নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

খইয়াছড়া ঝর্ণা

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১২



প্রাকৃতিক ঝর্ণাগুলো খুব কাছ থেকে দেখা একটা দুরুহ ব্যাপার। শীতে ঝর্ণাগুলোরা কাছে যাওয়া কিছুটা সহজতর হলেও তখন ঝর্ণাগুলোর প্রকৃত রূপের নাগাল পাওয়া যায় না। ঝর্ণার যৌবন দেখতে হয় বর্ষায়। তেমনি একটা ঝর্ণার যৌবন দেখতে গিয়েছিলাম চট্টগ্রামের মিরসরাই। আসুন আমার ক্যামেরায় দেখি মিরসরাইয়ের খইয়াছড়া ঝর্ণা।



(২) চিনকি আস্তানা নামক স্টেশনে ট্রেন থেকে নেমে চট্টগ্রামের দিকে এগিয়ে গেলে রেল লাইন থেকে বাম দিকে প্রথম যে রাস্তাটি নেমে গেছে তা ধরে এগিয়ে যেতে হবে খইয়াছড়া ঝর্ণার দিকে।





(৩) আগে থেকে ঠিক করে রাখা গাইডের বাড়িতে পৌছি এক সময়।





(৪/৫) গাইড সাথে নিয়ে আমরা ঝর্ণার দিকেএগিয়ে চলি এমন পথ ধরে।







(৬) কখনো বা কাঁদাময় এমন স্থল পথেও হাটতে হয়েছে, আর এই সময়ে পাশে থাকা সবুজ ঘাসের চিনে জোঁকগুলোও কিন্তু বেশ জ্বালিয়েছে আমাদেরকে।





(৭/৮) তবে সবচেয়ে বিপদ জনক পথ ছিলো এমন পিচ্ছিল পাথুরে পথগুলো।







(৯) পিচ্ছিল পাথুরে পথ, জোঁকের অভয়ারণ্যের ভয় আর পানি দিয়ে পথ চলার কষ্ট মুহুর্তেই মুছে যাবে এমন কিছু পাহাড়ি ফুলের রূপ দেখে।





(১০/১১) এমন প্রায় ৫ কিলোমিটার পথ পাড়ি দিয়ে এক সময় আমরা ঝর্ণার জোরালো শব্দ শুনতে পাই।







(১২) এমন একটা প্রকৃতিক ঝর্ণা শরীর ডুবিয়ে দেওয়ার পর পথ চলার ক্লান্তির ছিটেফোটাও থাকার কথা নয়।





(১৩) গাইডের সাথে একটা স্মৃতি না থাকলে কেমন হয়।





(১৪/১৫) ঝর্ণার দুইপাশের পাহাড়ে রশি বেধে এমন ভাবে ঝুলে ঝর্ণা পার হওয়ার সময় কিসে মজা পেয়েছিলাম তা এখন আর বর্নণা করা সম্ভব নয়।







(১৬/১৭) জলকেলীরত আমরা।







(১৮) এক সময় ক্লান্ত হয়ে এমন কাপড়ের দোলনায় প্রকৃতিতে দোল খাই, পাশে স্বশব্দ আছড়ে পরা ঝর্ণা, পাখপাখালীর ডাক আর বন্য ফুলের ভেজা গন্ধে সত্যিই পরিবেশটা হয়ে উঠেছিল স্বর্গীয়।



এক সময় আবার ফিরতি পথ ধরি, আর মনে মনে বলি আবার আসবো তোমার মাঝে, কথা দিলাম আমি।

মন্তব্য ৩২ টি রেটিং +৭/-০

মন্তব্য (৩২) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২২

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: বর্ণনা ও ছবিগুলো সুন্দর. ....তবে আরো বিস্তারিত লিখার প্রয়োজন ছিল...আশে-পাশে আরও দর্শনীয় স্থান থাকলে সেগুলোর নাম-ঠিকানা, এলাকার খাবার-দাবার ইত্যাদি।

ধন্যবাদ...সুন্দর লেখার জন্য।

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: খুব অল্প সময়ের ভ্রমণ ছিলো বলে আমি খুব ভালো জানতে পারিনি, তবে আরো কিছু তথ্য দেওয়া যায়, সেক্ষেত্রে পোষ্টের লিখা বেশী থাকলে অনেকেই পোষ্ট পড়তে আগ্রহ হারায়। সব চাইতে বড় কথা হলো আমি ভালো লিখিয়ে নই, ধন্যবাদ।

২| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৩

কাজী আবু ইউসুফ (রিফাত) বলেছেন: শেষ পিকচারটায় .....শিহরিত হয়ে যাই।

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৫

সাদা মনের মানুষ বলেছেন: আমিও :-B

৩| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:২৯

ভিটামিন সি বলেছেন: হিংসা লাগে।

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: ক্যান, আপনিও তো যেতে পারেন :)

৪| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩১

ইরাজ আহমেদ বলেছেন: পোস্টে পিলাচ। B-) B-) B-)

১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৩৭

সাদা মনের মানুষ বলেছেন: :D :-B

৫| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫১

শ।মসীর বলেছেন: :)

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:১৮

সাদা মনের মানুষ বলেছেন: :D

৬| ১০ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫৯

আিম এক যাযাবর বলেছেন: ভাল লাগলো আপনার ভ্রমণকাহিনী, ঝর্ণাটা সুন্দর।

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২০

সাদা মনের মানুষ বলেছেন: হুমম, ধন্যবাদ।

৭| ১০ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:০৭

বোকামন বলেছেন:
পোস্টে তৃতীয় ভালোলাগা :-)
ভালো আছেন ভাইজান ...।

ধন্যবাদ

১০ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আমি ভালো আছি, আপনি কেমন ?

৮| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:০১

অপূর্ণ রায়হান বলেছেন: অনাক সুন্দর পোস্ট ভ্রাতা +++++++++++ :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: উৎসাহিত করার জন্য ধন্যবাদ ভ্রাতা

৯| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮

আমি সুফিয়ান বলেছেন: যদি গাইড ঠিক করা না থাকে তাহলে কিভাবে যাওয়া যায়?
বিস্তারিত জানালে ভালো লাগত :)

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪০

সাদা মনের মানুষ বলেছেন: গাইড ঠিক না করে যাওয়াটা আমার মতে প্রায় অসম্ভব, আমি একবার যাওয়ার পরেও আরেক বার যেতে পারবো এমন বিশ্বাস আমার নেই।

১০| ১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:২৮

খেয়া ঘাট বলেছেন: অপূর্ব। অনেক সুন্দর লাগলো। রশি ধরে ঝরণার উপর-দেখে ভয় লাগলো।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।

১০ ই জুলাই, ২০১৩ রাত ৮:৪১

সাদা মনের মানুষ বলেছেন: ভয় আমারও লেগেছিলো, কিন্তু মজার কাছে ভয় থাকে কতোক্ষণ, ধন্যবাদ।

১১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৪

লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর ++্

১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও প্লাস :)

১২| ১২ ই জুলাই, ২০১৩ সকাল ৭:৫৪

দূর দ্বীপবাসীণি বলেছেন: ভাল লাগলো

১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ দ্বীপবাসীনি

১৩| ৩০ শে আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

মাইবম সাধন বলেছেন: বাহ্। আপনার ছবিগুলোও ঝর্নার মতোই সুন্দর হয়েছে..

যাবার ইচ্ছে রইলো.. +++

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সাধন ভাই, ইচ্ছে থাকলে উপায় হবে

১৪| ১০ ই এপ্রিল, ২০১৬ দুপুর ১:২০

ইয়াউর বলেছেন: গাছ কেটে হ্যামক টা না বানালে হত না ভাই ?

১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৩:২৩

সাদা মনের মানুষ বলেছেন: হ্যামক টানানোর জন্য গাছটা কাটা হয়নি ভাই, কাটা হয়েছিলো অন্য কারণে এবং সেই গাছ কাটার জন্য ওনাকে অনেক কথাও শুনতে হয়েছিলো.........আমরা সব সময়ই চাই প্রকৃতি অটুট রেখে তার রূপ রস গ্রহণ করতে, ধন্যবাদ জানবেন ভাই।

১৫| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:২৭

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: অসাধারণ! সত্যিই অসাধারণ! পোস্টের ছবিগুলোও বড় ও স্পষ্ট। দারুন আনন্দ করেছেন ভাই।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: জীবন তো একটাই, স্বল্প সময়ের জীবনে পৃথিবীর যতোটা রূপ রস গ্রহণ করা যায় সেই চেষ্টাটা করতে দোষের কি?

১৬| ৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩২

আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: ঠিক, একদম ঠিক বলেছেন কামাল ভাই।

৩০ শে আগস্ট, ২০১৬ রাত ৮:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: আপনার শিষ্যরা কি বেঠিক কইতারে?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.