নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির পদ্মফুল

[email protected]

সবুজ আরেফিন

সবুজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

মৃত্যু - এক সুখী প্রকল্প

২৩ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৯

অন্ধ নক্ষত্রের কাছে চাঁদ হতে পারে তার লক্ষ্মী প্রেমিকা।

নিকশ আঁধারের মত জমাট স্মৃতির পাতা খুঁজে দেখো-

চাঁদের সলাজ ও ম্রিয়মাণ আলোতে আছি আমি।

নদীর গভীরতার মত বেড়ে ওঠে যে আঁধার,

তার সবটুকু শূণ্যতায় মিশে আছি আমি।

গুমোট কষ্টের পাশে জন্ম নেয়া দেবাত্মা-

ছুঁয়ে দেখো তার আত্মা। ও-কী আমি নই?

তোমার দেহের মত যতসব উঁচু-নিচু পথ পেরিয়েই-

তবে প্রস্তুত করতে হবে নির্বাণলোভী মৃত‌্যু'র অবিনাশী পাণ্ডুলিপি।

সুখের খেরোখাতা এখনও গন্ধ ছড়াই এই পথে,

এই পরিসীমার ভিতরেই বয়ে যায় তার সেই অধরা সৌন্দর্য ও ব্যথা।

সকল প্রাণের হতাশা থেকে তৈরী এই ঘুম জাগরণের বাসন্তী-অভিমুখ...

সুখ-প্রকল্পের সূচিপত্রে একে একে রাখো হাত-

বিস্তৃত করো ক্ষুদ্র ক্ষুদ্র সময় আর অসময়ের লাবণ্যমাখা নিঃসঙ্গতা।

তারপর তো সেই বিন্দু- যেখানে খণ্ডিত কাল দম আটকে রাখে

ঘুমের আদলে তৈরী মৃত্যুকে দেখবে বলে।

সেখানে আমাকে পাবে, আমাকেও জাগিয়ে দিও-

মায়ের মতন করে পরম আদরে। দেখবো,

দুঃখের কনিষ্ট আঙুল ধরে কারা আসে হতাশার বিশুদ্ধ সাইরেন বাজিয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.