নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আকিব

একটু বোকা টাইপের ছেলে।ধার্মিক,কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি অপছন্দ। ফুটবল প্রেমী, আশরাফুল এর বড় ভক্ত।

সাব্বির আকিব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশ ফুটবল ও আমি।

২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৩:৫২

আমি খেলা পাগল একটা ছেলে। আর টা যদি হয় ফুটবল তাহলেতো কথাই নাই। খেলা থেকে দেখা দুইটাই বেশ হাকডাক দিয়ে করি। কিন্তু যখনই ফুটবলে বাংলাদেশের নাম আসবে তখন চুপ মেরে যেতাম। কারণ বাংলাদেশ ফুটবল নিয়ে তেমন কিছুই জানতাম না।

অবশেষে, নিজেকে বদলানোর কাজ নিলাম।যেখানেই যাব দেশের ফুটবলের জয়গান গাইবো। তারপর এই দেশের ফুটবল নিয়ে অধ্যায়ন শুরু করি। চোখের সামনে ভাসতে থাকে - আজাদ স্পোর্টিং, ওয়ারী, ঢাকা মোহামেডান,ভিক্টোরীয়া,ঢাকা আবাহনী বা হালের মুক্তিযোদ্ধা, শেখ জামাল। চিনতে পারি মাঠ মাতানো কাজী সালাউদ্দিন,সালাম মুরশেদী,নকিব, আলফাজ,মতিউর মুন্না, সাইফুল বারী টিটূ,আমিনুল,জয় বা এখনকার এমিলী,জাহিদ,ওয়াহেদ,মামুনদের।

কিন্ত বাফুফে নামক একটা প্রতিষ্ঠান আর এদেশের সুশীল কিছু মানুষের উচ্চ চিন্তার কারনে ৮০-৯০ দশকের জনপ্রিয় ফুটবল আর এখন নেই। এখন ফুটবল আর ভলিবল এর মধ্যে কোন প্রাথক্য নেই।

কিন্তু আমি হতাশ হলাম না। মাঠে গিয়ে খেলা দেখতে চাইলাম। গিয়ে দেখি হায়!!!!!!! গুটিকয়েক দর্শক মাঠে। মন ভেঙে গেল। আবার শক্ত হলাম। কিছু তরুন গড়ে তুলল ''সাপোটারস অব বাংলাদেশ ফুটবল''। আমি যোগ দিলাম তাদের সাথে। ভাবতে শুরু করলাম বাংলাদেশ ফুটবল নিয়ে নতুন করে।

২৬ তারিখ বাংলাদেশ বনাম নেপাল এর ম্যাচ। দেখতে যাব ইনশাআল্লাহ্‌।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:০১

নিজাম বলেছেন: সেই পুরোনো দিনের আবাহনী-মোহামেডান খেলা দেখা লোক আমিও। মনে পড়ে এক খেলা থাকলে দুই টাকা এবং দুইখেলা থাকলে চার টাকা টিকেট কিনেছি। এখন আর যাই না সেই স্মৃতি বিজড়িত ঢাকা স্টেডিয়ামে।

২| ২১ শে আগস্ট, ২০১৪ বিকাল ৪:৪০

রাজিব বলেছেন: আপনার এবং আপনাদের প্রতি স্যালুট রইলো। আমি নিজেও ফুটবলের বড় ভক্ত। ছোট বেলায় মনে পড়ে বাংলাদেশ ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ডের সঙ্গে পাল্লা দিয়ে খেলত। ১৯৮৫ সালের সাফ গেমসে আমরা মালদ্বীপকে ৮-১ গোলে হারিয়েছিলাম।

৩| ২৪ শে আগস্ট, ২০১৪ রাত ৯:০৯

সাব্বির আকিব বলেছেন: ধন্যবাদ ভাই।দোয়া করেন আমরা যাতে লক্ষে পৌচাতে পারি। ঢাকার মাঠে যাতে আবার দর্শক ফিরাতে পারি।

৪| ২৫ শে আগস্ট, ২০১৪ রাত ১:২১

সাব্বির আকিব বলেছেন: নিজাম ভাই। আপনাদের মত লোকদের যে ঢাকার মাঠ কতটুকু চায় তা একবার মাঠে গেলে বুজতে পারবেন। মনে পড়ে মোহামেডান সাপোর্টার আতা ভাইয়ের কথা?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.