নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির পদ্মফুল

[email protected]

সবুজ আরেফিন

সবুজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

একটি ঐশ্বরিক ভাবনা - উইলিয়াম ব্লেকে\'র অনুদিত কবিতা

২৩ শে জুন, ২০১৩ দুপুর ২:৪২

কবি উইলিয়াম ব্লেক, ছিলেন একজন ভবিষ্যৎদ্রষ্টা। জন্মগ্রহণ করেন ২৮'শে নভেম্বর ১৭৫৭ সনে এবং মৃত্যুবরণ করেন আধুনিক সভ্যতার আঁতুরঘর হিসাবে খ্যাত লন্ডনে, ১২'ই আগষ্ট ১৮২৭ সনে। ব্লেক ছিলেন একাধারে কবি, চিত্রশিল্পী এবং একজন সফল চিত্রকর্মকার। তাঁর জীবদ্দশায় অধিকাংশ সময়েই তিনি ছিলেন অনালোচিত, কিন্তু পরবর্তীতে ব্লেক রোমান্টিক ভাবধারার একজন পথপ্রদর্শক হিসাবে আবির্ভূত হন উভয়ক্ষেত্রেই (কবিতা এবং চিত্রকলার ইতিহাসে)। তাঁর দৈববাণী মুলক কবিতার ক্ষেত্রে একটা কথা খুব বেশী করে উচ্চারিত হয়, আর তা হলো "মেধার গুরুত্ব বিবেচনায় তাঁর কবিতাই (কবিতার শরীর) ইংরেজী সাহিত্যে সব থেকে কম পঠিত"।

একটি ঐশ্বরিক ভাবনা
- উইলিয়াম ব্লেক

নিষ্ঠুরতারও একটা মনুষ্য-হৃদয় আছে,
আর আছে ঈর্ষাশ্রিত এক অসার মুখাবয়ব;
এক্ষণে, নিঠুর-ঈর্ষাহত মানুষ নিয়ে এলো স্বর্গের ধারণা,
এবং তার সজ্জা হলো যতসব গুপ্ত-বেদনা।

আহা! বাইরের এই শোভা যেনো প্রহসনের আধার,
সহসাই, তার অধিষ্ঠান হলো- জ্বলন্ত এক হাপরখানায়,
মানুষের মুখ - বিষাদময় অগ্নিকুন্ড যেনো,
হতাশার এই রিনরিনে আহবানে- হৃদয়ই হলো তার একমাত্র অভিলাষ।

অনুবাদ: সবুজ আরেফিন

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.