নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আকিব

একটু বোকা টাইপের ছেলে।ধার্মিক,কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি অপছন্দ। ফুটবল প্রেমী, আশরাফুল এর বড় ভক্ত।

সাব্বির আকিব › বিস্তারিত পোস্টঃ

বাংলাদেশের রম্য গল্প।

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ রাত ১:০০

একদা একবনে একটা বাঘ একটা সিংহ একটা শেয়াল একটা ভালুক এর দল আর কিছু হায়েনা ছিলো।

স্বাভাবিক ভাবেই কে নেতা হবে তা নিয়ে শুরু হল গন্ডগোল।।

বাঘ-সিংহ প্রতিনিয়ত এটা নিয়ে জগড়া শুরু করল।

বনের রাজা যেহেতু বাঘ তাই কেউ বাঘের পক্ষে,আবার সিংহ যেহেতু পশুরাজ তাই কেউ সিংহের দলে।



শিয়াল বেচারা মুরগী চুরির দায়ে অপরাধী। তাই সে যখন যে লড়াইয়ে জিতে তার দলে থাকে।

কোন ক্রমে একবার সিংহ ক্ষমতা পায়। স্বভাবতই মুরগীচোর শিয়াল তারপক্ষে।

অপরদিকে ভালুক যোগদিল বাঘের সাথে।



যত যাই হোক, সব পক্ষই মোটামুটি বনের হরিন,খরগোশ সহ তৃণভোজী দের ভোগ করতে লাগল।

ক্ষমতায় বসা সিংহ, বনের সবচেয়ে ভয়ংকর প্রজাতি হায়েনাকে "৭ ক্ষুন মাফ" শর্তে নিজের দলে টেনে নেয়।



ফলাফল :- ওইযে আগেই বলছি " তৃণভোজী প্রানীগুলো সবাই ভক্ষন করে।"

বনে আর শান্তি ফিরে না।



তেমনি আজ বাংলাদেশেও বাঘ-সিংহ দলাদলি করছে।

এরশাদ সাহেব মুরগী চুরির অপরাধে মুখ খুলতে পারছে না। "৭ ক্ষুন মাফ" পায় সন্ত্রাসীরা। কারন তারা ক্ষমতাসীন সিংহের দলে।

কিন্তু বাঘ-ভালুক জোটযে তৃণভোজী আহার করে না এটা কে বিশ্বাস করবে?

তাই সময় থাকতে বলি,বদলে যাই।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:০৩

ভিটামিন সি বলেছেন: এ এতো দেখি পুরাই ককটেল।

২| ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১০:১৩

ঢাকাবাসী বলেছেন: এখানে রম্যটা কোথায়!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.