![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
নেতা নেতা মুজিব নেতা, দেশ মুক্তির তুমি হোতা।
দেশকে তুমি করেছ শাসন নিজের জীবন দিয়ে।
ভালোবাসা শিখিয়েছো তুমি, আদর্শ বলে কারে।
দেশকে তুমি পিতার মতো, আগলিয়ে রেখেছো বুকে।
দেশকে নিয়ে স্বপ্ন দেখে কেন চলে গেলে।
শত্রুরা আজ হাসে খেলে ,তুমি ঘুমিয়ে গেলে,
লক্ষ বাঙালি ছেড়ে, লক্ষ বাঙালি ছেড়ে।
তুমি নেতা আসবেনা বলে, আজও বাঙালি কাঁদে।
নেতা নেতা মুজিব নেতা, দেশ মুক্তির তুমি হোতা।
দেশকে তুমি করেছ স্বাধীন, লক্ষ বাঙালি নিয়ে।
সুখের সময় চলে গেলে, দুঃখের বোঝা দিয়ে।
নেতা নেতা মুজিব নেতা, লক্ষ বাঙালির প্রাণের পিতা।
দেশকে তুমি করেছ স্বাধীন, হায়নার শিকল ছিঁড়ে।
কেন চলে গেলে,কেন হারিয়ে গেলে,কেন ঘুমিয়ে গেলে।
©somewhere in net ltd.