নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সাদ আল জাবির

সাদ আল জাবির › বিস্তারিত পোস্টঃ

ফাঁসির রায়তো হলো..এবার?...পাল্টা রিঅ্যাকশন? নাকি চেইন রিঅ্যাকশন?

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৯

ইসলামী আন্দোলনে যারা নাম লেখান, তারা প্রথম দিন থেকেই মৃত্যুর জন্য তৈরি থাকেন...আনেকে আছেন যারা সাদা কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামেন। অতএব মৃত্যু ভয় যে এদের নেই তা নিশ্চিত করেই বলা যায়। কিন্তু অপবাদের মৃত্যু, অপমানের মৃত্যু কেউকি মেনে নিতে পারে সহসা?

জানি না কী প্রতিক্রিয়া হবে জামায়াত-শিবিরের তবে প্রতিক্রিয়া যা-ই হোক তাতে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের কোনও ক্ষতি হবে বলে মনে হয় না। ক্ষতি যা হবার হবে দেশের। দেশটাকে পোড়ামাটি করার পরিকল্পনা নিয়েই এই সরকার এই বিচারিক কাজটি সম্প্ন করেছে। বিচার প্রক্রিয়াকে বিতর্কিত করার পেছনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছে স্বয়ং আওয়ামী লীগ। কিন্তু কেন? কারণ আওয়ামী লীগ চায় অশান্তি। দেশ অশান্ত থাকলে অনেক কাজ সহজ হয়ে যায়। যেমন কেউ হাসপাতালে থাকলে পরিবারের সব সদস্য কুণ্ঠিত চিন্তিত থাকলেও উঠতি বয়সী নারী-পুরুষ থাকে বেমালুম নির্বিঘ্নে। কারণ ওরা তখন স্বাধীন। কেউ পড়তে বলে না, ছাদে গেলি কেন জিজ্ঞেস করে না, ফোনে কার সাথে কথা বলছিস জিজ্ঞেস করে না..এই ফাঁকে তারা অনেক কিছুই করতে পারে....যেভাবে শেয়ারবাজার গিলে খাওয়া হলো, যেভাবে পিলখানা চাপা দেয়া হলো, যেভাবে হলমার্ক-সোনালিব্যাংক নামক সোনার হাঁস জবাই হলো....

দেশ অশান্তি থাকলে লাভ প্রতিবেশি দেশের। তাদের বাণিজ্য হয় রমরমা। কূটনৈতিক চালে জেতা যায়, কারণ অশান্ত রাষ্ট্রের নৃপতিরা অন্যের ওপর নির্ভরশীল হয়।...

অনেক অনেক আগ-পিছ ভেবে সরকার একেক সময় একেকটা ইস্যু নিয়ে মাঠ গরম রেখেছে। কিন্তু এবারের গেমটা একেবারে ভিন্ন...যখন সরকারপতনের আন্দোলন অত্যাসন্ন তখন এই রায় দিয়ে সরকার সরকারপতনের আন্দোলনকে ভিন্নরূপে প্রচার করতে পারবে। আর আশাকরি বি এনপিএই ফাঁদে পা দিবে সুন্দরভাবেই। কারণ বিএনপি'র মধ্যেও জামায়াতবিরোধী নেতার সংখ্যা কম নয়।..এমনকি স্থায়ী কমিটিতেও আওয়ামী চর আছেএমন গুঞ্জন সন্দেহ অনেকটা প্রকাশ্য এখন...অতএব, পাল্টা রিঅ্যাকশন কী হবে, নাকি চেইন রিঅ্যাকশন হবে...ভাবনাটা আমাদের। কারণ আমাদেরকে প্রতিদিন রাস্তায় বের হতে হয়, কর্মস্থলে যেতে হয়...চেইন রিঅ্যাকশন হবে খুব ভয়াবহ। কখন কী হবে কেউ জানবে না...গোটা দেশ থাকবে ভয়ে কম্পিত....সরকার কি কোনও কিছু মোকাবেলা করতে পেরেছে কখনও? জান মাল ক্ষতি কি ঠেকানো গেছে? না ঠেকানোর চেষ্টা ছিল কখনও?..এবার দেশ পোড়ামাটি হলেও তাতে কিছু যায় আসে না এই সরকারের...

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৬

মুনসীমাহফুজ বলেছেন: ইসলামী আন্দোলনে যারা নাম লেখান, তারা প্রথম দিন থেকেই মৃত্যুর জন্য তৈরি থাকেন...আনেকে আছেন যারা সাদা কাফনের কাপড় নিয়ে রাস্তায় নামেন। অতএব মৃত্যু ভয় যে এদের নেই তা নিশ্চিত করেই বলা যায়।

মৃত্যুর জন্যে যদি উনারা তৈরীই থাকেন তবে তাগুতী আদালতে সুবিচার প্রার্থনা করে আপিল করেন কেন? আবার আপিল যখন প্রত্যাখ্যাত হয় তখন আবার হরতাল কেন ?

আমার কথা হল, হয় আপিল করবে অথবা হরতাল করবে, সালিস মানবে আবার উল্টা রায় হলে তালগাছ দাবী করবে.......... এটা সুবিধাবাদী রাজনীতি

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:২৪

সাদ আল জাবির বলেছেন: অধিকাংশ মানুষের মেনে নেয়া বিচার-ব্যববস্থাকে মুসলিম হিসেবে আপনিও মানতে বাধ্য। যতদিন না আল্লাহর আদালত তৈরি হচ্ছে। কিন্তু বিচারে যদি অন্যায় হয় তাহলে আপনি মজলুম মজলুম ব্যক্তি ক্রোধ দেখাতে পারবে, প্রতিবাদ করতে পারবে, তার জুলুমের প্রতিকার চাইতে পারবে..এটাও আল্লাহর দেয়া অধিকার...অসুখ হরেআল্লাই সুস্থ করেন। কিন্তু সেই আল্লাহ বলেছেন ঔষধ খাওয়াতে। তোমরা অন্যায় দেখলে প্রতিরোধ/ প্রতিহত করবে এটা তোমাদের জন্য অবশ্যকর্তব্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.