নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

প্রিয় দেশ আমার।

অনেক হয়েছে এবার মুক্তি দাও।

সাবু ছেেল

খারাপ না।চলনসই।

সাবু ছেেল › বিস্তারিত পোস্টঃ

এই সরকারের আগাম পতনে যারা আগাম খুশী-শুধু তাদের জন্য এই পোস্ট!!

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৯

আওয়ামী লীগের পরাজয়ের কারণ মূলত মনস্তাত্ত্বিক। কারণ, টানা পাচ বছর ধরে দেশে ৬ ভাগের বেশি প্রবৃদ্ধি হচ্ছে, দুর্নীতির সূচকে বাংলাদেশের উন্নতি হয়েছে, মূল্যস্ফিতি কমেছে, বৈদেশিক মূদ্রার রিজার্ভ বেড়েছে, বিদ্যুতের রেকর্ড উতপাদন হয়েছে, সমুদ্র জয় হয়েছে, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে, ডিজিটাইজেশানের ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি হয়েছে, মাধ্যমিক পর্যায়ে বিনামূল্যে বই প্রদান ও প্রাথমিক শিক্ষাকে সম্পূর্ণ জাতীয়করণ করা হয়েছে, জঙ্গীবাদ নিয়ন্ত্রণে এসেছে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে অগ্রগতি হয়েছে।



এর প্রত্যেকটির সাথে যদি আলাদা আলাদাভাবে গত বিএনপি আমলের উন্নয়নের তুলনা করা হয়, তাহলে সত্যিকার উন্নয়ন হয়েছে কিনা তা পরিষ্কার বোঝা যাবে। এটা ঠিক যে পদ্মা সেতুসহ বেশকিছু বিষয়ে সরকার সফল হয়নি। সফল হয়নি বিভিন্ন অঙ্গ সংগঠনগুলোর দুর্বৃত্তায়ন নিয়ন্ত্রণে। কিন্তু এই দুর্বৃত্তায়ন তো বাংলাদেশের মানুষের কাছে নতুন নয়।



যারা এই সরকারকে ফেলে দেওয়ার আনন্দে আগাম মশগুল হয়ে আছেন, তারা কি এই নিশ্চয়তা পাচ্ছেন যে, আগামী পাচ বছর দেশে বিএনপির অঙ্গ সংগঠনগুলো টেন্ডারবাজিসহ দুর্বৃত্তপনায় মেতে উঠবে না, দেশে দুর্নীতি কমতে থাকবে, জঙ্গীবাদ ফেরত আসবে না, উন্নয়নে তারা এই সরকারকে ছাপিয়ে যাবে? এ ব্যাপারে আমি কোথাও কোনো আশাবাদ দেখি না। বিএনপিও কিন্তু কোনো আশার কথা শুনাচ্ছে না।



তবুও মানুষ মনস্তাত্ত্বিকভাবে এখন আওয়ামী লীগকে হারিয়ে দেবার আগাম আনন্দ শুরু করেছে।



তারেক-কোকোর মত বিশ্ব চোরদের "জামাই আদরের"জন্য জাতি প্রস্তুত হচ্ছে।এত সঠিক প্রচারণার পরও মানুষ সেই যুদ্ধাপরাধীদের জন্যই প্রস্তুত হচ্ছে।বারবার "ধর্ষিতা" হতে আমাদের খুব ভালো লাগে দেখা যাচ্ছে!!



আমাদের এই নিকৃষ্ট স্বভাবের জন্যই হয়ত যুগে যুগে আমাদের ঘাড়ে চেপে বসেছিল মীর জাফর,লর্ড ক্লাইভের মত পশু শক্তির দল!!

মন্তব্য ২৪ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৪

হায়রে দুনিয়া বলেছেন: :P :P :P

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সাবু ছেেল বলেছেন: |-) |-) |-) |-)

২| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০০

শেরশাহ০০৭ বলেছেন: #:-S #:-S

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৭

সাবু ছেেল বলেছেন: |-) |-) |-) |-)

৩| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:০৮

শাহীন উল্লাহ বলেছেন: পাবনা

১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৮

সাবু ছেেল বলেছেন: শাহীন উল্লাহ বলেছেন: পাবনা

আপনার স্থায়ী বাসস্থানের কথা জেনে আমাদের লাভ কি?? পারলে গঠনমূলক মন্তব্য করুন।

৪| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১২

হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: মিথ্যার জয় হলেও তা হবে ক্ষণ স্থয়ী,অন্ধকার না থাকলে মানুষ আলোর মর্যদা বুঝেনা।
রাজাকার, র্দুনীতি, উগ্রমৌলবাদী, নারী বিদ্ধেষীদের আরো এক বার ক্ষমতায় আনা দরকার।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০

সাবু ছেেল বলেছেন: আপনার চমৎকার একটি মন্তব্যের জন্য আপনাকে অনেক ধন্যবাদ।আসলে মানুষ খারাপ রেখে মহা খারাপের দিকে ধাবিত হচ্ছে বলা যায়।

৫| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৮

হাসান কালবৈশাখী বলেছেন:
ভালই লিখেছেন,

হতাসার কারন নেই।

সত্যের জয় হবেই!

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৩

সাবু ছেেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ।সত্যের জয় হবেই!হতেই হবে!!

৬| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:৩৮

পথহারা সৈকত বলেছেন: আরে....! এ তো আর এক হারুন.......... :P :P :P

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৪

সাবু ছেেল বলেছেন: হারুন ভাই আপনের কি লাগে ??

৭| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪০

আলাপচারী বলেছেন: ঠিক বলেছেন। সমস্যা হচ্ছে আবার নির্বাচিত হলে আওয়ামী লীগের র্স্পধা অসম্ভব বেড়ে যাবে। আর বি এন পি নির্বাচিত হলে আওয়ামী লীগের দেখানো পথে দূনীর্তিতে নামবে। অথার্ৎ আমাদের আগামী ঝরঝরে।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৫

সাবু ছেেল বলেছেন: খারাপ থেকে আমরা মহা খারাপের দিকে ধাবিত হচ্ছি।তাই বলা যায় আমাদের আগামী দিন একটু বেশীই ঝরঝরে!!

৮| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

সেফানুয়েল বলেছেন: হাটহাজারী, চট্ট্রগাম। বলেছেন: মিথ্যার জয় হলেও তা হবে ক্ষণ স্থয়ী,অন্ধকার না থাকলে মানুষ আলোর মর্যদা বুঝেনা।
রাজাকার, র্দুনীতি, উগ্রমৌলবাদী, নারী বিদ্ধেষীদের আরো এক বার ক্ষমতায় আনা দরকার-- সহমত

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৬

সাবু ছেেল বলেছেন: আপনাকে অনেক ধন্যবাদ সহমত হওয়ার জন্য।

৯| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫০

গারো হিল বলেছেন: বিদ্যুতের রেকর্ড উতপাদন হয়েছে

বিদ্যুতের এমন রেকর্ড হইছে যে এখন কখন বিদ্যুত আসে সেটাই বড় খবর হয়ে গেছে।

যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে
এইজন্যই গত বছর ঈদে সারা দেশে পরিবহন শ্রমিকরা আন্দোলনে গেছিলো। আবার যাবে। গ্যারান্টি।

১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৫৭

সাবু ছেেল বলেছেন: গতবারের কেলেঙ্কারি এবার কিছুতেই ঘটবেনা বলে রাখলাম।হাওয়া ভবন চ্যালেঞ্জ!!

১০| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:১৭

এই আমি সেই আমি বলেছেন: ভাই মাথাতো আউলা ঝাউলা হইয়া যাইতেছে । এখনি টিভিতে দেখি দুদু , রিজভিরা উপস্পাপক , সাংবাদিকদের যেভাবে ধমকায় , তাদের বডি ল্যাঙ্গুয়েজ, নিম্নস্তরের নেতা কর্মীরা যেভাবে ঠোঁট চাটতেছে সামনে যে কি দিন আসতেছে তাত অনুমান করতে পারতেছি। যখন ভাবি তারেক চুরা প্রধান মন্ত্রী আর গুয়াজম প্রেসিডেন্ট তখন তো ভাই চোখে পুরাই অন্ধকার দেখি । আরও কত কিছু শুনি বিএনপি ইউজ করব ইউনুস স্যাররে না ইউনুস স্যার মানে আমেরিকা ইউজ করব বিএনপিরে খেলা একটা হবে । কিন্তু বাংলার ভাগ্যাকাশে দুর্যোগের ঘনঘটা ,কি দিবে আশা , কে দিবে ভরসা ? আবার খোকায় কইছে হেফাজতিদের ক্ষমতায় আইলে ঢাকায় ডাইকা আইনা খুশি কইরা চিটাগাং ফেরত পাঠাইব । মহিলাদের অন্দর মহলে পাঠাইব । কেমনে কি ? আবার শুনি রাজাকার কোটা নাকি চালু করব । থাক লিস্ট আর বাড়াইলাম না । শরীরে ঘাম দিয়া জ্বর আইতেছে ।




১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৩৮

সাবু ছেেল বলেছেন: রাজাকার কোটা চালু করলে দেশে তখন ধর্ষিতা নারীর অভাব হবে না।সেক্ষেত্রে বিম্পির নেতা-কর্মীদের স্ত্রী-কন্যারাও রাজাকারদের জিহ্বা থেকে বাদ পড়বে না বলা যায়।

সুদী ইউনুস আর জগত শেঠের মধ্যে পার্থক্যটা কি কেউ কি একটু বলতে পারবে??

নিম্নস্তরের নেতা শামসুজ্জামান দুদু কিন্তু একজন চরম সাম্প্রদায়িক মানুষ,এটা কি জানেন আপনারা??

১১| ১৩ ই জুলাই, ২০১৩ ভোর ৪:৫৭

রামন বলেছেন:
বিশ্বের আবহওয়া পরিবর্তনের সাথে সাথে মানুষের মন মানসিকতাও পাল্টাচ্ছে। দেশের রাজনীতিও এর বাহিরে নয়। এখন ক্ষমতায় আসাটা যতটা না সহজ তারচেয়ে বেশি কঠিন ক্ষমতা ধরে রাখার প্রচেষ্টা। আওয়ামী লীগের শাসনামলের ১ম পর্বটি কোনভাবে গেলেও শেষ পর্বে এসে ক্ষমতা টিকিয়ে রাখতে নাভিশ্বাস উঠেছে তাদের। দেশের অর্থনৈতিক এবং ধর্মীয় তথা সামাজিক সমস্যা ক্রমশ বৃদ্ধির কারণে দেশের জনগনের মাঝে সৃষ্ট অনৈক্যের পরিমান দিনে দিনে বাড়ছে। যা আগামী দিনে সঠিক ভাবে দেশ পরিচলনার ক্ষেত্রে প্রধান দুই দলের জন্যই কাল হয়ে দাড়াবে।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৬

সাবু ছেেল বলেছেন: যুক্তিযুক্ত একটি চমৎকার মন্তব্যের জন্য আপনাকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন।

আমাদের এই ভবিষ্যৎ পৃথিবী যে খুব খারাপ হবে তার একটি জাজ্বল্য দৃষ্টান্ত হচ্ছে বর্তমান সভ্যতার মানুষদের অস্থিতিশীল ও বিভ্রান্তিকর মানসিকতা!!

১২| ১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৩

আহলান বলেছেন: ভাই কোন দেশে থাকেন? বিদ্যুতের অবস্থা গ্রামাঞ্চলে কেমন জানেন? নাকি ভিটে মাটি বেচে শহুরে হৈছেন? আর এই কুইক রেন্টালের জন্যই সব কিছুর দাম হতের নাগালে(!)।

১৩ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:১৮

সাবু ছেেল বলেছেন: এখন একটু কষ্ট করে বলুনতো আমাদের-এরশাদের উৎপাদিত বিদ্যুৎ পরের পাঁচ বৎসর কে ভোগ করেছিলো অথচ এক ফোটা বিদ্যুৎ উৎপাদন তার আমলে হয়নি?

এখন একটু কষ্ট করে বলুনতো আমাদের-শেখ হাসিনার অতি কষ্টের উৎপাদিত বিদ্যুৎ পরের পাঁচ বৎসর কে ভোগ করেছিলো অথচ এক ফোটা বিদ্যুৎ উৎপাদন তার আমলে হয়নি কেবল খাম্বা ছাড়া?



আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.