নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং, ( মস্তান নগর, স্টেশন নং- ৪৮)

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১২



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।



আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।



স্টেশনের অবস্থানঃ মিরসরাই চট্টগ্রামের একটি উপজেলা সদর।



(২) মস্তান নগর পর্যন্ত আসার পর বেশ কয়েক সপ্তাহ আমাদের হাটা বন্ধ ছিলো, কারণ আপনারা হয়তো গত পোষ্টে জানতে পেরেছেন। যারা জানতে পারেন নি তারা এখানে টোকা দিয়ে দেখে নিতে পারেন।





(৩) আমাদের জাতিয় পাখি, তবে ছবিটা আমার মন মতো তুলতে পারিনি।





(৪) কু ঝিক্ ঝিক্ ভোরের মিঠে রোদ ভেদ করে আমাদের অতিক্রম করে গেলো একটা ট্রেন।





(৫) কাদা নিয়ে খেলায় রত কৃষক।





(৬) সামনে এমন সুনসান দীর্ঘ পথ।





(৭) ফেরিওয়ালা ও কিশোরী ক্রেতা।





(৮/৯) মহামায়া প্রকল্পকে পাশ কাটিয়ে চলে গেলাম, যদিও এখনো এই পর্যটনে পা ফেলার সৌভাগ্য আমার হয় নি।







(১০) বেগুন ক্ষেত থেকে বেগুন তুলছে কৃষক।





(১১) শুন্য লতা বা স্বর্ণ লতার জোপ।





(১২) আমাদের কাজতো একটাই, শুধুই হেটে চট্টগ্রামের দিকে আগানো।





(১৩) পাহাড়ের ঢালে একটা বাড়ি, ইচ্ছে করে এমন বাড়িতে রাত কাটাতে।





(১৪) ইট ভাটায় ইট তৈরির কাজ করছে শ্রমিকরা।





(১৫) কাকতাড়ুয়া, বেগুন ক্ষেতের পাহাড়াদার।





(১৬) চাষি ভাই করে চাষ, কাজে নেই হেলা........





(১৭) রেল লাইনের এমন পরিবর্তন মানে তো বুঝেনই, সামনে স্টেশন।





(১৮) নির্মল হাসির স্কুল ফেরৎ শিশুরা।





(১৯/২০) অবশেষে আমরা চট্টগ্রামের খুবই কাছের স্টেশন মির সরাইতে পৌছে গেলাম।









আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( চিনকি আস্তানা, স্টেশন নং- ৪৭)

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( মির সরাই, স্টেশন নং- ৪৯)

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:১৭

চোরাবালি- বলেছেন: go ahead

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৬

সাদা মনের মানুষ বলেছেন: :D :D

২| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২১

পরিবেশ বন্ধু বলেছেন: সুন্দর ভ্রমন বাংলার জমিনে
বারেবার ট্রেনে আর নানা স্টেশানে
ছবি কি যে সুন্দর যেন দৃশ্য আঁকা
বেশ অভিযাত্রী মিটবেনা সে দেখা ।।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২০

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ বন্ধু, আপনাদের এমন মন্তব্যে আমি উৎসাহিত হই আর অনুপ্রেরণা পাই পথ চলার।

৩| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১৫

রোজেল০০৭ বলেছেন: আপনার সাথেই আছি।

ভালো লাগা জানবেন।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:২২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আপনাকে প্লাস :)

৪| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৪

খেয়া ঘাট বলেছেন: যথারীতি মুগ্ধ হলাম। চট্টগ্রামের প্রায় কাছাকাছি চলে এসেছেন। দারুন এক অভিগ্গতা।

বাংলাদেশে মনে হয় আপনারাই প্রথম যারা এরকম একটা কাজ করলো।
অনেক অভিনন্দন রইলো।

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:২৯

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট, আমারো তাই মনে হয়, চালো থাকবেন, সব সময়।

৫| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৮

চাচামিঞা বলেছেন: অনেক সুন্দর হয়েছে! কি ক্যামেরা দিয়ে তুলসেন?

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪২

সাদা মনের মানুষ বলেছেন: চাচা মিঞা এই দেখেন আমার ক্যামেরা, তয় আগেই কইয়া রাখি, ক্যামেরা কিন্তু আমি বেচমু না :-B

৬| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৮

আমিনুর রহমান বলেছেন:



অনেক অনেক সুন্দর +++

০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, শ্রদ্ধা জানবেন।

৭| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:৩৩

নীল সুমন বলেছেন: ভাল লাগলো। চমৎকার।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫২

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ নীল।

৮| ০৭ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ভাল লাগলো।ছবি গুলো চমৎকার হয়েছে। দোয়েল পাখিটা বেশি ভাল লাগলো । পোস্টে +

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সেলিম ভাই, আমার পোষ্টে আপনার নিয়মিত উপস্থিতি সত্যিই আমার জন্য ভাগ্যের ব্যাপার।

৯| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৪১

লিঙ্কনহুসাইন বলেছেন: সুন্দর +্ এগিয়ে যান সাথে আছি ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:০২

সাদা মনের মানুষ বলেছেন: সদা সর্বদা আমার সাথে থেকে অনুপ্রেরণা জোগানোর জন্য স্যালুট আপনাকে।

১০| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৮:২৭

তুহিন সরকার বলেছেন: যাত্রা শুভ ও সুন্দর হোক।

শুভকামনা রইল সাদা মনের মানুষ।

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০১

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ তুহিন ভাই, কেমন আছেন আপনি ?

১১| ০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৭

ঢাকাবাসী বলেছেন: ছবিগুলো অপুর্ব!

০৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৫১

সাদা মনের মানুষ বলেছেন: অনেক ধন্যবাদ ঢাকাবাসী, আমি গ্রাম বাসী :D

১২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮

ভিটামিন সি বলেছেন: আংগো জাতীয় পক্ষীভাই আফনারে মোডেই ফচন্দ হরে না। আফনি সুযোগ পাইলেই হের ন্যাকেড ছবি উডাই নেডে ছাইড়া দেন আর ফাবলিক হের ছবি দেইখ্যা মজা নেয়। এই জইন্য হেয় আফনারে এই পাছা ঘুরাইন্না পোজ দিছে। অবশ্য আমার কাছে ও আসছিলো আপনার বিরুদ্ধে কোন আইনে মামলা করবে সেই সিদ্ধান্ত নিতে। সাইবার আইনে, না পক্ষী নির্যাতন আইনে, না দর্শন আইনে। আমি অবশ্য বইলা দিছি ৩ আইনই কার্যকরী হবে।
কৃষকের কাজ করার ছবি দেখলেই আমার মনটা জুড়িয়ে যায়। মাটির মানুষ, মাটির বুকে মাটি নিয়ে খেলা করছে।

১৩| ১১ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

সাদা মনের মানুষ বলেছেন: আফনে যে আইনের লুক আজই জানলাম, কেমন আছেন ভাই।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.