নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
বান্দরবান মানেই পাহাড়ের দেশ, বান্দরবান মানেই সবুজের দেশ, বান্দরবান মানেই ঝর্ণার দেশ। আর ঝর্ণা শব্দটাই কেমন যেন রিনিঝিনি ছন্দময় আনন্দময় আবহ জাগায় শরীর ও মনে। ইচ্ছে হয় ওর পানির সৌন্দর্য্য আর শীতলতায় ধুয়ে ফেলি জীবনের সব কালিমা।
আজ আপনাদেরকে যেই ঝর্ণার কথা বলবো তার নাম চিংড়ি ঝর্ণা । আমাদের গাইডকে জিজ্ঞাসা করে জানতে পেরেছিলাম এখানে নাকি এক সময় চিংড়ি মাছ পাওয়া যেতো। কিন্তু ঝর্ণার পানিতে চিংড়ি মাছ ? এটা আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয়নি।
নাম করণের কারন যাই থাক বর্ষাকালে এই ঝর্ণার কাছে দাড়ালে মনে হবে থাকি না একটা দিন এখানেই, মন্দ কি ?
বগালেক থেকে কেওকারাডাং এর পথে ঘন্টাখানেকের পাহাড়ি পথ পাড়ি দিলেই এই চমৎকার ঝর্ণাটা পাবেন, কিন্তু প্রাথমিকভাবে যেটুকু ঝর্ণা দেখা যায় এটুকুই কিন্তু চিংড়ি ঝর্ণা নয়।
আসল টুকু দেখতে হলে আপনাকে বিশাল বিশাল পিচ্ছিল পাথরগুলো পেরিয়ে আর একটু ভেতরে ঢুকে ডান দিকে ৯০ ডিগ্রি ঘুরতে হবে । দেখবেন অসাধারণ একটি ঝর্ণা, যেন বাশ বাগানের মাথার অনেক উপর থেকে একেবেঁকে নেমে আসছে চমৎকার একটা স্রোতধারা ।
তবে শত সৌন্দর্যের মাঝেও আমি নিঃসন্দেহে বলতে পারি এটা একটা বিপদজনক ঝর্ণা। কারণ এর বিশালাকার পিচ্ছিল পাথরগুলো যেকোন অসতর্ক মূহুর্তে ডেকে আনতে পারে ভয়াবহ বিপদ । আর বিপদ মানেই এডভেঞ্চার, সুতরাং...........
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনিও ভালো থাকুন, সব সময়।
২| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৫
শ।মসীর বলেছেন: ওয়াও.....
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫
সাদা মনের মানুষ বলেছেন:
৩| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬
ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো সুন্দর। সুন্দর পোষ্ট।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০০
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে শুভেচ্ছা
৪| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩
মাথাল বলেছেন: চিংড়ি!!!
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৫| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৪
তুন্না বলেছেন: চিংড়ি খেতে যেমন মজা এবং লোভোনিও তেমনি চিংড়ি ঝর্ণা দেখে ওখানে যাবার জন্য লোভ লাগছে। কবে যে যাব...... :-&
সুন্দর পোষ্ট।
৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ঠিক বলেছেন তুন্না, চিংড়ি আমার খুবই প্রিয় মাছ
৬| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৭:৪৩
শহুরে কাউয়া বলেছেন: জটিল বস
িরাম অইচে
আমি বগালেক, নাফাকুম গেসি
চিংড়ী যাইনি
৩০ শে জুন, ২০১৩ রাত ৮:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ইয়েস বস
৭| ৩০ শে জুন, ২০১৩ রাত ৮:৪২
বাংলার হাসান বলেছেন: চমৎকার জায়গা।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: হুমম
৮| ৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৬
একান্ত কথা বলেছেন: যাবার ইচ্ছা আছে...আর একটু বিস্তারিত লিখলে ভালো হইত।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১০
সাদা মনের মানুষ বলেছেন: বান্দরবান থেকে সাঙ্গু পারি দিয়ে প্রথমে আপনাকে যেতে হবে রুমাতে । রুমা থেকে যেতে হবে বগালেক । বগালেক যাওয়ার দুটি পথ আছে, একটা ঝিরি পথে হেটে, অন্যটা চান্দের গাড়িতে করে। ঝিরি পথে মোটামোটি পাঁচ ঘন্টার মতো লাগবে।
আর চান্দের গাড়িতে ঘন্টা দুয়েকের পথ গেলে আরো ঘন্টাখানেকের পাহাড়ি হাটাপথ বেয়ে আপনি পৌছে যাবেন বগালেকে। তবে এই পথটুকু সরু আর খুবই চড়াই হওয়ায় প্রচুর পরিশ্রম করতে হবে।
বগালেক থেকে কেওকারাডাং এর পথে ঘন্টা খানেক হাটলেই আপনি পৌছে যাবেন চিংড়ি ঝর্ণাতে।
৯| ৩০ শে জুন, ২০১৩ রাত ১০:৫১
লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর ।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১২
সাদা মনের মানুষ বলেছেন:
১০| ৩০ শে জুন, ২০১৩ রাত ১১:০০
সায়েম মুন বলেছেন: সুন্দর একটা ঝর্ণা। এই প্রথম নামটা শুনলাম। কোন উপজেলায় এটা। ক্যামনে যেতে হয় একটু বিস্তারিত জানাইয়েন।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: এটা বান্দরবানের রুমা উপজেলায়।
বান্দরবান থেকে সাঙ্গু পারি দিয়ে প্রথমে আপনাকে যেতে হবে রুমাতে । রুমা থেকে যেতে হবে বগালেক । বগালেক যাওয়ার দুটি পথ আছে, একটা ঝিরি পথে হেটে, অন্যটা চান্দের গাড়িতে করে। ঝিরি পথে মোটামোটি পাঁচ ঘন্টার মতো লাগবে।
আর চান্দের গাড়িতে ঘন্টা দুয়েকের পথ গেলে আরো ঘন্টাখানেকের পাহাড়ি হাটাপথ বেয়ে আপনি পৌছে যাবেন বগালেকে। তবে এই পথটুকু সরু আর খুবই চড়াই হওয়ায় প্রচুর পরিশ্রম করতে হবে।
বগালেক থেকে কেওকারাডাং এর পথে ঘন্টা খানেক হাটলেই আপনি পৌছে যাবেন চিংড়ি ঝর্ণাতে।
১১| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১:০৪
মাক্স বলেছেন: সুন্দর!
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাক্স
১২| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৭:০৯
খেয়া ঘাট বলেছেন: সুন্দর, বড়ই সুন্দর।
আপনি বড়ই সুখে আছেন।
++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: এতো প্লাস আমি রাখবো কোথায়
১৩| ০১ লা জুলাই, ২০১৩ সকাল ৮:২১
মাসুম আহমদ ১৪ বলেছেন: ভেরি নাইস পোষ্ট সুখী মানুষ
০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৫
সাদা মনের মানুষ বলেছেন: সুখী মানুষের সূখী মন্তব্য
১৪| ০১ লা জুলাই, ২০১৩ দুপুর ১২:১৮
সায়েম মুন বলেছেন: হুম। আপনার বর্ণনায় মনে পড়লো এটার কাছাকাছি আমরা গিয়েছিলাম। কারণ বগালেক, কেওক্রাডাং এসব জায়গায় ঘুরেছি। একদিন জাতিভাই পাড়ার কাছে একটা ঝর্ণা দেখতে যাচ্ছিলাম। এক জায়গায় বেশ দূর্গম লাগলো। মেয়েরা সাথে থাকায় আমরা আর রিস্ক নেইনি।
তথ্যের জন্য অসংখ্য ধন্যবাদ।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৫
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: জাদিপাই ঝর্ণা আমার দেখা ঝর্ণাগুলোর মধ্যে সব চেয়ে সুন্দর দুটি ঝর্ণার একটি।
এখানে টোকা দিয়ে জাদিপাই ঝর্ণা নিয়ে আমার দেওয়া পোষ্ট দেখতে পারেন
১৫| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
ভুং ভাং বলেছেন: সুন্দর পোষ্ট।
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ
১৬| ০১ লা জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: চমৎকার
অবশ্যই ++++++++++++
০১ লা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও++++
১৭| ০১ লা জুলাই, ২০১৩ রাত ১১:০৪
সাজিদ ঢাকা বলেছেন: পোষ্টে +++++++
০২ রা জুলাই, ২০১৩ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাজিদ ভাই, আপনি আমাকে বরাবরই উৎসাহ দিয়ে যাচ্ছেন।
১৮| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:১৮
এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
অসাধারণ!
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপু, ভালো থাকুন, সব সময়।
১৯| ০২ রা জুলাই, ২০১৩ সকাল ৯:২৫
ভিটামিন সি বলেছেন: আর পারলাম কই? আমার ট্রেন লেটেই আসে। তারপর ও ভালো লাগল। আরো কিছু ফটুকের আশায় নেচে স্ক্রল করেই যাচ্ছিলাম কিন্তু আর পেলাম না। পরক্ষনেই মনে হলো যা পেয়েছো, তাতেই সন্তুষ্ট থাকো।
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৯
সাদা মনের মানুষ বলেছেন: বাংলাদেশী ট্রেন যেমন চলে আরকি
২০| ০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:১৮
হাসান মাহবুব বলেছেন: +++++
০৪ ঠা জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২০
সাদা মনের মানুষ বলেছেন:
©somewhere in net ltd.
১| ৩০ শে জুন, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
অপূর্ণ রায়হান বলেছেন: নামটা অদ্ভুত । আমি ভেবেছিলাম রিছং ঝর্ণা
ভালো থাকবেন