![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাবনার শরীর খুলে দেখি গোলাপের ঘ্রাণ
নিবিড় সন্ন্যাসে প্রার্থনা করি ভালোবাসা।
স্বাধীনতা ও সংকল্পের কথা বলে ঢেকে দাও আমার চারপাশ,
মায়াময় এক হতাশার পানে চেয়ে চোখ বুজি...
অভিঘাত সয়ে আলো করো তোমার গোপন পথ
জানি, তুমি সহজ আর স্থির জলের কোনো স্রোত।
প্রতি জিঘাংসার ছলে প্রবেশ করি বেদনার রান্নাঘরে
রক্তপিপাসু নক্ষত্রের সাথে তুামও ভালোবাসো- গভীর হৃদে এই চলাফেরা
গহীন অরণ্য হতে পাখি আসে দুঃখের কবিতা হয়ে
হতাশার চির প্রস্থানের আশায় সন্ধ্যার আকাশ থেকে ধরে আনি-
স্মৃতির সজ্জায় রাত সরিয়ে দেখা এক বেদুইন অন্ধকার।
২| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
আশরাফ কানন বলেছেন: বাহ চমত্কার।প্রথম ভালোলাগা কবি।
৩| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ২:১৩
মারুফ মুকতাদীর বলেছেন: ভালো লাগলো ++
৪| ১৮ ই মার্চ, ২০১৩ রাত ৩:০০
সবুজ আরেফিন বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
১৮ ই মার্চ, ২০১৩ রাত ১:৪৮
মায়াবী ছায়া বলেছেন: ভাল লাগল ।