![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
দিবানিদ্রায় বলুন আর রাতের ঘুমেই বলুন, সপ্ন দেখাটা আমাদের সবারই কমবেশি প্রিয়। আবার আমার মত কিছু উচ্চবিলাশীরা নির্ঘুম সপ্ন দেখতেও ভালবাসে।
তা চলুন দেখে নেয়া যাক আমার দিবাজাগরনের সপ্নের স্বরুপ।
১- যুদ্ধপরাধীদের ফাঁসি চাই। কারন,আমার মতে সত্যিকারের যুদ্ধপরাধীরা এদেশের জন্য বিষফোড়া। এদের হাতথেকে যত দ্রুত সম্ভব দেশকে মুক্ত করা। আর,একটা সচরাচর উক্তি-এটা যেন রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন নাহয়।
২- রাজনৈতিক স্থীরতা। দেশে সাংবিদানিক ভাবে সবার রাজনীতি করার অধিকার আছে। কিন্তু বাস্তবতা ভিন্ন। সব সরকারী দলই বিরোধীর অধিকার করে ক্ষুন্ন।এতে দেশ হচ্ছে মানুষ শুন্য।
৩- দেশ চাই দুর্নীতি মুক্ত। এটা কেবলি একটা সপ্ন। বাস্তবতার মুখ দেখবেনা কখনো। কেননা প্লে-নার্সারীতে ভর্তি হওয়া বাচ্ছাও দুর্নীতি করে ভর্তি হয়। আর চাকরীর কথা না বলি!
৪- সচেতন জনগন চাই। এটাই সবচেয়ে বড় চাওয়া। সচেতন জনগন। যারা লড়বে নিজের অধিকারের জন্য। লড়াই করবে শান্তি মত বাঁচার জন্য। হলিউড একটা সিনেমা সিরিজ আছে। নাম "Live free or Die Hard." হ্যা ভাই, শান্তি মত বাঁচুন না হয় যুদ্ধ করে মরুন।
এছাড়া দেশকে রক্ষার আর উপায় নাই। "আমি একা লড়াই করলে কি হবে? লাভ নাই।"- এই জাতীয় মানুষিকতা ত্যাগ করুন। আসুন, লড়াই করি,নিজের জন্য,দেশের জন্য।
©somewhere in net ltd.