![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিশেহারা যে মোর মন কিসে সার্থক এই জীবন খুঁজে ফিরি কোথা নেব ঠাঁই। চারিদিকে সবাই মোর কেউ ভালো কেউ মন্দ ঘোর আপন মান যেচে সেথা বেড়াই ...
ছোট বেলার ছোট থেকে বড় সব ঘটনাই এখন মনে পরে খুব। সবারই মনে থাকে। কি করেছি, কি খেলেছি, কি পড়েছি, কি দুষ্টুমি করেছি কোনটাই ভুলে যাবার মত না। বড় বেলার দিন গুলো সেই দিন গুলোর জন্য হা হুতাশ করতে করতে কেটে যায়।
কিন্তু তখন মানে সেই পিচ্চি বেলায় যে শুধু আনন্দই হত বা খেলাই হত তা কিন্তু না।
রাগ হত, ঝগড়া হত, মারামারিও হত অভিমানও থাকত আমাদের।
রাগ বা ঝগড়া যে খুব বড় বিষয় নিয়ে হত তা কিন্তু না। ছোট মানুষদের রাগ অভিমানও ছিল ছোট ছোট বিষয় নিয়ে
" ও কেন আমার কথা শুনেনি!
কেন আমাকে বয়ল দেয়নি!
কেন আমাকে আগে খেলতে দেয়নি!
কেন আমাকে আউট করে দিল!
হেন তেন "
আর তারপরেই গাল যেত ফুলে আর চোখ লাল এখুনি কান্না শুরু হবে।
ছোট বেলার অভিমান বা রাগের ছিল অদ্ভুত বহিঃপ্রকাশ।তখন রাগ অভিমান প্রকাশ করার পদ্ধতি ছিল -
যার উপর রাগ হবে তার কেয়া আঙ্গুলে আঙ্গুল ছুয়ে বলতাম "আড়ি, আড়ি, আড়ি"
বলেই দূরে ছুটে যেতাম।
এই আড়ি ছিল অনেক রকম।
"শুধু আড়ি"
"জীবনের আড়ি"
"মরনের আড়ি"
শুধু আড়ি এমনি এমনি অল্প রাগ হলে দিতাম ।
আর জীবনের আড়ি মানে আর জীবনেও কথা বলব না।
মরনের আড়ি মানে মৃত্যুর পরও কথা বলব না!
শেষের টা ছিল সব থেকে ভয়ঙ্কর আড়ি!
কি যে বুঝতাম জীবন কি আর মৃত্যু কি! কিন্তু জানতাম এটা খুব ভয়ঙ্কর রাগ। যে রাগ করত আর যার সাথে রাগ হত দু'জনেরই মন ভীষণ খারাপ হয়ে থাকত। কখন রাগ ভাঙ্গবে আর কথা বলবে বা কখন কথা বলতে পারব সেই চিন্তায় নিজেই অস্থির হয়ে যেতাম!
আরও মজার ব্যাপার ছিল যে,
যে যত ভয়ঙ্কর আড়ি দিত তত তাড়াতাড়ি রাগ চলে যেত
আসলে কেউই বেশী সময় রাগ করে থাকতে পারতাম না। রাগ অনেক আগেই চলে যেত কিন্তু মুড মেরে বসে থাকতাম কথা বলব না
কিন্তু আসলে কথা বলার জন্য মরে যাচ্ছি
...
রাগ ভাঙ্গার ব্যাপারটাও ছিল মজার। রাগ ভাঙ্গলে দুজনই বলতাম "ভাব"
কি সব দিন কাটিয়েছি! এখন ভাবি আর হাসি! কত মজারই না ছিল দিন গুলো!
এখন মাঝে মাঝে সবার উপর, পুরো দুনিয়ার উপর, সব মানুষের উপর ভীষণ রাগ হয়, অভিমান হয়,
মনে মনে আড়ি কাটি, বেশী রাগ হলে জীবনের আড়ি বা মরনের আড়ি। যত ভয়ঙ্কর রাগ হয় তত দ্রুতই রাগ চলে যায়!
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১২
বাবুনি সুপ্তি বলেছেন: আড়ি
২| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৯
পটল বলেছেন: কতো যে আড়ি হতো ছোট আঙ্গুলকে সাক্ষী রেখে
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৭
বাবুনি সুপ্তি বলেছেন: কত যে অভিমান!
৩| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১২
নীল কষ্ট বলেছেন: ha ha ha
chelebelar emon sohoj sorol rag-oviman ekhon jodi abar fire petam
dingulo silo tulonahin
best time
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২১
বাবুনি সুপ্তি বলেছেন: সেই দিন গুলোই এখন বাঁচিয়ে রাখে আমাদের।
৪| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৪
ইষ্টিকুটুম বলেছেন: আসলে কেউই বেশী সময় রাগ করে থাকতে পারতাম না। রাগ অনেক আগেই চলে যেত কিন্তু মুড মেরে বসে থাকতাম কথা বলব না
( কিন্তু আসলে কথা বলার জন্য মরে যাচ্ছি
..
ভালো বলেছেন।
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৩
বাবুনি সুপ্তি বলেছেন: আপু আমাকে আপনি করে কেন বলে? আমাকে বুঝি ভুলেই গেছেন?
৫| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আসলে কেউই বেশী সময় রাগ করে থাকতে পারতাম না। রাগ অনেক আগেই চলে যেত কিন্তু মুড মেরে বসে থাকতাম কথা বলব না কিন্তু আসলে কথা বলার জন্য মরে যাচ্ছি ...
আবারো সেই ছোট বেলা ফিরে যেতে ইচ্ছে করে, আবারো আড়ি দিতে ইচ্ছে সেইসব খেলার সাথীদের সাথে, ইস যদি পারতাম।
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৫
বাবুনি সুপ্তি বলেছেন: সুন্দর করে বলেছেন। আমারও ইচ্ছে করে সেই আড়ি দেবার দিনে চলে যেতে। আমার একটা ফ্রেন্ড ব্লাড ক্যান্সারে মারা গিয়েছে ছোট বেলায়। কত যে রাগ করেছি ওর সাথে। কত আড়ি কেটেছি। খুব মনে পরে আর মন খারাপ হয়।
৬| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩২
একলা পাখি বলেছেন: ছোট আঙ্গুল দিয়ে বন্ধু হতাম আর বুড়ো আঙ্গুল দিয়ে ভেঙে দিতাম রাগ হলে
আর সাথে আড়ি তো থাকতোই ,,,,,,,,,,,,,,,,,
মনে করিয়ে দিলেন সেই প্রথম বেলার কথা গুলো.........
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৫
বাবুনি সুপ্তি বলেছেন: রাগ ভাঙ্গানোর কথা ভুলেই গিয়েছিলাম। মনে করিয়ে দিয়েছেন। এখন লিখেছি অনেক ধন্যবাদ।
৭| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৬
মেহেরুবা বলেছেন: আহ! সেই আড়ি! সেই ভাব! কত কিছু মনে পড়ে গেল!!!!
২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৮
বাবুনি সুপ্তি বলেছেন:
হুম আপু।
৮| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৬
চতুরঙ্গ বলেছেন: পটল বলেছেন: কতো যে আড়ি হতো ছোট আঙ্গুলকে সাক্ষী রেখে। আর বুড়ো আঙ্গুল মিলিয়ে ভাব হত।
নষ্টালজিক হয়ে গেলাম।
২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩১
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক দিন পর সবাইকে পিচ্চি বেলার কথা মনে করিয়ে দিলাম
৯| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪৮
েমঘ চলে যায় বলেছেন: বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: আসলে কেউই বেশী সময় রাগ করে থাকতে পারতাম না। রাগ অনেক আগেই চলে যেত কিন্তু মুড মেরে বসে থাকতাম কথা বলব না কিন্তু আসলে কথা বলার জন্য মরে যাচ্ছি ...
আবারো সেই ছোট বেলা ফিরে যেতে ইচ্ছে করে, আবারো আড়ি দিতে ইচ্ছে সেইসব খেলার সাথীদের সাথে, ইস যদি পারতাম।
২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৩২
বাবুনি সুপ্তি বলেছেন: ইস যদি পারতাম
১০| ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৫৩
শ।মসীর বলেছেন: ছোট বেলার দিন গুলো....
২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: হুম ভাবি আর নিঃশ্বাস ফেলি
১১| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:০৭
মিজান আনোয়ার বলেছেন: রাগ উঠলে সজ্জ করে থাকতে পারি না। আগে ঘরের বেড়া পিটতাম।নয় তো কিছু পালাই দিলাম।আর এখন সব রাগ মোবাইল এর উপর দিয়ে যায়।এখন কার রাগের ছেয়ে আগের রাগ টা মনে হয় অনেক ভালো ছিলো। এখন রাগ করলে অনেক লস হয়ে যায়।
২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:১১
বাবুনি সুপ্তি বলেছেন: মজার
১২| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:৫৮
আকাশের তারাগুলি বলেছেন: আড়ি আড়ি, কানি আংগুলের আড়ি, আগামী ৩দিন তোর লগে কোন কথা নাই।
২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১২
বাবুনি সুপ্তি বলেছেন: ওহ আপনি এমন বলতেন পিচ্চি বেলায়?
১৩| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:০০
ফলে পরিচয় বলেছেন: পিচ্চি বেলার কথা মনে পড়ে গেল।
২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১২
বাবুনি সুপ্তি বলেছেন:
১৪| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:২৬
করবি বলেছেন: সেই যে আমার নানা রঙের দিন গুলি............
২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৩
বাবুনি সুপ্তি বলেছেন: আমার নানা রঙের দিন গুলি ...............
১৫| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১:৪২
গুরুজী বলেছেন: আগে কি সুন্দর দিন কাটাইতাম!
২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৪
বাবুনি সুপ্তি বলেছেন:
১৬| ২০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:১০
সুরঞ্জনা বলেছেন: আড়ি আড়ি আড়ি
কাল যাবো বাড়ি
পরশু যাবো ঘর
তারপরের লাইনে কি যেন একটা ছিলো মনে নেই, তবে চুল ধরে টানাটানি কর, এ কথাটি মনে আছে। আহারে!!! আমাদের শৈশব!!! একবার যদি ফিরে পেতাম!
২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৪
বাবুনি সুপ্তি বলেছেন: আমারো মনে পরি পরি করছে
১৭| ২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:১৮
রাষ্ট্রপ্রধান বলেছেন:
২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৬
বাবুনি সুপ্তি বলেছেন:
১৮| ২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৮
দি ফ্লাইং ডাচম্যান বলেছেন: এখন মাঝে মাঝে সবার উপর, পুরো দুনিয়ার উপর, সব মানুষের উপর ভীষণ রাগ হয়, অভিমান হয়,
মনে মনে আড়ি কাটি, বেশী রাগ হলে জীবনের আড়ি বা মরনের আড়ি। যত ভয়ঙ্কর রাগ হয় তত দ্রুতই রাগ চলে যায়!
আমার তো এত সহজে যায় না!
ছোটবেলায় কেবলই মনে হত, কবে যে বড় হব! সবাই আর কর্তৃত্ব দেখাতে পারবেনা! আর এখন! মনে হয় সেদিন গুলোই ভাল ছিল... ভাবনাহীন নিশ্চিন্ত দিনযাপন...
২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:০৯
বাবুনি সুপ্তি বলেছেন: আমার বড় হতে কখনোই ভালো লাগত না, এখনও লাগেনা
১৯| ২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৫
ডেজা-ভু বলেছেন: কি ভদ্র পুলাপাইন!!!
চুল টানাটানি করেন নাই একদিনও!!!
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৩
বাবুনি সুপ্তি বলেছেন: নাহ চুল টানাটানি করিনাই। আমরা অনেক ভদ্র ছিলাম
২০| ২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪২
কি নাম দিব বলেছেন: আহারে ছোটবেলার দিনগুলো... ( দীর্ঘনিঃশ্বাস ফেলার ইমো)
ছোটবেলায় কত সহজেই আড়ি ভাঙ্গা যেতো। বড়বেলা খুব জটিল, আড়ি ভাঙ্গা যায় না রে আপু
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৬
বাবুনি সুপ্তি বলেছেন: বড় বেলায় আড়ি ভাঙলেও বলা যায় না
২১| ২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৪৭
পটল বলেছেন: আড়ি দেয়ার সময় আঁড়ি ভাঙ্গার দিন ক্ষনও ঠিক করা হতো।
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৭
বাবুনি সুপ্তি বলেছেন: তাই নাকি? মজার তো
২২| ২০ শে এপ্রিল, ২০১১ বিকাল ৫:৫৪
ফাইরুজ বলেছেন: একই নামের লেখা মানিনা মানবো না
খুব সুন্দর হয়েছে আপু। আমারটার চেয়ে অনেক সুন্দর
২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১০
বাবুনি সুপ্তি বলেছেন: আমি আপনার লেখা টা পড়েছি আগেই। তবে আমি আরও আগেই লেখাটা ভেবে রেখেছিলাম আপনার লেখটা অনেক বেশী ভালো হয়েছে
২৩| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ৮:২৫
রাজসোহান বলেছেন: ঠিকাসে আড়ি
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: কার সাথে আড়ি?
২৪| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:১৫
অনঙ্গ বলেছেন: ভাব ভাব ভাব!
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:২৯
বাবুনি সুপ্তি বলেছেন:
ভাব ভাব ভাব
২৫| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ৯:২৪
মেহবুবা বলেছেন: ভাবছি, ভাবাচ্ছে এ পোষ্ট ।
তেমন করে আড়ি নেয়া হয়নি কারো সাথে কখনো ।
কেন নিজের ওপর অন্যদের ওপর রাগ করে সময় নষ্ট করবে বাবুনি ? যে বা যারা কষ্টের কারন তাদের করুনা করতে শেখ দেখবে এক লাফে ডিঙ্গিয়ে গেছো মন খারাপের ঘরের দেয়াল ।
নিজের উপর রাগ কাভি নেহী । নিজে যে কেবল নিজের হাতে আছি , কাছে আছি তাকে একটু বেশী বেশী ভালবাসতে চাই ।
তুমি পারবে অনেক কিছু পারবে । না পারলে আড়ি, ছোট আঙুলে বড় আড়ি তোমার সাথে ।
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৩১
বাবুনি সুপ্তি বলেছেন: নিজের উপর রাগ কাভি নেহী । নিজে যে কেবল নিজের হাতে আছি , কাছে আছি তাকে একটু বেশী বেশী ভালবাসতে চাই
আপু, অনেক সুন্দর কথা গুলো
না না আমি আড়ি নিতে দিব না। হাত মুঠ করে রাখব
২৬| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১২
ত্রিনিত্রি বলেছেন: আগেকার সময়ই ভালো ছিল। আড়ি গুলি দ্রুত কাটত। এখন যত দিন যাচ্ছে রাগ-অভিমান আরো বাড়তেসে,
কিন্তু কাটানো আর হয় না।
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৪৫
বাবুনি সুপ্তি বলেছেন: জমে জমে বিশাল পাহার হয়ে যাচ্ছে
২৭| ২০ শে এপ্রিল, ২০১১ রাত ১০:২৬
নুপুরের রিনিঝিনি বলেছেন: ইশ আপু! দুদিন আগে একজনকে বলছিলাম যদি ফিরে যেত পারতাম সেই দিন গুলোতে! কি মজা হতো!!
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৩
বাবুনি সুপ্তি বলেছেন: মিলে গেছে আমার সাথে
২৮| ২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৩:৫২
আলিম আল রাজি বলেছেন: আগে কড়ে আঙ্গুলে কড়ে আঙ্গুল লাগিয়ে আড়ি দিতাম
২১ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:০৪
বাবুনি সুপ্তি বলেছেন: আমরা কড়ে আঙ্গুলকে কেয়া আঙ্গুল বলি
ছেলেরাও এমন আড়ি নিত?
২৯| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১:২৭
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: কেউ যদি আমার শৈশব আমায় একদিনের জন্য ফিরিয়ে দিতে পারতো, তাকে আমি আমার সর্বস্ব দিয়ে দিতাম।
২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: মন খারাপ করে দেয়ার মত কথা ।
৩০| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১:৪৩
সাকিন উল আলম ইভান বলেছেন: আমার সাথে কেউ আড়ী নিলে খুব কান্নাকাটী করতাম...........
২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১০:৫৭
বাবুনি সুপ্তি বলেছেন: আমি কান্নাকাটি করতম না। তবে খুব মন খারাপ হত। তবে আমার সাথে আড়ি নিয়েছে এমন খুব কম হয়েছে
৩১| ২২ শে এপ্রিল, ২০১১ রাত ১০:১২
শায়মা বলেছেন: আড়ি আড়ি আড়ি
কাল যাবো বাড়ি
পরশু যাবো ঘর
কি করবি কর?
হুনুমানের লেজটা ধরে
টানাটানি কর।
২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৩
বাবুনি সুপ্তি বলেছেন: কি মজার ছড়া টা !! রাগ করে অভিমানের ছড়া।
৩২| ২৩ শে এপ্রিল, ২০১১ রাত ৯:০৮
শিপু ভাই বলেছেন: নানা রঙ এর দিনগুলিকে খাঁচায় রাখা যায় না।
শৈশবের দিনগুলোর কথা মনে পড়লে মনটা খারাপ হয়ে যায়।
পোস্ট ভাল লাগল। ইটস রিয়েল ব্লগিং!!
২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:১৯
বাবুনি সুপ্তি বলেছেন: ভালো লাগছে শুনে আমার ব্লগিং ভালো লেগেছে আপনার।
৩৩| ২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:২৩
খন্ডকাব্য বলেছেন: যাও আড়ি তুমার সাথে.......
কুনু কমেন্টস করুম না
২৪ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৩৫
বাবুনি সুপ্তি বলেছেন: আমি কিছু দেখি নাই
৩৪| ২৪ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:২৪
মেঘ বলেছে যাবো যাবো বলেছেন: হ্যাঁ আসলেই মাঝেমাঝে রাগ করে সেটা ধরে রাখাটা খুব টাফ হয়ে যায়...
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১১
বাবুনি সুপ্তি বলেছেন: হুম পিচ্চিদের আবার রাগ কি!
৩৫| ২৫ শে এপ্রিল, ২০১১ সন্ধ্যা ৭:৪০
~স্বপ্নজয়~ বলেছেন: আড়ি , আড়ি, আড়ি
কাল যাব বাড়ী
পড়শু যাব ঘর
বাবুনির লেজ ধরে টানাটানি কর
২৫ শে এপ্রিল, ২০১১ রাত ১১:১৩
বাবুনি সুপ্তি বলেছেন: ইহ! ভাইয়া আমার লেজ নাই
৩৬| ২৮ শে এপ্রিল, ২০১১ রাত ১:৩৯
আধাঁরি অপ্সরা বলেছেন:
বাপরেহ!! এত আড়িবাজ মেয়ে!!!
২৮ শে এপ্রিল, ২০১১ বিকাল ৪:১৬
বাবুনি সুপ্তি বলেছেন: এইহ তুমি বুঝি আড়ি নিতে না?
৩৭| ২৯ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:৪০
সাদাচোখ বলেছেন:
ছোট বেলায় সবাই একই ধরনের কর্মকান্ড করে। বয়স বাড়ার সাথে সাথে অন্যদের থেকে আলাদা করার প্রয়োজন হয়ে পড়ে।
সেজন্য মনে হয় সবারই ছোটবেলার কিছু কমন স্মৃতি থাকে।
০২ রা মে, ২০১১ সকাল ৯:০৬
বাবুনি সুপ্তি বলেছেন: হুম । এই ব্যাপার টা খুব মজার কারন আমি কি অনুভব করছি সবাই সেটা বুঝতে পারে
৩৮| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ১২:১৫
মুকুট বিহীন সম্রাট বলেছেন: খুবি সুন্দর একটা পোস্ট
বুড়ো আঙ্গুল দিয়ে আড়ি খুলতে হয়,আমার আপু আমার ভয়ে বুড়ো আঙ্গুল লুকিয়ে রাখাতেন যেন আমি চুপি চুপি আড়ি না ভেঙ্গে ফেলি
০২ রা মে, ২০১১ সকাল ৯:১১
বাবুনি সুপ্তি বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া। হুম ঠিক বুরো আঙ্গুল দিয়ে আড়ি ভাঙ্গে
হিহিহি আঙ্গুল লুকিয়র ফেলাটা মজার
৩৯| ৩০ শে এপ্রিল, ২০১১ দুপুর ২:৩১
সায়েম মুন বলেছেন: আড়ি আড়ি আড়ি
০২ রা মে, ২০১১ সকাল ৯:২৯
বাবুনি সুপ্তি বলেছেন: আড়ি আড়ি আড়ি
৪০| ০১ লা মে, ২০১১ দুপুর ২:৩৫
ইষ্টিকুটুম বলেছেন: অনেকদিন পরে আসলাম, কাকে তুমি তুই বলতাম, সঠিক মনে নাই। যদি ভুল হয়ে যায়, তাই আপনি বলেছি। কেমন আছো মিষ্টি মেয়ে??
০২ রা মে, ২০১১ সকাল ৯:৩০
বাবুনি সুপ্তি বলেছেন: ভাল আছি আপু
৪১| ০৫ ই মে, ২০১১ সকাল ৯:০৪
মে ঘ দূ ত বলেছেন: আড়ি দেওয়া এখনো ফুরোয় নি? নতুন পোষ্ট কই?
০৫ ই মে, ২০১১ সকাল ১০:২৭
বাবুনি সুপ্তি বলেছেন: বাহ রে! এত্ত বড় একটা নতুন পোস্ট দিলাম যে!!!!!
৪২| ০৫ ই মে, ২০১১ সকাল ১০:৩৭
laabony বলেছেন: সেকি!!! এতো সব আমার কথা......!!! খুব ভালো লেগেছে আপু......
ভালো থাকবেন..........
০৫ ই মে, ২০১১ সকাল ১১:৪৩
বাবুনি সুপ্তি বলেছেন: আমার কথাই সবার কথা আপুনি
৪৩| ০৫ ই মে, ২০১১ সকাল ১০:৪১
সাইমনরকস বলেছেন: আমার ইউনিভার্সিটিতে পড়ুয়া ছোট বোনটাও ছোটবেলায় এমন আড়ি নিত। মাগরিবের আযানের সময় ঘরে আসার সময় তার খেলার সাথীদের সাথে ঝগড়া করে জীবনের আড়ি নিয়ে চলে আসত। পরদিন বিকেলে আবার তাদের সাথে স্বাভাবিকভাবে ভাব নিয়ে খেলা শুরু করত।
০৫ ই মে, ২০১১ সকাল ১১:৪৪
বাবুনি সুপ্তি বলেছেন: খিক খিক খিক
রাগ তার! কি অভিমান!
৪৪| ০৫ ই মে, ২০১১ দুপুর ১২:১০
নষ্টছেলে বলেছেন: "ভাব" করে গেলাম।
০৫ ই মে, ২০১১ দুপুর ১:৩০
বাবুনি সুপ্তি বলেছেন: ভাব গ্রহণ করলাম
৪৫| ০৫ ই মে, ২০১১ দুপুর ১:০৬
রেজোওয়ানা বলেছেন:
আড়ি আড়ি আড়ি,
কাল যাবো বাড়ি,
পরশু যাবো ঘর
হনুমানের লেজটা ধরে টানাটানি কর।
০৫ ই মে, ২০১১ দুপুর ১:৩০
বাবুনি সুপ্তি বলেছেন: যাক আপু! আপনি আমার নাম বলেন নাই
৪৬| ১০ ই মে, ২০১১ বিকাল ৩:৩০
চতুষ্কোণ বলেছেন: যে যত ভয়ঙ্কর আড়ি দিত তত তাড়াতাড়ি রাগ চলে যেত
আসলে কেউই বেশী সময় রাগ করে থাকতে পারতাম না। রাগ অনেক আগেই চলে যেত কিন্তু মুড মেরে বসে থাকতাম কথা বলব না
কিন্তু আসলে কথা বলার জন্য মরে যাচ্ছি
...
১০ ই মে, ২০১১ বিকাল ৫:২৫
বাবুনি সুপ্তি বলেছেন:
হাসি কেন?
৪৭| ২২ শে মে, ২০১১ রাত ৮:২৭
Dee Dee বলেছেন: নতুন পোস্ট না দিলে আড়ি !!
৩০ শে মে, ২০১১ রাত ৮:৫১
বাবুনি সুপ্তি বলেছেন: সবার পোস্টে মন্তব্যই তো ঠিক মত করতে পারছি না
লিখব কখন!
৪৮| ২৭ শে মে, ২০১১ সকাল ১০:৫৬
দীপান্বিতা বলেছেন: হাঃ, হাঃ! ছোটবেলা আমরা আড়ি করলে এই কবিতাটা সুর করে বলতাম
আড়ি আড়ি আড়ি
কাল যাবো বাড়ি
পরশু যাবো ঘর
হনুমানের লেজটি
ধরে টানাটানি কর ....
৩০ শে মে, ২০১১ রাত ৯:৩৭
বাবুনি সুপ্তি বলেছেন: খিক খিক
৪৯| ২৯ শে মে, ২০১১ সকাল ৯:৫৪
অদৃশ্য সত্তার বাক্যালাপ বলেছেন: আড়ি আড়ি!!! কতসব স্মৃতি!
আপুকে জন্মের ভাব!!
৩০ শে মে, ২০১১ রাত ৯:৩৭
বাবুনি সুপ্তি বলেছেন: থ্যাঙ্কু তোমাকেও জন্মের ভাব
৫০| ৩০ শে মে, ২০১১ রাত ৯:১৮
সায়েম মুন বলেছেন:
আড়ি আড়ি আড়ি
দিন না একটা পোষ্ট
হয় রেসিপি
না হলে তরকারী
আড়ি আড়ি আড়ি
পোষ্ট না দিলে
আসবো না আপনার বাড়ি
৩০ শে মে, ২০১১ রাত ৯:৩৮
বাবুনি সুপ্তি বলেছেন: আমি তো রেসিপি পোস্ট দেইনা। কারন আমি রান্না করতে পারিনা। তবে রেসিপির লিঙ্ক নিয়ে পোস্ট দিয়েছিলাম। ছড়া টা মজার হয়েছে
৫১| ০৬ ই জুন, ২০১১ দুপুর ১২:২৩
পাহাড়ের কান্না বলেছেন: আমি কারো সাথে রাগ করে ছোট বেলায়তো থাকতে পার্তামইনা এখনো পারিনা। তবে ছোট বেলায় বিচ্ছু বলে আমাকে অনেকেই ভয় পাইতো
০৬ ই জুন, ২০১১ দুপুর ২:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: আপনি তো তাহলে ভয়ঙ্কর ছিলেন খিক খিক!
৫২| ০৬ ই জুন, ২০১১ বিকাল ৩:০১
দূর্ভাষী বলেছেন: হাজিরা দিয়ে গেলাম
০৮ ই জুন, ২০১১ দুপুর ১২:০৭
বাবুনি সুপ্তি বলেছেন:
৫৩| ০৮ ই জুন, ২০১১ রাত ১০:৪২
সত্যবাদী মনোবট বলেছেন:
চলে গেলো সব রঙ্গীন দিনগুলো
উড়বে না আর রঙ্গ বেরংয়ের ঘুড়ি
স্মৃতি মাখা দিনগুলো সব
নিয়ে নিলো আড়ি.............
এরই নাম জীবন বাড়ি....................
কি খবর আপনার? আছেন কেমন?
০৯ ই জুন, ২০১১ সকাল ৯:১১
বাবুনি সুপ্তি বলেছেন: সুন্দর কবিতা আমি ভালো আছি ... অনেক খবর হয়ে গেছে। হয়ত জানেন
৫৪| ০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৪২
সত্যবাদী মনোবট বলেছেন:
কি খবর...........???
আমি কিছু জানি না তো.............. বলো আমায় সব।
আমি অনেক আগ্রহের সাথে অপেক্ষা করছি।
তুমি আমায় সব বলো প্লীজ........................
০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৫৪
বাবুনি সুপ্তি বলেছেন: খিক খিক
৫৫| ০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৪২
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: বুড়া আঙ্গুল দিয়ে ভাব, কানি আঙ্গুল দিয়ে আড়ি, কত যে নিয়েছি। আমাদের এলাকায় ছেলে মেয়ে সব একসাথে খেলতাম। ছেলেরাও কুতকুত খেলতাম, মেয়েরাও ক্রিকেট খেলতো। ফুটবল অবশ্য পারতোনা। গোল্লাছুট অনেক প্রিয় ছিল। ফেলে আসা দিন সব সময় মজারই মনে হয়। ভালো লাগল লেখাটা। ভালো থাকবেন।
০৯ ই জুন, ২০১১ সকাল ১০:৫৫
বাবুনি সুপ্তি বলেছেন: আপনার নিক টা সুন্দর
৫৬| ০৯ ই জুন, ২০১১ সকাল ১১:০০
স্মৃতির নদীগুলো এলোমেলো... বলেছেন: থ্যাঙ্কু ম্যাঙ্কু আপু।
১৪ ই জুন, ২০১১ সকাল ৮:২২
বাবুনি সুপ্তি বলেছেন:
৫৭| ১৩ ই জুন, ২০১১ দুপুর ২:৩৮
আরিয়ানা বলেছেন: ভাব ভাব ভাব
১৪ ই জুন, ২০১১ সকাল ৮:২২
বাবুনি সুপ্তি বলেছেন:
৫৮| ১৯ শে জুন, ২০১১ রাত ৩:২২
শিশিরের বিন্দু বলেছেন: আসবো আবার আপনার ব্লগ বাড়ি। এখন শুধু ওই অসাধারন কালেকশনটা নিয়ে যাচ্ছি।
২৬ শে জুন, ২০১১ সকাল ৮:২৫
বাবুনি সুপ্তি বলেছেন:
৫৯| ১৯ শে জুন, ২০১১ রাত ৩:৩৪
সুপান্থ সুরাহী বলেছেন:
আহ মূহুর্তে আড়ি আবার সাথে সাথে কাট্টি...
ফিরে আসো আমার সোনা ঝড়া শৈশব!!!!!!!!!!!!
২৬ শে জুন, ২০১১ সকাল ৮:২৫
বাবুনি সুপ্তি বলেছেন: সে কি আর ফিরে আসে!
৬০| ১৯ শে জুন, ২০১১ দুপুর ১২:১৬
সত্যবাদী মনোবট বলেছেন:
আমার ঘরে আসো না কেন?
২৬ শে জুন, ২০১১ সকাল ৮:২৬
বাবুনি সুপ্তি বলেছেন: কে বলে আসিনা?
৬১| ২৩ শে জুন, ২০১১ বিকাল ৩:৫৩
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন: মাইগড, এক পোষ্ট নিয়ে এতদিন?????????????
২৬ শে জুন, ২০১১ সকাল ৮:২৬
বাবুনি সুপ্তি বলেছেন: কি করব বলেন, আমি তো আপনার মত অনেক ভালো লিখতে পারি না
৬২| ২৫ শে জুন, ২০১১ রাত ৮:২০
শায়মা বলেছেন: তুমি তো লেখালিখির সাথেই আড়ি দিয়ে দিলে বাবুনিমনি।
২৬ শে জুন, ২০১১ সকাল ৮:২৮
বাবুনি সুপ্তি বলেছেন: তা কি আড়ি দেয়া যায়? তবে লেখার সুযোগ কম পাচ্ছি। নেট ছিলনা কিছুদিন ... কেমন আছো আপু আমার ব্লগে তোমাকে পেয়ে ভালো লাগছে
৬৩| ২৯ শে জুন, ২০১১ রাত ২:১০
চশমখোর বলেছেন: আপনার লেখা পড়ে ছেলেবেলায় ফিরে গেলাম।
কত আড়ি যে নিয়েছি জীবনে হিসাব নেই। আমরা আড়িকে কাট্টিও বলতাম।
এগুলো মনে পড়লে এখনও অনেক হাসি পায়।
অ.ট: আপনি লেখা লেখির সাথে আড়ি নিয়ে নিলেন কেনো?
আশাকরি খুব দ্রতই লেখা লেখির সাথে ভাব হয়ে যাবে।
শুভকামনা।
২৯ শে জুন, ২০১১ সকাল ৮:১৯
বাবুনি সুপ্তি বলেছেন: আমার লেখা লেখির সাথে কখনো আড়ি হবে না আসলে আমি একটু সময় নিচ্ছিলাম লেখার জন্য। কারন নিজের লেখা আর ভালো লাগে না। ভালো লাগছে আপনাকে আমার ব্লগে পেয়ে
৬৪| ০৮ ই জুলাই, ২০১১ দুপুর ২:৪৮
আধাঁরি অপ্সরা বলেছেন: আপু তোমার সাথে আড়ি!!
০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:২৬
বাবুনি সুপ্তি বলেছেন:
৬৫| ০৯ ই জুলাই, ২০১১ সকাল ১১:৩১
টানজিমা বলেছেন: কি খবড়ী-শবড়ী ভোলনাধ শুটকি আপু??...কই??কই?? আমাদের তো ভুলেই গেলেন..
০৯ ই জুলাই, ২০১১ রাত ১০:৩১
বাবুনি সুপ্তি বলেছেন: বাবুনি হারিয়ে গেছে। নিখোজ সংবাদ
অনেক ভালো লাগছে ভাইয়া আমার কথা আপনার মনে আছে দেখে
৬৬| ১১ ই জুলাই, ২০১১ সকাল ৯:৩০
আহাদিল বলেছেন: "শুধু আড়ি"
"জীবনের আড়ি" (
(
"মরনের আড়ি" (
(
(
(
(
বড় মানুষেরা মাঝে মাঝে আড়ি নেয়, সেটা আরো বেশী ভয়ংকর!
আড়ি নেওয়া ভালো লাগে না আমার, ছোটবেলায়ও ভালো লাগত না!
তবে লেখা কিন্তু ভালো লেগেছে, মজার হয়েছে!
০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১০
বাবুনি সুপ্তি বলেছেন: হায় আল্লাহ! কিভাবে যে এই কমেন্টে রিপ্লাই বাদ গেল! এত দৌড়ের উপর কমেন্ট করতাম তখন! সরি আপূ
বড়দের আড়ি তাই আমি খুব ভয় পাই
৬৭| ২০ শে জুলাই, ২০১১ দুপুর ১২:৪৭
শায়মা বলেছেন: হায়রে তুমি তো সত্যি আড়ি নিয়ে চলে গেলে।
২১ শে জুলাই, ২০১১ বিকাল ৩:০২
বাবুনি সুপ্তি বলেছেন: না না একদম না বরং আমি আরেকজন কে ব্লগে নিয়ে আসার চেষ্টা করছি
৬৮| ২১ শে জুলাই, ২০১১ রাত ১০:০৫
টানজিমা বলেছেন: বিয়ে করেছ না??...দাওয়াত তো দিলাই না তাও আবার এফ-বি/সামু থেকে হাওয়া হয়ে গেলা। ঠিকাছে মনে থাকবে। আমরাও একদিন বিয়ে করব.. আগেই বলে রাখলাম। মনে থাকে যেন..
২২ শে জুলাই, ২০১১ দুপুর ১২:১১
বাবুনি সুপ্তি বলেছেন: তো কি হয়েছে? আপনার বিয়ের দাওয়াত আবার দিতে হবে নাকি? আমিতো এমনি এমনি যাব
৬৯| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ৯:১৪
করবি বলেছেন: ভাব যখন হয়েই গেছে তখন আড়ি ভুলে ঐ আরেকজনটাকে সাথে নিয়ে আমাদের মাঝে চলে আসো।
অনেক অনেক শুভেচ্ছা...........
২৮ শে জুলাই, ২০১১ দুপুর ১:৪২
বাবুনি সুপ্তি বলেছেন: খিক
অনেক ধন্যবাদ আপু
৭০| ২৬ শে জুলাই, ২০১১ সকাল ৯:২৮
আশরাফুল ইসলাম দূর্জয় বলেছেন:
ভয়ঙ্কর আড়ি দেওয়াই তাহলে ভালো
আজ থেকে আবার আড়ি খেলায় নামবো ভাবতেছি !
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০০
বাবুনি সুপ্তি বলেছেন: নাহ নাহ। বড় দের আড়ি ভয়ঙ্কর হয়
৭১| ০৯ ই আগস্ট, ২০১১ ভোর ৬:৩১
মে ঘ দূ ত বলেছেন: লেখক বলেছেন: বাহ রে! এত্ত বড় একটা নতুন পোস্ট দিলাম যে!
কই নতুন পোষ্ট! নাকি আরেকজন সে ব্লগে না আসলে লিখবে না?
০৯ ই আগস্ট, ২০১১ রাত ৯:০২
বাবুনি সুপ্তি বলেছেন: না ভাইয়া। লেখা লেখি মনে হয় ভুলে গেছি
অনেক চেষ্টা করেও লিখতে পারি না।
৭২| ০৯ ই আগস্ট, ২০১১ রাত ৯:২১
জলমেঘ বলেছেন: আমার ভাব নেয়ার কথা মনে আছে, কিন্তু কাদের সাথে আড়ি হয়েছিলো সে্টা মনে নাই। ঝগড়াঝাটির কথা ভুলে গেলেই ভালো।
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৪
বাবুনি সুপ্তি বলেছেন: ছোট বেলায় আসলে রাগ তেমন মনেও থাকত না। এই রাগ তো এই খেলা।
৭৩| ২৬ শে আগস্ট, ২০১১ বিকাল ৫:৫৫
সত্যবাদী মনোবট বলেছেন:
না গো আপু...........তুমি আমায় পর করে দিয়েছো
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৬
বাবুনি সুপ্তি বলেছেন: পর কি আর বলেই হয়? ঠিকই মনে হয়। শুধু সময় কমের জন্য যেতে পারি না
ভাইয়া নিজ গুনে মাফ করে দিবেন আশা করি
৭৪| ৩১ শে আগস্ট, ২০১১ রাত ১২:২২
জিসান শা ইকরাম বলেছেন:
অনেক আগের লেখা। নতুন লেখা দাও না কেন ? ভালো থেক প্রিয় ব্লগার।
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৭
বাবুনি সুপ্তি বলেছেন: কি সুন্দর ।
৭৫| ৩১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১৮
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
ঈদ মোবারক
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:০৮
বাবুনি সুপ্তি বলেছেন: ঈদ আনন্দে কেটেছে আশা করি। দেরী হয়ে গেল জানাতে। তবে শুভ কামনা ছিল সব সময়।
৭৬| ৩১ শে আগস্ট, ২০১১ সন্ধ্যা ৬:১৯
বৃষ্টি ভেজা সকাল ১১ বলেছেন:
৭৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১১ সন্ধ্যা ৭:২৩
আরফার বলেছেন:
সুন্দর পোষ্ট।
আড়ি, ভাব - কতোই না বিগ বিগ ইস্যু ছিল তখন... বাসার কেউ যখন কোনো এবনর্মালিটি টের পেত, তখন খুব গম্ভীরভাবেই সিরিয়াসলি জবাব গুলো দিতাম ... "অমুকের সাথে আমার আমার আড়ি"... তখন উনারা কি ভাবতেন কে জানে... ব্যাপারটা হাসি-তামাশা বলে উড়িয়ে দেবারও উপায় কি?
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১১
বাবুনি সুপ্তি বলেছেন: ঠিক। কত কিছুই না ভাবত আর মজা পেত
৭৮| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:২৫
তন্ময় ফেরদৌস বলেছেন: হা হা , ছোটবেলার কথা মনে করিয়ে দিলেন।
অফ টপিক, আপনার প্রোফাইলের গানের কথাগুলো কোথায় পেয়েছেন ? লিরিকটা আমার খুবি পরিচিত এবং কিছুটা নস্টালজিক।
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:০৮
বাবুনি সুপ্তি বলেছেন: এ গান টি মহীনের ঘোড়া গুলোর - " এত চাওয়া নিয়ে কোথা যাই" গান থেকে নেয়া
০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:১৩
বাবুনি সুপ্তি বলেছেন: Click This Link
এই লিঙ্কে গান টা পাবেন।
৭৯| ০৯ ই সেপ্টেম্বর, ২০১১ রাত ৯:৩০
ঘুমন্ত আমি বলেছেন: ভালো লেগেছে আপনার লেখা ।মাঝে মাঝে একদম পিচ্চি কালের কথা ভাবলে আমার খুব খ্রাপ লাগে জানিনা অন্যদের কি হয় ।
১৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১১:১২
বাবুনি সুপ্তি বলেছেন: হুম। আমার ভালো লাগে খুব। হারিয়ে যাই ভাবতে ভাবতে।
৮০| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১:২১
শাহানা বলেছেন: ছোট বেলায় আমি কখনও কারো সাথে আড়ি নেইনি। তবে আমার সাথে মনে হয় কেউ কেউ নিয়েছিল। ঠিক মতোন মনে নেই। বড় হয়েও এমনি আছি। আমি সাধারনত: আড়ি নেই না, অন্যরা চলে যায়।
৮১| ২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ৮:১৬
নীল-দর্পণ বলেছেন: আড়ি আড়ি আড়ি.....নতুন লেখা নেই কেন?
২১ শে সেপ্টেম্বর, ২০১১ রাত ১১:০১
বাবুনি সুপ্তি বলেছেন: ভাব ভাব ভাব লিখে ফেলব আর কিছু দিনের মধ্যেই
৮২| ০৫ ই জানুয়ারি, ২০১২ রাত ১০:৪৮
ভিয়েনাস বলেছেন: লিখা পড়ে নস্টালজিক হয়ে গেলাম। আহারে সেই মধুমাখা দিন গুলি । কতই না ছেলে মানুষি কান্ড হতো
৮৩| ৩০ শে ডিসেম্বর, ২০১২ বিকাল ৫:৫৭
জেমস বন্ড বলেছেন: আমি রাগ করেছিলাম , একবার একজন এর সাথে রাগ করে ৫ বছর কথা বলি নাই তবে তার সামনে আসতাম যেতাম । আমার অনেক রাগ আর অভিমান সবাই বলে
।
আপু ও কম অভিমানী নন নয়তো ভুলেই গেলেন আর পোস্ট ই দিচ্ছেন না
©somewhere in net ltd.
১|
২০ শে এপ্রিল, ২০১১ সকাল ১১:০৯
পটল বলেছেন: আড়ি