নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্মৃতির পদ্মফুল

[email protected]

সবুজ আরেফিন

সবুজ আরেফিন › বিস্তারিত পোস্টঃ

মাতৃভূমির জন্য শোকগাঁথা

১০ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৩৮

অনেক দিনের পরে, এই দিনের আলোয় অন্ধকার হবে লাল।

স্যাঁতস্যাঁতে পাথরের পাশে জন্ম নেয়া নপুংশক আত্মা,

তোমাকে শোনাবে বিষাদের ব্যাপকতা।

প্রবল বর্ষায় নতুন গজিয়ে ওঠা ঘাসে ডানা মেলে জননীর স্বপ্ন।

কৌমার্য হারানো ফুলের কামনা ঘিরে রাখে প্রজাপতির ঘুম,

আশা নয়! হতাশার বীণ বাজিয়ে ঢুকে পড়ে বিবসনা স্বপ্ন-ঘাতকেরা।

আকাঙ্খার পাশে ঘৃণার দেয়াল তুলে তোমাকে ছিনিয়ে নেয় ভুল ভালোবাসা।

প্রাচীন শতাব্দী থেকে ফণা তোলে কবরের নিঃসঙ্গতা।

তোমাকে ফিরিয়ে নিতে প্রার্থনায় রত পৌরাণিক অলসতা...

জন্মের সময় জমাট রক্তের সাথে মিশে থাকা বঞ্চনা-

এখনও ডাকে বুনো প্যাঁচার মতন ঘনঘোর শুণ্যতার পাশে।

আহ! মাতৃভূমি, পতাকার সাথে সাথে তুমি পেয়েছো অনন্ত-

এক নক্ষত্রের প্রলোভন।

ক্ষয়িষ্ণু স্রোতের সাথে খেলা করে নাম ভুলে যাওয়া শিকারী পাখির গান।

মনে পড়ে, কুয়াশায় ঢাকা শীতের সকালে শস্যের সফলতা-

ভিজিয়ে দিতো কুঞ্চিত-গ্রীবা তুলে তাকানো বৃদ্ধের হাঁসি

আর শিশুতোষ ঘুমের উষ্ণতা।

মাছরাঙার মতন শিকারের আশায় এখনো মাঝে মাঝে ডুব দিই

খরস্রোতা ইতিহাসের খালে-বিলে।

সেইখানে নেই কোনো ক্ষোভ, আশে শুধু ঝরাপাতার গল্প বলার লোভ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.