নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ চট্টগ্রামের মিরসরাই উপজেলার অন্তর্গত একটা স্টেশন।
(২) মস্তান নগর পার হয়ে আমরা চট্টগ্রামের দিকে হেটে চললাম।
(৩) কৃষক কৃষাণী তাদের ক্ষেত থেকে বেগুন তুলছে।
(৪) এই গাড়িটা চিনেন কি ? ছোটকালে আমি খুবই চালাইতাম। এই গাড়ি দূর্ঘটনায় আমি একবার অনেক ব্যথাও পেয়েছিলাম।
(৫) একজন কৃষক। তার সবজী ক্ষেতের দিকে যাচ্ছে, হয়তোবা সবজি উঠানোর জন্য।
(৬) আমাদের কাজ তো একটাই, এমন সুন্দর দীর্ঘ পথ পাড়ি দিয়ে চট্টগ্রামের দিকে এগিয়ে যাওয়া।
(৭) দুষ্ট লোকেরই এই কাজগুলো করে থাকে, যেমন ট্রেনে ঢিল ছোড়া বা লাইনের উপর পাথর রেখে ট্রেনের জন্য বিপদ সৃষ্টি করা।
(৮) শিমুল গাছে একটা ঘুঘু পাখি উকিঝুকি মারছে।
(৯/১০) একটি বিশাল মালগাড়ি আমাদের অতিক্রম করছে........
(১১) একটি সবজি ক্ষেত, মানে ফুল কপির ক্ষেত।
(১২) এক গ্রাম্য কিশোরী তার গরু নিয়ে মাঠ অতিক্রম করছে।
(১৩) এলাকাটা বিভিন্ন শাক সবজির ক্ষেতে ভরপুর, এটা একটা সিমের বাগান।
(১৪/১৫) রেল লাইনের পাশের অনেকে রেল লাইনটাকে বাড়ির উঠোনের মতোই ব্যবহার করে।
(১৬) কৃষক তার গরুকে ডোবা থেকে জল খাওয়াচ্ছে।
(১৭) সামনে ট্রেন লাইনে পরিবর্তন ঘটছে, মানে সামনেই স্টেশন।
(১৮) রেল লাইনের মাঝে খেলারত শিশু।
(১৯/২০) স্টেশনের নাম বার তাকিয়া। আরো একটি স্টেশন আমরা পেছনে ফেললাম।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( মস্তান নগর, স্টেশন নং- ৪৮ )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( বার তাকিয়া, স্টেশন নং- ৫০)
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জাহিদ ভাই, আপনি মনে হয় আজই আমার ব্লগ বাড়িতে প্রথম। শুভেচ্ছা আপনাকে।
২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১০
অনন্ত জীবন বলেছেন: প্রথমদিকের কতগুলো পোস্ট দেখেছি, অনেকদিন পর এটা দেখলাম।
যতই দেখি ততই আফসোস হয় কেন আপনার একজন সঙ্গী হলাম না।
ভবিষ্যতে এরকম আর কোন পরিকল্পনা আছে কি?
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই অনন্ত, আমার সামনে পরিকল্পনা ঢাকা টু সিলেট। তবে আখাউড়া পর্যন্ত চট্টগ্রাম আর সিলেটের একই রাস্তা। আর আখাউড়া স্টেশনের একটু আগেই সিলেটের রাস্তা বাম দিকে বাঁক নিয়েছে আর চট্টগ্রামের রাস্তা সোজা চলে গিয়েছে।
আখাউড়া যেখানটাতে চট্টগ্রামের রাস্তা থেকে সিলেটের রাস্তা আলাদা হয়ে গেছে সব ঠিক থাকলে আমি আগামী শনিবার দিন সেখান থেকে হাটা শুরু করার পরিকল্পনা আছে।
আর পর্যায়ক্রমে আমার সারা বাংলাদেশের রেল পথ পরিভ্রমণ করার পরিকল্পনাটাও মাথায় আছে।
৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৪
আদম_ বলেছেন: ইহা অতীব চমতকার পোস্ট। অবশ্যই প্রিয়তে এবং প্রথম লাইক। পিকচার সেন্স অসাধারণ।
তোমার ওই মনটাকে একটা
ধুলোমাখা পথ করে দাও
আমি পথিক হবো....
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, এমন করে বললে আমি উৎসাহিত হই ব্যাপক, আর সেই সাথে এমন পাগলামীটা বেড়েই চলে
৪| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বরাবরে মতই ভাল লাগল।
এ যাত্রা অব্যহত থাকুক।
আপনাদের সর্বদা শুভকামনা।
পোষ্টে ভাল লাগা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৫
সাদা মনের মানুষ বলেছেন: ফয়সাল ভাই, আপনি বরাবরই আমার পোষ্টে উপস্থিত থেকে আমাকে উৎসাহিত করে যাচ্ছেন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
৫| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৩
মুজাহিদুল ইসলাম বলেছেন: আদম ভাইয়ের সাথে একমত। আমি থাকলে গিটারটাও সাথে নিতাম আর পার্থ দার গানটা সবাই মিলে গাইতে গাইতে সামনে এগোতাম......।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৬
সাদা মনের মানুষ বলেছেন: সাথে গিটার ? আহ্ যা জমতো না
৬| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:২৮
দুঃস্বপ্০০৭ বলেছেন: আদম_ বলেছেন: ইহা অতীব চমতকার পোস্ট। অবশ্যই প্রিয়তে এবং প্রথম লাইক। পিকচার সেন্স অসাধারণ।
তোমার ওই মনটাকে একটা
ধুলোমাখা পথ করে দাও
আমি পথিক হবো...
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩১
সাদা মনের মানুষ বলেছেন: লেখক বলেছেন: ধন্যবাদ আদম ভাই, এমন করে বললে আমি উৎসাহিত হই ব্যাপক, আর সেই সাথে এমন পাগলামীটা বেড়েই চলে
৭| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৪
আমিনুর রহমান বলেছেন:
চমৎকার +++
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৪:৩৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আমিনুর ভাই, ভালো থাকুন, সব সময়।
৮| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৭
বইয়ের পোকা বলেছেন: সামু কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি ////////////
আমার পোস্ট ফ্রন্ট পেজে আসে না কেন? আমি সেইফ আসছি কিন্তু পোস্ট করলে ফ্রন্ট পেজে দেখা যায় না। অনেক দিন ধরে এই প্রবলেম।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৬
সাদা মনের মানুষ বলেছেন: আমি ও একটা সমস্যায় ভুগছি, তাহলো আমি লাইক দিতে পারি না। আশা করছি সামু কর্তৃপক্ষ আপনার বিষয়টা দেখবে, ধন্যবাদ।
৯| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:৪৩
হৃদয় রিয়াজ বলেছেন: আপনার ছবি তোলার হাত কিন্তু দারুণ। ফটোগ্রাফিটা মন্দ করতেন না। চেষ্টা চালান কামিয়াব হবেন। পোস্টে ভাললাগা।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৩
সাদা মনের মানুষ বলেছেন: চেষ্টায় আছি রিয়াজ ভাই, দোয়া করবেন।
১০| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:২৬
খেয়া ঘাট বলেছেন: আপনার পোস্টগুলো দেখলে বুকের ভিতর কেমন যেন করে। শৈশবের কত স্মৃতি যে মনে পড়ে যায়। সেই রেল লাইন, সেই মাঠ, সেই খোলা প্রান্তর, রাখাল ছেলের দল, মাঠে গরু , সবজি, ........শুকনো মাঠে খেলাধূলা আর কত কিছু মনে পড়ে।
১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:২৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ খেয়াঘাট, আসুন না একবার একসাথে হাটি।
১১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৩
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনি এখনও অনেক সবুজ! আপনার এই হেঁটে যাওয়ার গল্প পড়তে খুব ভালো লাগে!
শুভকামনা!
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৭
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, আপনাদের এই শুভ কামনাগুলো পথ চলতে আমার অনেক কাজে লাগে।
১২| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:৩৩
লিঙ্কনহুসাইন বলেছেন: চিটাগাং কত দূর !!! ভালো লাগলো , সাথে আছি চালাইয়া যান ।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:১৭
সাদা মনের মানুষ বলেছেন: খুব শীঘ্রই শেষ হবে, আর সম্ভবত ৮টা স্টেশন বাকী আছে, ধন্যবাদ।
১৩| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:২৯
তুষার কাব্য বলেছেন: আফসোস ! যদি আপনার পথের সঙ্গী হতে পারতাম।কিন্তু সময় যে বড্ড বেরসিক
ছবিগুলিও অসাধারন।মাটির গন্ধ মাখানো।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:১২
সাদা মনের মানুষ বলেছেন: বেরসিক সময়কে কৌশলে বাগে আনতে হয়, আি সেটা শিখে নিয়েছি, ধন্যবাদ।
১৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৮
মাসুম আহমদ ১৪ বলেছেন: যথারীতি নাইস পোষ্ট
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৮
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্
১৫| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:১০
স্নিগ্ধ শোভন বলেছেন:
আছি আপনার সাথেই।
ভাললাগা জানবেন।
++++
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:২১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে প্লাস
১৬| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৭
অনন্ত জীবন বলেছেন: আমাকেও সাথে নিও, নেবে তো আমায়?
বল নেবে তো?
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:২৫
সাদা মনের মানুষ বলেছেন: যদি যেতে চান আমাগী শনিবারের জন্য প্রস্তুত হন, আমার একটা সঙ্গী বাড়লে মন্দ কি ?
১৭| ১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৭:৫৮
ভিটামিন সি বলেছেন: আমি শুধু দেখে যাই। ফুলকপির খেত টা কিন্তু আমারে দেওন লাগব। নইলে খেলতাম না।
১৬ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:১৪
সাদা মনের মানুষ বলেছেন: নিতে পারেন, এটায় প্রচুর পরিমানে ভিটামিন সি আছে
১৮| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৩৩
অনন্ত জীবন বলেছেন: একটা টেক্সট করবেন ০১৯৪২৩৪৩৩৮১ শুভ্র
©somewhere in net ltd.
১| ১৪ ই সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:০৩
জাহিদ গাছবাড়ী বলেছেন: খুব সুন্দর লাগলো, আপনাকে অনেক অনেক ধন্যবাদ।