নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী।
স্টেশনের অবস্থানঃ এটি কুমিল্লা জেলার একটি উপজেলা।
(২) নাঙ্গলকোট পার হয়ে আমরা ক্রমান্বয়ে এগিয়ে চললাম চট্টগ্রামের দিকে........
(৩) আমরা পার হলাম কত পথ, আমাদেরকে অতিক্রম করলো কতো ট্রেন, তার হিসাব কে রাখে?
(৪) পাশের ডোবায় ফুটে আছে চমৎকার বেগুনী রংএর শাপলা ফুল ।
(৫) শাপলা ফুলের পাহাড়াদার
(৬/৭) ভাবলাম শাপলা যেহেতু খাওয়া যায় সুযোগটা হাতছাড়া করি কেনো
(৮) শাপলা খাওয়ার পর, আবারো দীর্ঘ পথ, এক সময় মনে হয় যেনো এ পথের কোন শেষ নাই
(৯) আরো একটি ট্রেন আমাদের বিপরিত দিক থেকে আসছে, পাশেই রয়েছে একটা ছোট্ট মাজার, নাম কাবিল শাহ মাজার।
(১০) কাবিল শাহ মাজারের আশে পাশের এলাকার মানুষ এমন ধান কাটা মৌসুমে প্রায়ই শিন্নি দেয়, আজো দিয়েছে এইতো একটু আগে, কলাপাতায় তার কিছুটা আমিও পেয়েছি, খেতে কিন্তু মন্দ না, বিশ্বাস না হয় আপনি একদিন আসুন।
(১১) মাজারের পাশেই বিশাল একটা গাছের ছায়ায় একটা চা ষ্টল, এক কাপ চা আর কিছু বিস্কুট খেয়ে সত্যিই বেশ চাঙ্গা অনুভব করছি, আবার হাটার প্রেরণা যেনো পেলাম নতুন করে।
(১২) কাঁদায় মাছ ধরছে বাচ্চারা।
(১৩) ক্যামেরা দেখে ওরা দু'জন আবার খুব সুন্দর করে পোজ দিলো।
(১৪) দুটি বুলবুলি পাখি।
(১৫) চালতা গাছের ছবিটা ভালো উঠেনি, অনেক দূর থেকে তোলা।
(১৬) তাল গাছের ছায়ায় একটু জিরিয়ে নেই।
(১৭) লতানো গাছের এই ফলটার নাম জানিনা, তবে দেখতে কিন্তু বেশ।
(১৮) মাছ ধরা।
(১৯) ছোট এই ফুলগুলো পাকার পর বাতাসে উড়ে বেড়ায়, ছোট বেলায় কতো ছুটছি ওদের পেছনে,,,,,,,,,,,,,,,
(২০) পরবর্তী স্টেশন বেশী দূরে নয়।
(২১/২২) এক সময় পৌছে গেলাম হাসানপুরে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, নাওটী ( স্টেশন নং- ৩৮)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( হাসানপুর, স্টেশন নং- ৪০)
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:০৯
সাদা মনের মানুষ বলেছেন: সোহাগ কিংবা সকাল আপনাকে শুভেচ্ছা
২| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৩৬
শিশির ডি শাখামৃগ বলেছেন: প্লাস দিতে লগইন করলাম, ছবি গুলো খুব সুন্দর +++
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৩| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪১
ইরাজ আহমেদ বলেছেন: অসাধারণ উদ্যোগ...। +++
২৭ শে জুন, ২০১৩ বিকাল ৫:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ইরাজ ভাই, ঢাকা চিটাগাং শেষ করছি, এখন ভাবছি রমজানের পর সিলেটের পথে পা বাড়াবো। সিলেট শেষ হলে হয়তোবা খুলনা বা রাজশাহী কিংবা যশোহরের পথে পা বাড়াবো, দেখি কতদুর কি করা যায়।
৪| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৪৭
রোজেল০০৭ বলেছেন: বাবার চাকরির সুবাদে যাওয়া হয়েছিলো। ছবিগুলো দেখে নস্টালজিক হয়ে গেলাম।
আপনার এই চিন্তাধারা আর প্রকৃতির প্রতি ভালবাসা সত্যি মুগ্ধ করে।
ভালো থাকুন।
পোস্টে অগণিত ++++++++++++++++
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০১
সাদা মনের মানুষ বলেছেন: রোজেল ভাই, আপনাদের এমন কমেন্টে আমার পাগলামীটা বেড়েই যায়।
৫| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:৫৭
এ জাফর বলেছেন: আপনার ছবি তোলার হাত অসাধারন! পোষ্ট পড়ে ও ছবি দেখে খুবই মুগ্ধ হলাম। মোবাইল নম্বর বা ইমেইল আইডি দিলে খুশী হব। আমি ও টুকটাক প্রকৃতির ছবি তুলতে ভালোবাসি কিনা?
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:০২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ০১৭১১-৩৯০২৪২
৬| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:০৮
শরিফ নজমুল বলেছেন: ইস, আপনার দলে যদি যোগ দিতে পারতাম!!!!
অবশ্য ব্রীজ পার হতে খুব ভয় লাগে ....
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১৫
সাদা মনের মানুষ বলেছেন: প্রথমে একটু ভয় ভয় লেগেছিলো, তারপর এখন তো অকাতরে ব্রীজগুলো পার হয়ে যাই।
৭| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:২৭
গিরিনদী বলেছেন: রেললাইনের ছবি গুলো এত চমৎকার আসে সব সময়।
প্রতিবারের মতই ভাল লাগলো।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৭
সাদা মনের মানুষ বলেছেন: আপনাদের এমন মন্তব্যে আমি আরো হেটে চলার অনুপ্রেরণা পাই সব সময়।
৮| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩
মুসলিম শরীফ বলেছেন: হাসানপুর এর পরের স্টেশন গুনবতী, গুনবতী রেল স্টেশনের আগে একটি বড় ব্রীজ ও মসজিদের বড় একটি মিনার রয়েছে, ছবি দিতে ভুলবেন না কিন্তু! আমাদের স্টেশনে আপনাকে স্বাগতম ।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩২
সাদা মনের মানুষ বলেছেন: শরীফ ভাই, নতুন নির্মিত বিশালাকার একটা মিনারের ছবি আমি উঠিয়েছি, পরবর্তী পোষ্টে ইহা দেব ইনশাআল্লাহ্
আপনার বাড়ি কি গুণবতীর আশে পাশে ?
৯| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৩৩
সিদ্ধার্থ. বলেছেন: যে জায়গা আমার দেখা হয় নি সেটাই আমার বিদেশ !
আপনার পরিকল্পনাটা দারুন |
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৬
সাদা মনের মানুষ বলেছেন: যে জায়গা আমার দেখা হয় নি সেটাই আমার বিদেশ !
..........চমৎকার উক্তি, আমি রেখে দিলাম আমার মনে।
১০| ২৭ শে জুন, ২০১৩ বিকাল ৩:৪৪
ঢাকাবাসী বলেছেন: চমৎকার লাগল, ছবি আর বর্ণনা দুটোই।
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৩৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ঢাকাবাসী
১১| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:১০
হাসান মাহবুব বলেছেন: অসাধারণ হে পরিব্রাজক! আপনার সব লেখা প্রথম থেকে পড়ব ভাবছি। শাপলা খাইতে কেমন?
২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সাদা মনের মানুষ বলেছেন: পরিব্রাজক শব্দটা আমার খুব ভালো লাগে, সাদা শাপলা তো খেয়েছিলাম পানসে টাইপ, কিন্তু এই বেগুনী শাপলাটা খেতে কিছুটা তেতো স্বাদের হয়েছিলো, ধন্যবাদ ।
১২| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
অপূর্ণ রায়হান বলেছেন: বরাবরের মতই অসাধারণ পোস্ট ভ্রাতা +++++++++
শুভকামনায়
২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা অপূর্ন
১৩| ২৭ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৩৮
হাসান কালবৈশাখী বলেছেন:
১২ নং ছবিটা সুপার্ব!
২৮ শে জুন, ২০১৩ সকাল ৭:২১
সাদা মনের মানুষ বলেছেন: তা যা বলেছেন
১৪| ২৭ শে জুন, ২০১৩ রাত ৮:২৫
খেয়া ঘাট বলেছেন: আপনার এই আয়েশী পথ চলা আমার জন্য এক সুখস্বপ্ন মনে হয়।
ছবিগুলো, ছবিরক্যাপশান গুলো খুবই চমৎকার।
ভালো থাকুন ভাই। দীর্ঘজীবী হোন ভাই।
+++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:১৯
সাদা মনের মানুষ বলেছেন: এতো এতো মজাদার কথামালায় আমি খুবই অনুপ্রাণিত, আপনিও ভালো থাকুন, সব সময়।
১৫| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৮:৫২
কালোপরী বলেছেন:
২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৪
সাদা মনের মানুষ বলেছেন:
১৬| ২৮ শে জুন, ২০১৩ সকাল ৯:৫৫
মাসুম আহমদ ১৪ বলেছেন: যথারিতী সুখী পোষ্ট
২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
সাদা মনের মানুষ বলেছেন: হাঃ হাঃ হাঃ আপনী দেখছি আমাকে সূখী মানুষ না বানিয়ে ছাড়বেন না
১৭| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫০
লিঙ্কনহুসাইন বলেছেন: আসলেই চমৎকার লাগলো +++++++++++
২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হুসাইন ভাই
১৮| ২৮ শে জুন, ২০১৩ রাত ১০:৫৪
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: +++++++++++++
ছবিগুলো অনেক ভাল লাগলো
২৯ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন: এতোগুলো পেলাস বর্ষণ করলেন?
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫১
আদম_ বলেছেন: লতানো গাছটার নাম "তোকমা"। প্রিয়তে
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, গাছটার নাম জানলাম।
২০| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৫২
আদম_ বলেছেন: বাচ্চা দুইটারে চুমা দিতে না পাইরা বিরক্ত লাগতাছে..........
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: সত্যিই বাচ্চা দুইটা খুবই কিউট, ধন্যবাদ আদম ভাই।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০১৩ দুপুর ২:০৪
সোহাগ সকাল বলেছেন: ছবিগুলো অসম্ভব সুন্দর!