![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সেই ৮০র দশকে একবার(১৯৮০) তে এএফসি এসিয়ান কাপ এ চান্স পেয়েছিলো বাংলাদেশ। দেশের প্রথম কোন বড় টুর্নামেন্ট। অথচ অজর্ন হাতে গোনা কয়েকটা ড্র ম্যাচ। জয়নেই বললেই চলে। প্রথম ম্যাচে ড্র ৩-২ গোলে হেরেছিলো দক্ষিন কোরিয়ার সাথে যারা ২০০২ বিশ্বকাপে কি করেছিলো তা সবার জানা।
সেই তখন থেকে এদেশে ফুটবলের জয়গান শুরু। একে একে আসতে থাকে সাফল্য। কিন্তু নব্বইয়ের শেষের দিকে ক্রিকেট এর আবির্ভাব আর আর তাতেই খেই হারিয়ে ফেলে বাংলাদেশের ফুটবল। তারমানে, দেশের ফুটবলটা যারা চালায় তারা শক্ত-সামর্থ না। তা না হলে মাত্র ৫ বছরেই যারা ২০ বছরেরও বেশি সময়ের জনপ্রিয়ত ভেঙ্গে দেয় কিভাবে?
তখন যে খেই হারিয়েছে ফুটবল তা এখন আর পোষাতে পারে নি।
তাইতো আজ যেখানে বিপিএল(ক্রিকেট) এ ৩০০+ টাকার টিকেট কেটেও ১০০০০+ মানুষ খেলা দেখে সেখানে কেনো ২০ টাকা দিয়ে টিকেট কেটে ৫০০ মানুষ স্টেডিয়ামে আসে না?
এই দায়ভার কেউ নিতে চায় না।
২৬ তারিখ বাংলাদেশ (অনুর্ধ ২৩) - নেপাল (অনুর্ধ ২৩) ম্যাচ।অথচ কোন গুঞ্জন নেই কোথাও।
দায়ভারটা আমাদের(দশর্কদেরই নিতে হবে।ফিরে যেতে হবে মাঠে।সমর্থন দিতে হবে দলকে। তাহলেই হয়ত আগের মতই প্রানবন্ত হয়ে উঠবে আমাদের ফুটবল আংগিনা।
"মাঠে আসুন,খেলা দেখুন, ফুটবল বাঁচান। " এই স্লোগানকে সামনে রেখে "Supporters of Bangladesh Football " এর ৭ম ইভেন্ট এ গা ভাসাই আমীর্ স্টেডিয়ামে। টিকেট এর ব্যাবস্থা ইভেন্ট ম্যানেজমেন্ট কর্তিপক্ষই করবে।
যোগাযোগ-
অতুল- 01827647184
সম্রাট- 01671049029)
আকিব- 01687414941
[SA]
২| ২৫ শে আগস্ট, ২০১৪ ভোর ৬:২৩
রাজিব বলেছেন: অনেক অনেক ধন্যবাদ এই পোষ্টের জন্য। বাংলাদেশ আমাদের দেশ এবং আমাদের জাতীয় ফুটবল দল আমাদেরই দল।
©somewhere in net ltd.
১|
২৫ শে আগস্ট, ২০১৪ রাত ৩:০১
প্রবাসী পাঠক বলেছেন: "Supporters of Bangladesh Football " এর জন্য রইল অনেক অনেক শুভ কামনা।
বাংলাদেশর ফুটবল আবার প্রাণ ফিরে পাক।