নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির পদ্মফুল

[email protected]

সবুজ আরেফিন

সবুজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

প্রেম

২৩ শে জুলাই, ২০১৩ রাত ১১:৩৭

তোমার দেহের সবগুলো ভাঁজ-রহস্য-

উন্মোচিত মায়াবৃক্ষের গুপ্ত রিরংসায়।

একে একে খুলে যায় ষোলটি ভাঁজ,

যেভাবে সদ্য বৃষ্টিস্নাত গোলাপ পাপড়ি মেলে- ধীরে ধীরে

কতক্ষণই বা লুকিয়ে রাখা যায় বলো-

নতুন করে ফিরে পাওয়া এইসব পুরনো দেনা।

ওষ্ঠ থেকে যে উত্তাপ ঝরাও তাতেই-

খুলে যায় মোহগ্রস্থ ইতিহাসের কোমর-বন্ধনী।

তৎক্ষণাৎ অবশিষ্ট ভাঁজ থেকে ‌তৈরী হয় তীক্ষ্ণ কামনার অঙ্কুরিত ভাষা...

এ এক স্রোত- কবন্ধ স্রোত, স্মৃতিচিহ্নহীন।

গোধূলির মত ম্লান দৃশ্যের- ঘৃণা আর লালসার দেবী

আমাকে ধারণ করো তোমার দ্বিধাহীন স্রোতে

ভয় পেয়ো না; প্রস্তুতি আছে যেকোনো রঙের আবরণে

নিজেকে ঢেকে ফেলার...

জীবন ও মৃত‌্যুর মাঝে যে প্রশস্ত বাগান- অলিগলি খুঁজে আমি ক্লান্ত।

তোমার চিবুক থেকে শুষে নিচ্ছি ঘামের উষ্ণতা,

শুষে নিচ্ছি আলো, মেঘ আর কমলাবনের স্মৃতি।

আহা! আমিতো ছিলাম শিশুতোষ ভ্রমণের এক মগ্ন অধিপতি।

সেই জন্য ভেবো-না, আমি জানি না- কুমারী মেঘের সোজা-বাঁকা পথ।

কেননা, আমিইতো সেই অবশিষ্ট দেহের ধারণা...

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.