নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাব্বির আকিব

একটু বোকা টাইপের ছেলে।ধার্মিক,কিন্তু ধর্ম নিয়ে বাড়াবাড়ি অপছন্দ। ফুটবল প্রেমী, আশরাফুল এর বড় ভক্ত।

সাব্বির আকিব › বিস্তারিত পোস্টঃ

ভালবাসার রসায়ন।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৮:৫০

তুমি যদি হিলিয়াম হও আমি হব ফ্লোরিন,,,আর তুমি যদি হাইড্রোজেন হও আমি হব গোল্ড।

আমার জীবনে তুমি বেনজিন বলয়।আর আমি সেই দ্বিবন্ধন যা রেজনেন্সের কারনে এক কার্বন হতে অন্য কার্বনে যায়।

তুমি আর আমি মিলে হব একোয়া রেজিয়া। যেখানে তোমার আর আমার অনুপাত হবে ৩:১।

ফেনল যেমন অম্ল ধর্ম প্রদর্শন করে তেমনি আমিও তোমার প্রতি ভালবাসা ধর্ম প্রদর্শন করি।ইথার যেমন পানিতে দ্রবনিয়,তেমনি আমিও তোমাতে দ্রবনিয়।

গাঢ় সালফিউরিক এসিড যেমন তীব্র,তোমার প্রতি আমার ভালবাসা তেমন তীব্র।

অক্সিজেন যেমন কিছু পোড়ালেই তাকে দহন বলে,তেমনি তোমায় নিয়ে আমি কিছু করলেই তাকে ভালবাসা বলে।

সমযোজী বন্ধনে যেমন তড়িৎ ঋনাত্নকতার পার্থ্যকের কারনে যেমন পোলারায়ন হয়,তেমন তোমাকে দেখলে আমার মনে ভালবাসার সৃস্টি হয়।

জৈব যৌগে যেমন কার্বন ও হাড্রেজন থাকা আবস্যক, তেমনি আমার জীবনে তুমি থাকা আবস্যক।

শুন মেয়ে, যেকোন গ্যাসের দুইটি পরমানু মিলে গঠিত হয় একটি সফল গ্যাস অনু,তেমনিভাবে তুমি আর আমি মিলে তৈরি হবে একটি সফল ভালবাসার জুটি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৫

এমদাদ মেহেদী বলেছেন: দারুন হইছে ভাই। খুব মজা পাইলাম.....।

২| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৪ সকাল ৯:০৮

সাব্বির আকিব বলেছেন: দোয়া করবেন যাতে এইরকম কিছু স্বাদ আরো দিতে পারি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.