতোন তেমন হচ্ছে না!


ধন্যবাদ অপূর্ণ

ভাল থাকুন, প্রবাস জীবন নিরাপদ হোক :)

৭০| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ৮:৫৫

জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: তথ্য বহুল পোষ্ট

জানালাম অনেক কিছু।

ভাল লাগা রইলো।

২৫ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:৪৪

রেজোওয়ানা বলেছেন: পড়েছেন বলে ভাল লাগলো জয়তি আপা!


শুভেচ্ছা :)

৭১| ১৩ ই অক্টোবর, ২০১২ রাত ১১:১২

শামিল কায়সার বলেছেন: অসাধারন পোষ্ট রেজু আপ্পি। :)
প্লাস আনলিমিটেড +++++

আপ্পি, অনেক কিছু নিয়েই লিখেছ তুমি। এর মাঝে নৌকার পোষ্ট আমার অনেক ভালো লেগেছে।

পুরাতন ঢ়াকার ঐতিহ্যাবাহী গাডীগুলি নিয়ে একটি পোষ্ট দিবা আপ্পি?
সেটা ইঞ্জিনের গাডী বা ঘোডার গাডী যেকোনটাই হতে পারে। (আমি জানিনা এমন পোষ্ট এর আগে এসেছে কিনা)

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩২

রেজোওয়ানা বলেছেন: পুরাতন ঢাকার গাড়ি, মানে যানবাহন নিয়ে যদি পর্যাপ্ত তথ্য পাই তাহলে অবশ্যই লিখব শামিল!

ভাল থাকো

ঈদ আনন্দময় হোক :)

৭২| ১৪ ই অক্টোবর, ২০১২ রাত ১:২৫

সুপান্থ সুরাহী বলেছেন:
তবে পেনা আইসা আমাদের নাগরিক আর্টসকে শেষ কইরা দিসে!!!

চমৎকার পোস্টের জন্য বেহিসেবি ধন্যবাদ...

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৫

রেজোওয়ানা বলেছেন: ঠিক!

তবে পেনফেক্সে খরচ কম, দেখতে ভাল, হল মালিকরা কি আর করবে বলেন!

বেহিসেবি ধন্যবাদ পেয়ে সীমাহীন খুশি

ভাল থাকবেন সুপান্থ ভাইয়া :)

৭৩| ১৪ ই অক্টোবর, ২০১২ সকাল ৯:৫৬

আমিনুর রহমান বলেছেন: দারুন একটা পোষ্ট। অনেক কিছু জানা হলো :)

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৮

রেজোওয়ানা বলেছেন: পড়েছেন বলে ভাল লাগলো আমিনুর ভাই

ঈদ আনন্দময় হোক :)

৭৪| ১৪ ই অক্টোবর, ২০১২ বিকাল ৪:০৫

সমুদ্র কন্যা বলেছেন: হাতে আঁকা ব্যানারগুলোয় আঁকা-বাঁকা চেহারা দেখলে কি মজাই না পেতাম! :P

দারুণ পোস্ট আপু।

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪২

রেজোওয়ানা বলেছেন: আমি এবার রিক্সা পেইন্টের চুড়ি আর কানের দুল কিনসি তিথি!

এগুলো দেখলাম বিবি রাসেল কাপড়ের উপরে করেছেন, উনার উদ্যোগ খুব ভাল লাগে আমার :)

শুভেচ্ছা রইলো


জীবন আনন্দময় হোক :)

৭৫| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ২:০১

দীপান্বিতা বলেছেন: সেই! আমাদের শহরের কোনে কোনে কত যে ছোট ছোট শিল্পী আছেন যাদের যোগ্য সন্মানটুকু আমরা দিতে পারি না!...আমাদের এখানে ফুটপাথে কি দারুন দারুন রঙিন চক দিয়ে যে ছবি আঁকেন এক-একজন! তারাও ভিক্ষে করে পেট চালাচ্ছে! দেখে কষ্টই হয়!.........ভাল লাগলো পোস্টটা......পুজোর শুভেচ্ছা :)

২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৪

রেজোওয়ানা বলেছেন: শুভ বিজয়া দীপা আপু!
ফুটপাতে চক দিয়ে ছবি আঁকে কেন, স্পেশাল কিছু কারণ আছে না এম্নি এম্নি?

দেখতে ইচ্ছে করছে আপু!

ছবি তুলে শেয়ার করেন না আমাদের সাথে :)

৭৬| ১৫ ই অক্টোবর, ২০১২ সন্ধ্যা ৬:৩৬

সজল শর্মা বলেছেন: আমি এখনও অবাক হয়ে ভাবি কিভাবে তারা মুখাবয়ব হুবহু ফুটিয়ে তোলতেন। শিল্প সত্ত্বা ছাড়া কি আর সম্ভব।
এতকিছু জানা ছিল না। আজ বিস্তারিত জেনে নিলাম।
এমনতর সকল শিল্পীর শিল্পসত্ত্বাকে প্রণাম জানাই।

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০১

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য ধন্যবাদ সজল'দা!

এমনতর সকল শিল্পীর শিল্পসত্ত্বাকে প্রণাম জানাই....

৭৭| ১৫ ই অক্টোবর, ২০১২ রাত ৯:৫১

স্বপ্ন হারা বলেছেন: আপু আমি আপনার প্রতিটি লেখায় পড়ার চেষ্ঠা করি , আপনার লেখা ভালো লাগে । আরও ভালো লাগে যে প্রত্নতত্ত্ব চর্চাকে আপনি লেখালেখির মাধ্যমে সবার মাঝে তুলে ধরেছেন । অন্য সবার মতো প্রত্নতত্ত্ব কে পড়া শেষে ছুড়ে ফেলেননি এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ।

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৭

রেজোওয়ানা বলেছেন: আপনার মন্তব্যটা পড়ে ছেলেমানুষদের মত আনন্দ হলো।

ভাল কাটুক দিন গুলো...

শুভ রাত :)

৭৮| ১৬ ই অক্টোবর, ২০১২ দুপুর ১:৩২

আবু সালেহ বলেছেন:
সত্যি অবাক লাগে .....কি করে যেন অনেকটা মিল রেখেই এই পোস্টার তৈরী করা হয়ে থাকে........

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:০৯

রেজোওয়ানা বলেছেন: এই ব্যানার আঁকার জন্য শিল্পীদের কাছে মূল সিনেমার পস্টার দেয়া হয়, ওরা সেখান থেকে ক্যারেকটার পিক করে দেখে দেখে আকেঁ!

শুভ রাত সালেহ ভাই :)

৭৯| ১৭ ই অক্টোবর, ২০১২ সকাল ১০:৪৯

গাধা মানব বলেছেন: অনেক আগ্রহ নিয়ে পড়লাম।

খুব সুন্দর লিখেছেন। :)

২৯ শে অক্টোবর, ২০১২ রাত ১২:১২

রেজোওয়ানা বলেছেন: লেখাটা আগ্রহ জাগাতে পেরেছে এটা জানতে পারা আমার জন্য খুব আনন্দের!

সব খবর ভাল গাধা মানব?

শুভ রাত :)

৮০| ১৮ ই অক্টোবর, ২০১২ রাত ৯:০৩

বড় বিলাই বলেছেন: ছোট মফস্বল ছাড়া এখন তো হাতে আঁকা ব্যানার চোখেই পড়ে না। এমনটাই হয়। মানুষের জায়গা নিয়ে নেয় যন্ত্র।

৩০ শে অক্টোবর, ২০১২ রাত ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: মফস্বলেও নেই!

ঈদের শুভেচ্ছা

আশাকরি ভাল আছেন বিলাই আপু :)

৮১| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ২:৩৮

অন্ধ আগন্তুক বলেছেন: রেজোয়ানা আপা , এই পোস্ট বেশ আগেই পড়া ! অসামান্য একটা পোস্ট । পড়ার পরে যেই ব্যাপারটা মাথায় আসলো সেইটা হচ্ছে এই সিনেমা ব্যানার এর সৈয়দপুরীয় ধারায়ই কিন্তু বাংলাদেশের রিকশা পেইন্টিং হইতো । মূলত রাজশাহী অঞ্চলে এই রকম সিনামা ব্যানার স্টাইলের রিকশা থাকলেও দেশের অন্যান্য জায়গায়ও এইটা দেখা যাইতো ।

রিকশা পেইন্টিং নিয়েও একটা পোস্ট আশা করতেই পারি ।

শুভেচ্ছা রেজুবু ।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:২১

রেজোওয়ানা বলেছেন: প্রথমেই অনেক অনেক দু:খিত যে এত দেরী করলাম রিপ্লাই করতে!

মন শরীর সব কিছুই একদম যা তা অবস্থা, কিছু করতেই ইদানিং ভাল লাগছে না কেন যানি!

হ্যাঁ, তুমি ঠিকই গেইস করসো, এই সিনেমা পেইন্টাররাই অর্থনৈতিক কারণে এক সময়ে রিক্সা পেইন্টের মতোন ছোট ক্যানভাসের আর্টের দিকে ঝুকে পড়তে বাধ্য হয়েছিলেন, যদিও এই পরবর্তী ধারাটাই এখন স্টাবিলশড বেশি হয়েছে!

রিক্সা পেইন্ট নিয়ে পোস্ট?

একটু সুস্থির হলেই লিখবো আশাকরি!

ভাল থেকো তুমি

শুভ রাত :)

৮২| ১৯ শে অক্টোবর, ২০১২ রাত ৯:৫৩

আমি তুমি আমরা বলেছেন: এই ব্যাপারে কোন ধারনাই ছিল না। ভাল লাগল। :)

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:২২

রেজোওয়ানা বলেছেন: দেরীতে রিপ্লাইয়ের জন্য খুব দু:খিত আমি!

পড়েছেন এবং ভাল লেগেছে জানতে পারাটা আমার জন্য আনন্দদায়ক!

ভাল থাকুন :)

৮৩| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১২:২১

নাজিম-উদ-দৌলা বলেছেন: এই শিল্প আর বেশি দিন টিকতে পারবে বলে মনে হচ্ছে না।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:২৪

রেজোওয়ানা বলেছেন: এই শিল্প এখন প্রায় মৃত বলা যেতে পারে।

পড়ার জন্য অনেক ধন্যবাদ নাজিম ভাই

খুব ভাল থাকুন

শুভ রাত :)

৮৪| ২১ শে অক্টোবর, ২০১২ দুপুর ১:২৯

রুপসী2012 বলেছেন: আপ্পি, চমঠৎকার পোস্ট।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:২৭

রেজোওয়ানা বলেছেন: পড়ার জন্য অনেক ধন্যবাদ রূপসী!

শুভ রাত :)

৮৫| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:২৬

মাহী ফ্লোরা বলেছেন: দারুন!

থ্যাঙ্ক ইউ আপু। হয়ত জীবনেও এই বিষয়ে জানা হতনা।:)

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:২৮

রেজোওয়ানা বলেছেন: তোমার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে মাহী!

সময় গুলো খুব সুন্দর কাটুক

শুভ রাত :)

৮৬| ২১ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪৫

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: মানু্ষ তো হলে যাওয়াই ছেড়ে দিচ্ছে, ব্যানার টাঙ্গিয়ে আর কতো লোক টানা যায়। সিনেমা হলের সংখ্যাও কমে যাচ্ছে, রিকশার পেছনেও আগের মতো ব্যানার দেখা যায় না। ব্যানার শিল্পীদের সত্যিই খুব খারাপ ভবিষ্যত। এখন কোনো টিভি চ্যানেলেও সিনেমার এ্যাড হয় না।

লেখা ভালো লাগলো আপু।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:৩১

রেজোওয়ানা বলেছেন: সিনেমাটাই আসলে বাংলাদেশে এখন তেমন আর লাভ জনক শিল্পের পর্যায়ে নেই, যে কারণে এটাকে আশ্রয় করে বেড়ে ওঠা শিল্পেও ধ্বস নামবে এটাই স্বাভাবিক!
রিক্সা পেইন্ট নিয়ে অনেক ইতিহাস! আপনি জানেন নিশ্চয়ই, সরকারী ভাবে আইন করে রিক্সায় সিনেমার ছবি আকাঁ বন্ধ করা হয়েছিল?

সে সব নিয়ে হয়তো লিখবো একদিন!

শুভেচ্ছা খলিল ভাই!

আপনার চমৎকার মন্তব্য গুলো লেখকদের জন্য অনেক অনুপ্রেরণা দায়ক.....

৮৭| ২৪ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:০২

মুসাফির৭৫৮৪ বলেছেন: মাম্মা, কুতায় তুমি?
এতোদিন কুতায় চিলা?

এরাম জব্বর পুস্ট দিচো।
বুকে আসো মাম্মা!
বুকে আসো।

পুস্টে পিলাচ।
তুমি আমার দলের দুই নাম্বার জ্ঞানী মাম্মা।

০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১২:৩৭

রেজোওয়ানা বলেছেন: মন তেমন ভাল নাই মাম্মা!

আমি গিয়ানি না, আমি হলাম গিয়ে বেকুব কিসিমের মানুষ! আপনের দলে বেকুব লাগলে আমারে নিতে পারেন, এক নম্বর পোস্টে নিয়েন!

আছি তো এদিক-সেদিক!

নতুন কবিতা লেখেন না ক্যান মাম্মা?
আপনের মায়াবী মা্ম্মা কবিতার ফ্যান হয়ে গেছি তো!


বাই দ্যা ওয়ে, আপনি জীবনেও এই প্রোপিক বদলাবেন না কেমন? এটা খুবই অমায়িক!

৮৮| ২৪ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৫৪

স্বপনবাজ বলেছেন: √√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√√
অনেক অজানায় সমৃদ্ধ হলাম!
এক ঝাক কৃতজ্ঞতা!

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৪৮

রেজোওয়ানা বলেছেন: লেখাটা আপনাদের ভাল লেগেছে, এটা আমার জন্য খুব স্বস্তির! ভেবেছিলাম, বোরিং টপিকস, ভাল লাগবে কিনা সন্দিহান ছিলাম!


ধন্যবাদ ভাইয়া

শুভ দিন :)

৮৯| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৩৪

ম্যাভেরিক বলেছেন: কী এক শিল্পই না ছিল এটি! আপনার লেখায় জানা হলো আরও ইতিহাস অনেক।

০৬ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫১

রেজোওয়ানা বলেছেন: ম্যাভেরিক ভাইয়া,


স্যার আপনার ,মন্তব্য পেলে মনে হয় লেখাটা হয়ত আসলেই কিছুটা ভাল হয়েছে! এই অনুভূতিটা খুব আনন্দের আমার জন্য....


খুব বৃষ্টি হচ্ছ ক'দিন ধরে, আজও!

শুভেচ্ছা সব সময়ের .....

৯০| ২৫ শে অক্টোবর, ২০১২ রাত ১১:৪০

কিংবদন্তী হাসিব বলেছেন: সত্যিই ভালো লাগল আপনার এই লেখাটি। অনেক তথ্য তুলে ধরেছেন। পোস্টে প্লাস রইলো।

০৮ ই নভেম্বর, ২০১২ দুপুর ১২:৫০

রেজোওয়ানা বলেছেন: আগ্রহ নিয়ে পড়ার জন্য আপনাকে ধন্যবাদ হাসিব

শুভ দিন :)

৯১| ২৭ শে অক্টোবর, ২০১২ বিকাল ৩:৪৮

ভাস্কর চৌধুরী বলেছেন:


.....人~EID MUBARAK~
...( ◎)________人
..║ ∩║_____.-:'''"' '";-.
..║ ∩║___(*(*(*|*)* )*)
..║ ∩║_. ║∩∩∩∩∩∩∩∩∩║
══════════════════════════════════════
✪░▒▓███► ஜ۩۞۩ ঈদ মোবারক ۩۞۩ஜ ◄███▓▒░✪
══════════════════════════════════════

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৫

রেজোওয়ানা বলেছেন: দু:খিত ভাইয়া, রিপ্লাইয়ে অনেক দেরি করলাম!


শুভ দীপাবলী :)

৯২| ২৮ শে অক্টোবর, ২০১২ সকাল ৮:১৭

কালীদাস বলেছেন: ঈদ মোবারক, হে পেইন্টার :P

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৬

রেজোওয়ানা বলেছেন: শুভ দীপাবলী, হে হ্যান্ডাসাম ফ্যাশানেবল ব্লগার ;)

৯৩| ২৮ শে অক্টোবর, ২০১২ বিকাল ৪:৩০

বৈশাখী ঝড় বলেছেন: অনেক তথ্যবহুল পোষ্ট। সরাসরি প্রিয়তে।

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:০৮

রেজোওয়ানা বলেছেন: আপনার ভাল লেগেছে জানতে পেরে ভাল লাগছে আমার নিজেরও!

শুভ সকাল :)

৯৪| ২৯ শে অক্টোবর, ২০১২ সকাল ১১:১৪

আবু সালেহ বলেছেন:

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১০

রেজোওয়ানা বলেছেন: দু:খিত সালেহ ভাই, এত দেরী করে রিপ্লাইয়ের জন্য!

শুভ দীপাবলী :)

৯৫| ০৮ ই নভেম্বর, ২০১২ বিকাল ৫:১৩

তন্ময়০১৩ বলেছেন: পোস্টার সাথে মাইকিং !! :P আমার কাছে মাইকিংটাও দারুণ লাগত। ক্যাসেটপ্লেয়ার এর সাথে মুখ দিয়েও বিভিন্ন শব্দ করতো :)

++++++++++

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১২

রেজোওয়ানা বলেছেন: ইয়েস মাইকিং!

পোস্টার গুলো রিক্সার চারপাশে লাগান থাকতো আর মাঝে ঘুপসির মধ্যে বসে থেকে মাইকিং চলতো....



অনেক ধন্যবাদ তন্ময়

শুভ সকাল :)

৯৬| ১৩ ই নভেম্বর, ২০১২ দুপুর ১:২৯

প‌্যাপিলন বলেছেন: সিনেমার ব্যানার বানানো খুব সহজ। প্রথমে একটা স্টিল ছবিকে পেন্সিল দিয়ে অনেকগুলো বর্গক্ষেত্রে ভাগ করে নিতে হবে। তারপর ব্যানারের কাপড়ে সমসংখ্যক বর্গক্ষেত্র অঙ্কন করে স্টিল ছবিতে যেই বর্গক্ষেত্রে যেরকম আকা আছে সেরকম আকলেই কেল্লাফতে -

সিনেমা হলের সুবর্ণ সময়ে হাফপ্যান্ট পড়া একজন বালকের কাছে এর চে বিস্ময়কর আবিষ্কার আর কি হতে পারে! অবশ্য এজন্য বালককে স্কুল পালিয়ে ব্যানার পেইন্টিং দেখতে যেতে হয়েছিল অনেকদিন

১৪ ই নভেম্বর, ২০১২ সকাল ১১:১৫

রেজোওয়ানা বলেছেন: হু, আমি পড়েছিলাম আঁকার প্রসেসটা!

স্কুল পালিয়ে এসব আঁকাবুকি দেখতে যায়া হতো বুঝি?.....হা হা

বালক বয়সটাই আসলে এমন ছিল, চারপাশের সব কিছুই অপরিসীম মুগ্ধতা নিয়ে অপেক্ষায় থাকত বালকের দৃষ্টি আকর্ষণের জন্য....

শুভ সকাল প্যাপিলন

সময় ভাল কাটুক :)

৯৭| ২৯ শে নভেম্বর, ২০১২ রাত ১২:৫৫

কান্ডারি অথর্ব বলেছেন: এই পোস্ট প্রিয়তে নিয়ে রেখে দিলাম আর এমন একটা তথ্য বহুল পোস্ট পড়ে আজ থেকে আমি আপনার ফ্যান হয়ে গেলাম সাথে এই চমৎকার পোস্টের জন্য একটি ভালোলাগা দিলাম

২৯ শে নভেম্বর, ২০১২ বিকাল ৩:৫৬

রেজোওয়ানা বলেছেন: ফ্যান!!
হা হা হা

কি যে বলেন ভাই!

পড়ার জন্য এবং প্রিয়তে রাখার জন্য অনেক ধন্যবাদ

দিন ভাল কাটুক আপনার :)

৯৮| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৪৬

মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: মাথা নষ্ট! (আমার- এতো সুন্দর, আর অনুসন্ধানী পোস্ট দেখে।)

মাসে একটা কি দুইটা পোস্ট দেন সবগুলোই মাথা নষ্ট করা।

প্লাস অগণিত...

০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৭

রেজোওয়ানা বলেছেন: এমন চমৎকার মন্তব্য পেলে মনে হয় লাফ দেই একটা! নেহায়েত ভুমিকম্প হয়ে যাবার ভয়ে দেই না! অনেক ধন্যবাদ সজীব ভাইয়া, আপনার দুটো মন্তব্যই আজ আমাকে গভীর আনন্দ দিল....


সময় ভাল কাটুক আপনার :)

৯৯| ৩০ শে নভেম্বর, ২০১২ সকাল ৯:৫৮

তাসজিদ বলেছেন: এ বিষয় এত অনুসন্ধান করে পোস্ট। ভাবাও যায় না।
Hats off.

০৬ ই ডিসেম্বর, ২০১২ দুপুর ১:৩৯

রেজোওয়ানা বলেছেন: মন্তব্যে সন্মানিত বোধ করছি তাসজিদ

অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানবেন.....

১০০| ১০ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:২৯

স্বদেশ হাসনাইন বলেছেন: .
হাতে আঁকা সিনেমার ব্যানার বিস্মৃত হয়ে যাচ্ছে। যা ব্যানার সবই কম্পিউটার গ্রাফিক্সে স্কিন প্রিন্টে আসছে। আর সিনেমা নিজেই তো তাই..
অসম্ভব না ক'দিন পরই প্রযুক্তির হাতে পড়ে মরে যাবে
যেমন তাঁত বন্ধ হয়ে টেক্সটাইল মিল এসেছে, অথবা পাল তোলা নৌকার স্থান ইঞ্জিনের নৌকা দখল করেছে। সহব্লগার লালদরজার নির্মিত "সিনেমা নিয়া" ডুকমেন্টারির কথা মনে পড়ছে প্রাসঙ্গিক কারনেই।

১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৫

রেজোওয়ানা বলেছেন: মাঝে মাঝে মনে হয় প্রযুক্তি এক সময়ে হয়তো মানুষের সহজাত সৃজনশীলতাকে ধ্বংস করে ফেলবে!


পড়লেন বলে খুব ভাল লাগলো হাসনাইন ভাইয়া।

সময় ভাল কাটুক আপনার....

১০১| ১১ ই ডিসেম্বর, ২০১২ সকাল ৯:৫০

পৃথিলা আফনান বলেছেন: ওয়াও! অনেক কিছু জানতে পারলাম একসাথে। থাঙ্কু আপু। শোকেসড! :)

১১ ই ডিসেম্বর, ২০১২ বিকাল ৪:৩৭

রেজোওয়ানা বলেছেন: তোমার মন্তব্য পড়ে ভাল লাগছে পৃথিলা!

অনেক ধন্যবাদ এবং খুব ভাল থেকো....

১০২| ০৪ ঠা জানুয়ারি, ২০১৩ সকাল ১০:১২

হাসান ফেরদৌস বলেছেন: অনেক তথ্যবহুল পোষ্ট

০৯ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০২

রেজোওয়ানা বলেছেন: পড়লেন বলে ভাল লাগলো ফেরদৌস!

ভাল থাকবেন

শুভ দিন ......

১০৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫

ইখতামিন বলেছেন: ৫৮ তম +++

চমৎকার তথ্যবহুল একটি পোস্ট.

ছোট বেলা মধুমিতার সামনে দেখতাম।
ঝুলে থাকতো।
এখন অবশ্য দেখা যায় না...

২৭ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৫৯

রেজোওয়ানা বলেছেন: দেখার জন্য অনেক ধন্যবাদ ইখতামিন!

ভাল থাকবেন

শুভ রাত

১০৪| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪৮

কান্ডারি অথর্ব বলেছেন:


আপনাকে লগ ইন দেখে ভাল লাগল। কেমন আছেন ? নিয়মিত হবেন আশা করি।

১০৫| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৫

তুষার মানব বলেছেন: অনেক কিছু জানলাম । ধন্যবাদ আপনাকে ।

১০৬| ২৯ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৫৭

তুষার মানব বলেছেন: অনেক কিছু জানলাম । ধন্যবাদ আপনাকে ।

১০৭| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ৮:৫২

তানজীব তন্ময় বলেছেন: খুবই প্রয়োজনীয় একটা লেখা। আপনার এই লেখাতে মন্তব্য করার জন্যই প্রায় এক বছর পর ব্লগে লগ ইন করলাম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.