নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র --নানা ভাবে নতুন জিনিস শিখছি দিবা রাত্র 'মুর্খরা সব শোন, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোন'
ষাট গম্বুজ মসজিদ বাংলাদেশের বাগেরহাট জেলার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত একটি প্রাচীন মসজিদ। মসজিদটির গায়ে কোনো শিলালিপি নেই। তাই এটি কে নির্মাণ করেছিলেন বা কোন সময়ে নির্মাণ করা হয়েছিলো সে সম্বন্ধে সঠিক কোনো তথ্য পাওয়া যায় না। তবে মসজিদটির স্থাপত্যশৈলী দেখলে এটি যে খান-ই-জাহান নির্মাণ করেছিলেন সে সম্বন্ধে কোনো সন্দেহ থাকে না। ধারণা করা হয় তিনি ১৫শ শতাব্দীতে এটি নির্মাণ করেন। এ মসজিদটি বহু বছর ধরে ও বহু অর্থ খরচ করে নির্মাণ করা হয়েছিলো। পাথরগুলো আনা হয়েছিলো রাজমহল থেকে। এটি বাংলাদেশের তিনটি বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের একটির মধ্যে অবস্থিত; বাগেরহাট শহরটিকেই বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা দেয়া হয়েছে। ১৯৮৩ খ্রিস্টাব্দে ইউনেস্কো এই সম্মান প্রদান করে।
মসজিদটি উত্তর-দক্ষিণে বাইরের দিকে প্রায় ১৬০ ফুট ও ভিতরের দিকে প্রায় ১৪৩ ফুট লম্বা এবং পূর্ব-পশ্চিমে বাইরের দিকে প্রায় ১০৪ ফুট ও ভিতরের দিকে প্রায় ৮৮ ফুট চওড়া। দেয়ালগুলো প্রায় ৮·৫ ফুট পুরু। বিস্তারিত জানতে উইকিপিডিয়া
(২) ষাট গম্বুজ মসজিদ ও জাদুঘর পরিদর্শনের সময়সূচী।
(৩/৪) মেইন গেইট দিয়া ঢুকেই ডান পাশে যাদুঘর।
(৫/৬) একটু এগিয়ে বাম পাশে তাকালেই দেখবেন সবুজ ঘাসের গালিচায় ১৫শ শতাব্দীতে নির্মিত অপরুপ ষাট গম্বুজ মসজিদটি, যেন পটে আকা ছবি।
(৭) মেইন গেইটে দাড়িয়ে তোলা ছবি।
(৮) দক্ষিণ পূর্ব কোনে দাড়িয়ে ছবি তুললে এমনি দেখাবে।
(৯) মসজিদটির পূর্ব দেয়ালে ১১টি বিরাট আকারের খিলানযুক্ত দরজা আছে। মাঝের দরজাটি অন্যগুলোর চেয়ে বড়। উত্তর ও দক্ষিণ দেয়ালে আছে ৭টি করে দরজা। মসজিদের ৪ কোণে ৪টি মিনার আছে। এগুলোর নকশা গোলাকার এবং এরা উপরের দিকে সরু হয়ে গেছে। এই ছবিটা দক্ষিণ পার্শে দাড়িয়ে তুলেছি।
(১০) দক্ষিণ পশ্চিম কোনে মসজিদটির অজুখানা।
(১১) দক্ষিণ পশ্চিম কোনে দাড়িয়ে দেয়ালের বাহিরে থেকে তোলা মসজিদটির ছবি।
(১২/১৩) মসজিদের ভেতরে ৬০টি স্তম্ভ বা পিলার আছে। এগুলো উত্তর থেকে দক্ষিণে ৬ সারিতে অবস্থিত এবং প্রত্যেক সারিতে ১০টি করে স্তম্ভ আছে। প্রতিটি স্তম্ভই পাথর কেটে বানানো, শুধু ৫টি স্তম্ভ বাইরে থেকে ইট দিয়ে ঢেকে দেয়া হয়েছে। এই ৬০টি স্তম্ভ ও চারপাশের দেয়ালের ওপর তৈরি করা হয়েছে গম্বুজ। মসজিদটির নাম ষাট গম্বুজ (৬০ গম্বুজ) মসজিদ হলেও এখানে গম্বুজ মোটেও ৬০টি নয়, ১১টি সারিতে মোট ৭৭টি আর চারকোনের বুরুজের উপরের ৪টি সহ মোট ৮১টি গম্বুজ।
(১৪) পূর্ব দেয়ালের মাঝের দরজা ও পশ্চিম দেয়ালের মাঝের মিহরাবের মধ্যবর্তি সারিতে যে সাতটি গম্বুজ সেগুলো দেখতে অনেকটা বাংলাদেশের চৌচালা ঘরের চালের মত।
(১৫) আর বাকি ৭০টি গম্বুজ আধা গোলাকার ।
(১৬) যাদুঘরের সামনে দাড়িয়ে নারকেল গাছ সহ তোলা একটি ছবি।
(১৭) আমি নিজে যে ওখানে গিয়েছি তার একটা প্রমাণ না দিলে কি করে হয়
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মামুন ভাই, আসলেই দেখে ভালো লাগার মতো চমৎকার একটা লোকেশন।
২| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৮
ভিটামিন সি বলেছেন: ভাইজান, সকাল সকাল মনটাই ভালো হয়ে গেল। আর না গিয়েও দেখে আসলাম ষাট গম্বুজ মসজিদ। আপনাকে অশেষ ধন্যবাদ। ভালো থাকবেন।
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩১
সাদা মনের মানুষ বলেছেন: আপনাকেও ধন্যবাদ ভাই, ভালো থাকুন, সব সময়।
৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:১১
আদম_ বলেছেন: সুন্দর
২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৩৩
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন।
৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪৫
পুলক ঢালী বলেছেন: সুন্দর ছবি পোষ্ট। কয়েক বৎসর আগে গিয়েছিলাম ষাট গম্বুজ বলা হয় অথচ গম্বুজ ভিতরদিক থেকে গুনলে ৮২ কি ৮৪টির মত । বিষয় সেটা নয় পাথরগুলো রাজমহল থেকে আনা ডিজাইন পোড়ামাটির এবং একই ডিজাইন দিনাজপুরের কান্তনগর মন্দিরে দেখা যায় এটাই অবাক করার মত ব্যপার । দুটোই কি একই সময়ে তৈরী ? নাকি কারিগর একই জানিনা । এবিষয় নিয়ে একটা পোষ্টও দিয়েছিলাম ।আপনার পোষ্ট খুব সুন্দর হয়েছে । ধন্যবাদ ।
২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৩২
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ আপনার পোষ্ট আমি এখনি দেখবো।
৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:১৯
কান্ডারি অথর্ব বলেছেন:
আপনাকে দেখে ভীষণ ভালো লাগলো
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০১
সাদা মনের মানুষ বলেছেন: কান্ডারীকে দেখলে আমারো ভালো লাগে
৬| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ১০:৪৬
একজন আরমান বলেছেন:
সুন্দর পোস্ট।
আমিও গিয়েছিলাম ২০০৫ সালে !
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: আরমান ভাই, আপনি আমার ৮ বছরের সিনিয়র
৭| ২৩ শে অক্টোবর, ২০১৩ দুপুর ১২:১২
আমিনুর রহমান বলেছেন:
পোস্টে প্লাস।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০২
সাদা মনের মানুষ বলেছেন: মন্তব্যে +
৮| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
গোর্কি বলেছেন:
ভ্রমণে ভার্চুয়ালি সাথী হতে পেরে ভাল লাগছে। ছবিগুলো দুর্দান্তিস। শুভেচ্ছা রইল।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৪
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ গোর্কি, শ্রদ্ধা জানবেন।
৯| ২৩ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৭:৫৯
খেয়া ঘাট বলেছেন: ছবি, বর্ণনা সব মিলে দারুন লাগলো ভাই।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ ভাই, শুভ কামনা জানবেন।
১০| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০১
জুন বলেছেন: ষাট গম্বুজ মসজিদ দেখে আসার কিছু দিন পর শুনলাম সেই ঐতিহ্যবাহী মসজিদ আর শিলাইদহ কুঠিবাড়ীর লাল রঙ চুনকাম করে সাদা করেছে সেখানকার প্রশাসন। তা আপনার ছবিগুলো কি রিসেন্ট তোলা ? তাহলে শান্তি পেলাম পুরানো ঐতিহ্য দেখে ।
২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:০৮
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জুন, আমার এই ছবিগুলো আমি গত শনিবার অর্থাৎ ১৯ অক্টোবরে তুলেছি, মানে একেবারেই লেটেষ্ট ছবি।
১১| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:১৩
মাসুম আহমদ ১৪ বলেছেন: নাইস পোস্ট
২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৩০
সাদা মনের মানুষ বলেছেন: থ্যাঙ্কস্
১২| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:৪৮
এম ই জাভেদ বলেছেন: আমিও গিয়েছি ওখানে ২০০৭ সালে। খাঞ্জাহান আলির মাজারে যান নি ?
ষাট গম্বুজ মসজিদে কি আসলে ৬০ টি গম্বুজ আছে ? আমি গুনে দেখিনি , আপনি দেখেছেন কি ?
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:২৬
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ জাভেদ ভাই, খানজাহান আলীর মাজারেও গিয়েছি, আর গম্বুজ আমি গুনে দেখিনি।
১৩| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০০
সুচিন্তিত মতবাদ বলেছেন: আমি গর্বিত। আমার বাড়ি ৬০ গম্বুজের কাছে। তবে খানজাহান আলীর মাজারে চলে অবৈধ্য গাঞ্জা সেবনের পাল্লা। যারা ওখানকার খাদেম তারা হলেন শিরক বিদ'আতের মধ্যে ডুবে ডুবে পানি পান করেন। ওখানে ভিন্ন জেলার কেউ গেলে তাদের পকেট শূণ্য হয়ে যায়। কেউবা ছিনতাই আর কেউবা অতি ভক্তির কারনে খাদেমদের খপ্পরে পড়ে।
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ৭:৪৫
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মতবাদ, আমি খুব স্বল্প সময় খানজাহান আলীর মাজারে অবস্থান করার জন্য গাঞ্জা সেবনের কোন দৃশ্য দেখতে পাইনি।
১৪| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:০৩
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কামাল ভাই
বরাবরের মতন চমৎকার পোষ্ট
২৫ শে অক্টোবর, ২০১৩ সকাল ১১:০৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ মাসুদ ভাই, কেমন আছেন আপনি ?
১৫| ২৩ শে অক্টোবর, ২০১৩ রাত ১০:৪২
মোঃ ইসহাক খান বলেছেন: দারুণ সব ছবি। অসাধারণ!
২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৯
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ প্রিয় লেখক।
১৬| ২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:০৬
নীলসাধু বলেছেন: শুভেচ্ছা কামাওল ভাই
আমি ভালো আছি আলহামদুলিল্লাহ।
আশা করছি আপনিও কুশলে আছেন।
২৫ শে অক্টোবর, ২০১৩ সন্ধ্যা ৬:২৮
সাদা মনের মানুষ বলেছেন: জ্বী ভাই, আপনাদের দোয়ায় আমি খুবই ভালো আছি, যদিও দেশের সার্বিক অবস্থা নিয়ে কিছুটা চিন্তিত, ধন্যবাদ।
১৭| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৪২
রাফসান বড়ুয়া বলেছেন: খুব ভালো......।
২৭ শে অক্টোবর, ২০১৩ রাত ৮:২২
সাদা মনের মানুষ বলেছেন:
১৮| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:৫৪
রাফসান বড়ুয়া বলেছেন: খুব ভালো......।
২৯ শে ডিসেম্বর, ২০১৩ সকাল ৮:৫০
সাদা মনের মানুষ বলেছেন: ধন্যবাদ, ভালো থাকুন।
১৯| ২৭ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৪২
রাফসান বড়ুয়া বলেছেন: খুব ভালো......।
২৫ শে জানুয়ারি, ২০১৫ সকাল ১০:৪১
সাদা মনের মানুষ বলেছেন: শুভেচ্ছা জানবেন ভাই
©somewhere in net ltd.
১| ২৩ শে অক্টোবর, ২০১৩ সকাল ৮:০৬
মামুন রশিদ বলেছেন: চমৎকার পোস্ট ।আমি এখনো দেখার সৌভাগ্য হয়নি, গুগল আর্থে ষাটগম্বুজ মসজিদের গম্বুজগুলো দেখে খুব ভাল লেগেছিল ।