নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির পদ্মফুল

[email protected]

সবুজ আরেফিন

সবুজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

মোহচ্ছন্ন নারীর ভালোবাসার গান - সিলভিয়া প্লাথ

২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৫:১২

চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত‌্যু হয় সকল সত্ত্বার;

চোখ খুললেই আবার নতুন করে জন্ম নেয় বীতশোক স্মৃতি।

(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)



তারারা সব গোল হয়ে নৃত্য করে নীল আর লাল আলো নিয়ে,

এবং খামখেয়ালি আঁধার চলে যায় অশ্বের গতিতে:

অবশ্য, চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত‌্যু হয় সকল সত্ত্বার।



স্বপ্নে দেখেছিলাম তুমি মুগ্ধতা ছড়িয়েছিলে শয়নে-স্বপনে

চন্দ্রাহত গান শুনিয়েছিলে সেদিন, আর দিয়েছিলে অনিঃশেষ চুম্বন।

(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)



ঈশ্বর আকাশ থেকে হামাগুড়ি দিলো, আর নরকের আগুনটাকে ধূসর মনে হলো:

সত্যাশ্রিত দেবদূত প্রকাশ্যে এলো, আর এলো শয়তান ও তার মনুষ্য সঙ্গী-সাথীরা:

আর, চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত‌্যু হয় সকল সত্ত্বার।



আমি ভেবেছিলাম তুমি ফিরে আসবে তোমার প্রতিশ্রুত পথে,

হায়! আমার সময় চলে যায় আর আমি ভুলে যাই তোমার নাম।

(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)



এর থেকে বরং ভালোবাসতাম সেই বিস্মৃত আত্মাকে;

এরা অন্তত জাগিয়ে দিতো উদভ্রান্ত বসন্তকালে।

এখনো, চোখ বন্ধ করার সাথে-সাথেই মৃত‌্যু হয় সকল সত্ত্বার।

(কেননা, আমার ধ্যানেই তুমি জন্মেছো এই স্বপ্ন-ব্যাধিঘোরে।)

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৩৬

সরদার হারুন বলেছেন: সত্তাতো দেখা যায়না তা হলে ধ্যানে আসলো কেমন করে ?
মানুষের অবচেতন মনের স্মৃতি থেকে আসে কল্পনা-ধ্যান ।
চোখ বন্ধ করার সাথে সাথে মৃত্যু হয়না সত্বার ।
" বিতশোক" শব্ধের অর্থ কি ?

২| ২৩ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৮

সীমাবেস্ট বলেছেন: অন্যরকম ভাললাগলো ।
আমারও প্রশ্ন বীতশোক -অর্থ কি ?

৩| ২৩ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:২৭

প্রোফেসর শঙ্কু বলেছেন: সুন্দর।

৪| ২৪ শে জুলাই, ২০১৩ ভোর ৬:৪০

সরদার হারুন বলেছেন: লেখক 'বীতশোক' এর অর্থ কি তার জবাব দেন নি । তাহলে কি ধরে নিব যে তিনি না জেনে ব্যবহার করেছেন ?

সীমাবেষ্ট,
প্রায় দেখা য়ায় যে আমাদের কোন কোন ভাই বা বোন নিজের মনগড়া শব্ধ ব্যবহার করে যার কোন অর্থ হয়না ।
হয়তো রবীন্দ্রনাথের মত বলতে হয়, " হিং. টিং.ছট"। কিছু মনে করবেননা- আপনার নামটাও
আন কমন, "সীমা বেস্ট" !

৫| ২৫ শে জুলাই, ২০১৩ ভোর ৪:০৩

সবুজ আরেফিন বলেছেন: বীতশোক- অতীত বা বর্তমানের যে শোক বা হতাশা থেকে নিজেকে মুক্ত করা বা হওয়া। 'a relieved of grief', সরদার হারুন ভাই।

৬| ০৫ ই আগস্ট, ২০১৩ দুপুর ১২:০৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.