নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আকিব

একটু বোকা টাইপের ছেলে।ধার্মিক,কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি অপছন্দ। ফুটবল প্রেমী, আশরাফুল এর বড় ভক্ত।

সাব্বির আকিব › বিস্তারিত পোস্টঃ

মেসি,ইসরায়েল এবং বাস্তবতা।

২৭ শে জুলাই, ২০১৪ বিকাল ৩:০৮

অনেককেই বলতে শুনেছি আর্জেন্টাইন ক্যাপ্টেন লিওনেল মেসি গাঁজা হামলায় ইসরায়েলকে সমর্থন দিয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কথাটা উঠেছিলো বিশ্বকাপ ফাইনালের ঠিক আগে। আপনি কতটুকু বুদ্ধিমান হলে কথাটা বিশ্বাস করেন?

অনেকে এর প্রমানস্বরুপ ইডিট করা ফটো এর ২০১৩ এর বেনইয়ামিন নেতানিয়াহু এর সাথে হ্যান্ডসেক করা ছবি দিচ্ছেন।

অথচ বাস্তবতা হচ্ছে টিশার্ট নিয়ে ফিলিস্তিন সূচক কিছুই দেননি মেসি। "Free Pletine" অথবা "Stand with Israel"এই টাইপ কিছুই করেন নি তিনি। দেখানো সেই টিশার্টটি ছিলো আরো বছর দুয়েক আগের।আর সেটাতে লিখা ছিল "La Argentina". অথচ সেটাই ইডিটিং হয়ে ধারন করেছে বিভিন্ন রূপ।

আর নেতানিয়াহু এর সাথে হ্যান্ডসেক বা ইস্রায়েল ভ্রমনের কাহীনি হচ্ছে ২০১৩-১৪ প্রাক- মওসুমে ঐ অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় কাজ করে এমন একটি মানবাদিকার সংস্থা এবং ইস্রায়েল-ফিলিস্তিন ফুটবল ফেডারেশন। ওই ট্যুর এর নাম ছিলো "Keep Peace in Here". আর তখন বেনিয়ামিন নেতানিয়াহুর আমন্ত্রণে একটি ডিনার অনুষ্ঠানে সকল বার্সা খেলোয়াড়দের সাথে যান মেসি নিজেও। আর তখনই নেতানিয়াহুর সাথে সাক্ষাত করেন জগতের সেরা ফুটবলার।

অথচ তীলকে তাল করতে বিখ্যাত 'বাংলাদেশী'রা এটাকে কি বানালো!

আপনি কিভাবে মানেন যে বিশ্বকাপ ফাইনালে খেলার চিন্তার ছেয়ে ইসরায়েল মেসির কাছে বড় হয়ে গেল? যার আজীবন সপ্ন ছিল বিশ্বকাপ ট্রফিতে চুমু খাওয়ার।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.