নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ শীতাকুন্ড চট্টগ্রাম জেলার একটি উপজেলা সদর।
(২) বার তাকিয়া স্টেশনের পুরোনোএকটা জাম গাছের নীচে আরো পুরোনো একটা চেয়ারে বসে কিছুটা রিলাক্স হয়ে নিলাম
(৩) তারপর আবারো হাটা শুরু করলাম চট্টগ্রামের দিকে।
(৪/৫) ফুল ঝাড়ু, গাছ থেকে ফুল কেটে এনে রেল লাইনে শুকোনো হচ্ছে।
(৬/৭) ফুলের মাঝে খেলারত টিয়ে পাখি।
(৮) কৃষক টমেটু নিয়ে স্থানীয় বাজারে যাচ্ছে।
(৯/১০) স্থানীয় টমেটু বাজার, বাজার থেকে পিকআপ বোজাই করে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে টমেটু।
(১১) রেল লাইনের পাশ ঘেষে সারিবদ্ধ সুপারী গাছগুলো দেখতে কিন্তু বেশ।
(১২) শেষ বিকালে সঙ্গীর উদ্দেশ্যে একটি পাখির গান।
(১৩) সঙ্গিনী ও সাড়া দিতে সময় নেয়নি।
(১৪) ছবি তোলা ও হাটা চলছে সমান গতিতেই।
(১৫) গাছ থেকে ঝরছে ফোটা ফোটা মিষ্টি পানীয়, আমার সঙ্গীর সেই পানীয়ে গেলা ভেজানোর চেষ্টা।
(১৬) চমৎকার এই পাখিটার নাম আমি জানি না।
(১৭) সোনালু ফুলেরা এই সময়ে মাত্র ফুটতে শুরু করেছে।
(১৮) চমৎকার একটা কাঠ ঠোকরা পাখি, এই পাখিটা আমি আগে ভুটানে দেখেছিলাম, বাংলাদেশে এই প্রথম দেখলাম।
(১৯) চট্টগ্রাম কিন্তু এখনো বহুদূর।
(২০) খুব দ্রুত গতিতে আমাদেরকে অতিক্রম করে গেল একটা ট্রেন।
(২১) এক সময় আমরা পৌছে গেলাম শীতাকুন্ড স্টেশনে, ততক্ষণে সন্ধ্যা ঘনিয়ে এসেছে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( বার তাকিয়া, স্টেশন নং- ৫০)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( শীতাকুন্ড, স্টেশন নং- ৫২)
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪১
সাদা মনের মানুষ বলেছেন: সস্তা তাজা থাকলে কি হবে ভাই, আমরা তো থাকি অন্য ধান্ধায়
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩
সাদা মনের মানুষ বলেছেন: হ্যাঁ ভাই, এবার মাত্র একবার, আর এদিন খুবই কম সময় হাটতে পেরেছিলাম, ধন্যবাদ।
২| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫১
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: পাখির ছবি গুলো ভালো লাগলো। কিছু টাইপো আছে, সময় করে ঠিক করে নিয়েন।
আচ্ছা একটা প্রশ্ন ছিল। মাঝামাঝি যে স্টেশন গুলো ছিলো, সেখান থেকে কিভাবে ফেরত আসতেন আবার ঐ স্টেশন এ কিভাবে পৌছাতেন? অনেক সময় দেখা যায় যে, রেল স্টেশন থেকে বাসের পথ অনেক দূরের হয়। তাছাড়া সব স্টেশনে আবার ট্রেনও থামে না।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: এক স্থান থেকে ফেরা আবার পরের সপ্তাহে ঐ স্থানের ফেরাটা শেষের দিকে আমাদের জন্য খুবই কঠিন হয়ে পরেছিলো। আর সব সময়ই আমরা বাসে করে ফিরে আসতাম, যদিও মাঝে মাঝে ট্রেনে যেতাম, ধন্যবাদ।
৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:৫৮
নিজাম বলেছেন: ভাল উদ্যোগ কিন্তু সাবধান। ট্রেন দুর্ঘটনা যেন না হয়।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: ট্রেন দূর্ঘটনা ঘটলে আমার কি করার আছে ভাই ? আমি তো শুধু নিজে দূর্ঘটনা থেকে বেঁচে থাকার চেষ্টা করতে পারি।
৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:১৬
আদম_ বলেছেন: আবারও ভালোলাগা দিলাম।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫২
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে প্লাস
৫| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
খেয়া ঘাট বলেছেন: যথারীতি সুন্দর। এই প্রশান্তিময় হাঁটার কোনো তুলনা নেই।
২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০
সাদা মনের মানুষ বলেছেন: এই প্রশান্তিময় হাঁটার কোনো তুলনা নেই। ......একেবারে আমার মনের কথা। ধন্যবাদ ভাই।
৬| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭
ৎঁৎঁৎঁ বলেছেন: আপনার পোস্টে আসলেই মনটা পোস্টের ছবির পাখিদের মত উড়ে যেতে চায় রেল লাইনের ধার ঘেঁষে!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৫৪
সাদা মনের মানুষ বলেছেন: আপনি তো দেখছি আমার মতোই মন মানসিকতার পাবলিক।
৭| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৫৪
লিঙ্কনহুসাইন বলেছেন: চালাইয়া যান সাথে আছি আছি ভালো লাগলো ছবি গুলা ।
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩০
সাদা মনের মানুষ বলেছেন: আপনারা সাথে আছেন বলেই তো আমি পথ চলার অনুপ্রেরণা পাই।
৮| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০৪
ৎঁৎঁৎঁ বলেছেন: জী ভাই, আমিও একদিন পথে বের হব, সেই দিন আমার কোনো ফিরবার তাড়া থাকবে না!
২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
সাদা মনের মানুষ বলেছেন: বলেন কি, বৈরাগী হইয়া যাইবেন্নি ?
৯| ২৫ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১:২৮
সাদা মনের মানুষ বলেছেন: ১৮ নং ছবির পাখিটার নাম হুপো বা মোহনচূড়া
১০| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:২৭
মুহিব বলেছেন: আরার বাড়িত আইও তুই......
০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৫
সাদা মনের মানুষ বলেছেন: আই বাড়ি ন চিনি
©somewhere in net ltd.
১| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ২:১৭
এস.কে.ফয়সাল আলম বলেছেন: এবারের যাত্রায় মাত্র ১ বার ট্রেন এর দেখা পেলেন !
ফ্রেশ টমেটু কিনে নিয়ে আসতেন বাসার জন্য, সম্ভবত খুবই সস্তা ওখানে।
বরাবরের মতই ভাল লাগল।
পরের পর্বের প্রতিক্ষায়।
++