![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোহিঙ্গা মা
(মো:শরিফ +)
আমার মায়ের লেখা চিঠি,
উড়ে চলে যায়,
আমার বাবার দেহ খানা,
বলি হয়ে যায়,
নিজের দেশে আজ আমরা,
মুসাফির হয়ে যায়.
কি দেশে জন্ম আমার,
মানুষ বাচা দায়.
আমরা রোহিঙ্গা জাতি,
বাঁচার অধিকার চাই.
আমরা রোশান জাতি,
জান ভিক্ষা চাই।
যে দেশেতে জীবন আমার,
রক্ষী করবে বলে।
সেই দেশেতে আজ আমাদের,
দেহ খানা জ্বলে।
ফিরে যদি পেতাম আমি,
বার্মায় আমার বাড়ি,
জীবন আমি শুরু করতাম
মা বাবা ছাড়ি।
জানিনা আজ পাব কিনা,
নিজের জন্মভূমি।
কি দেশে জন্ম আমার,
মানুষ বাচা দায়।
কোন দোষে দুশি মোরা,
জীবন বাঁচা দায়।
মার জন্য ফিরে এলাম,
মা তো আর নাই।
মা ♥
©somewhere in net ltd.