নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং, ( কালীদহ, স্টেশন নং- ৪৪)

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:১৭



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।



আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।



স্টেশনের অবস্থানঃ ফেনী জেলার একটা স্টেশন।



(২) কালীদহ পার হয়ে আমরা কুয়াশাচ্ছন্ন ভোরে চট্টগ্রামের দিকে এগিয়ে চলছি......





(৩) ঢাকা চট্টগ্রাম রেল লাইনের ডাবল লেনের কাজ চলছে, শ্রমিকরা ব্রীজের উপর বসে একটু জিরিয়ে নিচ্ছে, আর হাতে ক্যামেরা দেখে একটু সালাম কালম ও দেয়:)





(৪) ভোরের মিষ্ট রোদে কৃষক তার ছোট্ট জমিটিতে খেলায় ব্যস্ত।





(৫) রেল ব্রীজের নিচে নৌকা নিয়ে জাল দিয়ে মাছ ধরায় ব্যস্ত একজন জেলে।





(৬) ছবি তুলি প্রকৃতি দেখি, তবে আমার মূল কাজ কিন্তু একটাই এই পথ ধরে হেটে চট্টগ্রাম পর্যন্ত পৌছা।





(৭) গ্রামের মেটো পথ, একটা সরু খাল, খালের উপর বাশের সাঁকো। একেবারে খাঁটি গ্রাম।





(৮) রেল লাইনের পাশে একটা ক্ষুদে চমৎকার মসজিদ, এখানে ছোট্ট একটা বাজার আছে, জায়গাটার নাম কোম্পানী বাজার।





(৯) গ্রামের লোকজন যার যার কাজে ছুটে চলেছে.........





(১০) এলাকাটায় রয়েছে প্রচুর মুর্তা বাগান, এই গাছ দিয়ে শিতল পাটি তৈরী হয়।





(১১) মুর্তা গাছের উপরের শক্ত অংশটা দিয়ে পাটি তৈরী করার জন্য ইহা রোদে শুকিয়ে নিচ্ছে এক পাটি শিল্পী।





(১২/১৩) এই এলাকার প্রায় প্রতিটি বাড়িতেই পাটি তৈরী হয়, ইহার কারিগর এখানকার বাড়িঘরের শিশু থেকে বৃদ্ধ প্রায় সব বয়সের মহিলারা। ওরা মুর্তা গাছের উপরের শক্ত অংশটা ভেতরের অংশ থেকে আলাদা করে কেটে নিচ্ছে। উপরের শক্ত অংশটা দিয়েই পাটি তৈরী হয়।







(১৪) পাটি বুনছে এক শিশু কারিগর।





(১৫) এক সময় পাটিগুলো এমন সুদৃশ্য রূপ নিয়ে সারা দেশে ছড়িয়ে পরে।





(১৬) এই পাটির গ্রামের পাশ দিয়াই চলে গেছে এই বিশাল রেল লাইন, এক সময় আমরাও এই পথ ধরে চলে গেলাম চট্টগ্রামের দিকে।





(১৭) রেল লাইন ধরে হেটেই ওরা প্রতিদিন এভাবে স্কুলে যায়।





(১৮) এটার ক্যাপশন কি দিব বুঝতে পারছি না/:)





(১৯) ভাবুক মাছরাঙ্গা, ব্যাটা বসে কি ভাবছে কে জানে ?





(২০/২১) হাটতে হাটতে এক সময় আমরা পৌছে গেলাম ফাজিল পুর।





আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( ফেনী জংশন, স্টেশন নং- ৪৩)

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( ফাজিল পুর, স্টেশন নং- ৪৫)

মন্তব্য ২৪ টি রেটিং +৭/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৩৫

লিঙ্কনহুসাইন বলেছেন: খুবই সুন্দর +++++

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।

২| ২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:০৫

বোকামন বলেছেন:
আহা ! কত সুন্দর ছবি তুলেন ভাইজান।
আপনার ক্যামেরা মডেল এবং ব্যবহৃত ল্যান্স সম্পর্কে যদি কিছু বলতেন।

ভালো থাকুন প্রিয় ভাই।।

২৬ শে জুলাই, ২০১৩ বিকাল ৫:৫৩

সাদা মনের মানুষ বলেছেন: আমার ক্যামেরা

৩| ২৬ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

আতিকুল০৭৮৪ বলেছেন: sob caite thrilling hoito jodi bikale bari fire na asten,,jekhane rat hoito o elakatei thakar try korten,,tahole ei journey ta aro valo lagto,,anyway thanks

২৬ শে জুলাই, ২০১৩ রাত ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: সেটা সম্ভব নয় দুটি কারণে, প্রথম্‌ এক দিন সারাদিন রেল পথে হেটে ২য় দিন হয়তো কোনমতে সম্ভব হবে কিন্তু ৩য় দিন আর শরীর চলবে না আমি নিশ্চিৎ। কারণ রেল লাইনে হাটা খুবই কঠিন, একে তো সঠিক ধাপে আপনি পা ফেলতে পারবেন না, আবার পাথরের ঝামেলা তো থাকবেই।

দ্বিতীয়তঃ আমার ও যে কর্ম করে খেতে হয়, ধন্যবাদ আতিকুল ভাই।

৪| ২৬ শে জুলাই, ২০১৩ রাত ১১:৪৫

স্নিগ্ধ শোভন বলেছেন:

বরাবরের মত সুন্দর। ছুটে চললাম আপনার সাথে সাথে :)


++++

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৩

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ শোভন ভাই, শ্রদ্ধা জানবেন।

৫| ২৭ শে জুলাই, ২০১৩ সকাল ৯:২৭

রবিউল ৮১ বলেছেন: খুব সুন্দর পোষ্ট।ফাজিলপুর কালীদহ দু ই জায়গায় গিয়েছিলাম।

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৬

সাদা মনের মানুষ বলেছেন: রবিউল ভাই, কাছাকাছি কোথাও কি আপনার বাড়ি ? ধন্যবাদ।

৬| ২৭ শে জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৭

মাহতাব সমুদ্র বলেছেন: দারুন কাজ। ক্যামেরার দাম বলবেন?

২৮ শে জুলাই, ২০১৩ সকাল ৮:০৭

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ক্যামেরার দাম ৩০,০০০ টাকা।

৭| ২৭ শে জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৪

খেয়া ঘাট বলেছেন: সবগুলো ছবিই সুন্দর। ৫ নাম্বার ছবিটা বেশি বেশি সুন্দর।শুধু চেয়ে থাকতে ইচ্ছে করে। অনেক শুভকামনা।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেয়া, আপনার প্রতি রইলো অবিরত শুভেচ্ছা

৮| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২২

শাহজাহান আহমেদ বলেছেন: ফাজিল পুর !! কত নাম যে আছে... ভাল লাগছে।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩১

সাদা মনের মানুষ বলেছেন: কিন্তু যার নামানুসারে এই স্টেশনের নাম ওর দেখা পাইলাম না :(

৯| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:২৯

মুহিব বলেছেন: কি যে এক পাগলামি করলেন আর আমরাও আপনার সাথে সাথে থাকলাম ব্লগে।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৩৩

সাদা মনের মানুষ বলেছেন: সব দোষ তো আপনাদেরই, আপনারাই তো পাগলকে উস্কে দিলেন :-B

১০| ২৮ শে জুলাই, ২০১৩ সকাল ১১:৩১

মোঃ ইসহাক খান বলেছেন: এখানেও ভালোলাগা জানালাম।

২৮ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:৪০

সাদা মনের মানুষ বলেছেন: আবারো শ্রদ্ধা

১১| ২৮ শে জুলাই, ২০১৩ রাত ১০:১৭

নাজিম-উদ-দৌলা বলেছেন:

কামাল ভাই সামু ব্লগে আছেন জানতাম না তো! ভাল আছেন ভাই?

২৯ শে জুলাই, ২০১৩ সকাল ৮:৩০

সাদা মনের মানুষ বলেছেন: ভালো আছি ভাই, আপনি কেমন আছেন ?

১২| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৭

আদম_ বলেছেন: কি যে এক পাগলামি করলেন আর আমরাও আপনার সাথে সাথে থাকলাম ব্লগে।

২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

সাদা মনের মানুষ বলেছেন: পাগলামী যে করে আর যারা পাগলামীতে উৎসাহ দেয় তারা দুইজনই সম পাগল ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.