নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

ছিলাম বইয়ের পোকা, এখন ইন্টারনেটের ।

সাদা মনের মানুষ

বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'

সাদা মনের মানুষ › বিস্তারিত পোস্টঃ

ঢাকা টু চিটাগাং, ( শীতাকুন্ড, স্টেশন নং- ৫২)

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯



রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।





আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।



আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।



স্টেশনের অবস্থানঃ শীতাকুন্ড চট্টগ্রাম জেলার একটি উপজেলা সদর।



(২) পথে যখন নামি তখন সুর্য্যি মামা সবে মাত্র পুর্বাকাশে উঁকি মারছে।





(৩) পথ একেবারে সুনশান ।





(৪) শুরু হলো আবারো আমাদের চট্টগ্রামের দিকে এগিয়ে যাওয়া।





(৫/৬) ধানের চাতালগুলোতে রোজকার কাজকর্ম শুরু হয়ে গিয়াছে।







(৭) ৭৭৭ লাকী নাম্বার ৩৩৩ লাকী কিনা জানিনা, তাও একটা পোজ:)





(৮) লজ্জাবতি ঝোপ।





(৯/১০) এমন কতো ব্রীজ কত গ্রাম পার হলাম তার হিসেব রাখতে পারিনি।







(১১) ঝুমকো জবা বনের দূল।





(১২) একটি চাতালে পানি সরবরাহ।





(১৩) রেল লাইনের ডাল গজিয়েছে মানে খুব কাছেই পরবর্তী স্টেশন।





(১৪/১৫) আরো একটা স্টেশন আমাদের পদানত হইল, স্টেশনের নাম বাড়বকুন্ড।









আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( বারৈয়া ঢালা, স্টেশন নং- ৫১)

পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( বাড়বকুন্ড, স্টেশন নং- ৫৩)

মন্তব্য ১৯ টি রেটিং +১/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৮:২৬

আদম_ বলেছেন: প্রিয়তে। লাইক।

০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ৯:১২

সাদা মনের মানুষ বলেছেন: আপনাকে +++ :D

২| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৩৬

এস.কে.ফয়সাল আলম বলেছেন: হায় হায়.... ঐ দিন কি ট্রেনের ধর্মঘট ছিল :)

একপিস ট্রেনের দেখা পেলাম না :(

...........

বরাবরের মত ভাল লাগা রইল।

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ১২:২৮

সাদা মনের মানুষ বলেছেন: আসলেই ভাই, একটা স্টেশন অতিক্রম করার সময়টুকুতে ট্রেন না পাওয়ার এটাই মনে হয় প্রথমও শেষ ঘটনা, ধন্যবাদ।

৩| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬

এ্যাপেলটন বলেছেন: ....আপনাদের দেখে দেখে আমি নিজেই ক্লান্ত হয়ে যাচ্ছি !!!! ...আপনাদের জন্য শুভ কামনা !!!!

০১ লা অক্টোবর, ২০১৩ দুপুর ২:০৬

সাদা মনের মানুষ বলেছেন: খুব তাড়াতাড়িই শেষ হতে যাচ্ছে ভাই চিটাগাং পর্ব, আমরা অলরেডি সিলেটের পথে হাটা শুরু করে দিয়েছি, ধন্যবাদ।

৪| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৮

বিভ্রান্ত মানুষ বলেছেন: :) :) :)

০১ লা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৬

সাদা মনের মানুষ বলেছেন: :-B :-B

৫| ০১ লা অক্টোবর, ২০১৩ সকাল ১১:৫৮

কান্ডারি অথর্ব বলেছেন:

চলুক

০২ রা অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩৬

সাদা মনের মানুষ বলেছেন: চলবে ইনশাআল্লাহ্

৬| ০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৩:২০

নিরপেক্ষ মানুষ বলেছেন: বানানটা সীতাকুণ্ড হবে :-) ।চাতালগুলোর পশ্চিমে সোজা যে রাস্তাটা গেছে তা দিয়েই আমাদের বাড়ি।আর সীতাকুণ্ড রেল স্টেশনের কাছেই আমাদের বাসা।আগে জানলে আপনার সাথে দেখা করতে পারতাম...

০১ লা অক্টোবর, ২০১৩ বিকাল ৫:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, এক্ষেত্রে আমি বানানটা এখান থেকে নিয়েছি

৭| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:১২

জুন বলেছেন: ছোটবেলার অনেক স্মৃতি বিজড়িত সীতাকুন্ড দেখে খুব ভালোলাগলো ।
শীতা নয় রামের স্ত্রী সীতার নাম থেকে কিন্ত সীতাকুন্ড নাম।
প্রিয় সেই ষ্টেশনের একটি ছবি দিলাম

০৩ রা অক্টোবর, ২০১৩ দুপুর ১:২৬

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, তথ্যটা জানলাম।

৮| ০১ লা অক্টোবর, ২০১৩ রাত ৮:২১

খেয়া ঘাট বলেছেন: চমৎকার ।

০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৭

সাদা মনের মানুষ বলেছেন: :D

৯| ০২ রা অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৩

সোনালী ডানার চিল বলেছেন:
আবার ফিরে এলাম বাংলাদেশে.........
আবারও ভালোলাগা রেখে গেলাম প্রিয় সিরিজে............

১০| ০৫ ই অক্টোবর, ২০১৩ বিকাল ৫:১৮

সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ সোনালী, এই সিরিজটা খুব তাড়াতাড়িই শেষ হয়ে যাবে।

১১| ২৩ শে এপ্রিল, ২০১৫ সন্ধ্যা ৭:৪০

শোভন শামস বলেছেন: প্রিয়তে ++++

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.