নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি ।
আমরা অলরেডি চিটাগাং পৌছে গেছি, এখন শুধু পোষ্ট দেওয়া বাকী ।
স্টেশনের অবস্থানঃ স্টেশনের অবস্থানঃ কুমিরা শীতাকুন্ড উপজেলায় অবস্থিত একটা রেল স্টেশন।
(২) বাড়বকুন্ড পার হয়ে আমরা হেটে চললাম টচ্চগ্রামের দিকে, চট্টগ্রাম আর খুব বেশী দূরে নয় এটা আমাদের মনে বেশ আনন্দেরও সৃষ্টি করছে।
(৩) ঘটনা চক্রে সেদিনই ছিলো চাইনিজ ডেমো ট্রেনের পরিক্ষামূলক চলাচল, হঠাৎ আমিতো ডেমো ট্রেন দেখে প্রথমে আমি তো অবাক, এমন বিদেশি ট্রেন এলো কোথ্থেকে।
(৪) অসম্ভব সুন্দর একটা গিরগিটি।
(৫) ৭৭৭ লাকি নাম্বার হলে ২২২ কেন নয় ?
(৬) চমৎকার এই মসজিদটি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়েরক্যাম্পাসে অবস্থিত।
(৭) বিশালাকৃতির বল দুইটা কোন একটা এলপি গ্যাস কোম্পানীর সম্ভবত।
(৮) রেল লাইনের সিগন্যাল গার্ড বসার ছোট কুটুরীটা এখন চা স্টল, দুটো বিস্কুট আর এক কাপ চা খেয়ে নিলে মন্দ কি ?
(৯) চা খেতে খেতে দেয়ালের ইটের ফোকর দিয়া দেখলাম বাশি রেলের একটা থামে দাড়িয়ে বাজাচ্ছে একটি শিশু।
(১০) প্লাস্টিকের বোতলে করে পানি নিয়ে যাচ্ছে দু'টি শিশু, ওরা সম্ভবত ভাই বোন।
(১১) মাদার এন্ড সান।
(১২) প্রচন্ড রোদে এমন লম্বা পথ পাড়ি দেওয়া কিন্তু সহজ কথা নয়।
(১৩) মান্দার ফুলে বুলবুলি পাখি খেলছে আপন মনে।
(১৪) ইন্ডাষ্ট্রিয়াল এরিয়া বলে আশা পাশে প্রচুর বড় বড় ইন্ডাষ্ট্রি চোখে পড়ে খুব।
(১৫) ছোট্ট কিন্তু চমৎকার একটি মসজিদ।
(১৬) মাঝে মাঝে মনে হয় এই পথের যেন শেষ নাই।
(১৭) মাঝে মাঝে এমন ট্রেন না আসলে আমাদের পথ যেন ফুরাতেই চায় না।
(১৮) অর বড়ই, মানে এক জাতিয় টক ফল, এখনো পরিপক্ক হয়ে উঠেনি।
(১৯) একটা পুকুর পেয়ে নেমে গেলাম পানিতে। যদিও পানির কালার একেবারে সবুজ তবু শরীরটা যেন একেবারে জুড়িয়ে গেলো।
(২০) সবুজ পানিতে অবুজ শিশুরা হাসের পিছু নিয়েছে।
(২১) এক সময়দুটি হাঁসকে ধরেও ফেলে ওরা।
(২২) কেমন কাটাকুটি রেল লাইন।
(২৩/২৪) এক সময় চলে এলাম পরবর্তি স্টাশন ভাটিয়ারীতে।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং, ( বাড়বকুন্ড, স্টেশন নং- ৫৩)
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং, ( ভাটিয়ারী, স্টেশন নং- ৫৫)
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জামাল ভাই, এই বাড়িতে আপনাকে আজই আমি প্রথম দেখলাম, তাও আবার সবার আগেই কমেন্ট করেছেন। ধন্যবাদ আপনাকে।
২| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৫
হাসান কালবৈশাখী বলেছেন:
সুন্দর পথচলা ...
আপনার পোষ্টগুলো দেখি আর মুগ্ধ হই ...
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৭
সাদা মনের মানুষ বলেছেন: হাসান ভাই, আপনাদের মন্তব্যে আমি বরাবরই অনুপ্রাণিত হই, ধন্যবাদ।
৩| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
খেয়া ঘাট বলেছেন: পুকুর দেখেই গোসল করতে নেমে পড়লেন। আপনার মনটা এতো সুন্দর হলো কেমন করে? অবশ্য একথাটি সরাসরি বলা ঠিক হয়নি মনে হয়।
ছবির পাশাপাশি আপনার প্রতিটি ছবির ক্যাপশানগুলোও খুবই সুন্দর।
++++++++++++++++++++++++++++++++++++++
১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯
সাদা মনের মানুষ বলেছেন: মন সুন্দর হলেই কি শুধু চলবে, শরীরের ময়লা দূর করে শরীরটাকেও তো সুন্দর করতে হবে নাকি ?
৪| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:৫৩
বদিউজ্জামান মিলন বলেছেন: অসাধারণ কিছু ছবি পোস্ট করার জন্য ধন্যবাদ..হাটার মতো এমন অসম্ভব কাজ সম্ভব করলেন কেমনে?
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৭
সাদা মনের মানুষ বলেছেন: মিলন ভাই শুধু মনের ইচ্ছেই সব চেয়ে বড় কথা, ধন্যবাদ।
৫| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৩
হাসান৭৭৭ বলেছেন: ছবিগুলো আসলেই চমৎকার হয়েসে। আপনার ছবি তোলার হাত অসাধারন।
চালিয়ে যান।
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ হাসান ভাই, আমি সৌখিন ফটোগ্রাফার, তবে ভালো করার চেষ্টাটা আমার সব সময়ই থাকে।
৬| ১১ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:২৮
জামাল হোসেন (সেলিম) বলেছেন: অনেকটা স্কুলে আসা নুতন ছাত্রের মত অনুভুতি হচ্ছে আমার। অনেক কিছুই অপরিচিত। একটু পরিচয় করান না ভাই সাদা মনের মানুষ। এই যেমন আপনি আমার কমন্টের রিপ্লাই দিলেন, আমি চাচ্ছিলাম তার প্রতি উত্তর দিতে। কিন্তু ব্যার্থ হলাম। কোন টিপস্?
১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: প্রথম আলোর মতো প্রতিউত্তর দেওয়ার সুযোগ এখানে পাবেন না, নিচে নতুন করে আপনাকে প্রতি উত্তর দিতে হবে, ধন্যবাদ।
৭| ১২ ই অক্টোবর, ২০১৩ রাত ১২:২০
মোঃ ইসহাক খান বলেছেন: চমৎকার ছবিগুলোতে আন্তরিক ভালোলাগা রইলো।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ইসহাক ভাই, ভালো থাকুন, সব সময়।
৮| ১২ ই অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৬
ভিটামিন সি বলেছেন: আমার কিন্তু ভালো লেগেছে মাদার এন্ড সান। কত মায়া, কত মমতা, কত স্নেহ, কত স্নেহ আর কতটুকু ভালোবাসার মিশ্রন পরিস্ফুটিত হয়েছে এই ছবিতে তা পৃথিবীর কোন গজ, ফিতা, মাইল, মিটার, ইউনিটে প্রকাশ করা সম্ভব নয়।
সুন্দরী টক্কে (গিরগিটি) টিকে ও ভালো লেগেছে। আমার ভালো লাগা টক্কেটাকে পৌঁছে দিয়েন।
১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:০২
সাদা মনের মানুষ বলেছেন: ভাই আমার পোষ্টে আপনার এমন বিশ্লেশনী মন্তব্যের জন্য আমি সর্বদাই অপেক্ষায় থাকি, ধন্যবাদ, ঈদ মোবারক।
৯| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ৯:১০
অস্পিসাস প্রেইস বলেছেন:
ছবিতে কালো বর্ডার দেয়ার আইডিয়াটা চমৎকার। পাঠকের জন্য আপনার যত্ন দেখে ভালো লাগলো।
যাত্রাগুলো আনন্দপূর্ণ ও নিরাপদ হোক। শুভ কামনা।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, আপনাদের শুভ কামনা আমারঅনেক দরকার।
১০| ১৪ ই অক্টোবর, ২০১৩ সকাল ১০:১১
গোর্কি বলেছেন:
পদভ্রমণ আইডিয়া চমৎকার। গিরগিটির ছবিটা বেশী ভাল লেগেছে। শুভ এবং নিরাপদ হোক পথচলা। শুভ কামনা এবং ঈদ শুভেচ্ছা রইল।
১৪ ই অক্টোবর, ২০১৩ রাত ৮:২১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ঈদ ও শারদীয় শুভেচ্ছা
১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১৯
আদম_ বলেছেন: আপনার পোস্টে যখন দেখি চট্টগ্রামের কাছাকাছি চলে এসেছেন তখনই মনটা খচ করে উঠে, এই বুঝি মজাদার পোস্টের সমাপ্তি হতে চললো। ১১ নং ছবিটা বাধাই করে রাখার মতো। ছবিটা তো সুন্দর বটেই তার চেয়ে বেশি হৃদয়গ্রাহী ছবির বিষয় বস্তুটা।
পোস্ট প্রিয়তে। ধন্যবাদ , ভালো থাকবেন।
আদম_
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:০১
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আদম ভাই, এই মজাদার পোষ্ট বা মজাদার ভ্রমণের সমাপ্তি হবে না, আমি অলরেডি সিলেটের পথে হাটা শুরু করে দিয়েছি।
©somewhere in net ltd.
১| ১১ ই অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:১৪
জামাল হোসেন (সেলিম) বলেছেন: ওদিকে বড় বেশি ঝামেলা ভাই। ঘুরতে ঘুরতে চলে এলাম। এসে ভালোই হলো। স্টেশন নং- ৫৪ আগে ভাগেই পেয়ে গেলাম।
আপনার এই পোষ্টে আমার সবচেয়ে ভালো লেগেছে ২১ নং ছবিটা। মনকাড়া একটি ছবি। পোষ্টের জন্য ধন্যবাদ।