নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আমি একজন নতুন লেখক। আমাকে উৎসাহ দিন।

সব্যসাচী ব্লগার

আমি একজন নতুন লেখক। বাংলাদেশ, দেশের ইতিহাস ও ঐতিহ্য নিয়ে লেখার চেষ্টা করব।

সব্যসাচী ব্লগার › বিস্তারিত পোস্টঃ

২৫ লাখের প্রতিবাদ

২৩ শে জানুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৩


আজ কাল নয়, ২০১৪ সালের একটি ঘটনা। তখন জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতার মসনদে আরোহনকারী সৈরাচারী আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবিতে দেশব্যাপি চলছিল জনতার আন্দোলন। বহুদিন হরতাল অবরোধের ফাঁকে একদিন গ্রামের বাড়ি যাই। পরদিন আবার হরতাল আহবান করা হয়। ফলে সেদিন আর ঢাকায় ফেরা সম্ভব হয়নি। আমাদের বাড়ির সামনে কিছু দোকান আছে, বলা যায় ছোট খাট একটি বাজার। ভোরে ফজরের নামাজ পড়ে সেই বাজারের সামনে দিয়ে হেটে যাচ্ছিলাম। হঠাৎ এক মুরুব্বীর ডাক। তাকাতেই আমাকে প্রশ্ন ছুড়ে দিল, এই কি খবররে ঢাকার? আমি বললাম গত কালতো আবার হরতাল ঘোষণা করা হয়েছে। এখনো সকালের খবর জানি না। তিনি বললেন, তোমার মোবাইলে ওইযে কি জানি বাঁশের ঘর না কি একটা আছে না, খবর দেয় যে ওইটা আছে? ওইটাতে দেখ, সেটাতে সত্য খবর দেয়। এখন আর কোন পত্রিকা-টিভি সত্য খবর দেয় না, যেগুলোদিত সেগুলোও বন্ধ। আমার আর বুঝতে বাকী রইলো না যে, উনি বাঁশেরকেল্লার কথা বলছেন।

যাই হোক হঠাৎ আজ এ প্রসঙ্গ আসার কারণ হল, আজ সেই বাঁশেরকেল্লা ২৫লক্ষ লাইক অতিক্রম করেছে। বহুদিন বাঁশেরকেল্লার কোন পোস্ট চোখে পড়েনি। বাঁশেরকেল্ল‍া নিয়মিত পোস্ট দিলেও আমার কাছে আসে না। অনেকের কাছে শুনেছি সরকার নাকি ফিল্টারিং করেছে তাই এখন কম দেখা যায়। আজ হঠাৎ এক বন্ধুর প্রোফাইলে বাঁশেরকেল্লার ২৫লাখ লাইক হওয়ায় অভিনন্দন জানিয়ে দেয়া পোস্ট দেখে সেই হ্যশট্যগঅনুসরণ করে বাঁশেরকেল্লায় ঢুকলাম। সত্যি আবেগে বুক ভরে গেছে। হৃদয়টা কেমন যেন আন্দোলিত হয়ে উঠেছে। কেননা আমার মতে বাঁশেরকেল্লার ২৫লক্ষ লাইক শুধু লাইক নয়, প্রতিটি লাইক এক একটি প্রতিবাদী মানুষের ভাষা। প্রতিটি লাইক এক একজন বাকরুদ্ধ মানুষের কথা বলার ভাষা আর একএকটি শাহশ।

সেই ২০১২ সাল থেকে দেখছি। সৈরাচার যখন মাথাছাড়া উঠেছিল, ঠিক তখন থেকে ফেসবুকে পূনরায় জেগে উঠে তিতুমিরের সেই বাঁশেরকেল্লা। এর পর বার বার চেষ্টা করা হয় এই দূর্গ ভাঙার। কিন্তু সৈরাচারী সরকার যতবার ভেঙেছে বাঁশেরকেল্লা ততবার আরো বেশি শক্তি নিয়ে জেগে উঠে জানান দিয়েছে যে, সত্যের শক্তি চিরন্তন। তবু থেমে থাকেনি সৈরাচার, বন্ধ করেছে সকল সৎ মিডিয়া আজ আমাদের ভরসাস্থল হয়ে টিকে আছে সুধু বাঁশেরকেল্লা।

আজকের এই দিনে বাঁশেরকেল্লা পরিবারকে জানাই আন্তরিক অভিনন্দন। দোয়া করি বাঁশেরকেল্লা যেন সত্যের ঝান্ডা নিয়ে এগিয়ে যেতে পারে হাজার হাজার বছর। আদর্শ হতে পারে পুরো মিডিয়ার।

দোয়া রইলো বাঁশেরকেল্লার অ্যাডমিন ও ২৫ লাখ লাইকারের জন্য।

#WeAreBasherkella

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.