নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নতুন লেখক। আমাকে উৎসাহ দিন।

সব্যসাচী ব্লগার

আমি একজন নতুন লেখক। বাংলাদেশ, দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখার চেষ্টা করব।

সব্যসাচী ব্লগার › বিস্তারিত পোস্টঃ

আমি একজন হিন্দু বলছি, বাংলার মুসলমান একদিন আফসোস করবে

১৭ ই ডিসেম্বর, ২০১৬ রাত ১:৪৭



রাত ১২টার দিকে সায়েদাবাদ বাস স্টেশন হয়ে হটে যাচ্ছিলাম। হঠাৎ মনে হল মোবাইলে টাকা ঢুকানো দরকার। তাই এগিয়ে গেলাম একটি মোবাইল দোকানের দিকে। যতই আগাচ্ছি ততই একটি পরিচিত কণ্ঠে ওয়াজ শুনতে পাচ্ছি। কাছে যাওয়ার আগেই নিশ্চিত হলাম সেই কণ্ঠ কুরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসাইন সাঈদীর। এত জোরে সাঈদী সাহেবের ওয়াজ বা‍ঁজতে শুনে আবেগ আপ্লুত হয়ে গেলাম।

দোকানে গিয়ে ভাব নিয়ে জিজ্ঞেস করলাম আপনারতো সাহস কম না। রাজাকারের ওয়াজ চালাচ্ছেন, তাও আবার বিজয়ের দিনে?
সে জবাব দিল, নিশ্চয় আপনি মুসলিম তাই না?
আমি বললাম, হ্যা।

মোবাইল দোকানদার বলল, আমি একজন হিন্দু বলছি। আল্লামা সাঈদীর মত লোক জেলে থাকা বাংলাদেশের মুসলমানদের জন্য যে কত বড় আফসোসের বিষয় তা বলে প্রকাশ করা যাবে না। আপনারা মুসলমানরা এ লোককে চিনলেন না। সময় হলে ঠিকই চিনবেন। কিন্তু আফসোস করবেন।


আমি বললাম আরে মিয়া রাখেন, যে নিজে মানুষ মেরে, ধর্ষণ করে অন্যকে জ্ঞান দেয় তার জ্ঞান শুনে কোন লাভ নেই। এরা জ্ঞানপাপী।
সে জবাব দিল, এটাই আপনাদের মত মুসলমানদের সমস্যা, আপনারা কিছূূ ‍পাপী লোকের কথা শুনে ফেরেশতার মত একজন লোককে যা তা বলে ফেলছেন। আপনি কী সাঈদী সাহেবকে অপরাধকরতে দেখেছেন? শুনেন অপরাধী সব সময় অপরাধীই থাকে, যতই ভালো সাজুক তাকে অপরাধীই্ দেখায়। সাঈদী এখনো ভালো আগেও নি:সন্দেহে ভালো ছিল।
পরে ঠান্ডা গলায় তাকে বললাম, আপনি একজন হিন্দু সাঈদীর ওয়াজ শুনেন কেন?
সে এক কথায় জবাব দিল, ভালো লাগে তাই।

সে বলল, জানেন সাঈদী জেলে যাওয়ার আগে তার ওয়াজ শুনে ৬শ’র বেশি হিন্দু মুসলমান হয়েছে। অথচ আপনারা তাকে গুরুত্ব দেন না। আমাদের কেউ যদি ৬শ নয় ৬জন মুসলমানকে হিন্দু বানাতে পারতো আমরাতো তাকে ‍মাথায় তুলে রাখতাম।
তার সব কথা শুনে সেখান থেকে মাথা নিচু করে বের হতে বাধ্য হয়েছি।

আসতে আসতে চিন্তা করছিলাম, সত্যিই আমরা খাটি সোনা চিনতে পারলাম না। সাঈদী সাহেবের মত একটি সোনাকে কতিপয় স্টুপিডের কথা শুনে আমরা মুসলমানরাও অবহেলা করছি। আমারও কথায় কথায় রাজাকার, হত্যাকারী ইত্যাদি বলে ফেলছি। মুসলমান জতি হিসেবে আমরা ধিক্কার পাওয়ারই যোগ্য, আর কিছুই না।


মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.