নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ শর্শদি ফেনী জেলার সদর থানার একটা স্টেশন।
(২) শর্শদি স্টেশন পার হয়ে আমরা হেটে চললাম চট্টগ্রামের দিকে।
(৩/৪) গ্রামের ধোয়ামোছার কাজগুলো সাধারণত পুকুরেই হয়ে থাকে।
(৫) আগামী দিনের সাকিব মুশফিকরা।
(৬/৭) রান্নার জ্বালানী সংগ্রহে ব্যস্ত গ্রামের শিশুরা।
(৮) ধান কাটার মৌসুম শেষের পথে।
(৯) ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ডাবল লেনের কাজ চলছে পুরোদমে।
(১০) এই শিশুগুলো রেল লাইনের উপর বিপদ জনক ভাবে খেলছে।
(১১) রেল লাইনের এই ছোট্ট রেলগুলোতে চড়ার আমার খুব সখ, কিন্তু চড়া হয়নি
(১২) কাজতো একটাই, শুধু হেটে সামনের দিকে এগিয়ে যাওয়া।
(১৩) সামনে ফেনী হাইওয়ে।
(১৪) আরস ফুল ও ফল।
(১৫) রেল লাইনের পাশের একটা পুকুরে কিছু রঙীন মাছ।
(১৬) রাস্তা পার হচ্ছে দুটি শিশু।
(১৭) ঘুড়ি।
(১৮) এমন রসালো জিনিস একটু চেখে না দেখলে কেমন হয় ?
(১৯) খুব কাছেই ফেনী স্টেশন, এলাকাটা কেমন যেন ছন্নছাড়া, রেল লাইনটাও কেমন তেড়াবেকা।
(২০/২১) এক সময় আমরা পৌছে গেলাম ফেনী জংশনে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( গুণবতী, স্টেশন নং- ৪১)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( ফেনী জংশন, স্টেশন নং- ৪৩)
১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ স্বপ্নবাজ।
২| ১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৪
জয়তি বন্দ্যোপাধ্যায় বলেছেন: বাহ! যাব নিশ্চয়ই
১২ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৫৩
সাদা মনের মানুষ বলেছেন: যান, প্রকৃতি দেখতে দেখতে গেলে নিশ্চয়ইও ভালো লাগবে।
৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:০০
খেয়া ঘাট বলেছেন: (১৫) রেল লাইনের পাশের একটা পুকুরে কিছু রঙীন মাছ।
বাঃ পুরো পুকুরটাই যেন একটা এ্যাকুরিয়াম
দারুন , দারুন, দারুন।
+++++++++++++++++++++++++++++++++++++++++++++
একগুচ্ছ প্লাস।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: হুমম, পুকুরে এমন লালরঙ্গা অনেক মাছ ছিলো, কয়েকটা এক সাথে জমায়েত পেয়ে আমি তুলে ফেলেছি, ধন্যবাদ।
৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ১০:১৪
স্নিগ্ধ শোভন বলেছেন:
ভাললাগা।
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা
৫| ১৩ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩০
অপূর্ণ রায়হান বলেছেন: ২য় ভালোলাগা ভ্রাতা ++++++++++
১৮ নাম্বার ছবিটা দেখা যাচ্ছে না !
১৩ ই জুলাই, ২০১৩ রাত ৮:১৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভ্রাতা, আমি তো ছবিটা দেখতে পাচ্ছি, আপনার এখানে সমস্যা কি হল ?
৬| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ১২:৪৬
লিঙ্কনহুসাইন বলেছেন: ুন্দর
১৪ ই জুলাই, ২০১৩ সকাল ৮:০৩
সাদা মনের মানুষ বলেছেন:
৭| ১৬ ই জুলাই, ২০১৩ রাত ৮:০২
শায়মা বলেছেন: ছবিগুলি দেখে মুগ্ধ আমি!
১৭ ই জুলাই, ২০১৩ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সায়মা, ভালো থাকুন, সব সময়।
৮| ১৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৭
মাসুম আহমদ ১৪ বলেছেন: সুন্দর পোস্ট - ছবিতে বর্ডার না দিলে আরও সুন্দর লাগবে
১৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুম ভাই, আমার কাছে বর্ডার দিলেই ভালো লাগে
৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪১
আদম_ বলেছেন: রেল লাইনের পাশের একটা পুকুরে কিছু রঙীন মাছ।
বাঃ পুরো পুকুরটাই যেন একটা এ্যাকুরিয়াম
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৭
সাদা মনের মানুষ বলেছেন: হুমম।
১০| ২৫ শে এপ্রিল, ২০১৪ বিকাল ৫:১৯
বোকামানুষ বলেছেন: এই ছোট্ট রেলগুলো যখন বড় ট্রেন আসে তখন কি করে?
২৭ শে এপ্রিল, ২০১৪ দুপুর ১:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ওরা তো স্টেশনের সাথে যোগাযোগ রক্ষা করেই চলে।
©somewhere in net ltd.
১| ১২ ই জুলাই, ২০১৩ বিকাল ৫:২৫
স্বপ্নবাজ অভি বলেছেন: চমৎকার !