![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি একজন অলস মানুষ।চুপচাপ বসে থাকতে খুব ভাল লাগে।ভালো লেখা পড়তে ভালো লাগে।মাঝে মাঝে লিখতেও ইচ্ছে করে।কিন্তু সৃষ্টিকর্তা সবাইকে সবকিছু দেন না।
১৯৭১ সালের ২৬শে মার্চ,অপারেশন সার্চলাইট শুরু হবার পরের দিন,পাকিস্তানী হানাদার বাহিনীর পৈশাচিক গনহত্যা যখন দেশবাসীকে অন্ধকার ও নৈরাশ্যে নিমজ্জিত করে,জাতির এমন সংকট মূহুর্তে রেডিওতে একটি কন্ঠস্বর থেকে শোনা যায় “স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে বলছি”।সেই রেডিও সম্প্রচার হতবিহ্ববল দেশবাসীকে তাদের আত্মবিশ্বাস,আস্থা ও আশা ফিরিয়ে দিয়েছিলো।এটা সম্ভব হয়েছিলো ১০জন তরুনের ১০কিলোওয়াটের একটি রেডিও ট্রান্সমিটার দখল করার কারনে।তারা ছিলেন বেলাল মাহমুদ,সৈয়দ আব্দুস শাকের,মোস্তফা আনোয়ার,আব্দুল্লাহ-আল-ফারুক,আবুল কাশেম সন্দীপ,আমিনুর রহমান,রাশেদুল হুসেন,এ এম সরফুজ্জামান,কাজি হাবিব উদ্দিন মনি এবং রেযাউল করিম চৌধুরী।জাতি তাদের এই অংশগ্রহন কোনোদিনই ভুলবেনা।সেই তখন থেকেই শুরু হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের যাত্রা যা কিনা পরবর্তীতে একটি সু-সংঘঠিত মুক্তিযোদ্ধা দলের মত কাজ করে গেছে স্বাধীনতার আগ পর্যন্ত।এখান থেকে প্রচারিত দেশাত্ববোধক গান পাকিস্তানিদের বিপক্ষে কঠিন যুদ্ধে লিপ্ত হতে মুক্তিযোদ্ধাদের অনুপ্রানিত করত ।
স্বাধীনতার ঘোষণা বহনকারী শেখ মুজিবুর রহমানের একটি টেলিগ্রাম ১৯৭১ সালের ২৬শে মার্চ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কিছু ছাত্রের হাতে এসে পৌছায়।এই টেলিগ্রামটি বাংলায় অনুবাদ করেন ডঃ মঞ্জুলা আনোয়ার।সেই ছাত্ররা কালুরঘাট ব্রীজ পার হয়ে ইষ্ট বেঙ্গল রেজিমেন্টের নিয়ন্ত্রাধীণ একটি এলাকায় পৌছায় যাদের নেতৃত্বে ছিলেন মেজর জিয়াউর রহমান।বাঙ্গালী সৈনিকদের পাহারায় একজন ইঞ্জিনিয়ার ট্রান্সমিশনের প্রস্তুতি নেয়।১৯৭১ সালের ২৭শে মার্চ সময় ১৯:৪৫এ মেজর জিয়াউর রহমান,শেখ মুজিবুর রহমানের পক্ষে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা পাঠ করেন।ঘোষণাটি ছিলো এই রকমঃ
“স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে,শেখ মুজিবুর রহমানের পক্ষে,আমি মেজর জিয়াউর রহমান স্বাধীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার কথা ঘোষণা করছি।তার নির্দেশনা মতো আমি গনতান্ত্রিক রাষ্ট্রের অস্থায়ী প্রধানের দায়িত্ব গ্রহন করেছি।শেখ মুজিবুর রহমানের নামে আমি সকল বাঙ্গালীকে পশ্চিম পাকিস্তানীদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানাচ্ছি।আমরা আমৃত্যু দেশকে স্বাধীন করার জন্যে লড়বো।আল্লাহের কৃপায় জয় আমাদেরই হবে।জয় বাংলা। ”
সুত্রঃAudio of Zia's announcement (interview - Belal Mohammed)
কালুরঘাট বেতার কেন্দ্রের ট্রান্সমিশন ক্ষমতা সীমিত ছিল।এই মেসেজটি বঙ্গোপসাগরে অবস্থিত একটি জাপানী জাহাজ রিসিভ করে।তারপর সেখান থেকে পুনরায় ট্রান্সমিট করা হয় রেডিও অষ্ট্রেলিয়া ও পরে বিবিসিতে।কালুরঘাট বেতারকেন্দ্র থেকে এই রেডিও ট্রান্সমিশন পরবর্তী ৫দিন চলতে থাকে পাকিস্তানী বিমান বাহিনীর বোমা হামলায় এটি ৩০শে মার্চ ধ্বংস হবার আগ পর্যন্ত।৩ এপ্রিল থেকে আবারো সম্প্রচার করা হয় ত্রিপুরার বাগাপা থেকে এবং পরবর্তীতে তা আগরতলায় স্থানান্তর করা হয়।“স্বাধীন বাংলা বেতার কেন্দ্র” পরিবর্তীত হয়ে “বাংলাদেশ বেতার” হয় ১৯৭১ সালের ৬ই ডিসেম্বর ভারত বাংলাদেশকে স্বাধীন হিসেবে স্বীকৃতি দেবার পর।১৯৭১ সালের ২২শে ডিসেম্বর থেকে বাংলাদেশ বেতার স্বাধীন দেশে কার্যক্রম শুরু করে ।
এম এ হান্নান,চট্টগ্রামের একজন আওয়ামীলীগ নেতা ২৬ শে মার্চ, প্রথম স্বাধীনতার ঘোষণা দেবার কথা বলেছেন(সুত্রঃVirtual Bangladesh)। বিএনপি সুত্র বলে থাকে এটি ২৬ শে মার্চ এবং পাকিস্তান থেকে শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে কোনো মেসেজ আসেনি।।আবার পাকিস্তানী সুত্র,মেজর জেনারেল হাকিম এ.কোরেশী তার বই”১৯৭১ পাক-ভারত যুদ্ধ—একজন যোদ্ধার পর্যালোচনা”তে জিয়াউর রহমানের ঘোষণার কথা লিখেছেন ২৭ শে মার্চ,১৯৭১।তাই এখানে একটি দ্বিমত আছে,আসলে কখন জিয়াউর রহমা্ন,শেখ মুজিবুর রহমানের নামে ঘোষণা পাঠ করেছিলেন,২৬শেমার্চ নাকি ২৭শে মার্চ।
সুত্রঃ১৯৭১ পাক-ভারত যুদ্ধ—একজন যোদ্ধার পর্যালোচন।
Click This Link
http://www.genocidebangladesh.org/?page_id=57
Click This Link
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪০
সা-কি-ব বলেছেন: সেইটাই লিখেছি তথ্যসুত্রসহ।
২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪০
ভুদাই বলেছেন: জিয়া মুক্তিযোদ্ধের ঘোষক এবং ঘোষনা দিয়ে তিনি পাকি কারাগারে আপোশে থাকতে চলে না গিয়া জীবনবাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন।
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৪
সা-কি-ব বলেছেন: আমি মোটা করে এটাই লিখেছি।ভালো করে পড়ে দেখবেন দয়া করে...
৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪০
বোবা ছেলে বলেছেন:
-
জিয়া স্বাধীনতার ঘোষনা দেন, মুজিব ঘোষনা দেননি, দেওয়ার সুযোগও পাননি, দ্যাট ইজ ফাইনাল.......!!
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪২
সা-কি-ব বলেছেন: আমি কোনো রাজনীতি করি না।আমি যেটা সুত্রসহ পেয়েছি সেটাই লিখেছি।
৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪১
শয়তান হন্তারক বলেছেন: এই ব্যাপারটি নিয়ে এতদিন ধরে কনফিউশন থাকার কারণ একটাই। সেটি হল, জিয়া অথবা মুজিব কেউ-ই স্বাধীনতার গোষক নয়।
স্বাধীনতার আসল গোসক আমি
৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩
বোবা ছেলে বলেছেন:
-
মুখে মুখে রেসকোর্স ময়দান গরম করনে ওয়ালা নেতার অভাব ছিল না|
জিয়া ঘোষনা দিয়েছেন, ঘোষনা দিয়ে জীবন বাজী রেখে বীরের ন্যয় যুদ্ব করে দেশ স্বাধীন করেছেন|
স্যালুট এই বীর উত্তমকে|
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৫
সা-কি-ব বলেছেন: ভালো করে দেখেন লেখাটি।আমিও কিন্তূ তাই লিখেছি।
৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৩
টি. জাহান চৌধুরী বলেছেন: Click This Link
৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৪
বিনিদ্র ~ রজনী বলেছেন: যেখানে পাকবাহিনীতে কর্মরত সব বাঙ্গালী অফিসার দেশে চিন্তায় ব্যস্ত, যেখানে ২৫ মার্চের আগে অনেক বাঙ্গালী অফিসারের কাছ থেকে কমান্ড ও অস্ত্র কেড়ে নেয়া হয়েছে, সেখানে জিয়া কে কোন বিশ্বাসে পাক আর্মি সোয়াত থেকে অস্ত্র খালাসের দায়িত্ব দেয় ??
জিয়ার ঘোষণা পাঠ ২৭ মার্চ আর এ বিষয়ে হাজারো রেফারেন্স থাকতে বিএনপি কে রেফারেন্স হিসেবে নেয়া দুরভিসন্ধিমূলক
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৬
সা-কি-ব বলেছেন: আমি কোনো রাজনীতি করি না।আমি যেটা সুত্রসহ পেয়েছি সেটাই লিখেছি।
৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৬
বিনিদ্র ~ রজনী বলেছেন: -----স্বাধীন বাংলা বেতার কেন্দ্র থেকে, বংগবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে,আমি মেজর জিয়াউর রহমান স্বাধীন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠার কথা ঘোষণা করছি।তার নির্দেশনা মতো আমি গনতান্ত্রিক রাষ্ট্রের অস্থায়ী প্রধানের দায়িত্ব গ্রহন করেছি।শেখ মুজিবুর রহমানের নামে আমি সকল বাঙ্গালীকে পশ্চিম পাকিস্তানীদের আক্রমণের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানাচ্ছি।আমরা আমৃত্যু দেশকে স্বাধীন করার জন্যে লড়বো।আল্লাহের কৃপায় জয় আমাদেরই হবে।জয় বাংলা।--------
এটা বাদ দিলেন কেন ? জিয়ার রেকর্ড শুনে দেখেন
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৭
সা-কি-ব বলেছেন: ভালো করে লেখাটা পড়ে দেখেন।আমি এটাই লিখেছি।
৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৮
ব্লগী তানীম বলেছেন: শয়তান হন্তারক বলেছেন: এই ব্যাপারটি নিয়ে এতদিন ধরে কনফিউশন থাকার কারণ একটাই। সেটি হল, জিয়া অথবা মুজিব কেউ-ই স্বাধীনতার গোষক নয়।
স্বাধীনতার আসল গোসক আমি ---১০০%
১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৮
বোবা ছেলে বলেছেন:
আমি প্লাস দিছি|
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
সা-কি-ব বলেছেন: আপন তাহলে লেখাটি পড়েছেন।অনেকে বেকুবের মতো না পড়েই ---- দেয়।
১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬
ব্লগী তানীম বলেছেন: ঝাটি ঝানিতে চায়.......
১৯৭১ -২০১০ পর্যন্ত দ্যাশের সর্বনাশের ঘোসনা ক্যাডায় দিছে
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৮
সা-কি-ব বলেছেন: আমি লিখেছি ঘটনাটা কি ছিলো তাই।সম্পূর্ণ রেফারেন্স সহ।রেফেরেন্সে গিয়ে দেখতে পারেন।
১২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৮
ব্লগী তানীম বলেছেন: ঝাটি ঝানিতে চায়.......
১৯৭১ -২০১০ পর্যন্ত দ্যাশের সর্বনাশের ঘোসনা ক্যাডায় দিছে ---তাইলে ফাস্ট কমেন্টর আমি নিজেরে বেকুব বৈলা মাইনা লমু
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০১
সা-কি-ব বলেছেন: আমি তো দায়ভার আপনাদের উপর ছেড়ে দিয়েছি রেফেরেন্স সহ।যা আপনার মনে হয় তা বুঝে নেন।
১৩| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৮
রবিন-৭৭ বলেছেন: জিয়া ঘোষনা দিয়েছেন, তবে অন বি হাফ অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। শেষের কথাটা বলতে ছাগুরা লজ্জা পায়। হি হি.....
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০০
সা-কি-ব বলেছেন: আমাদের অধিকার এটা জানার।
১৪| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০০
টি. জাহান চৌধুরী বলেছেন: Click This Link
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৬
সা-কি-ব বলেছেন: সত্যি মানতে অসুবিধা কোথায়।
১৫| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৩
রুজ বলেছেন: টি. জাহান চৌধুরী Thank You....very much...
This Is A Nice information...in your POST
I think Everyone need to Read & Listen your Post........
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৫
সা-কি-ব বলেছেন: সবে যদি পড়ে কমেন্ট করতো তাইলে এই কথাই কইতো।কিন্তু না পইড়া হুদাই ---মারে।
১৬| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৫
জাহিদ নীল আকাশ বলেছেন:
স্বাধীনতার ঘোষক হইলাম আমি। :#> :#> :#> :#> :#>
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮
সা-কি-ব বলেছেন: যেটা মনে হই আপনার সেটাই।আমাদের দেশে তো তাই হয়।
১৭| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২১
রুজ বলেছেন: Declaration_of_Independence
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৩
সা-কি-ব বলেছেন: ধন্যবাদ।আরো প্রমাণ দেবার জন্যে।
১৮| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৬
ব্লগী তানীম বলেছেন: প্রতিদিন যে জালাময়ী ঘোষণা আমাগো চিন্তাগ্রস্থ মাথাদার চিন্তা কমাইতে মহান সাহায্য করি বিড়ির মুখে আগুন ধরায়.......সেই ব্যক্তিগো সম্পর্কে রেফারেন সহ জানিতে চাই.....
আপনার মত একজন জটিল গবেসক খালি রেডিওর খবর জানাইবেন.....মাথাতাল যুগে তা মানমু না .....
(আমি বেকুব কারণ ---বাল লীগের চাম্চামু করিতেছি )
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩১
সা-কি-ব বলেছেন: Click This Link
১৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২৯
দ্বীপ রয় বলেছেন: তার নির্দেশনা মতো আমি গনতান্ত্রিক রাষ্ট্রের অস্থায়ী প্রধানের দায়িত্ব গ্রহন করেছি।
জিয়ার ঘোষনা;র মধ্যে এই উদ্ভট তথ্যটি আপনি কোথায় পেলেন??????
তাছাড়া ঘোষনা দেয়া আর ঘোষনা পাঠ করা এক কথা নয়----
আমরা আমাদের স্কুল/কলেজ জীবনে দেখেছি, কর্তৃপক্ষ কোনো নোটিশ জারি করলে (ছুটি,বার্ষিক ক্রীড়া-পরিক্ষা ইত্যাদি)তা দপ্তরি;র মাধ্যমে ক্লাসে ক্লাসে ছাত্র/ছাত্রীদেরকে জানিয়ে দিতেন। দপ্তরি গিয়ে কর্তৃপক্ষের জারিকৃত নোটিশটি উচ্চস্বরে পড়ে সকলকে জানিয়ে দিত। তাহলে কি আমাদেরকে ধরে নিতে হবে যে ঐ নোটিশগুলো দপ্তরি জারি করত বা করে?? আমরা সকলেই জানি--ঐ নোটিশ স্কুলের প্রধান শিক্ষকের মাধ্যমে প্রচারিত হত এবং হয়ে থাকে। স্বাধীনতার প্রশ্নে--শেখ মুজিব আর জিয়ার অবস্থান ঠিক প্রধান শিক্ষক আর দপ্তরির ন্যায়। মনে রাখা উচিৎ যে,একটি দেশের স্বাধীনতা কোনো ছেলের হাতের মোওয়া নয় যে চাইলেই তা পাওয়া যায়--বেতারে গিয়ে একটা ঘোষনা দিলেই যদি কোনো দেশ স্বাধীন হয়ে যেতো তাহলে মানুশকে স্বাধীনতার জন্য যুগ যুগ অপেক্ষা করতে হত না। একজন মেজরকে দিয়ে ঘোষনা দেয়ালেই হয়ে যেত। সে ক্ষেত্রে ফিলিস্থিনিরা যে কেনো আমাদের জিয়াউর রহমান কে নিয়ে গিয়ে তাদের কোনো রেডিওতে একটা ঘোষনা পাঠ করালেন না তা আমি বুঝতে পারিনা। খামোখাই তারা ইয়াসির আরাফাতের পিছনে ছুটে বছরের পর বছর সময় নষ্ট করেছে...তাই না??
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৩
সা-কি-ব বলেছেন: Audio of Zia's announcement (interview - Belal Mohammed)
২০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৪
ব্লগী তানীম বলেছেন: আপনার দেয়া লিন্কটা পরলাম..দুর্দান্ত ..ভাবনাটা ফেল মাইরা গেল .....
১৪৭ বার পঠিত ,১০ টা প্লাস ..৫টা মাইনাস!!
ভাইয়া সরি বলে একটা খারাপ কথা বললাম
মাইনাস দেয়া মাদার চো___ গুলোরে লিঙ্গ কর্তন করে ফাকিস্তানের মরুভূমিতে পাঠান হোক
এইহানে দেয়া আমার ১ ন মন্তব্য টা মুছবেন প্লিজ .
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫০
সা-কি-ব বলেছেন: ধন্যবাদ আপনাকে, আপনি বুঝতে পেরেছেন।
২১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৫
ব্লগী তানীম বলেছেন: প্লিজ .
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫১
সা-কি-ব বলেছেন: ধন্যবাদ।
২২| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৩
কাউসার রুশো বলেছেন: এটা সম্ভব হয়েছিলো ১০জন তরুনের ১০কিলোওয়াটের একটি রেডিও ট্রান্সমিটার দখল করার কারনে।তারা ছিলেন বেলাল মাহমুদ,সৈয়দ আব্দুস শাকের,মোস্তফা আনোয়ার,আব্দুল্লাহ-আল-ফারুক,আবুল কাশেম সন্দীপ,আমিনুর রহমান,রাশেদুল হুসেন,এ এম সরফুজ্জামান,কাজি হাবিব উদ্দিন মনি এবং রেযাউল করিম চৌধুরী।
তাঁদের প্রতি শ্রদ্ধা।
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৭
সা-কি-ব বলেছেন:
তাঁদের প্রতি শ্রদ্ধা।
ভাই দেরীতে আইলেন মনে লয়।
২৩| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৭
কাউসার রুশো বলেছেন: বঙ্গবন্ধু ও জিয়া আমাদের স্বাধীনতার ইতিহাসে দু'জন খুব গুরুত্বপূর্ণ মানুষ। অন বিহাফ অব বঙ্গবন্ধু জিয়া স্বাধীনতার ঘোষণা দেন এটা মেনে নিতে সমস্যা কই। এতে করে তো জিয়াউর রহমানের ভূমিকা কম হয়ে যাচ্ছেনা বা উনি ছোট হয়ে যাচ্চ্ছেন না।
কয়েকজন বেকুবের কমেন্ট দেখে মেজাজ খারাপ হয়ে যায়।
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১০
সা-কি-ব বলেছেন: বেকুব তো সব সময় থাকবেই।হুদাই না পইড়া ----মারা কত যে ভাল্লাগে অগ।
২৪| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৯
কাউসার রুশো বলেছেন: হ..শরীরটা ভালা না। সর্দি ও মাথাব্যথা। আছেন কেমন??
যেসব বেকুব উল্টাপাল্টা কমেন্ট দেয় তাদের শায়েস্তা করেন না কেন??
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৫
সা-কি-ব বলেছেন: অনলাইন এ আসেন ভাই ইয়াহুতে।
২৫| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:০৯
দ্বীপ রয় বলেছেন: জিয়াউর রহমানের বেড়ে ওঠা পড়াশোনা এবং চাকুরী এর সকল কিছুই ছিলো পাকিস্থানে। যে কারনে তিনি ভালো বাংলা জানতেন না।সেনা বাহিনীতে তাঁর যোগদান ছিলো একজন পশ্চিম পাকিস্থানী হিসাবে।তাছাড়া পাকিস্থানী সেনা বাহিনীতে তিনি ছিলেন একজন পরীক্ষিত সৈনিক।বীরত্বপুর্ন যুদ্ধের সম্মান হিসাবে তিনি ছিলেন পাকিস্থানী সেনাবাহিনীর পুরষ্কারপ্রাপ্ত অফিসার। যে কারনে জন্ম সুত্রে বাঙ্গালী হওয়া সত্বেও তাঁকে বাংলাদেশে পোষ্টিং দেওয়া হয়-যাতে করে তিনি বাংলাদেশী অফিসারদেরকে বোঝাতে সক্ষম হন যে পাকিস্থান দ্বিখন্ডিত হলে বাঙ্গালীদের কোনো উপকার হবে না এবং আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধারা হলো বিচ্ছিন্নতাবাদি তারা দেশের মধ্যে অরাজকতা সৃষ্টি করছে ভারতের দালাল হয়ে। কিন্তু--এ দেশে এসে বাস্তব অবস্থা দেখে জিয়া বুঝতে পারেন প্রকৃত সত্য কি--এবং তিনি পাকিস্থানী সেনাবাহিনীর শৃংখলা ভংগ করে বিদ্রোহ করে বাঙ্গালী অফিসারদের সাথে একাত্বতা প্রকাশ করেন। কিন্তু বাঙ্গালী অফিসারেরা তাকে সন্দেহের বাইরে রাখতে পারেন নি। যেদিন তাঁর ওপর দ্বায়িত্ব পড়ে সোয়াত জাহাজ থেকে অস্ত্র খালাশের-সেদিন তাঁর ওপর বাঙ্গালী অফিসারদের সন্দেহ আরো বেড়ে যায় এবং তাঁরা তাঁকে জোর পুর্বক নিয়ে গিয়ে শেখ মুজিবের দেওয়া ঘোষনা পত্র পাঠ করতে বাধ্য করেন। যার প্রেক্ষিতে অল্প বাংলা জানা জিয়া তাঁর প্রথম পাঠের সময় নিজেকে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক বলে ঘোষনা পাঠ করেন। উপস্থিত আওয়ামীলীগ নেতারা ও অন্যান্য বাঙ্গালী অফিসাররা তাঁর সে ভুল ধরিয়ে দিলে জিয়া পুনরায় শেখ মুজিবকে সর্বাধিনায়ক বলে তাঁর পক্ষে স্বাধীনতার ঘোষনাপত্র পাঠ করেন যা স্বাধীন বাংলা বেতার থেকে বার বার প্রচার করা হয়। এর উদ্দেশ্য ছিলো মুলতঃ সেনা বাহিনীর সদস্যদেরকে মুক্তিযুদ্ধের পক্ষে একত্রিত করা কারন-ঐ সময় সেনা অফিসারেরা ছিলেন দ্বিধা বিভক্ত-তারা বুঝে উঠতে পারছিলেন না, তাদের কি করা উচিৎ,তারা কোন পক্ষ অবলম্বন করবেন। জিয়ার ঘোষনা পাঠের মধ্য দিয়ে সেনা অফিসাররা বুঝতে পারেন যে,দেশে স্বাধীনতা ঘোষনা করা হয়েছে-এখন নিজ দেশের স্বাধীনতার পক্ষ অবলম্বন করা ছাড়া তাদের আর কোনো উপায় নেই এবং মোটামুটি প্রায় সব বাঙ্গালী অফিসার ও সৈনিক নিজেদেরকে যুদ্ধে লিপ্ত করেন।
যে কথাটি বলা হয়ে থাকে যে, জিয়া;র ঘোষনার মধ্য দিয়ে এ দেশের সাধারন মানুষ যুদ্ধে অংশগ্রহন করেন-কথাটি সত্য নয়। কারন- বাঙ্গালীরা অনেক আগে থেকেই দেশের বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে পাকিস্থানী বাহিনীর সাথে খন্ড খন্ড যুদ্ধ শুরু করে দিয়েছিলো। কোনো হেমেলিয়নের বাঁশীওয়ালার বাঁশীর সুরে বাঙ্গালী জাতি যুদ্ধে অংশ নেইনি--বাঙ্গালীরা নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আর পাকিস্থানীদের অত্যাচার নির্যাতন আর বঞ্চনার প্রতিশোধ নিতেই ঘর ছেড়েছিলো সেদিন।
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৪
সা-কি-ব বলেছেন: খামোখাই তারা ইয়াসির আরাফাতের পিছনে ছুটে বছরের পর বছর সময় নষ্ট করেছে...তাই না??...
.আপনি ইতো লিখেছেন????তাহলে হেমেলিয়নের বাঁশীওয়ালার প্রসঙ্গ আসছে কেন????
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৩
সা-কি-ব বলেছেন: লেখার কোথাও বলা হই নাই"
, জিয়া;র ঘোষনার মধ্য দিয়ে এ দেশের সাধারন মানুষ যুদ্ধে অংশগ্রহন করেন"
তারা আশা ফিরে পান এটা বলেছি।খেয়াল করে দেখুন।
২৬| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:১৮
মুভি পাগল বলেছেন:
আপনি কোন ব্র্যাণ্ডের পারফিউম ব্যবহার করেন?
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২১
সা-কি-ব বলেছেন: করি না ভাই।গিফট করবেন নাকি।একটা দিলেই হইব।
২৭| ০৯ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩২
ব্লগী তানীম বলেছেন: আপনাকে ধন্যবাদ
০৯ ই সেপ্টেম্বর, ২০১০ সকাল ১০:৩৯
সা-কি-ব বলেছেন: মাইনাস দিসেন এইডা কিন্তু মনে আছে।তারপর ও ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৩৮
সিউল রায়হান বলেছেন: জিয়াউর রহমান শেখ মুজিবুরের পক্ষে স্বাধীনতার ঘোষণা দেন এবং একজন সেনাবাহিনী কর্মকর্তার কাছ থেকে ঘোষণা আসার পর পুরো দেশ যুদ্ধে ঝাপিয়ে পড়ে......... দ্যাটস অল, সো সিম্পল
+/-- কোনটাই না